ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি প্রশ্ন ৬৮-৬৯ : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৬৮. বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাভার বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?
ক.পরিকল্পনা
খ.প্রেষণা
গ.সংগঠন
ঘ.সমন্বয়
২. নিয়ন্ত্রণ অর্থ
i.আদর্শমান প্রতিষ্ঠাii.কার্য তদারকি
iii.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
অধস্তনদের কাজে অসন্তুষ্ট হয়ে মি. জামিল ১ মাস বিক্রয় কাজ তদারকি করলেন। এতে দেখা গেল বিক্রয় ২০% বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে তিনি কর্মীদের তার কৌশল অনুসরণ করতে বললেন।
৩. উদ্দীপকে মি. জামিল নিয়ন্ত্রণের কোন কৌশল ব্যবহার করেছেন?
ক.বাজেট
খ.ব্যক্তিগত পর্যবেক্ষণ
গ.দৃষ্টান্ত
ঘ.তিরস্কার
৪. উলিখিত পদ্ধতির সুবিধা নিচের কোনটি?
ক.প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন
খ.সহকর্মীদের সাথে প্রতিযোগিতা
গ.গ্রাহক আস্থা অর্জন
ঘ.প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকা
৫. প্রেষণা চক্রের প্রথম ধাপ কোনটি?
ক তাড়না
খ.অভাব
গ.উদ্বিগ্নতা
ঘ.লক্ষ্যার্জন
৬. চাহিদা সোপান তত্তে¡র উদ্ভাবক কে?
ক.আব্রাহাম মাসলো
খ.হার্জবার্গ
গ.ম্যাকগ্রেগর
ঘ.ড্রাকার
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
মি. ব্যানার্জী একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানের সামগ্রিক কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রতিটি কাজকে কাজের প্রকৃতি অনুযায়ী ভাগ করেছেন। বিভাগীয় কার্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করেছেন।
৭. মি. ব্যানার্জীর গৃহীত পরিকল্পনার প্রকৃতি কী?
ক.আঞ্চলিক.
খ.একার্থক
গ.কার্যভিত্তিক.
ঘ.লক্ষ্য
৮. এ ধরনের পরিকল্পনা গ্রহণের ফলে তার প্রতিষ্ঠানে যে প্রভাব পড়তে পারে তা হলো
i.উৎপাদনশীলতা বৃদ্ধি
ii.বিশেষায়াণের সুফল লাভ
iii.শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৯. শিল্প বিপ্লব ঘটে কোন দেশে?
ক.জাপানে
খ.চীনে
গ.যুক্তরাষ্ট্রে
ঘ.ইংল্যান্ডে
১০. ‘বঞ্ঝবর্’াপনা সাবট্টজনীন’ ৈ মতামতটি কৈ দিএয়এছন?
ক.হেনরি ফেয়ল
খ.টেলর
গ.সক্রেটিস
ঘ.এডাম স্মিথ
১২. কোনটি সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো?
ক.সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন
খ.সরলরৈখিক সংগঠন
গ.মেট্রিক্স সংগঠন
ঘ.কার্যভিত্তিক সংগঠন
১৩. সমন্বয় নীতি হলো
i.উদ্দেশ্যের ঐক্য
ii.ভারসাম্য
iii.কার্যবিভাগ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৪. ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়
i.কম্পিউটারii.মডেম
iii.পেনড্রাইভ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৫. কৈাজ্ঞক্সানি সংগঠন ্রৗঙ্কত অধীনতার ’ঙ্কীকিেত দৈয়?
ক.সরলরৈখিক
খ.পদস্থ কর্মী
গ.মেট্রিক্স
ঘ.কার্যভিত্তিক
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রায়হান পিয়াস একটি বেবি ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, বিপণন, মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সকলের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন। এতে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হয়।
১৬. মি. রায়হান পিয়াএসর স্রি¬া গণ্ঠহণ বঞ্ঝবর্’াপনার কৈান নিএদট্টশনার সাএ^ সজ্ঞক্সকিট্টত?
