ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৭৬-৭৭ : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৭৬. বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ব্যবস্থাপনা সব সময় কোন ধরনের?
ক.লক্ষ্যকেন্দ্রিক.
খ.কর্মকেন্দ্রিক
গ.ব্যাপ্তি কেন্দ্রিক.
ঘ.ব্যবসায় কেন্দ্রিক
২. ঈড়ফব ড়ভ ঐঁসসঁৎধনর রচিত হয়েছিল কোন সভ্যতাকালে?
ক.মিশরীয়
খ.ব্যবিলনীয়
গ.গ্রিক.
ঘ.রোমান
৩. ব্যবাসায় ব্যবস্থাপনার দুইটি মুখ্য উদ্দেশ্য হলো
i.মুনাফা অর্জন
ii.পণ্যের চাহিদা বৃদ্ধি
iii.অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয় এবং হতেই থাকে। প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন এ প্রক্রিয়া চলতে থাকে, যা একটা চক্রের প্রতীক। ব্যবস্থাপনা ছাড়া কোন প্রতিষ্ঠান বালির ওপর নির্মিত গৃহের মতো যা যেকোনো উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হতে পারে।
৪. দক্ষ ব্যবস্থাপনা ছাড়া কোনো প্রতিষ্ঠানকে বালির ওপর নির্মিত গৃহের সাথে তুলনা করেছেন। এর কারণ হলো
ক.উপকরণাদির কার্যকর ব্যবহার করা হয় না
খ.অপচয় বৃদ্ধি পায়
গ.প্রতিষ্ঠানের কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
ঘ.কোনটিই নয়
৫. উদ্দীপকের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রক্রিয়া বলতে কী বোঝায়?
i.কতিপয় কাজের সমষ্টি
ii.কাজগুলো পরস্পর নির্ভরশীল
iii.কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৬. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে অর্পণ করাকে কী বলে?
ক.কেন্দ্রীকরণ
খ.বিকেন্দ্রীকরণ
গ.কার্যবিভাজন
ঘ.দায়িত্ব অর্জন
৭. নিজ্ঞ² ও মধঞ্ঝম পযট্টাএয়র বঞ্ঝবর্’াপএকর বৈশি পণ্ঠএয়াজন@
i.মানসিক শ্রম
ii.শারীরিক শ্রম
iii.মানবীয় দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৮. পদ্মা সেতু তৈরি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে?
ক.স্ট্র্যাটেজি
খ.কার্যগত
গ.কর্মকেন্দ্রিক.
ঘ.একার্থক
৯. লক্ষ্যের অন্তর্ভুক্ত বিষয় হলো
i.মিশন
ii.সীমারেখা
iii.বাজেট
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১০. একার্থক পরকল্পনাকে নিচের কোন দুইটি ভাগে ভাগ করা যায়?
ক.কর্মসূচি ও কৌশল
খ.প্রকল্প ও কৌশল
গ.কর্মসূচি ও পদ্ধতি
ঘ.কর্মসূচি ও প্রকল্প
১১. আনুষ্ঠানিক সংগঠন কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
১২. সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো
ক.পারস্পারিক সম্পর্ক স্থাপন
খ.দায়িত্ব ও কর্তৃত্ব অর্জন
গ.দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ
ঘ.কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণিবদ্ধকরণ
১৩. কোনো বিশেষ কার্যসম্পাদনের লক্ষ্যে কতিপয় বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে যে দল গঠন করা হয় তাকে কী বলে?
ক.পদস্থকর্মী
খ.নির্বাহী
গ.সংগঠন
ঘ.কমিটি
১৪. একটি সংগঠন চার্ট থেকে জানা যায়
i.বিভিন্ন বিভাগের সংখ্যা
ii.কর্তৃত্ব প্রবাহ চিত্র
iii.প্রতিটা কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৫. ‘বিশ্বস্ত সূত্রে কর্মী সংগ্রহ’ কোন উৎসের মধ্যে পড়ে?
