ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ১০০-১০১ : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
১০১. মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
২. গ্রিক সভ্যতার জেনোফোন ব্যবস্থাপনা সম্পর্কে কী ধারণা দেন?
ক.কলা ও বিজ্ঞান
খ.সামাজিক প্রক্রিয়া
গ.লক্ষ্য অর্জনের উপায়
ঘ.কাজ আদায়ের কৌশল
৩. মিসেস শিফা বিভাগীয় ব্যবস্থাপক। তিনি শারীরিক ও মানসিক উভয় পরিশ্রম করেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাকে বিভিন্ন বিভাগের সাথে সমন্বয়সাধন করে চলতে হয়। মিসেস শিফা কাদের দিয়ে কাজ বাস্তবায়ন করবেন?
ক.সুপারভাইজার
খ.এশিয়ার ম্যানেজার
গ.শ্রমিক কর্মী ব্যবস্থাপক
ঘ.সচিব
৪. হেনরি ফেওল শিল্পের কার্যাবলিকে কয়ভাগে ভাগ করেছেন?
ক.৫
খ.৬
গ.৭
ঘ.৮
৫. দৈহিক ও মানসিক যোগ্যতা অনুযায়ী কর্তব্য বণ্টনে পরামর্শ দেন কে?
ক.চার্লস ব্যাবেজ
খ.গবী বিনবৎ
গ.জেনোফোন
ঘ.এরিস্টটল
উদ্দীপকটি পড় ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
মিসেস সামিহা বুটিক শপের মালিক তিনি নিত্য নতুন পণ্যের ডিজাইনের পোশাক উৎপাদন করেন। দেশি-বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন।
৬. নিত্য নতুন ডিজাইনের পেশাক উৎপাদনে বঞ্ঝবর্’াপনার কৈান দপ্টতাটি মিএসস সামিহাএক সহায়তা করেছে?
ক.যোগাযোগের দক্ষতা
খ.দূরদৃষ্টির দক্ষতা
গ.আন্তঃব্যক্তিক দক্ষতা
ঘ.সমস্যা সমাধানের দক্ষতা
৭. এএত সামিহার সফলতা অজট্টএন ভৃমিকা রাখএব@
ক.আন্তঃব্যক্তিক দক্ষতা
খ.তথ্য সংশ্লিষ্ট দক্ষতা
গ.কারিগরি দক্ষতা
ঘ.ক + খ
৯. টৎরিপশ ১৯৩৮ সালে সংগঠনের কয়টি নীতির কথা বলেছেন?
ক.৬
খ.৭
গ.৮
ঘ.৯
উদ্দীপকটি পড় ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
প্রিয়া দ্রুততার সাথে একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছে। উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে তিনি নানা সমস্যায় পড়েন। ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে না দক্ষ শ্রমিকও অপ্রতুল।
১১. ব্যবস্থাপনার কোন কাজটি যথাযথ না হওয়ায় এই সমস্যায় পড়েছে?
ক.নিয়ন্ত্রণ
খ.সংগঠন
গ.পরিকল্পনা
ঘ.নির্দেশনা
১২. পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপক এর করণীয় কী?
ক.প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
খ.প্রতিটি কাজের জন্য বাজেট নির্ণয়
গ.ভবিষ্যৎ অনুমানে সচেষ্ট থাকা
ঘ.সবগুলো
১৩. বাংলাদেশের সরকারি কর্মী নিয়োগ দেয় কোন মন্ত্রণালয়?
ক.সংস্থাপন মন্ত্রণালয়
খ.সরকারি কর্ম কমিশন
গ.সংযুক্ত মন্ত্রণালয়
ঘ.বিভাগীয় মন্ত্রণালয়
১৪. জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ মাত্রা কী?
ক.কর্মীসংস্থান
খ.নির্দেশনা
গ.নেতৃত্ব
ঘ.সমন্বয়
উদ্দীপকটি পড়ো এবং ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ মহোদয় দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করার দায়িত্ব চারজন শিক্ষককে দিলেন।
১৫. উদ্দীপকে উলিখিত বিষয়টির সাথে কোন ধরনের সংগঠন কাঠামোর মিল আছে?
ক.সরল রৈখিক.
খ.কার্যভিত্তিক
গ.কমিটি
ঘ.মেট্রিক্স
১৬. বাংলাদেশের ক্রিকেট দলের জন্য কোন প্রশিক্ষণ সবচেয়ে উপযোগী?
ক.প্রবেশনা
খ.কোচিং
গ.অধিবেশন
ঘ.ওয়ার্কশপ
১৭. সাকিব ব্রাদার্সকে কম খরচে এবং স্বল্প সময়ে কর্মী সংগ্রহ করতে হয়। প্রতিষ্ঠানটির জন্য বিবেচ্য উপযুক্ত উৎস হলো
i.শ্রমিক সংঘ.ii.পদোন্নতি
iii.কারিগরি প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৮. নেতৃত্ব বিকশিত হয় কীসের মাধ্যমে?
