বাংলা ১ম:অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF) : বাংলা ১ম: এর > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: এসএসসি- SSC এর যেকোন বিভাগের এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর,অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর, MCQ,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। এসএসসি- SSC এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাংলা ১ম:অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF)
- HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- (১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
১। যতীন্দ্রমোহন বাগচীর জন্ম কত খ্রিষ্টাব্দে?
(ক) ১৮৩৮ খ্রি. (খ) ১৮৬১ খ্রি.
(গ) ১৮৬৮ খ্রি. (ঘ) ১৮৭৮ খ্রি.
২। যতীন্দ্রমোহন বাগচীর জন্ম কোন গ্রামে?
(ক) জামশেরপুর (খ) কাঁঠালপাড়া
(গ) তাম্বুলখানা (ঘ) চুরুলিয়া
৩। যতীন্দ্রমোহন বাগচীর কবি-মানসের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
(ক) পল্লিপ্রীতি (খ) ঐতিহ্যপ্রীতি
(গ) সৌন্দার্যপ্রীতি (ঘ) পরকালভীতি
৪। যতীন্দ্রমোহন বাগচীর কবিতার বৈশিষ্ট্য কোনটি?
(ক) বাস্তববাদিতা (খ) চিত্ররূপময়তা
(গ) ঐতিহ্য নির্ভরতা (ঘ) পুরাণ নির্ভরতা
৫। গ্রাম্যজীবন উপস্থাপনের ক্ষেত্রে যতীন্দ্র-মোহনের ভাষারীতি কেমন?
(ক) হাস্যমধুর (খ) ঋজু
(গ) সহজ-সরল (ঘ) বলিষ্ঠ
৬। কোনটি যতীন্দ্রমোহন বাগচীর গ্রন্থ?
(ক) লেখা (খ) তন্বী
(গ) বসন্ত বিনিয়োগ (ঘ) ঝরাপালক
৭। যতীন্দ্রমোহন রচিত কাব্য কোনটি?
(ক) অপরাজিতা (খ) দৃষ্টিপ্রদীপ
(গ) মহাপৃথিবী (ঘ) ছাড়পত্র
৮। ‘নাগকেশর’ কোন ধরনের রচনা?
(ক) উপন্যাস (খ) ছোটগল্প
(গ) কাব্য (ঘ) নাটক
৯। যতীন্দ্রমোহন বাগচী মৃত্যুবরণ করেন কবে?
(ক) ১ ফেব্রæয়ারি, ১৯৩৮ (খ) ১ মার্চ, ১৯৪১
(গ) ১ ফেব্রæয়ারি, ১৯৪৮ (ঘ) ১ মার্চ, ১৯৬১
১০। কাব্যবস্তু নিসর্গ-সৌন্দর্যে চিত্ররূপময়-
র. জীবনানন্দ দাশের রর.যতীন্দ্রমোহন বাগচীর
ররর.বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১১। যতীন্দ্রমোহন গ্রাম্য জীবনকে কাব্যে উপস্থাপন করেছেন-
র. সহৃদয়তার সঙ্গে রর.প্রতীকী ব্যঞ্জনায়
ররর.তাৎপর্যমন্ডিত করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১২। ‘পায়ের তলায় নরম ঠেকল কী!’-এ চরণটির বক্তা কে?
(ক) অন্ধবধূ (খ) কবি
(গ) ঠাকুরঝি (ঘ) দাদা
১৩। ‘পায়ের তলায় নরম ঠেকল কী!’-এখানে ‘ঠেকল’ কথাটির মানে কী?
(ক) ধাক্কা লাগল (খ) অনুভ‚ত হলো
(গ) লেগে রইল (ঘ) বাধা দিল
১৪। পায়ের তলায় নরম ঠেকেছিল কোনটি?
(ক) শিউলি (খ) ঝরা বকুল
(গ) কাদামাটি (ঘ) শ্যাওলা
১৫। ‘আকাশ-পাতাল কতই মনে হয়।’-এখানে ‘আকাশ-পাতাল’ মানে কী?
