ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | দিনাজপুর বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দিনাজপুর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দিনাজপুর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৭. দিনাজপুর বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. নিবন্ধনপত্র কী?
ক. কোম্পানি শেয়ার মালিকদের সম্পাদিত চুক্তি
খ. শেয়ার মালিক ও নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি
গ. শেয়ার মালিকানা প্রমাণপত্র
ঘ. কোম্পানি গঠনের অনুমোদনপত্র
২. শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কী বলে?
ক. লভ্যাংশ খ. সুদ গ. পুুঁজি ঘ. আয়
৩. লভ্যাংশের বিপরীতে কোম্পানি যে ধরনের শেয়ার ইস্যু করে তাকে কী ধরনের শেয়ার বলে?
ক. সাধারণ খ. অগ্রাধিকার
গ. রাইট ঘ. বোনাস
৪. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো
ক. মুনাফা অর্জন
খ. জনগণের কল্যাণসাধন
গ. ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ
ঘ. রাজস্ব বৃদ্ধি
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব কিবরিয়া ও তার ৮ জন বন্ধু নিয়ে এক কটন মিলস নামে একটি কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তারা স্থির করেন যে, সুতা উৎপাদন করে বিভিন্ন টেক্সটাইল মিলে সরবরাহ করবেন।
৫. এক কটন মিলস লি.-এ জনাব কিবরিয়ার আইনানুগ পরিচিতি কী?
ক. প্রবর্তক. খ. মালিক
গ. ব্যবস্থাপক. ঘ. ব্যবস্থাপনা পরিচালক
৬. বিদ্যমান পরিস্থিতিতে উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য জনাব কিবরিয়ার করণীয় হলো
I. কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা করা
II. কোম্পানির মুনাফা বণ্টন করা
III. ন্যূনতম মূলধন সংগ্রহ করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৭. মূলধন বিবেচনায় একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
ক. স্টিল মিল খ. সিমেন্ট কারখানা
গ. রেস্টুরেন্ট ঘ. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
উদ্দীপকটি পড়ো এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও।
রাম, শ্যাম, যদু ও মধু প্রত্যেকে এক লক্ষ টাকা করে মূলধন নিয়ে একটি পোল্ট্রি ফার্ম খোলেন। রাম, শ্যাম ও মধু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করলেও যদু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেননি। প্রতিষ্ঠানটি এ বছর ৪ লক্ষ টাকা মুনাফা করে।
৮. যদু কোন ধরনের অংশীদার?
ক. সাধারণ খ. নি¯িক্রয়
গ. নামমাত্র ঘ. সীমিত
৯. আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে
I. কোনো অংশীদার মারা গেলে
II. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
III. কৈাএনা অংশীদার কতট্টবঞ্ঝ পালএন চিরতএর অসম^ট্ট হএল
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. নাঈম তার প্রতিষ্ঠানে তৈরিকৃত এক লক্ষ শার্ট বিদেশি ক্রেতাদের নিকট যথাসময়ে পাঠাতে না পারায় তারা কার্যাদেশ বাতিল করে। এমতাবস্থায় তিনি ঐ পণ্য দেশে বিক্রি করতে চান।
১১. বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী?
ক. সস্তা শ্রম খ. বৈদেশিক সাহায্য
গ. রাজ‹নতিক র্’িতিশীলতা ঘ. মূলধনের প্রাচুর্য
১২. বাণিজ্যের কোন কাজটি মালিকানা সংক্রান্ত বাধা দূর করে?
ক. ক্রয়-বিক্রয় খ. পরিবহন
গ. বিমা ঘ. গুদামজাতকরণ
১৩. রা®¡্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কোনটি?
ক. সনদপ্রাপ্ত খ. বিধিবদ্ধ
গ. নিবন্ধিত ঘ. অনিবন্ধিত
১৪. নবগঠিত কোম্পানিতে পরিচালক নির্বাচিত হয়
ক. প্রবর্তকগণ কর্তৃক. খ. নিবন্ধক কর্তৃক
গ. শৈয়ারএহাত্র£ারগণ কতট্টেক. ঘ. ঋণদাতাগণ কর্তৃক
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
কুমিলায় নিজস্ব জমি থাকা সত্তে¡ও জনাব চৌধুরী রাঙামাটির সাজেকে জমি লিজ নিয়ে কমলালেবু চাষ করেন। তার উৎপাদিত কমলালেবুর মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে তিনি বিদেশেও কমলালেবু রপ্তানি করতে চাচ্ছেন।
১৫. ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় জনাব চৌধুরী উক্ত এলাকায় কমলালেবু চাষে উদ্বুদ্ধ হলেন?