ক.বক্তৃতার মাধ্যমে
খ.যোগাযোগের মাধ্যমে
গ.আলোচনার মাধ্যমে
ঘ.সংগঠনের মাধ্যমে
১৯. নির্দেশনাকে কী বলা হয়?
ক.ব্যবস্থাপনার প্রাণ
খ.প্রশাসনের প্রাণ
গ.সংগঠনের প্রাণ
ঘ.সবগুলো
২১. চাহিদা সোপান ধারণাটি সর্বপ্রথম ব্যবস্থাপনা সাহিত্যে নিয়ে আসেন কে?
ক.ড. ঈ খধহমবৎ
খ.মাসলো
গ.ম্যাকগ্রেগর
ঘ.হার্জবার্গ
২২. স্কয়ার লি. এর বিক্রয় ব্যবস্থাপক আব্রান। তিনি সব সময় কর্মীদের মানসিকতা, যোগ্যতা, রুচি ও দক্ষতা সম্পর্কে সজাগ থাকেন। এটি নেতার কোন গুণের আওতাভুক্ত?
ক.পরিবেশ সম্পর্কে জ্ঞান
খ.সম্মোহনি শক্তি
গ.অনুসারীদের সম্পর্কে জ্ঞান
ঘ.সময়ানুবর্তিতা
২৩. ব্যবস্থাপনার সকল স্তরই কীসের সাপেক্ষ?
ক.নিয়ন্ত্রণ
খ.সংগঠন
গ.পরিকল্পনা
ঘ.সমন্বয়
২৫. কত সালে ঈচগ উদ্ভাবন করা হয়?
ক.১৯৫৭
খ.১৯৫৮
গ.১৯৫৯
ঘ.১৯৬০
২৬. মানচিত্রে বা গ্রাফের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে কী বলে?
ক.বাহ্যিক যোগাযোগ.
খ.গণ যোগাযোগ
গ.দৃশ্যমান যোগাযোগ.
ঘ.লিখিত যোগাযোগ
২৭. ইভেন্ট ম্যানেজম্যান্ট সব শ্রেণির দর্শকশ্রোতার নিকট জনপ্রিয় হয় কেন?
ক.শব্দগত মৌখিক ভাষার প্রয়োগ নেই
খ.এটি কম সময়সাপেক্ষ
গ.এটি কম ব্যয়বহুল
ঘ.এটি লিখিত না হয়ে মৌখিক
২৮. কলেজের বনভোজন সুসম্পন্ন করতে চারটা সাবকমিটি করা হয়েছে। এক্ষেত্রে উদ্দেশ্যার্জনে কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ?
ক.প্রেষণা
খ.সমন্বয়
গ.নিয়ন্ত্রণ
ঘ.সংগঠন
২৯. কাজের ছন্দপতন রোধ করতে পারে কোনটি?
ক.সমন্বয়
খ.নিয়ন্ত্রণ
গ.পরিকল্পনা
ঘ.সংগঠন
৩০. সমন্বয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ হলো
i.অস্পষ্ট উদ্দেশ্য ii.দ্বৈত অধীনতা
iii.ধারাবাহিকতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১০২. আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. সময়ের ভিত্তিতে পরিকল্পনা কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
২. কলেজের ঘণ্টা বাজানার শব্দ কোন ধরনের যোগাযোগ?
ক.বাহ্যিক
খ.শাব্দিক
গ.শব্দ বহিভর্‚ত
ঘ.অনানুষ্ঠানিক
৩. প্রেষণা ব্যক্তির কোনটির সাথে জড়িত?
ক.অভাব, আবেগ ও তাড়না
খ.অভাব, অভিযোগ ও তাড়না
গ.অভাব, উত্তেজক ও তাড়না
ঘ.অভাব, আবেগ ও বঞ্চনা
উদ্দীপকটি পড় ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় মুন্সীগঞ্জ পদ্মা নদীর উপর একটি সড়ক সেতু নির্মাণের জন্য ২০১৫ সালে পরিকল্পনা গ্রহণ করে। ২০২২ সালে উক্ত সেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সেতুর নকশাকরণের সময় ভবিষ্যতে রেলপথের চাহিদার কথা চিন্তা করে সেতুর উপর রেললাইন স্থাপনের সুযোগ রাখা হয়েছে।
৪. উদ্দীপকে বর্ণিত পরিকল্পনাটি মেয়াদের ভিত্তিতে কোন ধরনের?
ক.স্বল্প
খ.মধ্য
গ.দীর্ঘ.
ঘ.অসীম
৫. উদ্দীপকে বর্ণিত রেলপথ স্থাপনের সুযোগটি পরিকল্পনার কোন বৈশিষ্ট্যের সাথে বেশি সম্পর্কিত?
ক.গ্রহণযোগ্যতা
খ.নমনীয়তা
গ.বাস্তবমুখিতা
ঘ.সুস্পষ্ট উদ্দেশ্য
৬. কোনটি ব্যবস্থাপনার সার্বজনীন উদ্দেশ্য?