(ক) প্রচুর ব্যবধান (খ) উঁচু-নিচু
(গ) ছোট বড়
(ঘ) নানান ভাবনা-অনুভাবনা
১৬। ‘রাত্তিরে কাল-মধুমদির বাসে’ এখানে ‘বাসে’ কথাটির অর্থ কী?
(ক) বাসস্থান (খ) বসনে
(গ) সুগন্ধে (ঘ) যানবাহনে
১৭। ‘জ্যৈষ্ঠ আসতে ক-দিন দেরি ভাই’-এখানে ‘ভাই’ কে?
(ক) দাদা (খ) ঠাকুরপো
(গ) ঠাকুরঝি (ঘ) ছোট ভাই
১৮। ‘কোকিলের ডাক’ বধূটির কাছে কিসের ইঙ্গিত বাহক?
(ক) বসন্তকালের (খ) গ্রীষ্মকালের
(গ) আম পাকার (ঘ) ভালোবাসার
১৯। ‘অন্ধবধূ’ কবিতায় ‘দ্ব›দ্ব’ শব্দটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) লড়াই (খ) অভিশাপ
(গ) বিরক্তি (ঘ) সংশয়
২০। ‘অন্ধ গেলে কী আর হবে বোন’- এখানে ‘গেলে’ শব্দটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
(ক) পৌঁছানো (খ) প্রস্থান
(গ) মৃত্যু (ঘ) মুক্তি
২১। অন্ধবধূর স্বামীর আবার কোন মাসে বিয়ে হওয়ার কথা বলা হয়েছে?
(ক) চৈত্র (খ) বৈশাখ
(গ) জ্যৈষ্ঠ (ঘ) আষাঢ়
২২। ‘অন্ধবধূ’ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে?
(ক) কাক (খ) চোখ গেল
(গ) কোকিল (ঘ) শালিক
২৩। ‘জন্ম লাগি গিয়েছে যার চোখ’- কার চোখের কথা বলা হয়েছে?
(ক) চোখ গেল পাখির (খ) কোকিলের
(গ) ঠাকুরঝির (ঘ) অন্ধবধূর
২৪। ‘কাঁদা সুখ সে বারণ তাহার’-এখানে ‘তাহার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) অন্ধবধূর (খ) অন্ধবধূর স্বামীর
(গ) চোখ গেল পাখির (ঘ) কোকিলের
২৫। কোনটি মায়ের ¯েœহের মতো?
(ক) ঠাকুরঝির পরশ (খ) শীতল জলের পরশ
(গ) প্রানের কথা (ঘ) দরদ ভরা দুঃখ কথা
২৬। কোকিলের ডাক শুনে অন্ধবধূ কোনটি অনুমান করতে পারে?
(ক) নতুন ঋতুর আগমন (খ) ঋতুর বিদায়
(গ) শীতের আবর্তন (ঘ) গ্রীষ্মের আগমন
- (১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- (PDF ১ম পত্র) অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর
- অধ্যায়-২ ব্যবসায় পরিবেশ সৃজনশীল প্রশ্নোত্তর (PDF ১ম পত্র)
২৭। ‘অন্ধবধূ’ কবিতার চেতনা থেকে মনে হয়, অন্ধবধূ-
র. নৈরাশ্যবাদী মানুষ নয় রর.আশাহীন মানুষ
ররর.জীবনের প্রতি মমত্ববোধসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৮। ‘অন্ধবধূ’ কবিতায় যে পাখির কথা উল্লেখ করা হয়েছে-
র. কোকিল রর.হুতুম
ররর.চোখ গেল
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
নাসরীনের স্বামী চাকরির সুবাদে প্রবাসজীবন যাপন করছেন। দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই, তাঁর সঙ্গের যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসেন-যান। কেবল তার স্বামীই যেন সবার থেকে আলাদা। নাসরীন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষায় প্রহর গোনে।
২৯। উদ্দীপকের বক্তব্যে ‘অন্ধবধূ’ কবিতার বধূর কোন দিকটি ফুটে উঠেছে?
i. বিরহ কাতরতা ii.ব্যাকুলতা
iii.অভিমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। নাসরীনের স্বামীর সাথে ‘অন্ধবধূ’ কবিতার যে চরিত্রের পরিচয় আছে সেটি হলো-
(ক) ঠাকুরঝি (খ) অন্ধবধূ
(গ) ঠাকুরঝি’র ভাই (ঘ) পাড়ার মানুষ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১-৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসী সকল প্রতিক‚লতা অতিক্রম করে এখন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছে। অথচ এক সময় তার মনে হত- দৃষ্টিহীনতা তার জীবনে শুধু গøানি, বঞ্চনা আর করুণাই বয়ে আনবে।
৩১। উদ্দীপকটি কোন রচনার সঙ্গে সম্পর্কিত?