ক.বাহ্যিক উৎস
খ.অভ্যন্তরীণ উৎস
গ.বিদেশি উৎস
ঘ.শ্রমিক সংঘ
১৬. ‘আকিজ গ্র“প’ তাদের কর্পোরেট অফিসে কর্মীদের প্রশিক্ষণ দিতে চায়। কোন ধরনের পদ্ধতি তাদের জন্য অধিক কার্যকর হবে?
ক.প্রবেশনা
খ.আলোচনা
গ.পর্যবেক্ষণ
ঘ.ঘটনা
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
রাজিব ও সজিব একই পর্যায়ের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি। তারা একই পদে এবং একই প্রতিষ্ঠানে যথাক্রমে ১০/০৪/২০১৩ এবং ১০-০৬-২০১৩ তারিখে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে একটি পদ শূন্য হওয়ায় রাজিবকে পদোন্নতি দেওয়া হয় এবং প্রশিক্ষণের জন্য একজন উর্ধ্বতন কর্মকর্তার তত্ত¡াবধানে ন্যস্ত করা হয়।
১৭. রাজিবের দক্ষতা বৃদ্ধির জন্য কী ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে?
ক.অধিবেশন
খ.পর্যবেক্ষণ
গ.ঘটনা পদ্ধতি
ঘ.পদাবর্তন
১৮. উদ্দীপকের রাজিবকে পদোন্নতি দেয়া হয়েছে
i.জ্যেষ্ঠত্বের ভিত্তিতেii.যোগ্যতার ভিত্তিতে
iii.সুপারিশের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৯. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে নেতৃত্বের ধরন নিচের কোনটি?
ক.ইতিবাচক নেতৃত্বে
খ.নেতিবাচক নেতৃত্বে
গ.স্বৈরতান্ত্রিক নেতৃত্বে
ঘ.ব্যক্তিগত নেতৃত্বে
২০. উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য হলো
i.যৌক্তিকতা
ii.স্পষ্টতা
iii.নমনীয়তা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২১. নিচের কোনটি প্রেষণার ভিত্তি?
ক.মানুষের অভাব
খ.মানুষের সম্পদ
গ.মানুষের মন
ঘ.মানুষের আচরণ
২২. সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে যে যোগাযোগ সংঘটিত হয় তাকে কোন যোগাযোগ বলে?
ক.অভ্যন্তরীণ
খ.বাহ্যিক
গ.আনুষ্ঠানিক.
ঘ.নিগামী
২৩. ক্ষুদে বার্তা সেবার জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
ক.ফ্যাক্স
খ.টেলেক্স
গ.কম্পিউটার
ঘ.মোবাইল ফোন
২৪. সমন্বয়সাধনের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক.ঐক্য স্থাপন
খ.ব্যয় হ্রাস
গ.সময় নিয়ন্ত্রণ
ঘ.নীতি বাস্তবায়ন
২৫. সমন্বয়ের ফলে কোনটি বৃদ্ধি পায়?
ক.সাফল্য
খ.ক্রমোন্নতি
গ.কার্যসন্তুষ্টি
ঘ.পদোন্নতি
২৬. বিভিন্ন সরবরাহকারী সরকার ও এজেন্সির সাথে সমন্বয় করাকে কোন ধরনের সমন্বয় বলে?
ক.অভ্যন্তরীণ
খ.ঊর্ধ্বগামী
গ.বাহ্যিক.
ঘ.নিগামী
২৭. কোন নিয়ন্ত্রণ পদ্ধতিতে প্রাক্কলিত বাজেটের সাথে বাস্তব ব্যয়ের তুলনা করা হয়?
ক.পর্যবেক্ষণ পদ্ধতি
খ.মজুদমাল নিয়ন্ত্রণ
গ.বাজেটারি নিয়ন্ত্রণ
ঘ.কর্মদক্ষতা মূল্যায়ন
২৮. কোনটি নিয়ন্ত্রণের পদক্ষেপ নয়?
ক.লক্ষ্য নির্ধারণ
খ.বিমাকরণ
গ.বাস্তব কাজের পরিমাণ
ঘ.সংশোধনীমূলক ব্যবস্থা
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
অর্ণব একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানের জন্য এমন একটি নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করেন, যার মাধ্যমে কার্যসম্পাদনের প্রকৃত ফলাফলের সাথে বাজেটের তুলনামূলক বিশ্লেষণ, ব্যবধান নির্ণয়করণ এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
২৯. অণট্টব নিয়¯্যএণর প্টৈএষ্ণ কৈান কৈশল অবলজ্ঞঙ্কন কএরন?
