বিষয়: বাংলা – প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | PDF : প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির এর জন্য যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর:
[দ্রষ্টব্য: উত্তরদাতা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বব কাটা যাবে]
১. কোন বানানটি শুদ্ধ?
ক. সমিচিন খ. সমীচীন গ. সমীচিন ঘ. সমিচীন
২. ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত খ. অর্থতত্ত গ. বাক্যতত্ত ঘ. রূপতত্ত
৩. ‘দুষ্কৃতি’ এর বিপরীতার্থক শব্দ কি?
ক. সৎ খ. ধার্মিক গ. সদয় ঘ. সুকৃতি
৪. নিচের কোনটি জহির রায়হানের রচনা?
ক. সংশপ্তক খ. বিধ্বস্ত নীলিমা গ. . খোয়াবনামা ঘ. আরেক ফাল্গুন
৫. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কোন কবির বাণী?
ক. চন্ডীদাস খ. কাজী নজরুল ইসলাম গ. জীবনানন্দ দাস ঘ. মাইকেল মধুসুদন দত্ত
৬. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এই প্রার্থনাটি করেছে-
ক. ভাঁড় দত্ত খ. চাঁদ সওদাগর গ. ঈশ্বরী পাটনী ঘ. নলকুবের
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি?
ক. বনফুল খ. বলাকা গ. মানসী ঘ. সোনার তরী
৮. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য কোনটি?
ক. পলাশী ব্যারাক ও অন্যান্য খ. স্বাধীনতা আমার স্বাধীনতা
গ. পায়ের আওয়াজ পাওয়া যায় ঘ. জন্ডিস ও বিবিধ বেলুন
৯. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. আগুন খ. আরমারিও গ. পিচাশ ঘ. ইচ্ছে
১০. স্বভাবতই মূর্ধন্য ষ হয়- এমন উদাহরণ কোনটি?
ক. কৃষক খ. বর্ষা গ. ঔষধ ঘ. কাষ্ট
১১. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্য লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. কমা
১২. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’-এটি কোন শ্রেণীর বাক্য?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য ঘ. ব্যাসবাক্য
১৩. ‘ঐহিক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. অনৈহিক খ. পারত্রিক গ. ঐচ্ছিক ঘ. নৈহিক
১৪. গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ :
ক. গৈ + য়ক খ. গৈ + অক গ. গা + অক ঘ. গ: + আক
১৫. ‘নিরাব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
ক. তীরে পৌঁছার ঝক্কি খ. সঞ্চয়ের প্রবৃত্তি গ. মুমূর্ষু অবস্থা ঘ. আসন্ন বিপদ
১৬. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাব বাচ্য ঘ. ক্রিয়া বাচ্য
১৭. মুসলমান কবিদের মধ্যে সবেচেয়ে প্রাচীন কে?
ক. শাহ মুহম্মদ সগীর খ. দৌলত উজির বাহরাম খাঁ
গ. কোরেশী মাগন ঠাকুর ঘ. মুহম্মদ উজির আলী
১৮. জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. বিমুখ প্রান্তর খ. মহাপৃথিবী গ. কালের কলস ঘ. বৈরি বৃষ্টিতে
১৯. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নীরদ খ. উদধি গ. মার্তন্ড ঘ. অবনী
২০. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ?
ক. ক্রিয়া বিশেষণ খ. বিশেষণ গ. বিশেষ্যের বিশেষণ ঘ. ক্রিয়া
উত্তর মালা:
০১ খ ০২ ঘ ০৩ ঘ ০৪ ঘ ০৫ ক ০৬ গ ০৭ ক ০৮ গ ০৯ গ ১০ গ
১১ খ ১২ ক ১৩ খ ১৪ খ ১৫ খ ১৬ গ ১৭ ক ১৮ খ ১৯ খ ২০ গ
২১. ‘হর্ষ’ শব্দটির অর্থ কী?
ক. হলুদ খ. আনন্দ গ. চালাক ঘ. বোকা
২২. ‘হাত-ভারি’বাগধারাটির অর্থ কী?
ক. দাতা খ. দরিদ্র গ. বেহিসাবি ঘ. কৃপণ
২৩. কোন বানানটি শুদ্ধ?
ক. মুমূর্ষু খ. মূমুর্ষু গ. মূমুর্ষ ঘ. মুমূর্ষ
২৪. বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘কান কাটা’।
ক. ধার্মিক খ. বেহায়া গ. ভন্ড সাধু ঘ. পক্ষপাতদুষ্ট
২৫. ‘হিমাংশু’ শব্দটির অর্থ কী?
ক. নির্মল বাতাস খ. সূর্য গ. চাঁদ ঘ. আকাশ
২৬. ‘পদ্মগোখরা’ গল্পটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. মীর মশাররফ হোসেন ঘ. ইসমাইল হোসেন সিরাজী
২৭. এক কথায় প্রকাশ করুন: ‘যা বলা হয়নি’-
ক. অনুক্ত খ. অব্যক্ত গ. অকথ্য ঘ. অউক্ত
২৮. ‘কুন্তল’ শব্দটির অর্থ কী?
