ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | ঢাকা বোর্ড ২০১৭ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪২. ঢাকা বোর্ড-২০১৭
সময় ৩০ মিনিট পূর্ণমান ৩০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. পরিবহন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. ঝুঁকিগত খ. কালগত
গ. স্থানগত ঘ. স্বত্বগত
২. একমালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের কোন সাদৃশ্য দেখা যায়?
ক. অসীম দায়
খ. মুনাফা অর্জন ও বণ্টন
গ. সীমিত মূলধন
ঘ. মালিকানা ও ব্যবস্থাপনা
৩. ইঁংরহবংং শব্দটি কোন ভাষার?
ক. ইংরেজি খ. ইতালীয়
গ. ফ্রেঞ্চ ঘ. ফার্সী
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
রাজিব, লিটন ও মাসুদ সমপরিমাণ মূলধন দিয়ে একটি অংশীদারি ব্যবসায় গড়ে তোলে। পারিবারিক দেনার জন্য মাসুদ আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়টির অবসায়ন ঘটে। কিন্তু ব্যবসায়ের দায় পরিশোধে শুধু রাজিবের ব্যক্তিগত সম্পত্তি ক্রোক করা হয়।
৪. উদ্দীপকে বর্ণিত রাজিব কোন ধরনের অংশীদার?
ক. সাধারণ খ. সীমাবদ্ধ
গ. ঘুমন্ত ঘ. প্রতিবন্ধ
৫. উদ্দীপকে উলিখিত ব্যবসায়টি যেভাবে বিলোপসাধন ঘটবে তা হলো
ক. আদালতের নির্দেশে খ. বাধ্যতামূলক
গ. নোটিশের মাধ্যমে ঘ. সর্বসম্মতিক্রমে
৬. সমবায় সংগঠনের মুনাফার কত ভাগ সঞ্চিতি তহবিলে রাখতে হয়?
ক. ৫% খ. ১০%
গ. ১৫% ঘ. ২০%
৭. পণ্যকে সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
ক. পেটেন্ট খ. ট্রেডমার্ক
গ. কপিরাইট ঘ. নিবন্ধন
উদ্দীপকটি পড়ো এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকার হাজারিবাগ এলাকার চামড়ার ট্যানারি থেকে বর্জ্য নির্গমনের ফলে এলাকার পরিবেশ মারাÍকভাবে দূষিত হচ্ছে।
৮. উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন ধরনের পরিবেশের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে?
ক. প্রাকৃতিক. খ. সামাজিক
গ. প্রযুক্তিগত ঘ. সাংস্কৃতিক
৯. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয় কত সালে?
ক. ১৯৮৪ খ. ১৯৮৫
গ. ১৯৯৪ ঘ. ১৯৯৫
১০. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি?
ক. উপবিধি তৈরি খ. শেয়ার ক্রয়
গ. মূলধন সংগ্রহ ঘ. নিবন্ধনপত্র সংগ্রহ
১১. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
ক. অর্থ খ. শিল্প
গ. বাণিজ্য ঘ. আইন
১২. সরকার ও ব্যক্তি মালিকানায় পরিচালিত ব্যবসায়ের কত ভাগ শেয়ার সরকারের থাকে?
ক. ৪১ ভাগ. খ. ৫১ ভাগ
গ. ৬১ ভাগ. ঘ. ৭৫ ভাগ
১৩. ব্যবসায় উদ্যোগের প্রথম কাজ কোনটি?
ক. পণ্য বা ধারণা উদ্ভাবন
খ. নতুন বাজার সৃষ্টি করা
গ. কাঁচামালের উৎস চিহ্নিতকরণ
ঘ. তহবিলের উৎস নির্ধারণ
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
মি. অরূপের লেখা বইয়ের দুটি অধ্যায় তার অনুমতি ব্যতীত অন্য একটি গাইড বইতে হুবহু তুলে দেয়া হয়েছে। মি. অরূপ বললেন, তার এমন পদক্ষেপ গ্রহণ করা আছে যার সাহায্যে গাইড বইটির লেখককে তিনি শাস্তির ব্যবস্থাও করতে পারেন। তবে তিনি এক্ষেত্রে দেওয়ানি আদালতের সাহায্য নিবেন বলে জানালেন।
১৪. মি. অরূপের গৃহীত পদক্ষেপটি ্রঙ্কারা কী বোঝাতে চেয়েছেন?
ক. পেটেন্ট খ. নিবন্ধন
গ. ট্রেডমার্ক. ঘ. কপিরাইট
১৫. উদ্দীপকে বর্ণিত জনাব অরূপের দেওয়ানি আদালতের সাহায্য নেয়ার কারণ হলো
I. তার আইনি অধিকার
II. গাইড বই লেখকের শাস্তির বিধান করা
III. গাইড বইটি নিষিদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III
গ. I ও III ঘ. I, II ও III
১৬. কত সালের অর্ডিন্যান্স দ্বারা সমবায় সমিতি নিয়ন্ত্রিত হয়?
ক. ১৯৩২ খ. ১৯৮৪
গ. ১৯৮৫ ঘ. ২০০১
১৭. পাবলিক লি. কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন?
