ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৯৯-১০০ : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৯৯. এম ই এইচ আরিফ কলেজ, গাজীপুর বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. বাংলাদেশের জাতীয় বাজেট কোন ধরনের পরিকল্পনার অন্তর্গত?
ক.একার্থক.
খ.কার্যভিত্তিক
গ.স্থায়ী
ঘ.সামগ্রিক
২. কোন পরিকল্পনা ব্যবস্থাপকের কর্মভার লাঘব করে?
ক.একার্থক.
খ.স্থায়ী
গ.মধ্যমেয়াদি
ঘ.দীর্ঘমেয়াদি
৩. যোগাযোগ কখন ব্যর্থ হয়?
ক.উদ্দেশ্যহীন হলে
খ.নীতিমালা না থাকলে
গ.ফলাবর্তন না হলে
ঘ.বাস্তবসম্মত না হলে
৪. আনুষ্ঠানিক কমিটি হলো
i.স্থায়ী কমিটি
ii.অনুসন্ধান কমিটি
iii.বাজেট কমিটি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৫. ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ একটি কী প্রক্রিয়া?
ক.অবিরাম প্রক্রিয়া
খ.দীর্ঘমেয়াদি প্রক্রিয়া
গ.স্বল্পমেয়াদি প্রক্রিয়া
ঘ.স্থির প্রক্রিয়া
৬. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি কয়টি?
ক.১৪টি
খ.৪টি
গ.৭টি
ঘ.৬টি
৭. পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে কী প্রয়োজন?
ক.কর্মী
খ.দক্ষতা
গ.সংগঠন
ঘ.নিয়ন্ত্রণ
৮. কাকে প্রশাসনিক ব্যবস্থাপনার প্রবর্তক বলা হয়?
ক.এফ ডব্লিউ টেলর
খ.হেনরি ফেয়ল
গ.আব্রাহাম মাসলো
ঘ.রবার্ট ওয়েন
৯. সমন্বয় কেন প্রয়োজন?
i.ন্যূনতম বেতন প্রদান করতে
ii.সকল কাজের সংযোগ স্থাপনে
iii.অপচয় হ্রাস করতে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১১. বিশেষায়িত জ্ঞান সম্বলিত কাজ বা বৃত্তিকে কী বলে?
ক.চাকরি
খ.ক্যারিয়ার
গ.পেশা
ঘ.গবেষণা
১২. ব্যবস্থাপনা কী ধরনের প্রক্রিয়া?
ক.সামাজিক.
খ.রাজনৈতিক
গ.অর্থনৈতিক.
ঘ.বাণিজ্যিক
১৩. প্রতিষ্ঠানের শৃঙ্খলা আনয়ন করতে শ্রমিকদের কর্ম বণ্টন করা উচিত
i.যোগ্যতার ভিত্তিতে
ii.গতিশীলতার ভিত্তিতে
iii.দক্ষতার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড় ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
মি. মাবরুর উচ্চ শিক্ষা গ্রহণ করে পৈত্রিক সম্পত্তিতে মাশরুম চাষ করার সিদ্ধান্ত নেয়। স্থানীয় কৃষি অফিস থেকে বিভিন্ন তথ্য ও পরামর্শ নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের বিষয় ভালোভাবে জেনে সে মাশরুম চাষ শুরু করে লাভবান হয়।
১৪. উদ্দীপকে মাশরুম চাষ শুরুর পূর্বে মাশরুমের কর্মকাণ্ড তোমার পঠিত কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.সমন্বয়সাধন
ঘ.নিয়ন্ত্রণ
১৫. উদ্দীপকে মাবরুরের সফলতার কারণ হলো
i.সম্ভাব্য সুযোগ সুবিধা মূল্যায়ন
ii.বিকল্প বিশ্লেষণ
iii.প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৬. সংগঠন প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ কোনটি?
ক.কার্য বিভাজন
খ.দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ
গ.দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ
ঘ.পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
১৭. কতিপয় ব্যক্তি যখন কোনো বিশেষ দায়িত্ব পালনে একত্রিত হয় তখন তাকে কোন ধরনের সংগঠন বলে?
ক.সরলরৈখিক
খ.কার্যভিত্তিক
গ.সরলরৈখিক ও উপদেষ্টা
ঘ.কমিটি
১৮. কোনটি প্রশিক্ষণ পদ্ধতি নয়?
ক.সেমিনার
খ.শিক্ষানবিশ
গ.পদ পরিবর্তন
ঘ.পদোন্নতি
১৯. বাংলাদেশে অধিকাংশ প্রতিষ্ঠানেই পরামর্শমূলক নির্দেশনা ব্যবহৃত না হওয়ার পিছনে প্রধান কারণ কোনটি?