ক. সামাজিক. খ. প্রাকৃতিক
গ. অর্থনৈতিক. ঘ. রাজনৈতিক
১৬. জনাব চৌধুরীর পরবতী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন
I. রাজনৈতিক স্থিতিশীলতা
II. আন্তর্জাতিক সম্পর্ক
III. স্থানীয় ভোক্তা মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১৭. অভ্যন্তরীণ ব্যবসায়ের জন্য মারাÍক হুমকি কোনটি?
ক. প্রতিক‚ল আইন-শৃঙ্খলা পরিস্থিতি
খ. বিক্রয় হ্রাস
গ. যাতায়াত সমস্যা
ঘ. বিমার অভাব
উদ্দীপকটি পড়ো এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব ফয়সল রাজশাহী হতে আম সংগ্রহ করে কুমিলার বিভিন্ন বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করেন।
১৮. উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
ক. স্থানগত খ. কালগত
গ. ঝুঁকিগত ঘ. রূপগত
১৯. কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় শুধু কাগজে কলমে হিসাব রাখা হয়?
ক. প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায়
খ. অনলাইন ব্যাংকিং ব্যবস্থায়
গ. টেলিফোনিক ব্যাংকিং ব্যবস্থায়
ঘ. ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায়
উদ্দীপকটি পড়ো এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. তমাল সোয়েটার বিক্রি করেন। ২০১৫ সালের মাঝামাঝি আবহাওয়া অধিদপ্তর থেকে তিনি জানতে পারলেন যে, ঐ বছর খুব শীত পড়বে। এ কথা জেনে তিনি প্রচুর শীত বস্ত্র মজুদ করেন এবং ঐ বছর প্রচুর মুনাফা করেন।
২০. মি. তমালের মধ্যে উদ্যোক্তার কোন গুণের প্রভাব লক্ষণীয়?
ক. সৃজনশীলতা খ. আÍবিশ্বাস
গ. দূরদৃষ্টি ঘ. অধ্যবসায়
২১. ডঞঙ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন খ. টোকিও
গ. নিউইয়কট্ট ঘ. জেনেভা
২২. ব্যবসায় উদ্যোগের জনক কে?
ক. ক্যান্টিলন খ. এডাম স্মিথ
গ. সুম্পিটার ঘ. হেনরি ফেওল
২৩. প্রাইভেট লিমিটেড কোম্পানি কখন কাজ শুরু করে?
ক. আবেদনের পর খ. নিবন্ধনের পর
গ. স্মারকলিপি তৈরির পর
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র পাবার পর
২৪. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি?
ক. বণ্টন খ. উৎপাদন
গ. বিজ্ঞাপন ঘ. বিমা
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
মি. দত্ত হরেক ডিজাইনের আসবাবপত্র বিক্রয় করেন। ব্যবসায়ের প্রয়োজনে তিনি আধুনিক পদ্ধতিতে ক্রেতা, সরবরাহকারী ও সহযোগীদের সাথে যোগাযোগ স্থাপন করেন। এ ব্যবস্থা তার ব্যবসায় পরিচালনায় অনেক সুধিা প্রদান করেছে।
২৫. মি. দত্তের ব্যবসায়ের ক্ষেত্রে কোন পরিভাষাটি উপযুক্ত?
