ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ৬ ও ৭ | বহু নির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৬ ও ৭ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ৬ ও ৭ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়-৬: সমবায় সমিতি
১৩৩. উপমহাদেশে কত সালে সমবায় আন্দোলন হয়েছিল ?
(জ্ঞান) [বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ]
ক.১৮৯৫
খ.১৯০৪
গ.১৯১২
ঘ.১৯১৭
উত্তরঃ ক
১৩৪. কোন উদ্দেশ্যে সমবায় সমিতি গড়ে উঠে?
(অনুধাবন) [ঢাকা কমার্স কলেজ]
ক.সদস্যদের অর্থনৈতিক কল্যাণসাধন
খ.জনগণের কল্যাণে ভ‚মিকা রাখা
গ.মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়ানো
ঘ.সমাজের উন্নয়নে অবদান বজায় রাখা
উত্তরঃ ক
১৩৬. সমবায় অর্থ কী? (জ্ঞান) [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ]
ক.সম্মিলিত প্রচেষ্টা
খ.আর্থিক উন্নতি
গ.সমাজসেবা
ঘ.স্বার্থ রক্ষা
উত্তরঃ ক
১৩৭. সমবায় সমিতিতে সব সদস্যদের ভোটাধিকার সমান হওয়ার কারণ কী? (অনুধাবন)
[বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক.সমবায় সাম্যের প্রতীক বলে
খ.সততা সমবায়ের নীতি বলে
গ.সদস্যদের নৈকট্যের কারণে
ঘ.সমশ্রেণির জনগোষ্ঠী হওয়ার কারণে
উত্তরঃ ক
১৩৮. সমবায় সমিতির সর্বনি সদস্য সংখ্যা কতজন?
[রা. বো. ১৫]
ক.২
খ.৭
গ.১০
ঘ.২০
উত্তরঃ ঘ
১৩৯. সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ কী পরিমাণ শেয়ার ক্রয় করতে পারবে? (জ্ঞান) [সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা; বিএন কলেজ, ঢাকা]
ক.৩%
খ.১৫%
গ.২০%
ঘ.২৫%
উত্তরঃ গ
১৪০. সমবায়ের অর্জিত মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়? [ঢা. বো., চ. বো. ১৫]
ক.৩%
খ.৫%
গ.১০%
ঘ.১৫%
উত্তরঃ ক
১৪১. সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি?
[ঢা. বো., সি. বো. ১৫]
ক. চুক্তিপত্র
খ. বিবরণপত্র
গ.উপবিধি
ঘ.স্মারকলিপি
উত্তরঃ গ
১৪২. সমবায় সমিতির সকল সদস্যদের ভোটাধিকার সমান হওয়া কোন নীতির প্রতিফলন? (জ্ঞান)
[শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ]
ক.সাম্য
খ.সততা
গ.নৈকট্য
ঘ.সমশ্রণি
উত্তরঃ ক
১৪৩. সাংগঠনিক স্তর ভিত্তিতে সমবায় সমিতি কত প্রকার? [দি. বো. ১৫]
ক.২
খ.৩
গ.৪
ঘ.৬
উত্তরঃ গ
১৪৪. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বণ্টিত হয়? (জ্ঞান)
[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা]
ক.মূলধন অনুপাতে
খ.ক্রয় অনুপাতে
গ.বিক্রয় অনুপাতে
ঘ.ভোগ অনুপাতে
উত্তরঃ খ
১৪৫. কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য সংখ্যা কত? (জ্ঞান) [আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ, পাবনা]
ক. ৭ জন
খ. ১০ জন
গ.১৫ জন
ঘ.২০ জন
উত্তরঃ খ
১৪৬. আম চাষিদের সমবায় সমিতি কোন ধরনের সমবায় সমিতি? (প্রয়োগ) [পিরোজপুর সরকারি মহিলা কলেজ]
ক.ক্রয়
খ.উৎপাদক
গ.বিক্রয়
ঘ.ভোক্তা
উত্তরঃ খ
১৪৭. কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়? (জ্ঞান) [শ্রীনগর সরকারি কলেজ, মুন্সীগঞ্জ]
ক.বিমা
খ.সসীম দায়
গ.অসীম দায়
ঘ.বহুমুখী
উত্তরঃ খ
১৪৮. মতিন সাহেব সমপেশাজীবী আরও ২০ জন ব্যক্তিকে নিয়ে তিনি একটি সমিতি গঠন করেন। উৎপাদক বা পাইকারদের নিকট থেকে পাইকারি দরে পণ্য ক্রয় করে তারা সামান্য লাভে তা সদস্যদের নিকট বিক্রয় করেন। তাদের প্রতিষ্ঠিত সমিতিটি কোন ধরনের? (প্রয়োগ)
[বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা]
ক.উৎপাদক সমবায় সমিতি
খ.কৃষক সমবায় সমিতি
গ.ভোক্তা সমবায় সমিতি
ঘ.চাকরিজীবী সমবায় সমিতি
উত্তরঃ গ
১৪৯. বার্ড-এর প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান) [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.ড. মুহাম্মদ ইউনূস
খ.রাশেদা কে. চৌধুরী
গ.ড. আখতার হামিদ খান
ঘ.জহুরুল ইসলাম
উত্তরঃ গ
১৫০. সমবায় একাডেমির অন্যতম কাজ কোনটি? (জ্ঞান)
[শহীদ মশিয়ূর রহমান ডিগ্রী কলেজ, যশোর]
ক.প্রশিক্ষণ দান
খ.মূলধন গঠন
গ.পলী উন্নয়ন
ঘ.নারীর ক্ষমতায়ন
উত্তরঃ ক
১৫১. বাংলাদেশের সমবায় সমিতিগুলো অদক্ষভাবে পরিচালিত হচ্ছে কেন? (অনুধাবন)
[অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিলা]
ক.মূলধনের অভাবে
খ.উদ্দীপনার অভাবে
গ.বিদেশি সাহায্যের অভাবে
ঘ.সঠিক দিকনির্দেশনার অভাবে
উত্তরঃ ঘ
১৫২. সমবায় সমিতির বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
I.পৃথক সত্তাবিশিষ্ট
II.মুনাফা অর্জন মূল লক্ষ্য নয়
III.নিবন্ধন বাধ্যতামূলক নয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
১৫৩. বাংলাদেশের সমবায় সংগঠনের সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজন(অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
I.জনগণের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণ
II.নির্বাহীদের উচ্চতর পারিশ্রমিক প্রদান
III.সদস্যদের সমবেত প্রচেষ্টা ও কর্মদ্যোম
নিচের কোনটি সঠিক?
অ ক I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
১৫৪. বাংলাদেশ সমবায় একাডেমি সমবায় উন্নয়নে যে অবদান রাখে তা হচ্ছে(অনুধাবন) [ঢাকা সিটি কলেজ]
I.সদ্য নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ দান
II.সমবায়ের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্য পরিচালনা
III. দৈশীয় ও আ¯¦জট্টাতিক সৈমিনাএরর আএয়াজন করা
নিচের কোনটি সঠিক?
অ ক I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও।
মধুসূদন একজন জেলে। তিনি হাওর অঞ্চলের ৫৫ জন জেলেকে নিয়ে মাছের ন্যায্য দাম পাওয়ার উদ্দেশ্যে বিধি মোতাবেক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা তাদের অর্জিত ৯০ ভাগ মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে চাইলে একজন সদস্য তা আইনগতভাবে সম্ভব নয় বলে জানান। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
১৫৫. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? (প্রয়োগ)
ক.পাবলিক লি.
খ.প্রাইভেট লি.
গ.সমবায়
ঘ.অংশীদারি
উত্তরঃ গ
১৫৬. সকল মুনাফা বণ্টনের আপত্তির কারণ
(উচ্চতর দক্ষতা)
I. সংরক্ষিত তহবিলে জমা
II.উন্নয়ন তহবিলে জমা
ররর. সদস্যদের দায় বৃদ্ধি
নিচের কোনটি ঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও II
Iঘ.I, II ও III
উত্তরঃ ক
উদ্দপকটি পড় এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও।
রসুলপুর এলাকার ৫০টি পরিবারের কর্তাব্যক্তিরা একত্রিত হয়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়ার জন্য ‘প্রত্যাশা’ নামে একটি সমবায় সমিতি গঠন করেন। প্রতিষ্ঠানটি সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্যসামগ্রী ক্রয় করে তা সদস্যদের মধ্যে বিক্রয় করেন। [কু. বো. ১৬]
১৫৭. উষ্টীপএক বণিট্টত সমবায় সমিতিটি কৈান ধরএনর?