(ক) নিমগাছ
(খ) উপক্ষিত শক্তির উদ্বোধন
(গ) লাইব্রেরি (ঘ) অন্ধবধূ
৩২। ‘অন্ধবধূ’ কবিতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্য কোন দিক থেকে?
(ক) বিষয়গত (খ) আকৃতিগত
(গ) আঙ্গিকগত (ঘ) মাত্রাগত
৩৩। উদ্দীপকটি ‘অন্ধবধূ’ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ কী?
(ক) প্রতিক‚লতা (খ) প্রতিবন্ধিতা
(গ) সামাজিক দৃষ্টি (ঘ) ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি
৩৪। ‘ঠাকুরঝি’ শব্দের অর্থ কী?
(ক) স্বামীর বোন (খ) স্বামীর দাদী
(গ) স্বামীর মাসি (ঘ) স্বামীর পিসি
৩৫। ‘মধুমদির বাসে’ বলতে বোঝায়-
(ক) ফুলের গন্ধে মোহময় (খ) আতরের গন্ধে মোহময়
(গ) মধুর গন্ধে মোহময় (ঘ) মৃত্তিকার গন্ধে মোহময়
৩৬। ‘মধুমদির’ কথাটি কোন অর্থের ব্যঞ্জনা দেয়?
(ক) নান্দনিক (খ) সু¯িœগ্ধ
(গ) মোহময় (ঘ) সুতীব্র
৩৭। নানান ভাবনা-অনুভাবনা অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি?
(ক) দা-কুমড়া (খ) সাপে-নেউলে
(গ) আদায়-কাঁচকলায় (ঘ) আকাশ-পাতাল
৩৮। সমাজ কাদেরকে অবজ্ঞা করে?
(ক) দৃষ্টিহীনদের (খ) অসহায়দের
(গ) ক্ষমতাবানদের (ঘ) আশাবাদীদের
৩৯। দৃষ্টিহীনরা নিজেদেরকে কী ভাবে?
(ক) অভিমানী (খ) অসহায়
(গ) আত্মতৃপ্ত (ঘ) গুরুত্বপূর্ণ
৪০। দৃষ্টিহীনরা কোনটি দিয়ে প্রতিবন্ধকতা দূর করতে পারে?
(ক) সাদা ছড়ি দিয়ে (খ) সকলের সহযোগিতায়
(গ) সরকারি পৃষ্ঠপোষকতায় (ঘ) ইন্দ্রিয়সচেতনতা দিয়ে
অধ্যায় ভিত্তিক | |||||||||
এস এস সি মডেল টেস্ট-২০১৭ | |||||||||
শ্রেণি: | বিষয়ঃ বাংলা প্রথম পত্র (পদ্য) | অধ্যায়ঃ পঞ্চম | |||||||
উত্তর পত্র | |||||||||
১-ঘ | ২-ক | ৩-ক | ৪-খ | ৫-গ | ৬-ক | ৭-ক | ৮-গ | ৯-গ | ১০-ঘ |
১১-খ | ১২-ক | ১৩-খ | ১৪-খ | ১৫-ঘ | ১৬-গ | ১৭-গ | ১৮-ক | ১৯-খ | ২০-গ |
২১-ঘ | ২২-খ | ২৩-ঘ | ২৪-ক | ২৫-খ | ২৬-ক | ২৭-খ | ২৮-খ | ২৯-ক | ৩০-গ |
৩১-ঘ | ৩২-ক | ৩৩-খ | ৩৪-ক | ৩৫-গ | ৩৬-গ | ৩৭-ঘ | ৩৮-ক | ৩৯-খ | ৪০-ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।