ক.উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন
খ.সম্পদের সর্বোচ্চ ব্যবহার
গ.উন্নতমানের পণ্য সরবরাহ
ঘ.উপযুক্ত নিয়ন্ত্রণ
৭. কোনটি নেতার পেশাভিত্তিক গুণাবলি?
ক.ব্যক্তিত্ব
খ.ধৈর্য
গ.দূরদর্শিতা
ঘ.সিদ্ধান্ত গ্রহণ
৮. সাংগঠনিক কাঠামো দেখে নিচের কোনটি সম্পর্কে জানা যায়?
ক.ক্ষমতার প্রকৃতি
খ.প্রতিষ্ঠানের সামর্থ্য
গ.নির্দেশনার ধরন
ঘ.কর্তৃত্ব শিকল
৯. সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লবের সূত্রপাত হয়?
ক.ফ্রান্স
খ.ইতালি
গ.বৃটেন
ঘ.জার্মানি
১০. দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠনকে কোন ধরনের সংগঠন বলে?
ক.কার্যভিত্তিক.
খ.সরলরৈখিক
গ.পদস্থ কর্মী
ঘ.মেট্রিক্স
১১. মৌলিক পরিকল্পনা হিসেবে গৃহীত হয় কোনটি?
ক.সর্বোত্তম বিকল্প গ্রহণ
খ.বিকল্প স্থিরকরণ
গ.লক্ষ্য নির্ধারণ
ঘ.সহায়ক পরিকল্পনা প্রণয়ন
১৩. পদোন্নতির ভিত্তি কয়টি?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
১৪. নিচের কোন বিষয়ের সাথে জোড়া মই শিকল নীতি সম্পৃক্ত?
ক.ভারসাম্য রক্ষা
খ.সংগঠন চার্ট
গ.কর্তৃত্ব প্রবাহ
ঘ.কর্তৃত্ব অর্পণ
১৫. কোনটি সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো?
ক.সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন
খ.সরলরৈখিক সংগঠন
গ.মেট্রিক্স সংগঠন
ঘ.কার্যভিত্তিক সংগঠন
১৬. ব্যবস্থাপনার কার্যকারিতা কীসের ওপর নির্ভর করে?
ক.পরিকল্পনা
খ.নির্দেশনা
গ.প্রেষণা
ঘ.নিয়ন্ত্রণ
উদ্দীপকটি পড় ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
ণত নামক ব্যাংক ১২ জন নবনির্বাচিত প্রবেশকারী অফিসার যোগদান করেছেন। তাদেরকে ব্যাংকিং বিভিন্ন কাজে দক্ষ করে তোলার জন্য কর্তৃপক্ষ আরও প্রশিক্ষণের চিন্তা-ভাবনা করছেন।
১৭. উদ্দীপকে বর্ণিত অফিসারদের নিয়োগটি কোন ধরনের?
ক.স্থায়ী
খ.অস্থায়ী
গ.চুক্তিভিত্তিক.
ঘ.সাময়িক
১৮. নবনির্বাচিত অফিসারদেরকে কোন ধরনের প্রশিক্ষণ প্রদান করা উচিত?
i.প্রবেশনারি
ii.পদ আবর্তন
iii.পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৯. নেতিবাচক প্রেষণার উপাদান হলো
i.পদাবনতি
ii.বরখাস্ত
iii.তিরস্কার
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২০. পরামর্শমূলক নির্দেশনা কোন ধরনের যোগাযোগ প্রবাহ সৃষ্টি করে?
ক.একমুখী
খ.দ্বি-মুখী
গ.ত্রিমুখী
ঘ.বহুমুখী
২২. আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই’-এই দুইয়ের মাঝে সেতুবন্ধন রচনা করে কোনটি?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
২৩. নিচের কোনটি একার্থক পরিকল্পনা?
ক.নীতি
খ.পদ্ধতি
গ.বিধি
ঘ.প্রকল্প
২৪. জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য উপযোগী সংগঠন হলো
i.কার্যভিত্তিক. ii.কমিটি
iii.মেট্রিক্স
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ.i, ii ও iii
২৫. ‘ব্যবস্থাপনা সার্বজনীন’ কে বলেছেন?
ক.সক্রেটিস
খ.প্লেটো
গ.এরিস্টটল
ঘ.হেনরি ফেয়ল
২৬. কোনটি মৌখিক যোগাযোগের সুবিধা?
ক.প্রামাণ্য দলিল
খ.অপব্যাখ্যা রোধ
গ.আইনগত মর্যাদা
ঘ.তাৎক্ষণিক প্রতিক্রিয়া
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৭. বাএজটারি নিয়¯্যণ প্পর‚তঙ্গপƒণট্ট হওয়ার কারণ হএলা
i.বাজেট কাজের মান বৃদ্ধি করে
ii.এর মাধ্যমে বিচ্যুতি নিরূপণ সম্ভব
iii.নিয়ন্ত্রণের কার্যকর ভিত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ.i, ii ও iii
২৮. যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে কোন নীতি বলে?
ক.নিয়মানুবর্তিতা
খ.শৃঙ্খলার
গ.ভারসাম্যের
ঘ.সাম্যের
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।