ক. উৎপাদক সমবায়
খ. ক্রয় সমবায়
গ.ভোক্তা সমবায়
ঘ.বহুমুখী সমবায়
উত্তরঃ গ
১৫৮. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি থেকে সদস্যগণ যেসব সুবিধা পাবে
I.সদ্যসদের আয় বৃদ্ধি
II.ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি
III.বিপণন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
অধ্যায়-৭: রাষ্ট্রীয় ব্যবসায়
১৫৯. রাষ্ট্রীয় ব্যবসায়ে সরকারের মালিকানার সর্বনি পরিমাণ কত? (জ্ঞান) [সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
ক.৪৯%
খ.৫১%
গ.৮০%
ঘ.৯০%
উত্তরঃ খ
১৬০. কিছু পণ্যের উৎপাদন ক্ষমতা সরকারের নিকট রাখা জরুরি কেন? (অনুধাবন)
[মীরপুর গার্লস আই. ল্যাব. ইনস্টিটিউট, ঢাকা]
ক.গোপনীয়তা রক্ষার্থে
খ.ক্ষমতা বৃদ্ধিতে
গ.অধিক মুনাফা ভোগে
ঘ.জাতীয় স্বার্থ রক্ষার্থে
উত্তরঃ ঘ
১৬১. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী? (জ্ঞান) [শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.জনকল্যাণ সাধন
খ.অর্থবাজার নিয়ন্ত্রণ
গ.ভারী শিল্প প্রতিষ্ঠা
ঘ.মুনাফা অর্জন
উত্তরঃ ক
১৬২. কিসের মাধ্যমে সরকার একচেটিয়া ব্যবসায় রোধ করার উদ্যোগ নেয়? (অনুধাবন)
[খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক.একচেটিয়া ব্যবসায় বন্ধ করার মাধ্যমে
খ.নিয়ন্ত্রণের মাধ্যমে
গ.জাতীয়করণের মাধ্যমে
ঘ.রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করার মাধ্যমে
উত্তরঃ ঘ
১৬৩. কোন সংগঠন ব্যবসায় বিকেন্দ্রীকরণে সহায়তা করে থাকে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি কলেজ]
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ.রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ.ব্যবসায় জোট
উত্তরঃ গ
১৬৪. নারায়ণগঞ্জ শহরের পানি ও স্যানিটেশন সেবা কত সালে ঢাকা ওয়াসার নিকট হস্তান্তর করা হয়? (জ্ঞান) [সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
ক.১৯৯৩
খ.১৯৯২
গ. ১৯৯১
ঘ. ১৯৯০
উত্তরঃ ঘ
১৬৫. ডঅঝঅ এর কার্যক্রম কয়টি মেট্রোপলিটন শহরে বিস্তৃত? (জ্ঞান)
[ক্যান্ট.পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ, খুলনা]
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
উত্তরঃ গ
১৬৬. বাংলাদেশে রেলওয়ের কয়টি জোন আছে? (জ্ঞান)
[বঙ্গবন্ধু কলেজ, বেলফুলিয়া, খুলনা]
ক.২খ.৩গ.৪ঘ.৫
উত্তরঃ ক
১৬৭. বাংলাদেশে রেলওয়ে চালু হয়েছিল কোন আমলে?(জ্ঞান) [হামিদপুর আল-হেরা কলেজ, যশোর]
ক.মোগল আমলে
খ.বৃটিশ আমলে
গ.পাকিস্তানি আমলে
ঘ.বাংলাদেশ আমলে
উত্তরঃ খ
১৬৮. কোন সেবাটি বাংলাদেশ ডাক বিভাগের মূল সার্ভিসের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[দনিয়া কলেজ, ঢাকা; কুমিলা কমার্স কলেজ]
ক.মানি অর্ডার
খ.ডাক জীবন বিমা
গ.প্রাইজবন্ড বিক্রয়
ঘ.সঞ্চয়পত্রউত্তরঃ ক
১৬৯. বাংলাদেশের পাবলিক সেক্টরে সর্ববৃহৎ কর্পোরেশন কোনটি? (জ্ঞান) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
খ.বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
গ.ওয়াসা
ঘ.বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
উত্তরঃ ঘ
১৭০. কোনটি জাতীয় পরিবহন সংস্থা? (জ্ঞান)
[রংপুর সরকারি কলেজ]
ক.বিটিসিএল
খ.বিআরটিএ
গ.বিসিআইসি
ঘ.বিআরটিসি
উত্তরঃ ঘ
১৭১. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা কয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত? (জ্ঞান)
[বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ, ঢাকা]
ক.৮৬
খ.৮৭
গ.৮৮
ঘ.৮৯
উত্তরঃ গ
১৭২. ইজঞঈ-এর অধীনে ঢাকায় কতটি বাস ডিপো রয়েছে? (জ্ঞান) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক.দুইখ.পাঁচগ.সাতঘ.নয়উত্তরঃ গ
১৭৩. বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান) [মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা]
