ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | ঢাকা বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ঢাকা বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ঢাকা বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৩. ঢাকা বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত খ. রূপগত
গ. স্থানগত ঘ. সময়গত
২. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. সম্পত্তি অর্জন খ. মুনাফা অর্জন
গ. মানবসেবা ঘ. গ্রাহক সন্তুষ্টি
৩. মানব সম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক. খ. অর্থনৈতিক
গ. সামাজিক. ঘ. প্রযুক্তিগত
৪. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক. ঘ. প্রাকৃতিক
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব কবির মুন্সিগঞ্জ থেকে আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। উক্ত আলু আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচলনা করেন।
৫. জনাব কবির পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. স্থানগত খ. ঝুঁকিগত
গ. কালগত ঘ. রূপগত
৬. জনাব কবির কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীদের নিকট আলু বিক্রয় করেন?
ক. পর্যায়িতকরণ খ. মোড়কিকরণ
গ. প্রমিতকরণ ঘ. অর্থসংস্থান
৭. পৃথিবীর সকল দেশেই কোন ধরনের ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. সমবায়
৮. একমালিকানা ব্যবসায়ের কোন অসুবিধা দূরীকরণের জন্য অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
ক. ব্যক্তি সামর্থ্যরে সীমাবদ্ধতা
খ. অসীম দায়
গ. স্থায়িত্বের অনিশ্চয়তা
ঘ. পৃথক সত্তার অভাব
৯. বাংলাদেশে বহাল অংশীদারি আইন কত সালের?
ক. ১৯১৩ খ. ১৯২০ গ. ১৯৩২ ঘ. ১৯৯৪
১০. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি নিচের কোনটি?
ক. শরিকানা খ. চুক্তি
গ. অর্থ ঘ. বিশ্বাসের সম্পর্ক
উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাতুল তার চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নেন। কিন্তু বেশি সময় দেয়া সম্ভব নয় বলে তিনি এ ব্যবসায়টি তার ছোট ভাই সদ্য ডিগ্রি পাস করা পিতুলের কাছে হস্তান্তর করেন। জনাব রাতুল তার চাকরিস্থলের পাশে নতুন করে একটি স্টেশনারি দোকান দেন। এতে তিনি সফল হন।
১১. ব্যবসায়ের পরিবর্তনে জনাব রাতুলের কোন গুণটি লক্ষণীয়?
ক. ঝুঁকি গণ্ঠহএণর মানসিকতা খ. নমনীয়তা
গ. ’ঙ্কাধীনএচতা মএনাভাব ঘ. সৃজনশীলতা
১২. উদ্দীপকে রাতুলের কর্মকাণ্ড দেশে
I. নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়
II. আÍকর্মসংস্থান সৃষ্টি হয়
III. চাকরির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
১৩. অংশীদারি চুক্তিপত্র হতে পারে
I. মৌখিক. II. লিখিত
III. নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
ক, খ, গ তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। লাভ-লোকসান বণ্টন নিয়ে পূর্বের কোনো সমঝোতা না থাকায় ক বন্ধুটি অধিক মুনাফা দাবি করে। অন্যদিকে করিম নামের একজন দেনাদার ৫০,০০০ টাকা দেনা পরিশোধ করছে না। ফলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।
১৪. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. রাষ্ট্রীয়
১৫. উদ্দীপকে বর্ণিত পাওনা টাকা আদায়জনিত সমস্যা সমাধানের পূর্বেই যে পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল
I. লিখিত চুক্তি II. সালিসকারী নিয়োগ
III. চুক্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১৬. লিমিটেড শব্দটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক. একমালিকানা খ. কোম্পানি
গ. অংশীদারি ঘ. সমবায়
১৭. কোনটি কোম্পানির গঠনতন্ত্র?
ক. পরিমেল নিয়মাবলি খ. কার্যারম্ভের অনুমতিপত্র
গ. বিবরণীপত্র ঘ. স্মারকলিপি
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
সাকিব, রকিব ও তাদের আরও ৩ বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। সম্প্রতি বাজরে শেয়ার বিক্রয়ের জন্য তারা প্রতিষ্ঠানটির গঠনগত কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৮. উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায়ের সংগঠনটি কোন ধরনের কোম্পানি?
ক. প্রাইভেট লিমিটেড খ. পাবলিক লিমিটেড
গ. হোল্ডিং ঘ. সাবসিডিয়ারি
১৯. বাজারে শেয়ার বিক্রির জন্য প্রতিষ্ঠানটিকে
I. পরিমেল নিয়মাবলি পরিবর্তন করতে হবে
II. স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে হবে
III. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III গ. I ও III ঘ. I, II ও III
২০. প্রাথমিক সমবায় সমিতির সর্বনিæ সদস্য সংখ্যা কতজন?
ক. ২ খ. ৭ গ. ১০ ঘ. ২০
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
কুয়াকাটা জেলে পলিতে জেলেরা স্থানীয় মহাজনদের অত্যাচারের শিকার। তারা সবাই একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করল। সমিতির মাধ্যমে তারা নানান সুবিধা পাচ্ছে বলে সবাই আনন্দিত।
২১. সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. উৎপাদক খ. ক্রয় গ. বিক্রয় ঘ. ঋণদান
২২. জেলেরা সমবায় সমিতি গঠন করে যে সকল সুবিধা পেতে পারে তা হলো
I. সঞ্চয় ও ঋণ সুবিধা লাভ
II. একত্রে ক্রয়-বিক্রয়
III. সরকারি ত্রাণ সহায়তা প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
২৩. টেলিটক কোন ব্যবসায়ের অন্তর্গত?