ক.পিতৃত্ব সুলভ নির্দেশনা
খ.পরামর্শমূলক নির্দেশনা
গ.মুক্ত নির্দেশনা
ঘ.গণতান্ত্রিক নির্দেশনা
১৭. ৈ ধরএনর নিএদট্টশনা কী সিে”¡ করএত সহএযাগিতা করে?
i.গণতান্ত্রিক মনোভাব
ii.ঊর্ধ্বতন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা হ্রাস
iii.ব্যক্তি উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৮. কর্মী সংগ্রহ কোন ধরনের প্রক্রিয়া?
ক.সহজ
খ.জটিল
গ.স্বল্প
ঘ.দীর্ঘ
১৯. ঈযধরহ ড়ভ ঈড়সসধহফ কথাটির সাথে ব্যবস্থাপনার কোন নীতির মিল পাওয়া যায়?
ক.কর্তৃত্ব ও দায়িত্ব
খ.জোড়া মই শিকল
গ.আদেশের ঐক্য
ঘ.নির্দেশনার ঐক্য
২০. প্রশিক্ষণের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
i.দক্ষতাii.মনোবল
iii.সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২১. মৌখিক যোগাযোগের মাধ্যম কোনটি?
ক.কর্মচারী বুলেটিন
খ.সাক্ষাৎকার
গ.বুলেটিন
ঘ.দেয়াল পত্রিকা
২২. আদেশের ঐক্য বলতে নিচের কোনটি বোঝায়?
ক.বিভিন্ন ঊর্ধ্বতনের আদেশ
খ.একক ঊর্ধ্বতন আদেশ পালন
গ.দ্বৈত আদেশ গ্রহণ
ঘ.সবার দ্বারা আদেশ পালন
২৩. ঞযব চৎরহপরঢ়ষব ড়ভ ঝপরবহঃরভরপ গধহধমবসবহঃ গ্রন্থটির লেখক কে?
ক.হেনরি ফেয়ল
খ.এফ.ডব্লিউ. টেলর
গ.এলটন মেয়ো
ঘ.এল.এ এলেন
২৪. প্রশিক্ষণের ফলে
i.দক্ষতা বৃদ্ধি পায়
ii.শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়
iii.অপচয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৫. নির্দেশনাকে সংগঠনের কী বলা হয়?
ক.প্রাণখ.হাত
গ.মাথাঘ.হৃৎপিণ্ড
২৬. খবধফ শব্দের অর্থ হলো
ক.ঞড় মঁরফব
খ.ঞড় পড়হঃৎড়ষ
গ.ঞড় পধৎব
ঘ.ঞড় ড়ৎফবৎ
২৭. কোনো প্রতিষ্ঠানে ওঈঞ ব্যবহারে যে সমস্যা সৃষ্টি হতে পারে তা হলো
i.ব্যয় বৃদ্ধি
ii.ভাইরাস আক্রমণ
iii.গোপন তথ্য ফাঁস
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও ii
iঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
স্বনামধন্য ব্যবসায়ী রফিক সাহেবের চট্টগ্রাম শহরে দুটো বাড়ি আছে। তিনি দামি গাড়িতে চলাফেরা করেন। পরোপকারে তার যথেষ্ট সুখ্যাতি আছে। সম্প্রতি রফিক সাহেব একটি বড় রাজনৈতিক দল থেকে এম.পি নির্বাচিত হয়েছেন।
২৮. রফিক সাহেব মাসলোর চাহিদা সোপান তত্তে¡র কোন ধাপে আছেন?
ক.নিরাপত্তা
খ.সামাজিক
গ.আতৃপ্তি
ঘ.আপ্রতিষ্ঠার
২৯. গণতান্ত্রিক নেতৃত্বের অধীনে নির্দেশনা কৌশল কোনটি?