ক.প্রভুত্বমূলক মনোভাব
খ.নিæমানের কর্মী
গ.বৃহদায়তন প্রতিষ্ঠানের অনুপস্থিতি
ঘ.আইনগত বাধ্যবাধকতা
২০. প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি?
ক.তাড়নাখ.অভাব
গ.উদ্বিগ্নতাঘ.উদ্বেগ হ্রাস
২১. প্রেষণার ফলে বৃদ্ধি পায়
i.কর্মীর মনোবল
ii.কর্মীর কার্য সন্তুষ্টি
iii.লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২২. প্রশাসনকে মানুষের কোন অঙ্গের সাথে তুলনা করা যায়?
ক.হাত
খ.চোখ
গ.হৃৎপিণ্ড
ঘ.মস্তিষ্ক
২৩. কোনটি নেতার পেশাভিত্তিক গুণাবলি?
ক.ব্যক্তিত্ব
খ.ধৈর্য
গ.দূরদর্শিতা
ঘ.সিদ্ধান্ত গ্রহণ
২৪. মানুষের মধ্যকার বন্ধুত্ব, মমতা, ভালোবাসা ইত্যাদির চাহিদাকে কোন চাহিদা বলে?
ক.জৈবিক চাহিদা
খ.নিরাপত্তার চাহিদা
গ.সামাজিক চাহিদা
ঘ.আÍমর্যাদার চাহিদা
২৫. নিচের কোনটি মৌখিক যোগাযোগ পদ্ধতি?
ক.কনফারেন্স
খ.রিপোর্ট
গ.হ্যান্ডবিল
ঘ.ই-মেইল
২৬. ‘দলীয় সংহত করা’ ব্যবস্থাপনার কোন কাজ?
ক.পরিকল্পনা
খ.প্রেষণা
গ.সমন্বয়
ঘ.নিয়ন্ত্রণ
২৭. খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এস কে ফ্যাশনস-এ কয়েকজন দক্ষ ও অভিজ্ঞ মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে ভালো উৎস কোনটি হতে পারে?
ক.শ্রমিক সংঘের সুপারিশ
খ.কর্মরত অপারেটরদের সুপারিশ
গ.চাকরি সন্ধানী
ঘ.বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র
উদ্দীপকটি পড় ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আমান ‘আমান গার্মেন্টেসের’ মালিক। তিনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে কর্মীদের কঠোর শাসন এবং øেহ ভালবাসার মাধ্যমে কাজ আদায় করেন। তার কর্মকাণ্ডে কর্মীরা তার ওপর সন্তুষ্ট।
২৮. উদ্দীপকের আমান সাহেব কোন ধরনের নেতৃত্ব প্রয়োগ করেন?
ক.স্বৈরতান্ত্রিক.
খ.পিতৃসুলভ
গ.গণতান্ত্রিক.
ঘ.কর্মকেন্দ্রিক
২৯. উদ্দীপকের প্রতিষ্ঠানে মি. আমানের এরূপ নেতৃত্বের ফলে
i.প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে
ii.মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন হবে
iii.প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৩০. পরিকল্পনার সংখ্যাÍক প্রকাশকে কী বলে?
ক.লক্ষ্য
খ.বাজেট
গ.মিশন
ঘ.নীতি
১০০. গাজীপুর সিটি কলেজ বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. শব্দটি কোন দেশি শব্দ হতে এসেছে?
ক.ইতালি
খ.কানাডা
গ.জামার্নি
ঘ.বাংলাদেশ
২. ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
ক.মিশরীয় সভ্যতা
খ.গ্রিক সভ্যতা
গ.রোম সভ্যতা
ঘ.জার্মান সভ্যতা
৩. সিস্টেম মতবাদের প্রবক্তা কে?
ক.এলটন মেয়ো
খ.অলিভার শেলডন
গ.হেনরি ফেয়ল
ঘ.চেষ্টার আই বার্নার্ড
৪. চঙঝউঈঙজই-এর আবিষ্কারক কে?
ক.হেনরি ফেয়ল
খ.এল. গুলিক
গ.লুইস.এ এলেন
ঘ.চার্লজ ব্যাবেজ
৫. জোড়া মই শিকল নীতি নিচের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
ক.নিয়মানুবর্তিতা
খ.কর্তৃত্ব প্রবাহ
গ.ভারসাম্য
ঘ.সাম্যতা
৬. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হলো
i.বাস্তবমুখিতা
ii.অনমনীয়তা
iii.সুস্পষ্ট উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৭. একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত
i.কর্মসূচি
ii.প্রকল্প
iii.নীতি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৮. প্রতিযোগী প্রতিষ্ঠানকে মোকাবিলা করার জন্য যে পরিকল্পনা প্রয়োজন
ক.প্রক্রিয়া
খ.কৌশল
গ.নীতি
ঘ.কর্মসূচি
১০. কমিটির সমার্থক শব্দ হলো
i.বোর্ড
ii.কমিশন
iii.টাস্কফোর্স
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড় ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব সজিব কিছু অফিসার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন। তিনি আবেদনপত্র জমা নিলেন। আবেদনপত্র বাছাই করে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য চিঠি পাঠান।
১১. জনাব সজিবের পরবর্তী কাজ কর্মীসংস্থান প্রক্রিয়ার কোন কাজের সাথে জড়িত?