ক. কার্যারম্ভপত্র সংগ্রহের জন্য
খ. নিবন্ধনপত্র সংগ্রহের জন্য
গ. প্রসপেক্টাস সংগ্রহের জন্য
ঘ. শেয়ার বণ্টনের জন্য
উদ্দীপকটি পড়ো এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
রাজশাহীর জেলেরা নদীতে মাছ ধরে এবং স্থানীয় বাজারে বিক্রি করে থাকে। তারা একটি সমবায় সমিতি গঠনের মাধ্যমে মাছের ন্যায্যমূল্য পেতে চায়।
১৮. জৈএলরা কৈান ধরএনর সমবায় সমিতি গঠন করএত পাএর?
ক. পেশাজীবী খ. বিক্রেতা
গ. উৎপাদক. ঘ. শ্রমজীবী
১৯. ই-মার্কেটিং পদ্ধতিতে প্রত্যক ক্রেতা বা ভোক্তাকে কীভাবে সেবা প্রদান করা হয়?
ক. সমষ্টিগতভাবে খ. স্বতন্ত্রভাবে
গ. সীমিতভাবে ঘ. স্বাধীনভাবে
২০. লভ্যাংশের বিপরীতে কোম্পানি যে ধরনের শেয়ার ইস্যু করে তাকে কী ধরনের শেয়ার বলে?
ক. সাধারণ খ. অগ্রাধিকার
গ. রাইট ঘ. বোনাস
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
জুয়েল এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যে, প্রতিষ্ঠানটির নিজস্ব সেক্টরে কোনো প্রতিযোগিতা মোকাবিলা করতে হয় না। তারপরও প্রতিষ্ঠানটির তেমন কোনো অগ্রগতি না হওয়ায় তিনি মানসিকভাবে হতাশ।
২১. জুয়েল নিচের কোন প্রতিষ্ঠানে চাকরি করেন?
ক. বাংলাদেশ বিমান
খ. বাংলাদেশ শিপিং করপোরেশন
গ. বাংলাদেশ রেলওয়ে
ঘ. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
২২. জুয়েলের চাকরিরত প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য করণীয় হতে পারে
I. ব্যবস্থাপনার দক্ষতার উন্নয়ন করা
II. অপচয় হ্রাস করা
III. লাভজনক রুটগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
২৩. বরেন্দ্র এলাকায় অত্যধিক বিদ্যুৎ চালিত গভীর নলক‚প ব্যবহারের ফলে পরিবেশের যে দূষণের আশঙ্কা আছে তা হলো
I. বায়ু II. পানি
III. মাটি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III
গ. II ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব বকুল এক্স গ্র“পের পাঁচটি শেয়ার কিনেছেন। উক্ত প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজনে ডিবেঞ্চার বিক্রয় করলে জনাব বকুলের বন্ধু মি. সায়েম তা দশ লক্ষ টাকায় ক্রয় করেন। পরিচালক নিয়োগে বার্ষিক সাধারণ সভায় দুজনেই ভোট দিতে গেলেও মি. সায়েম ভোট দিতে পারলেন না।
২৪. উদ্দীপকে বর্ণিত মি. সায়েমের ভোট দানে ব্যর্থ হওয়ার কারণ কী?
ক. কম মূল্যের ডিবেঞ্চার ক্রয়
খ. ডিবেঞ্চারহোল্ডার অংশীদার নন
গ. তিনি নিজে প্রার্থী ছিলেন
ঘ. পূর্বের ব্যবস্থাপনা পরিচালকের আÍীয় বলে
২৫. উদ্দীপকে উলিখিত মি. সায়েম পরবর্তীতে ভোট দিতে চাইলে তার করণীয় কী?
ক. এক্স গ্র“পের শেয়ার কিনতে হবে
খ. মি. বকুলকে বাদ দিতে হবে
গ. আরও বেশি দামের ডিবেঞ্চার কিনতে হবে
ঘ. কর্মচারী হিসেবে যোগদান করতে হবে
২৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল লক্ষ্য কোনটি?
ক. মুনাফা অর্জন
খ. জনকল্যাণ
গ. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
ঘ. মূল্যের স্থিতিশীলতা রক্ষা
২৭. সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কোনটি?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-রিটেইলিং ঘ. ই-ব্যবসায়
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
রূপগঞ্জের জসিম মিয়ার মাংসের দোকানে মিটারে পরিমাপ করে ক্রেতাদের পছন্দ মোতাবেক মাংস সরবরাহ করা হয়। তিনি কখনওই ঠকানোর চিন্তা করেন না। ফলে তার দোকানের মাংস সহজেই বিক্রি হয়ে যায়।
২৮. জসিম মিয়া তার ব্যবসায়ে কোন বিষয়টির ওপর অধিক গুরুত্ব দিয়েছেন?
ক. মুনাফা অর্জন
খ. সামাজিক দায়িত্ব পালন
গ. ব্যবসায়িক মূল্যবোধ
ঘ. ব্যবসায়ের নৈতিকতা
২৯. বিসিকের প্রধান কাজ কোনটি?
ক. বিনিয়োগ পরামর্শদান
খ. ঋণদান
গ. পরিবহন সুবিধা প্রদান
ঘ. কর অবকাশে সহায়তা দান
৩০. কোম্পানির জš§ সনদকে কী বলে?
ক. পরিমেলবন্ধ খ. পরিমেল নিয়মাবলি
গ. বিবরণপত্র ঘ. নিবন্ধনপত্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।