ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | রাজশাহী বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের রাজশাহী বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের রাজশাহী কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪৫. রাজশাহী বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. স্বত্বগত খ. প্রচারগত
গ. সময়গত ঘ. রূপগত
২. পণ্যসামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে কী বলে?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. ব্যবসায়
৩. পানি ও মাটি কোন ধরনের পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক. খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক. ঘ. সামাজিক
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
আবিদ বি.কম পাস করে চাকরি না পেয়ে পৈত্রিক মজা পুকুরে মাছ চাষ করে। ছোট পোনা পুকুরে ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রয় করে।
৪. আবিদের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. ব্যবসায় ঘ. আÍকর্মসংস্থান
৫. আবিদের মাছ চাষে জড়িত হওয়ার কারণ
I. পৈত্রিক প্রাপ্ত পুকুর II. মাছ চাষে আগ্রহ
III. আÍকর্মসংস্থানের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৬. শব্দদূষণের ফলে কোন সমস্যা সৃষ্টি হতে পারে?
ক. উচ্চ রক্তচাপ খ. ডায়াবেটিক
গ. চর্মরোগ. ঘ. হৃদরোগ
৭. বাংলাদেশে কত সালের অংশীদারি আইন প্রচলিত?
ক. ১৯১৩ খ. ১৯৩২
গ. ১৯৩৮ ঘ. ১৯৯৪
৮. পাবলিক লি. কোম্পানির মূল দলিল কোনটি?
ক. বিবরণপত্র খ. নিবন্ধনপত্র
গ. পরিমেলবন্ধ ঘ. পরিমেল নিয়মাবলি
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
সিলেটে নিজস্ব জমি থাকা সত্তে¡ও জনাব কামাল খাগড়াছড়িতে জমি লিজ নিয়ে কমলালেবু চাষ করেন। তার উৎপাদিত কমলালেবুর মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে তিনি বিদেশে রপ্তানি করতে চাচ্ছেন।
৯. ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় মি. কামাল খাগড়াছেিত কমলা চাষে উৎসাহী হন?
ক. সামাজিক. খ. প্রাকৃতিক
গ. অর্থনৈতিক. ঘ. রাজনৈতিক
১০. কামালের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন
I. রাজনৈতিক স্থিতিশীলতা
II. আন্তর্জাতিক সুসম্পর্ক
III. স্থানীয় ভোক্তার মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১১. কোন ব্যবসায়টি জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
ক. সমবায় খ. ব্যবসায় জোট
গ. অংশীদারি ঘ. রাষ্ট্রীয়
১২. পাবলিক লিমিটেড কোম্পানির সুবিধাগুলো হলো
I. চিরন্তন অস্তিত্ব II. সীমিত দায়
III. সহজ গঠন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১৩. সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কোনটি?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-রিটেইলিং ঘ. ই-ব্যাংকিং
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ সরকার কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা শর্তসাপেক্ষে বিনিয়োগে আগ্রহী। এমতাবস্থায় নির্মাণ সংশ্লিষ্ট কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান ও দেশীয় বিনিয়োগকারীদের সাথে নিয়ে সরকার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
১৪. সরকারের সিদ্ধান্তে কোন ধরনের ব্যবসায় গড়ে উঠবে?
ক. রাষ্ট্রীয় খ. পিপিপি
গ. আধা-সরকারি ঘ. ব্যবসায় জোট
১৫. এরূপ প্রতিষ্ঠান গড়ার ফলে বাংলাদেশ লাভবান হবে। কারণ
I. বিদেশের ওপর নির্ভরতা কমবে
II. দেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবে
III. সকল পক্ষের সামর্থ্য ও দক্ষতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১৬. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
ক. নিবন্ধন খ. বিশ্বাস
গ. চুক্তি ঘ. আইন
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
ঢ, ণ, ত সমঝোতার ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। কিছুদিন পর ণ ব্যবসায় থেকে অবসর নেয়। কিন্তু তার মূলধন লাভ হলে লাভ পাবে এ শর্তে থেকে যায়। ণ-এর অবসরের বিষয়টি না জেনে ছ, ঢ কে বাকিতে মাল সরবরাহ করে।
১৭. উদ্দীপকে ণ কোন ধরনের অংশীদার?
ক. নামমাত্র খ. ঘুমন্ত
গ. আপাতদৃষ্টিতে ঘ. প্রতিবন্ধ
১৮. ছ-এর পাওনার জন্য ণ দায়বদ্ধ হবে
I. এককভাবে II. দায়বদ্ধ হবে না
III. যৌথভাবে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
১৯. ডঞঙ-এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা খ. জেদ্দা
গ. নিউইয়র্ক. ঘ. প্যারিস
২০. কোন কোম্পানি সর্বপ্রথম ই-বিজনেসের প্রবর্তন করে?
