ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | অধ্যায় ১ | বহু নির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | সাজেশন প্রশ্ন ও উত্তর : সাজেশনটিতে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে। সাজেশনটি সেরা কলেজগুলোর নির্বাচনি পরীক্ষার প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ টপিকের আলোকে তৈরি করা হয়েছে।
অধ্যায়-১: ব্যবসায়ের মৌলিক ধারণা
১. ব্যবসায়ের সঠিক সমীকরণ কোনটি? (অনুধাবন)
[বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
ক.B=SI+ SD+SID
খ.B=SI+ SD+SDT
গ.B=SI+ ST+SAT
ঘ.B=SA+ ST+SAT
২. কোনটিকে ব্যবসায় বলা যায়? (অনুধাবন)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.মানসিক প্রশান্তির জন্য গান করা
খ.চাষির নিজস্ব খাদ্য উৎপাদন
গ.পরিবহনের মাধ্যমে যাত্রীবহন
ঘ.শ্রমিকের নিজস্ব পণ্য বহন
উত্তরঃ গ
৩. সংঘ ব্যবস্থা গড়ে ওঠে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের কোন যুগে? (জ্ঞান)
[সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিলা]
ক.আদিম
খ.মধ্য
গ.আধুনিক.
ঘ.ব্যবিলনীয়
উত্তরঃ খ
৪. কোন সময়কে শিল্প বিপ্লব কাল বলা হয়? (জ্ঞান)
[জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.১৬৫০-১৭৫০
খ.১৭৫০-১৮৫০
গ.১৮৫০-১৯৫০
ঘ.১৯৫০-২০৫০
উত্তর: খ
৫. বাংলাদেশ চীন থেকে বস্ত্র ক্রয় করে তা দ্বারা পোশাক প্রস্তুত করে আমেরিকায় রপ্তানি করে। এখানে পুনঃরপ্তানিকারক দেশ কোনটি? (প্রয়োগ)
[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]
ক.বাংলাদেশ
খ.জাপান
গ.ভারতঘ.
আমেরিকা
উত্তর: ক
৬. তানভীর ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে পুরনো ঢাকার ধোলাইখালে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মাসুমের উদ্যোগটি কোন শিল্পের আওতাভুক্ত? (প্রয়োগ) [নটর ডেম কলেজ, ঢাকা; বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক.সেবা
খ.যৌগিক
গ.উৎপাদন
ঘ.প্রজনন
উত্তরঃ ক
৭. উৎপাদনের বাহন কোনটি? (জ্ঞান) [বিএন কলেজ, ঢাকা]
ক.শিল্প
খ.বাণিজ্য
গ.অর্থ
ঘ.উৎপাদন কর্মী
উত্তরঃ ক
৮. কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত? [ঢা. বো. ১৫]
ক.প্রজনন
খ.বিশ্লেষণ
গ.নির্মাণ
ঘ.সেবা পরিবেশক.
উত্তরঃ ক
৯. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত? [কু. বো. ১৬]
ক. সংযোজন
খ. যৌগিক
গ.বিশ্লেষণ
ঘ.নিষ্কাশন
উত্তরঃ খ
১০. হ্যাচারি কোন শিল্পের অন্তগর্ত?(জ্ঞান)
[সরকারি সিটি কলেজ, রাজশাহী]
ক.কৃষি
খ.প্রজনন
গ.নিষ্কাশন
ঘ.সংযোজন
উত্তর: খ
১১. মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত? (জ্ঞান)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
ক.প্রজনন
খ.নিষ্কাশন
গ.নির্মাণ
ঘ.সেবা পরিবেশক.
উত্তর: খ
১২. সূর্য থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন কোন ধরনের শিল্প? (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
ক.প্রজনন
খ.নিষ্কাশন
গ.প্রক্রিয়াভিত্তিক.
ঘ.সেবা পরিবেশক.
উত্তরঃ খ
১৩. বিভিন্ন অংশ দিয়ে পূর্ণাঙ্গ উড়োজাহাজ প্রস্তুত কোন শিল্পের নির্দেশ করে? (অনুধাবন)
[নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক.সংযুক্ত
খ.যৌগিক
গ.সংযোজন
ঘ.বিশ্লেষণ
উত্তর: গ
১৪. রেশম গুটি থেকে সুতা, রেশমি কাপড় ইত্যাদি প্রস্তুত উৎপাদন শিল্পের কোনটির অন্তর্ভুক্ত?
