ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | দিনাজপুর বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দিনাজপুর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দিনাজপুর বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৬. দিনাজপুর বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়?
ক. দ্বাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. অষ্টাদশ শতাব্দীর শেষে
ঘ. অষ্টাদশ শতাব্দীর প্রথমে
২. ব্যবসায়ের প্রধান দুটি কাজ কী?
ক. উৎপাদন ও বণ্টন
খ. মূলধন গঠন ও বিনিয়োগ
গ. ক্রয়-বিক্রয়
ঘ. অর্থসংস্থান ও বিপণন
৩. অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো
I. ব্যয় ও ভোগ. II. খনিজ সম্পদ
III. শুল্ক ও কর
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
৪. ব্যবসায়ের আবির্ভাব হয় কেন?
ক. সম্পদশালী হওয়ার জন্য
খ. মুনাফা অর্জনের জন্য
গ. চাহিদা পূরণের জন্য
ঘ. বেকারত্ব দূর করার জন্য
৫. একমালিকানা সংগঠনের উন্নতির অন্যতম শর্ত কী?
ক. স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা
খ. একক মুনাফা ভোগ
গ. সহজ গঠন প্রণালি
ঘ. অবস্থানগত সুবিধা
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
চ, ছ ও জ একটি আইটি ফার্মের মালিক। ফার্মটি ভালো চললেও অধিক মূলধনের প্রয়োজনে মি. ‘ঝ’ কে সকলের সম্মতিক্রমে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করতে চায়। মি. ‘ঝ’ এতে বেশ খুশি হয়।
৬. মি. ‘ঝ’ খুশি হওয়ার মুখ্য কারণ কোনটি?
ক. লিখিত চুক্তির অভাব
খ. দায় সীমিত এবং চুক্তি অনুযায়ী লাভ
গ. ব্যবসায়িক হিসেবে পরিচিতি
ঘ. পরিচালনায় অংশগ্রহণের প্রয়োজন নেই
৭. উদ্দীপকে বর্ণিত মি. ‘ঝ’-কে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করার কারণ
I. নতুন পুঁজি পাওয়া যাবে
II. পরিচালনায় জটিলতা দেখা দিবে না
III. মুনাফা কম দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
৮. একমালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
ক. ট্রেড লাইসেন্স খ. স্বল্প মূলধন
গ. ব্যক্তিগত উদ্যোগ. ঘ. অবস্থানত সুবিধা
৯. কোন অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পর মূলধন উত্তোলন করে না?
ক. আপাতদৃষ্টিতে খ. আচরণে অনুমিত
গ. নামমাত্র ঘ. সীমিত
১০. মূলধন সংগ্রহের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?
ক. বাণিজ্যিক দলিল খ. দেশীয় মহাজন
গ. ব্যবসায় ঋণ ঘ. অবলেখক
১১. বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত?
ক. প্রক্রিয়াজাতকরণ খ. সংযোজন
গ. সেবা পরিবেশক. ঘ. বিশ্লেষণ
১২. যৌথ মূলধনী কোম্পানির কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য প্রয়োজন
I. বিবরণপত্র
II. ন্যূনতম মূলধন সংগ্রহ
III. যোগ্যতা সূচক শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
নভো এয়ার লাইনস কোম্পানি লি.-এর মূল সংবিধানে উলেখ রয়েছে কোনো ব্যক্তি উক্ত প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে ২০% শেয়ার ক্রয় করতে হবে। কোম্পানির ২০ লক্ষ শেয়ারের মধ্যে কোম্পানির অন্যতম উদ্যোক্তা জনাব রোজারিও ২ লাখ ৮০ হাজার শেয়ার এবং তার ভাই রোমিও ৩ লাখ শেয়ার ক্রয় করেন। জনাব রোমিও পরিচালক হওয়ার জন্য আবেদন করেন।
১৩. জনাব রোজারিও কোম্পানির কোন ধরনের শেয়ার ক্রয় করেন?
ক. বোনাস খ. রাইট
গ. যোগ্যতাসূচক. ঘ. বিলম্বিত
১৪. উদ্দীপকে বর্ণিত জনাব রোমিও পরিচালক হতে না পারার কারণ কী?
ক. যোগ্যতাসূচক শেয়ার ক্রয় না করা
খ. ন্যূনতম চাঁদা সংগ্রহ না করা
গ. বিবরণপত্র প্রচার না করা
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ না করা
১৫. কোন জাতির মধ্যে ব্যবসায় বাণিজ্যের প্রচলন অধিক?