ক.ব্যক্তিগত পর্যবেক্ষণ
খ.বাজেটীয় নিয়ন্ত্রণ
গ.অভ্যন্তরীণ নিরীক্ষা
ঘ.পার্ট পদ্ধতি
৩০. অর্ণব তার অনুসৃত নিয়ন্ত্রণ কৌশল থেকে যেসব সুবিধা ভোগ করেন তা হলো
i.সমস্যা সম্পর্কে পূর্বেই সচেতন হতে পারেন
ii.অপচয় হ্রাস করতে পারেন
iii.বিনিয়োগের ওপর প্রাপ্তি নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৭৭. দিনাজপুর সরকারি মহিলা কলেজ বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টি?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.৫টি
২. নিস্তরের ব্যবস্থাপকের মধ্যে পড়ে
i.সাধারণ ব্যবস্থাপক
ii.বিভাগীয় ব্যবস্থাপক
iii.ফোরম্যান
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.iii
ঘ.i, ii ও iii
৩. ঝযড়ঢ় গধহধমবসবহঃ গ্রন্থটি কে রচনা করেন?
ক.এফ. ডব্লিউ টেলর
খ.এ্যাডাম স্মিথ
গ.রবার্ট ওয়েন
ঘ.চার্লজ ব্যাবেজ
৪. সহকর্মীর প্রতি সুবিচার করা হেনরি ফেয়লের কোন নীতির অন্তর্ভুক্ত?
ক.একতাই বল
খ.সাম্য
গ.নিয়মানুবর্তিতা
ঘ.শৃঙ্খলা
৫. উঁধষ ংঁনড়ৎফরহধঃরড়হ বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী?
ক.শৃঙ্খলা
খ.দায়িত্ব ও কর্তৃত্ব
গ.আদেশের ঐক্য
ঘ.নির্দেশনার ঐক্য
৬. মিশন কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত?
ক.লক্ষ্য
খ.একার্থক
গ.কার্যভিত্তিক.
ঘ.স্থায়ী
৭. বৃহদায়তন প্রতিষ্ঠান বর্তমানকালে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নিচের কোনটি করে থাকেন?
ক.ঝডঙঞ বিশ্লেষণ
খ.গ্যান্ট চার্ট তৈরি
গ.চঊজঞ
ঘ.বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আলতাফ হোসেন একটি বাড়ি নির্মাণ করার উদ্দেশ্যে একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন। ইঞ্জিনিয়ারের নকশা পছন্দ না হওয়ায় নিজেই তার বাড়ির একটি নকশা তৈরি করেন এবং নকশায় পরিবর্তনের সুযোগ রাখেন।
৮. জনাব আলতাফের বাড়ির নকশা প্রণয়ন নিের কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত?
ক.লক্ষ্য
খ.একার্থক
গ.স্থায়ী
ঘ.সামগ্রিক
৯. জনাব আলতাফ কোন গুণ দ্বারা পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন?
ক.তথ্যনির্ভরতা
খ.প্রযুক্তি ব্যবহার
গ.নমনীয়তা
ঘ.আঙ্গিনা
১০. নির্দেশনাকে সংগঠনের কী বলা হয়?
ক.প্রাণ
খ.হাত
গ.মাথা
ঘ.হৃৎপিণ্ড
১১. কোন সংগঠন কাঠামোটির স্থায়িত্ব সবচেয়ে কম?
ক.সরলরৈখিক.
খ.কমিটি
গ.কার্যভিত্তিক
ঘ.সরলরৈখিক ও পদস্থ কর্মী
১২. মেট্রিক্স সংগঠনের বৈশিষ্ট্য হলো
i.বৃহদায়তন ব্যবসায়ের ব্যবহার
ii.সর্বাধুনিক সংগঠন কাঠামো
iii.দু’ধরনের নির্বাহীর উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৩. কর্মীসংস্থানের প্রথম ধাপ কোনটি?