ক.স্বৈরাচারী
খ.পিতৃসূলভ
গ.লাগামহীন
ঘ.পরামর্শমূলক
৩০. ণ তত্ত¡ অনুযায়ী মানুষের মনোভাব সর্বদা
ক.নেতিবাচক.
খ.ইতিবাচক
গ.সাহসী
ঘ.উৎসাহী
৬৯. গাজীপুর সরকারি মহিলা কলেজ বিষয় কোড:২৭৮
সময় ৩০ মিনিট ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?
ক.নির্দেশনা
খ.সমন্বয়
গ.নেতৃত্ব
ঘ.পরিকল্পনা
২. কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে কোন নেতৃত্বে?
ক.লাগামহীন
খ.গণতান্ত্রিক
গ.প্রভুত্বমূলক.
ঘ.পিতৃসুলভ
৩. শিল্প বিপ্লবকাল কোনটি?
ক.১৭৩০-১৭৬০
খ.১৮৫০-১৯৫০
গ.১৭৬০-১৮৬০
ঘ.কোনোটি নয়
৫. বিভিন্ন বিভাগ এবং ব্যক্তির কার্যাবলিকে ধারাবাহিক ও একীভুত করার কাজকে কী বলে?
ক.পরিকল্পনা
খ.সংগঠিতকরণ
গ.সমন্বয়
ঘ.নিয়ন্ত্রণ
৬. আধুনিক কর্মী ব্যবস্থাপনার প্রবর্তক কে?
ক.টেলর
খ.এ্যাডাম স্মিথ
গ.হেনরি ফেয়ল
ঘ.রবার্ট ওয়েন
৭. হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি হলো
i.আদেশের ঐক্য নীতি
ii.দক্ষতা অর্জনের নীতি
iii.নির্দেশনা ঐক্য নীতি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
শারমিন সুলতানা একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি বছরের শুরুতে উৎপাদনের পরিমাণ ১০% বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি অধস্তনদের কাজ করার তাগিদ দেন বছরের মাঝামাঝি তিনি কাজের অগ্রগতি দেখে নির্ধারিত লক্ষ্য অর্জন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
৮. শারমিন সুলতানার সামগ্রিক কাজের প্রক্রিয়াকে কী বলা হয়?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
৯. উক্ত পরিস্থিতিতে শারমিন সুলতানার করণীয়
i.বিচ্যুতির কারণ নির্ধারণ
ii.অধস্তনদের ওপর চাপ সৃষ্টি
iii.সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১০. ‘ঞযব বিধষঃয ড়ভ ঘধঃরড়হং’ গ্রন্থটি কে রচনা করেন?
ক.গিলব্রেথ
খ.অলিভার শেলডন
গ.এ্যাডাম স্মিথ
ঘ.পার্কার ফেলেট
১১. ‘হেনরি ফেয়ল’ কত সালে জš§গ্রহণ করেন?
ক.১৮৩৯ সালে
খ.১৮৪১ সালে
গ.১৮৪৭ সালে
ঘ.১৮৬০ সালে
১২. কর্মীসংস্থানে কোনটি ঋণাক প্রক্রিয়া?
ক.কর্মী নির্বাচন
খ.উৎস নির্ধারণ
গ.কর্মী সংগ্রহ
ঘ.বিজ্ঞপ্তি প্রদান
১৩. সমন্বয়ের নীতি হলো
i.উদ্দেশ্যের ঐক্য
ii.ভারসাম্য
iii.কার্যবিভাগ
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৪. সময়ের ভিত্তিতে পরিকল্পনা কত প্রকার?
ক.২ প্রকার
খ.৩ প্রকার
গ.৪ প্রকার
ঘ.৫ প্রকার
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
এক্সপার্ট গার্মেন্টস লি. ২০০৭ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত সময়ের জন্য উৎপাদন ও বিপণন পরিকল্পনা তৈরি করে। কিন্তু বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে মধ্যবর্তী সময়ে উক্ত পরিকল্পনাটিতে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয় এতে প্রতিষ্ঠানটি আশাতীত সাফল্য অর্জন করে।
১৫. এক্সপার্ট গার্মেন্টস লি. এর ২০১৭ সালে প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের?