ক. কোম্পানি ব্যবসায়ের খ. রাষ্ট্রীয় ব্যবসায়ের
গ. বৈদেশিক সংস্থার ব্যবসায়ের
ঘ. আধা-স্বায়ত্তশাসিত ব্যবসায়ের
২৪. রাষ্ট্রী ব্যবসায় ন্যূনতম কত শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকে?
ক. ৪৯ খ. ৫০ গ. ৫১ ঘ. ১০০
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
সরকার শহরবাসীদের নিরাপদ পানি সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠান গঠন করেন। প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হবে এবং এর মুনাফা কীভাবে বণ্টন করা হবে তার জন্য জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়।
২৫. উদ্দীপকের সংগঠনটি কোন প্রকৃতির?
ক. সমবায় খ. রাষ্ট্রীয়
গ. প্রাইভেট লি. ঘ. পাবলিক লি.
২৬. প্রতিষ্ঠানটির মুনাফা কীভাবে বণ্টিত হবে?
ক. সরকার ভোগ করে
খ. দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ভোগ করে
গ. জাতীয় কোষাগারে জমা হবে
ঘ. প্রধানমন্ত্রীর তহবিলে জমা হবে
২৭. ট্রেডমার্ক কী?
ক. পণ্যচিহ্ন খ. পণ্যসত্তা
গ. পণ্য পরিচিতি ঘ. পণ্য মোড়ক
২৮. বৈধ ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা যেতে পারে?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব খানের লেখা বইয়ের একটি অধ্যায় অন্য একটি গাইড বইতে হুবহু তুলে দেয়া হয়েছে। জনাব খানের এমন পদক্ষেপ গ্রহণ করা আছে যার সাহায্যে গাইড বইটির লেখককে তিনি শাস্তির ব্যবস্থা করতে পারেন। তবে তিনি এক্ষেত্রে দেওয়ানি আদালতের সাহায্য নিবেন বলে জানালেন।
২৯. জনাব খানের গৃহীত পদক্ষেপটি কোন আইনের আওতায় পড়ে?
ক. পেটেন্ট খ. কারখানা
গ. ট্রেডমার্ক. ঘ. কপিরাইট
৩০. উদ্দীপকে উলিখিত গাইড বইয়ের লেখকের যে শাস্তি হতে পারে তা হলো
ক. দুই বছর কারাদণ্ড খ. ৬ মাস কারাদণ্ড
গ. ২ লাখ টাকা অ^ট্টদল্প ঘ. বইটিএত নিএষধা জারি
৩১. কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে?
ক. বিবরণপত্রে খ. নিবন্ধনপত্রে
গ. সংঘবিধিতে ঘ. সংঘস্মারকে
৩২. ই-রিটেইলিং পদ্ধতিতে ব্যবসায় করার জন্য প্রয়োজন
I. ইন্টারনেট সংযোগ. II. নিজস্ব ওয়েবসাইট
III. সরবরাহকারী চ্যানেল
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III গ. I ও III ঘ. I, II ও III
৩৩. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা কোন ধরনের সহায়ক সেবা প্রদান করে থাকে?
ক. উদ্দীপনামূলক. খ. সমর্থনমূলক
গ. সংরক্ষণমূলক. ঘ. আর্থিক
৩৪. সাপটা চুক্তির সদস্য সংখ্যা কত?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
আলফা ব্যাংক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে। তাদের এ পদক্ষেপ দেশের ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। এছাড়াও ব্যাংকটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যৌতুক, সামাজিক কুপ্রথা ও মাদকাসক্তির বিরুদ্ধে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন।
৩৫. আলফা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম নিচের কোনটির অন্তর্গত?
ক. ব্যবসায় নৈতিকতা
খ. ব্যবসায় মূল্যবোধ
গ. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
ঘ. প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন
৩৬. টেলিভিশন চ্যানেলে জনকল্যাণমূলক বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে আলফা ব্যাংক যা করতে চাচ্ছে তা হলো
I. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন
II. মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা
III. দারিদ্র্য নিরসন করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৩৭. অনলাইএন পণঞ্ঝসামগণ্ঠী বিকত্থএয়র পণ্ঠকিত্থয়াএক কী বলা হয়?
ক. ট্রেড খ. ই-কমার্স
গ. হোমসার্ভিস ঘ. বাণিজ্য
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৮. দাতব্য চিকিৎসালয় স্থাপন দ্বারা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন বোঝায়?
ক. শ্রমিক-কর্মী খ. সরকার
গ. ক্রেতা ও ভোক্তা ঘ. সাধারণ জনগণ
৩৯. কোন ধরনের শেয়ার ক্রয়ের জন্য অর্থ প্রদান করতে হয় না?
ক. রাইট খ. বোনাস
গ. অগ্রাধিকার ঘ. সাধারণ
৪০. বাংলাএদএশ কত সাএলর পরিএবশ সংরপ্টণ আইন প্রচলিত?
ক. ১৯৯৫ খ. ১৯৯৬
গ. ১৯৯৭ ঘ. ১৯৯৮
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।