ক.কর্মী নির্বাচন
খ.কর্মী সংগ্রহ
গ.কর্মী প্রশিক্ষণ
ঘ.কর্মী নিয়োগ
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
করিম ও শ্যামল দুই বন্ধু এম.বিএ পাস করে একটি তৈরি পোশাক কারখানায় সহকারী ব্যবস্থাপক হিসেবে ২০০৯ সালে যথাক্রমে জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে যোগদান করেন। ২০১২ সালে ক্রয় ব্যবস্থাপকের পদ শূন্য হলে কার্যফল বিবেচনায় মি. শ্যামলকে কর্তৃপক্ষ পদোন্নতি প্রদান করে।
১৫. উদ্দীপকে পদোন্নতির ভিত্তিটি কী?
ক.জ্যেষ্ঠতা
খ.যোগ্যতা
গ.জ্যেষ্ঠতা ও যোগ্যতা
ঘ.জ্যেষ্ঠতা ও মেধা
১৬. এরূপ পদোন্নতির ফলে
i.দক্ষ কর্মীরা অনুপ্রাণিত হয়
ii.বয়স্ক কর্মীরা অনুপ্রাণিত হয়
iii.প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৭. কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে?
ক.লাগামহীন
খ.গণতান্ত্রিক
গ.প্রভুত্বমূলক.
ঘ.পিতৃসুলভ
১৮. পরামর্শমূলক নির্দেশনার সাথে কোন ধরনের নেতৃত্বের মিল আছে?
ক.স্বৈরতান্ত্রিক.
খ.গণতান্ত্রিক
গ.পিতৃসুলভ
ঘ.লাগামহীন
১৯. উত্তম নির্দেশনার গুণাবলি হলো
i.পূর্ণাঙ্গতা
ii.সংক্ষিপ্ততা
iii.সময়ানুবর্তিতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২২. প্রেষণার ফলাফল হলো
i.উচ্চ কার্য সন্তুষ্টি
ii.উচ্চ মনোবল
iii.ব্যয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও ii
iঘ.i, ii ও iii
২৩. প্রাপ্ত সংবাদের প্রত্যুত্তর প্রদানকে কী বলে?
ক.তথ্য
খ.সংকেতায়ন
গ.ফলাবর্তন
ঘ.ভাষণ
২৪. ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়
i.কম্পিউটার
ii.মডেম
iii.পেনড্রাইভ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৫. ব্যবস্থাপনার কোন কাজের অভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে ছন্দপতন ঘটে?
ক.পরিকল্পনা
খ.নিয়ন্ত্রণ
গ.নির্দেশনা
ঘ.সমন্বয়
২৬. সমন্বয়ের সাথে সম্পৃক্ত হলো
i.যৌথ প্রচেষ্টাii.ঐক্য
iii.শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৭. সমন্বয়ের কাজ কখন করতে হয়?
ক.কর্মীদের উৎসাহিত করার পর
খ.পরিকল্পনার বাস্তবায়নকাল শেষে
গ.পরিকল্পনা অনুযায়ী কাজের শুরুতে
ঘ.পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সকল পর্যায়
২৮. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি?
ক.বিচ্যুতি নির্ণয়
খ.বিচ্যুতির কারণ মূল্যায়ন
গ.আদর্শমান প্রতিষ্ঠা
ঘ.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
বাজেট ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না। পরিবার থেকে শুরু করে ব্যবসায় প্রতিষ্ঠানের যেকোনো ক্ষেত্রে বাজেট প্রয়োজন। বাজেট মূলত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার একটি কৌশল।
২৯. বাজেট কোনটির মাধ্যমে প্রকাশ করা হয়?
ক.তথ্যের
খ.মানের
গ.জ্ঞানের
ঘ.সংখ্যার
৩০. বাএজটারি নিয়¯্যণ প্পর‚তঙ্গপƒণট্ট হওয়ার কারণ হএলা
i.বাজেট কাজের মান বৃদ্ধি করে
ii.এর মাধ্যমে বিচ্যুতি নিরূপণ সম্ভব
iii.নিয়ন্ত্রণের কার্যকর ভিত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।