ক. আউটসোর্সিং ব্যবসায় খ. ডাটা এন্ট্রি ব্যবসায়
গ. ই-কমার্স ঘ. ই-রিটেইলিং
২৬. মি. দত্তের ব্যবসায় প্রযুক্তি ব্যবহৃত হয়
I. দ্রুত সিদ্ধান্ত গ্রহণে
II. সম্পাদিত কাজের মূল্যায়ন
III. কাজের গতি ও দক্ষতা বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III গ. I ও III ঘ. I, II ও III
২৭. সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্রজনন খ. সেবা
গ. নি”ক্সাশন ঘ. যান্ত্রিক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
‘সারথি’ নামক প্রতিষ্ঠানটি ২০১২ সালে ৫০ কোটি টাকা মুনাফা করে। মূলধন অনুপাতে অর্জিত মুনাফার ৩০ কোটি টাকা সংশ্লিষ্ট দেশের কোষাগারে জমা হয়। বাকি অংশ মালিকানায় থাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গ্রহণ করে।
২৮. উদ্দীপকের ‘সারথি’ কোন ধরনের ব্যবসায়?
ক. সমবায় খ. একমালিকানা
গ. যৌথ উদ্যোগ. ঘ. রাষ্ট্রীয়
২৯. এরূপ ব্যবসায়ের গড়ে উঠার কারণ হলো
I. কর্মসংস্থান সৃষ্টি II. অধিক মুনাফা অর্জন
III. জনকল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৩০. জাতীয়তা কোন পরিবেশের উপাদান?
ক. ধর্মীয় খ. সামাজিক
গ. আইনগত ঘ. সাংস্কৃতিক
৩১. বাংলাদেশে বর্তমানে কত সালের কপিরাইট আইন প্রচলিত আছে?
ক. ২০০৪ খ. ২০০৫ গ. ২০০৮ ঘ. ২০০৯
৩৩. কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য?
ক. আইনসৃষ্ট প্রতিষ্ঠান খ. ঝুঁকি বণ্টন
গ. মালিকের স্বাধীনতা ঘ. সসীম দায়
৩৪. সমবায় সংগঠন নিব®¬এনর জনঞ্ঝ গহেীত মƒল দলিলএক কী বএল?
ক. বিধিমালা খ. উপবিধি
গ. সংঘস্মারক. ঘ. সংঘবিধি
উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আজাদ একজন তৈরি পোশাক রপ্তানিকারক। তার কারখানাসমূহ গাজীপুরে অবস্থিত। তিনি ২০১০ সালে তার নিজ এলাকা চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলেন। তার হাসপাতালে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
৩৫. মি. আজাদ তার কার্যক্রমে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেছেন?
ক. সাধারণ জনগণ খ. শ্রমিক-কর্মী
গ. সরবরাহকারী ঘ. বিনিয়োগকারী
৩৬. উদ্দীপকের মতো কার্যক্রম গ্রহণ করলে প্রতিষ্ঠানের
I. ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়
II. মোট মুনাফা কমে যায়
III. সামাজিক দায়িত্ব পালন নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৩৭. বিজিএমইএ-এর সদস্য কে?
ক. পাটজাত পণ্য প্রস্তুতকারক
খ. শার্ট ও প্যান্ট রপ্তানিকারক
গ. চামড়াজাত পণ্য রপ্তানিকারক
ঘ. সোয়েটার ও গেঞ্জি প্রস্তুতকারক
উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
ক, খ ও গ তিন বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করল। লাভ-লোকসান বণ্টন নিয়ে পূর্বের কোনো সমঝোতা না থাকায় ‘ক’ বন্ধুটি অধিক মুনাফা দাবি করে। অন্যদিকে কবির নামের এক দোকানদার ১০,০০০ টাকা দেনা পরিশোধ করছে না। ফলে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।
৩৮. উদ্দীপকের আলোকে বর্ণিত সমঝোতাটি লিখিত হলে তাকে কী বলা হবে?
ক. সম্মতিপত্র খ. নিবন্ধনপত্র
গ. সমঝোতা স্মারক. ঘ. চুক্তিপত্র
৩৯. বর্তমান সমস্যা সমাধানে পূর্বে যে পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল তা হলো
I. লিখিত চুক্তি II. সালিসকারী নিয়োগ
III. চুক্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৪০. আইনগত কোন ব্যবস্থার অবর্তমানে সাহিত্য ও শিল্পকর্মের মালিকগণ তাদের সৃষ্টিকর্মের নকলের বিরুদ্ধে প্রতিকার লাভ করতে পারেন না?
ক. পেটেন্ট খ. ট্রেডমার্ক
গ. বিমা ঘ. কপিরাইট
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।