ক. . কপাল খ. হাত গ. ঘর ঘ. চুল
২৯. ‘অর্বাচীন’ শব্দটির অর্থ কী?
ক. মূর্খ খ. অতিথি গ. অনিয়মিত ঘ. কবি
৩০. এক কথায় প্রকাশ করুন ঃ ‘যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’।
ক. দুর্গম খ. দুস্তর গ. দুর্জয় ঘ. দুর্লভ
৩১. ধর্মের ষাঁড়’-বাগধারাটির অর্থ কী?
ক. সুসময়ের বন্ধু খ. স্বার্থপর গ. বেহায়া ঘ. অকর্মন্য
৩২. কোনটি বহুব্রীহি সমাস?
ক. দশানন খ. সুপুরুষ গ. সাদাকালো ঘ. চৌরাস্তা
৩৩. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
ক. ক + ষ = ক্ষ খ. ট + ট = ট্র গ. হ + ক্ষ – ² ঘ. ষ + ঞ = ষ্ণ
৩৪. ‘একুশে ফেব্রæয়ারি’ সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
ক. হাসান আজিজুল হক খ. আহসান হাবীব গ. আবুল হোসেন ঘ. মোহাম্মদ সুলতান
৩৫. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’- গ্রন্থটির লেখক কে?
ক. সুফিয়া কামাল খ. নির্মলেন্দু গুণ গ. সৈয়দ শামসুল হক ঘ. শামসুর রাহমান
৩৬. ‘সঞ্চিতা’ কাব্য সংকলনটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. জীবনানন্দ দাশ ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
৩৭. সাধুরীতির শব্দ কোনটি?
ক. গ্রহ খ. গিন্নী গ. কলেজ ঘ. কেতাব
৩৮. বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায় খ. কৃষ্ণচন্দ্র মজুমদার গ. রজনীকান্ড সেন ঘ. গোবিন্দ চন্দ্র দাস
৩৯. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা খ. আকবর-ই-তুযুক গ. আইন-ই-আকবরী ঘ. তুযুক-ই-আকবরী
৪০. ‘সড়হরঃড়ৎরহম’ শব্দটির বাংলা পরিভাষা হচ্ছেÑ
ক. পর্যালোচনা খ. পরিবীক্ষণ গ. পরিদর্শন ঘ. পর্যবেক্ষণ
৪১. ‘স্বাগত’ শব্দটির শুদ্ধ সন্ধি-গঠন কোনটি?
ক. স্বা+আগত খ. সু+আগত গ. স্ব+আগত ঘ. সা+আগত
৪২. ‘লাজ’ কোন ধরনের শব্দ?
ক. বিশেষ্যের বিশেষণ খ. বিশেষ্য গ. বিশেষণ ঘ. ক্রিয়া বিশেষণ
৪৩. নৌকায় নদী পার হলাম’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী খ. স¤প্রদানে ৪র্থী গ. আপাদানে ৫মী ঘ. অধিকরণে ৭মী
৪৪. ‘ব্যায়ামে শরীর ভালো হয়’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে ৭মী খ. করণ কারকে ৭মী গ. অপাদান কারকে ৭মী ঘ. অধিকরণ কারকে ৭মী
৪৫. শুদ্ধ বাক্য কোনটি?
ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন। খ. বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
গ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন। ঘ. বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।
৪৬. ‘তামার বিষ’ বাগধারার অর্থ কোনটি?
ক. গভীর আঘাত খ. ধাতব পদার্থের আঘাত গ. অর্থের কুপ্রভাব ঘ. পুরানো ক্ষত
৪৭. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
ক. শৈবধর্ম খ. বৌদ্ধ সহজযান গ. নাথধর্ম ঘ. কোনোটি নয়
৪৮. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. নির্ভয় খ. বিস্ময় গ. প্রত্যয় ঘ. দ্বিধা
৪৯. ‘একাদশে বৃহস্পতি’ বলতে কী বুঝায়?
ক. আশার কথা খ. সৌভাগ্যের বিষয় গ. মজা পাওয়া ঘ. আনন্দের বিষয়
৫০. কোনটি ব্যতিহার বহুব্রীহী সমাসের উদাহরণ?
ক. সিংহাসন খ. ভাইবোন গ. কানাকানি ঘ. গাছপাকা
উত্তর মালা:
২১ খ ২২ ঘ ২৩ ক ২৪ খ ২৫ গ ২৬ ক ২৭ ক ২৮ ঘ ২৯ ক ৩০ খ
৩১ খ ৩২ ক ৩৩ ক ৩৪ ক ৩৫ ঘ ৩৬ খ ৩৭ ঘ ৩৮ ক ৩৯ গ ৪০ খ
৪১ খ ৪২ খ ৪৩ ক ৪৪ খ ৪৫ গ ৪৬ গ ৪৭ গ ৪৮ গ ৪৯ খ ৫০ গ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।