ক.স্থায়ী
খ.স্বল্পমেয়াদি
গ.মধ্যমেয়াদি
ঘ.দীর্ঘমেয়াদি
১৬. এক্সপার্ট গার্মেন্টস লি. এর সাফল্যের কারণ হলো
i.নমনীয়তা
ii.বাস্তবমুখিতা
iii.মিতব্যয়িতা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৭. কোনটি যোগাযোগ প্রক্রিয়ার সঠিক গতিপ্রবাহ?
ক.সংবাদ গ্রহীতা > সংবাদ প্রেরক > সংবাদ
খ.সংবাদ > সংবাদ প্রেরক > সংবাদ গ্রহীতা
গ.সংবাদ প্রেরক > সংবাদ গ্রহীতা > সংবাদ
ঘ.সংবাদ প্রেরক > সংবাদ > সংবাদ গ্রহীতা
১৮. ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নিরূপণ করে?
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.সমন্বয়সাধন
ঘ.নিয়ন্ত্রণ
১৯. গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের
i.পরামর্শ গ্রহণ করে
ii.মতামত প্রদানের সুযোগ দেয়
iii.নির্দেশ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২০. প্রেষণার দ্বি-উপাদান তত্তে¡র জনক কে?
ক.আব্রাহাম মাসলো
খ.ম্যাকগ্রেগর
গ.ফ্রেডরিক হার্জবার্গ.
ঘ.উইলিয়াম ওচি
২১. সামরিক ধরনের সংগঠন বলা হয় কোন সংগঠনকে?
ক.মেট্রিক্স
খ.সরলরৈখিক
গ.কমিটি
ঘ.কার্যভিত্তিক
২২. কোনটিকে মিশ্র সংগঠন বলা হয়?
ক.মেট্রিক
খ.সরলরৈখিক
গ.সরলরৈখিক ও উপদেষ্টা
ঘ.কার্যভিত্তিক
২৪. পদোন্নতির ভিত্তি হলো
i.জ্যেষ্ঠতা
ii.যোগ্যতা
iii.উভয়ই
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২৫. ঊ. ঋ. ঋবরষফবৎ কোন ধরনের নেতৃত্ব উদ্ভাবন করেন?
ক.পিতৃত্বমূলক.
খ.স্বৈরতান্ত্রিক
গ.মৌলিক.
ঘ.লাগামহীন
২৬. বাজেট নিচের কোনটি?
ক.পরিকল্পনার সংখ্যাক প্রকাশ
খ.আয়-ব্যয়ের আর্থিক
গ.আয়-ব্যয়ের আর্থিক প্রকাশ
ঘ.আয়-ব্যয়ের সংখ্যাক প্রকাশ
২৭. ডিকোডিং বলতে কোনটি বোঝায়?
ক.প্রাপক কর্তৃক সংবাদ গ্রহণ
খ.সংবাদ গ্রহণযোগ্য করে সাজানো
গ.ফলাবর্তন
ঘ.সংবাদ প্রেরণযোগ্য করে সাজানো
২৮. প্রেষণার অনার্থিক উপায় হলো
i.পদোন্নতি
ii.প্রশিক্ষণ
iii.স্বীকৃতি
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৯. কর্মীর কাজের প্রতি আগ্রহ যাচাই করা হয় কোন পরীক্ষার মাধ্যমে?
ক.লিখিত
খ.মৌখিক
গ.মনস্তাত্বিক.
ঘ.স্বাস্থ্য
৩০. সমগ্র যোগযোগ প্রক্রিয়া আবর্তন করে কোনটিকে ঘিরে?
ক.মাধ্যম
খ.ফলাবর্তন
গ.সংবাদ
ঘ.প্রাপক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।