ক.কর্মী সংগ্রহ
খ.কর্মী নির্বাচন
গ.কর্মী নিয়োগ.
ঘ.কর্মী উন্নয়ন
১২. কর্মী সংগ্রহের সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি?
ক.কর্মী বিনিয়োগ কেন্দ্র
খ.আউটসোর্সিং
গ.ট্রেড ইউনিয়ন
ঘ.বিজ্ঞাপন
১৪. “নির্দেশনা হলো প্রশাসনের হৃদপিণ্ড” কে বলেছেন?
ক.হেনরি ফেয়ল
খ.এফ ডব্লিউ টেলর
গ.মার্শাল ই.ডিমক
ঘ.মাসলো
১৫. উত্তম নির্দেশনার গুণাবলি হলো
i.পূর্ণাঙ্গতা
ii.সংক্ষিপ্ততা
iii.সময়ানুবর্তিতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৬. পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয়
ক.আনুষ্ঠানিক.
খ.অনানুষ্ঠানিক
গ.ইতিবাচক.
ঘ.নেতিবাচক
উদ্দীপকটি পড় ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
সোনিয়া বেগম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। এজন্য তিনি মাসিক বেতন যা পান তা দিয়ে তার অন্ন বস্ত্রের সংস্থান হয়। এছাড়াও তিনি বাড়ি ভাড়া ও যাতায়াত ভাতা পান। কিন্তু তার চাকরি অস্থায়ী হওয়ায় তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত।
১৮. সোনিয়ার প্রাপ্ত সুবিধা মাসলোর চাহিদা সোপান তত্তে¡র কোন চাহিদা পূরণ করে?
ক.নিরাপত্তা
খ.জৈবিক
গ.সামাজিক.
ঘ.আÍতৃপ্তি
১৯. সোনিয়া বর্তমানে কোন চাহিদা অনুভব করেছেন?
ক.নিরাপত্তা
খ.সামাজিক
গ.আÍমর্যাদা
ঘ.আÍপ্রতিষ্ঠা
২০. কলেজের ঘণ্টা বাজানোর শব্দ কোন ধরনের যোগাযোগ?
ক.বাহ্যিক.
খ.শাব্দিক
গ.অনানুষ্ঠানিক
ঘ.আনুষ্ঠানিক
উদ্দীপকটি পড় ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
২১. চিত্রে অ ও ঈ-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?
ক.নিগামী
খ.ঊর্ধ্বগামী
গ.সমান্তরাল
ঘ.উলম্ব
২২. চিত্রে কৌণিক যোগাযোগ যাদের মধ্যে
i.অ ও উ
ii.ই ও উ
iii.ই ও ঈ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৩. ব্যবস্থাপনার কোন পর্যায়ে সমন্বয়ের কাজ করা হয়?
ক.উচ্চ
খ.মধ্যম
গ.নিæ
ঘ.সকল
২৪. সমন্বয়ের পূর্বশর্ত হলো
i.কার্য বিভাজন
ii.তথ্য ব্যবস্থাপনা
iii.বাজেটিয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৫. সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝায়?
ক.আয় > ব্যয়
খ.আয় < ব্যয়
গ.আয় = ব্যয়
ঘ.আয় + ব্যয়
২৭. নিয়ন্ত্রনের পদক্ষেপ কয়টি?
ক.৪টি
খ.৫টি
গ.৬টি
ঘ.৭টি
২৮. নিয়ন্ত্রনের পরবর্তীকার্য পদক্ষেপ
ক.নির্দেশনা
খ.পরিকল্পনা
গ.প্রেষণা
ঘ.বাজেট
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৯. ব্যবস্থাপনার প্রথম মানবী বলা হয় কাকে?
ক.লিলিয়ান গিলব্রেথ
খ.বঙ্কার গিলব্রেথ
গ.মুনস্টারবার্গ
ঘ.জেদ গিলব্রেথ
৩০. আমলাতান্ত্রিক সংগঠনের জনক কে?
ক.হেনরি ফেয়ল
খ.ম্যাক্স ওয়েবার
গ.কুঞ্জ
ঘ.এলটন মেয়ো
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।