(অনুধাবন) [ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
ক.প্রক্রিয়াভিত্তিক.
খ.যৌগিক
গ.বিশ্লেষণ
ঘ.সংযোজন
উত্তরঃ ক
১৫. কোন যুগে বিনিময় প্রথার উদ্ভব হয়? (জ্ঞান) [বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা; তেজগাও কলেজ, ঢাকা]
ক.প্রাচীন
খ.মধ্য
গ.আধুনিক.
ঘ.প্রাগৈতিহাসিক.
উত্তর: ক
১৬. মেহেদী গাছ কেটে আসবাবপত্র তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে। মেহেদীর কাজটি কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ) [খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.নির্মাণ
খ.নিষ্কাশন
গ.উৎপাদন
ঘ.প্রক্রিয়াভিত্তিক.
উত্তরঃ গ
১৭. গ্যাস, রেলওয়ে, হোটেল প্রভৃতি কোন শিল্পের অন্তর্গত? (অনুধাবন)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
ক.প্রজনন
খ.সেবা
গ.উৎপাদন
ঘ.নির্মাণ
উত্তরঃ খ
১৮. পণ্য ও সেবার চ‚ড়ান্ত ভোগ ও ব্যবহার নিশ্চিত করা যায় কীভাবে? (অনুধাবন)
[ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
ক.প্রত্যক্ষ সেবার মাধ্যমে
খ.আÍকর্মসংস্থানের মাধ্যমে
গ.শিল্পের মাধ্যমে
ঘ.বাণিজ্যের মাধ্যমে
উত্তরঃ ঘ
১৯. কোনটি বাণিজ্য? (অনুধাবন) [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা; বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক.মাছ চাষ
খ.রাস্তা নির্মাণ
গ.পণ্য পরিবহন
ঘ.কয়লা উত্তোলন
উত্তরঃ গ
২০. ব্যবসায়ের সর্বশেষ স্তর কোনটি? (জ্ঞান)
[কুমিলা কমার্স কলেজ]
ক.শিল্প
খ.বাণিজ্য
গ.ট্রেড
ঘ.বাণিজ্য ও ট্রেড
উত্তরঃ খ
২১. গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? [কু. বো., চ. বো. ১৫]
ক.জ্ঞানগত
খ.ঝুঁকিগত
গ.স্থলগত
ঘ.কালগত
উত্তরঃ ঘ
২২. কোন বৈশিষ্ট্যটি কেবল প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে প্রযোজ্য? (অনুধাবন) [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল]
ক.বিনিময় মূল্য
খ.গুদামজাতকরণ
গ.অস্পর্শনীয়তা
ঘ.মুনাফা
উত্তরঃ গ
২৩. ‘গায়ক গানের মাধ্যমে অর্থ উপার্জন করে’ এটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[হামিদপুর আল হেরা কলেজ, যশোর]
ক.শিল্প
খ.বাণিজ্য
গ.প্রত্যক্ষ সেবা
ঘ.সহায়ক কার্যাবলি
উত্তরঃ গ
২৪. প্রাতিষ্ঠানিক কার্যাদি সম্পাদন এবং লক্ষ্য অর্জনের প্রধান উপায় কী? (অনুধাবন)
[সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ]
ক.পরিকল্পনা
খ.নির্দেশনা
গ.সংগঠন
ঘ.ব্যবস্থাপনা
উত্তরঃ ঘ
২৫. সামাজিক ব্যবসায়ের মূলনীতি কয়টি? (জ্ঞান)
[সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা]
ক.৫খ.৬গ.৭ঘ.৮
উত্তরঃ গ
২৬. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? (জ্ঞান)
[অধ্যাপক আবদুল মজিদ কলেজ, কুমিল¬া]
ক.মুনাফা অর্জন
খ.উৎপাদন
গ.গ্রাহকসেবা
ঘ.ক্রয়
উত্তরঃ খ
২৭. সর্বপ্রথম কোন দেশে শিল্প বিপ্লব দেখা দেয়? (জ্ঞান)
[ইউনিভারসিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.জার্মানিতে
খ.যুক্তরাষ্ট্রে
গ.জাপানে
ঘ.ব্রিটেনে
উত্তরঃ ঘ
২৮. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি?