ক.বাণিজ্য
খ.বেসামরিক বিমান ও পর্যটন
গ.শিল্পঘ.সমবায়
উত্তরঃ খ
১৭৪. বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের যৌক্তিকতার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা) [ঢাকা কমার্স কলেজ]
ক. সরকারি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা
খ.বেসরকারি খাতের একচেটিয়া প্রবণতা রোধ
গ.দেশে একচেটিয়া ব্যবসায় গড়ে তোলা
ঘ.ব্যক্তিখাতে ব্যবসায় গঠনে উৎসাহ দেয়া
উত্তরঃ খ
১৭৫. হান্নান একজন সরকারি কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ কমানোর জন্য সুপারিশ করলেও তা কার্যকর করা হয়নি। এখানে মূল সমস্যা কোনটি? (প্রয়োগ)
[বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]
ক.স্রি গণ্ঠহএণ অনীহা
খ.লাল ফিতার দৌরা
গ.সহযোগিতার অভাব
ঘ.রাজনৈতিক প্রভাব
উত্তরঃ ক
১৭৬. বাংলাদেশে কত সালের চচচ নীতি কার্যকর রয়েছে? (জ্ঞান) [দিনাজপুর সরকারি মহিলা কলেজ]
ক.২০০১
খ.২০০৬
গ.২০১০
ঘ.২০১২
উত্তরঃ গ
১৭৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য হলো (অনুধাবন)
[ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; তেজগাঁও কলেজ, ঢাকা]
I.মুনাফা অর্জন
II.সামাজিক কল্যাণ
III.সম্পদের সুসম বন্টন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
১৭৮. সরকার রাষ্ট্রীয় ব্যবসায়ের (অনুধাবন)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
I.নিয়ন্ত্রক.
II.পরিচালনাকারী
III.গঠনকারী
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
১৭৯. বিআরটিসি দেশের পর্যটন শিল্পকে (অনুধাবন)
[সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
I.নিয়ন্ত্রণ করে
II.সহায়তা করে
III.উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
১৮০. বিআরটিসি’র উদ্দেশ্য হলো (অনুধাবন)
[সরকারি সিটি কলেজ, রাজশাহী]
I.স্বল্প খরচে নিরাপদ ভ্রমণ
II.নির্ভরযোগ্য পরিবহন সেবা
III.স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবহন সেবা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
১৮১. চচচ-এর সুবিধা হলো (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
I.সরকারি ট্যাক্স সুবিধা ভোগ
II.প্রকল্প বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুযোগ
III.বেসরকারি দক্ষতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
অ ক I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দপকটি পড় এবং ১৮২ ও ১৮৩ নং প্রশ্নের উত্তর দাও।
সরকার শহরবাসীদের নিরাপদ পানি সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠান গঠন করেন। প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হবে এবং এর মুনাফা কীভাবে বণ্টন করা হবে তার জন্য জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়। [ঢা. বো. ১৬]
১৮২. উদ্দীপকের সংগঠনটি কোন প্রকৃতির?
ক. সমবায়
খ. রাষ্ট্রীয়
গ.প্রাইভেট লি.
ঘ.পাবলিক লি.
উত্তরঃ খ
১৮৩. প্রতিষ্ঠানটির মুনাফা কীভাবে বণ্টিত হবে?
ক. সরকার ভোগ করে
খ.দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ভোগ করে
গ.জাতীয় কোষাগারে জমা হবে
ঘ.প্রধানমন্ত্রীর তহবিলে জমা হবে
উত্তরঃ গ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও।
তমাল কক্সবাজার বেড়াতে গিয়ে ভালো কোনো হোটেলে সিট না পেয়ে পরের দিন বাসায় ফিরে আসল।[নটর ডেম কলেজ, ঢাকা]
১৮৪. এখানে প্রথমত কোন প্রতিষ্ঠানের দুর্বলতা প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
ক. হাউজ বিল্ডিং এন্ড ফিন্যান্স কর্পোরেশন
খ.গৃহনির্মাণ সমিতি
গ.বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
ঘ.বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন সংস্থা
উত্তরঃ গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।