ক. মুসলিম খ. হিন্দু
গ. খ্রিস্টান ঘ. বৌদ্ধ
১৬. সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি?
ক. চুক্তিপত্র খ. বিবরণপত্র
গ. উপবিধি ঘ. স্মারকলিপি
১৭. সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো
I. সামাজিক কল্যাণ
II. ভাগ্যের পরিবর্তন
III. আর্থিক উন্নতি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
১৮. কোনটি সংরক্ষণমূলক সহায়ক সেবা?
ক. পণ্যমান নিয়ন্ত্রণ খ. কর অবকাশ
গ. তথ্য সরবরাহ ঘ. আমদানি সহায়তা
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
মি. এরিকারের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা আছে কিন্তু বন্ধের দিন হওয়ায় সে টাকা উত্তোলন করতে পারছেন না। এরিকারের বন্ধু আরিকার সাথে আলোচনা করলে সে একটি প্লাস্টিকের কার্ড ব্যবহার করে একটি ব্যাংকের বুথ থেকে নিজের হিসাব থেকে জমাকৃত টাকা উত্তোলন করে এরিকাকে ধার দিলেন। এরিকা ভাবলেন এটি একটি অভিনব প্রযুক্তিগত পদ্ধতি যে আরিকা বন্ধের দিনসহ যেকোনো সময়ে টাকা উত্তোলন করতে পারে।
১৯. আরিকা কোন ধরনের কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করেছেন?
ক. ভিসা কার্ড খ. ডেবিট কার্ড
গ. ক্রেডিট কার্ড ঘ. আইডি কার্ড
২০. উদ্দীপকে বর্ণিত কার্ড ব্যবহারের সুবিধা হলো
I. নিরাপদ লেনদেন
II. ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা
III. যেকোনো স্থান থেকে টাকা উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
২১. নিরাপদ হোস্টিং সাইটে কোন ধরনের রেজিস্ট্রেশন করতে হয়?
ক. সরকারি খ. সাধারণ
গ. বিশেষ ঘ. ডোমেইন
২২. বিমসটেক কোন ধরনের সংগঠন?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক. ঘ. ব্যবসায়িক
২৩. রাষ্ট্রীয় ব্যবসায়ে লোকসানের ফলে বৃদ্ধি পায় কোনটি?
ক. জাতীয় ঋণ খ. মুদ্রাস্ফীতি
গ. বেকারত্ব ঘ. মূল্য স্ফীতি
২৪. নৈতিকতা মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত?
ক. সামাজিক সংস্কৃতি
খ. মানুষের আচার-আচরণ
গ. সত্য ও ন্যায়
ঘ. মানুষের মনোভাব
২৫. ঝগঊ ফাউন্ডেশন কী?
ক. প্রকল্প
খ. এনজিও
গ. মুনাফাভোগী প্রতিষ্ঠান
ঘ. অমুনাফাভোগী প্রতিষ্ঠান
২৬. ক্ষুদ্র ব্যবসায় সম্প্রসারণের জন্য কোন প্রতিষ্ঠানটি সহায়তা করে?
ক. বিসিক. খ. বিমসটেক
গ. বিসিআইসি ঘ. বিআইএম
২৭. উএদঞ্ঝান্ঠা কৈান ধরএনর কাজ করএত বিএশষ আনক্টদ পান?
ক. সৃজনশীল খ. ঝুঁকিপূর্ণ
গ. চ্যালেঞ্জিং ঘ. উন্নয়নমূলক
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
২৮. ই-মার্কেটিং ব্যবহার করার উদ্দেশ্য হলো
I. বাজার সৃষ্টির লক্ষ্যে
II. স্থায়ী ক্রেতার পরিণত করতে
III. পণ্যের আকর্ষণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
২৯. কর ফাঁকি দেয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়
ক. রাষ্ট্রীয় ব্যবসায়
খ. কোম্পানি সংগঠন
গ. সামাজিক ব্যবসায়
ঘ. সমবায় সমিতি
৩০. বাংলাদেশে প্রকাশিত কপিরাইট আইন কত সালে সরকার প্রণয়ন করেন?
ক. ২০০০ খ. ২০০৩
গ. ২০০৫ ঘ. ২০১২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।