[ব. বো. ১৬]
ক. মুনাফা
খ. সমৃদ্ধি
গ.শৃঙ্খলা
ঘ.সুনাম
উত্তরঃ ঘ
২৯. পণ্য কেন প্যাকিং করা হয়? (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
ক.চাহিদা বৃদ্ধির জন্য
খ.পরিবহনের সুবিধার জন্য
গ.বিক্রয়ের সুবিধার জন্য
ঘ.গুদামজাতকরণের জন্য
উত্তরঃ খ
৩০. বিশ্লেষণ শিল্পের উদাহরণ হলো (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
I.ডিজেল
II.সাবান
III.আলকাতরা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ খ
৩১. ব্যবসায়ের প্রধান শাখা হলো (অনুধাবন)
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
I.বাণিজ্য
II.শিল্প
III.পরিবহন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
৩২. বাণিজ্যের কাজ (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
I.ব্যক্তিগত উপযোগ সৃষ্টি
II.কেন্দ্রীভ‚ত কর্ম
III.সহায়ক উপযোগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
উত্তরঃ গ
৩৩. অভ্যন্তরীণ বাণিজ্য হলো (অনুধাবন)
[কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা]
I.পাইকারি ব্যবসায়
II.খুচরা ব্যবসায়
III.রপ্তানি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
৩৪. সামাজিক ব্যবসায়ের সাফল্য পরিমাপের বিষয় হলো (অনুধাবন) [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা]
I.মুনাফার পরিমাণ
II.নতুন ব্যবসায় সম্প্রসারণ
III.সরকারের রাজস্ব বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
৩৫. পণ্য গুদামে রাখার যুক্তিসঙ্গত কারণ হলো
(উচ্চতর দক্ষতা) [সরকারি বাঙলা কলেজ, ঢাকা]
I.মূল্য বৃদ্ধি পাবার আশায়
II.সারা বছর চাহিদামতো পণ্য সরবরাহ করা
III.অনেক পণ্য গুদামে রাখলে গুণগত মান বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উত্তরঃ ক
উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
সজীব কেরানীগঞ্জের আটিবাজারে মুঁদি দোকান চালায়। সে ঢাকার নিউমার্কেট থেকে মালামাল কিনে এনে দোকানে বিক্রি করে। পুঁজির স্বল্পতায় বেশি মাল একসঙ্গে ক্রয় করতে পারে না। ফলে মালামাল ক্রয়ের জন্য তাকে প্রায়ই ঢাকায় যেতে হয়। এতে তার অনেক সমস্যা হচ্ছে। [ঢাকা সিটি কলেজ]
৩৬. সজীবের কাজ বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? (প্রয়োগ)
ক. স্থানগত প্রতিবন্ধকতা
খ.রূপগত প্রতিবন্ধকতা
গ.কালগত প্রতিবন্ধকতা
ঘ.স্বত্বগত প্রতিবন্ধকতা
উত্তরঃ ঘ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৭. বারবার ঢাকায় যাবার ফলে সজীবের যে সমস্যা হতে পারে তা হলো (উচ্চতর দক্ষতা)
I.পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি
II.যাতায়াত খরচ বৃদ্ধি
III.সময় নষ্ট হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ.I ও IIIঘ.I, II ও III
উত্তরঃ ঘ
উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
বউ সাজানোর ক্ষেত্রে লুসি বিউটি পারলারের সাবিনার খ্যাতি চট্টগ্রাম জুড়ে। তার সেবা পাওয়ার জন্য দুই-তিন মাস আগে যোগাযোগ করে সাক্ষাৎকারের দিন নির্ধারণ করতে হয়। বধূকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সাজ সুবিধা গ্রহণ করতে হয়। এক্ষেত্রে দৃশ্যমান কোন বস্তুর বিনিময় ঘটে না। [বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম]
৩৮. উদ্দীপকে ব্যবসায়ের কোন শাখার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
ক. শিল্প
খ. বাণিজ্য
গ.পণ্ঠতঞ্ঝপ্ট সৈবা
ঘ.বিনিময়
উত্তরঃ গ
৩৯. উদ্দীপকে ব্যবসায়টির কোন বৈশিষ্ট্য উলেখ করা হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক. ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি
খ.রূপগত উপযোগ সৃষ্টি
গ.লেনদেনের পৌরনঃপুণিকতা
ঘ.অস্পর্শনীয় ও অবিচ্ছিন্নউত্তরঃ ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।