ক. ওইগ. খ. অঢ়ঢ়ষব
গ. উবষষ ঘ. অসধুধহ.পড়স
উদ্দীপকটি পড়ো এবং ২১ নং প্রশ্নের উত্তর দাও।
সিলেটের জৈন্তাপুর গ্রামের কৃষকগণ ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তির আশায় একটি সমবায় সমিতি গঠন করে। বছর শেষে তাদের মুনাফা হয় ২,০০,০০০ টাকা।
২১. সদস্যরা কত টাকা সঞ্চিতি তহবিলে জমা করবে?
ক. ১০,০০০ টাকা খ. ১৫,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা ঘ. ৩০,০০০ টাকা
২২. একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহিভর্‚ত কোনটি?
ক. ঝুঁকির স্বল্পতা খ. ব্যক্তি সামর্থ্য
গ. দ্রুত সিদ্ধান্ত ঘ. কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ
২৩. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রের মধ্যে পড়ে
I. হাসপাতাল
II. কুটির শিল্প
III. মুদির দোকান
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
২৪. ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক. খ. রাজনৈতিক
গ. সামাজিক. ঘ. প্রাকৃতিক
২৫. পাবলিক লি. কৈাজ্ঞক্সানির সবট্টনিজ্ঞ² পরিচালক সংখঞ্ঝা কত?
ক. ৩ জন খ. ৫ জন
গ. ৭ জন ঘ. ১০ জন
২৬. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
ক. ২০০১ খ. ২০০৪ গ. ২০১০ ঘ. ২০১৫
২৭. মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
ক. বিবেক. খ. আচরণ
গ. জ্ঞান ঘ. যোগ্যতা
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
সাকিব ও তার ১০ জন বন্ধু মিলে কৃত্রিম সত্তাবিশিষ্ট একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মূলধন সংগ্রহের জন্য তারা ব্যবসায়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।
২৮. উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টির ধরন কী?
ক. অংশীদারি খ. সমবায়
গ. প্রাইভেট লি. ঘ. পাবলিক লি.
২৯. উদ্দীপকের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয় হলো
I. সদস্য সংখ্যা বৃদ্ধি
II. বিবরণপত্র প্রচার
III. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৩০. ব্যবসায়ের সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কী?
ক. বিক্রয় বৃদ্ধি
খ. প্রতিযোগিতা বৃদ্ধি
গ. ক্রেতা সচেতনতা বৃদ্ধি
ঘ. ব্যবসায় সচেতনতা বৃদ্ধি
৩১. কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহিভর্‚ত?
ক. পলী বিদ্যুৎ খ. ওয়াসা
গ. ডাক বিভাগ. ঘ. বিটিটিবি
৩২. কৈাজ্ঞক্সানি সংগঠএনর নƒঞ্ঝনতম কত ভাগ শৈয়াএরর মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা বিবেচিত হন?
ক. ৪০% খ. ৫১% গ. ৫০% ঘ. ৬১%
উদ্দীপকটি পড়ো এবং ৩৩ নং প্রশ্নের উত্তর দাও।
৩৩. উদ্দীপকের চিত্রটি কী নির্দেশ করে?
ক. আইএসও খ. পেটেন্ট
গ. ট্রেডমার্ক ঘ. কপিরাইট
৩৪. কোনটি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য?
ক. জনকল্যাণ খ. পণ্যদ্রব্য উৎপাদন
গ. মুনাফা অর্জন ঘ. জাতীয় উন্নয়ন
উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
পদ্মা নদীর পাড়ের জেলেরা ব্যক্তিগতভাবে নদীতে মাছ ধরে এবং স্থানীয় বাজারে বিক্রি করে। তারা সমবায় সমিতি গঠনের মাধ্যমে মাছের ন্যায্যমূল্য পেতে চায়।
৩৫. উদ্দীপকের জেলেরা কোন ধরনের সমিতি গঠন করতে চায়?
ক. উৎপাদক. খ. বিক্রেতা
গ. বহুমুখী ঘ. শ্রমজীবী
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৬. উদ্দীপকে বর্ণিত জেলেরা তাদের সমিতি থেকে যা করতে পারে তা হলো
I. বৈষম্য দূর
II. জীবনযাত্রার মান উন্নয়ন
III. সঞ্চয় সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. I ও III গ. II ও III ঘ. I, II ও III
৩৭. কোন ব্যবসায়ের আয়কর মালিককে বহন করতে হয়?
ক. অংশীদারি খ. যৌথ মূলধনী
গ. সমবায় ঘ. একমালিকানা
৩৮. ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিচের কোনটি?
ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. সঞ্চয়ে উৎসাহ দান
গ. জীবনযাত্রার মানোন্নয়ন
ঘ. শ্রম বিভাগের সুফল
৩৯. ক্ষুদ্রঋণ কর্মসূচির বিষয়ে বাংলাদেশে সফল এনজিও কোনটি?
ক. আশা খ. ব্র্যাক
গ. টিএমএসএস ঘ. প্রশিকা
৪০. রনদা প্রসাদ সাহার পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক. ঢাকা খ. টাঙ্গাইল
গ. কিশোরগঞ্জ ঘ. নারায়ণগঞ্জ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।