মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের সাজেশন সমূহ নিচে দেওয়া হলোঃ
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: বাংলা
বিষয়: বাংলা ছোটগল্প
বিষয় কোড: ৩১১০০৫
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘পোস্টমাস্টার’ গল্পে রতনের বয়স কত?
উত্তর : ‘পোস্টমাস্টার’ গল্পে রতনের বয়স বারো-তেরো বছর।
২. ‘একরাত্রি’ গল্পে রামলোচন বাবু পেশায় কি ছিলেন?
উত্তর : ‘একরাত্রি’ গল্পে রামলোচন বাবু পেশায় উকিল ছিলেন।
৩. ‘নিশিথে’ গল্পে হারান ডাক্তারের মেয়ের নাম কি?
উত্তর : ‘নিশিথে’ গল্পে হারান ডাক্তারের মেয়ের নাম মনোরমা।
৪. ভিখুর ডাকাতদলের সদস্য সংখ্যা কত?
উত্তর : ভিখুর ডাকাতদলের সদস্য সংখ্যা এগারোজন।
৫. ‘চোর’ গল্পে মধু ঘোষের স্ত্রীর নাম কি?
উত্তর : ‘চোর’ গল্পে মধু ঘোষের স্ত্রীর নাম কাদু।
৬. ‘আততায়ী’ গল্পে কার বিয়েতে পিসিকে নিমন্ত্রণ করা হয়েছিল?
উত্তর : ‘আততায়ী’ গল্পে কৃত্তিবাসের বিয়েতে পিসিকে নিমন্ত্রণ করা হয়েছিল।
৭. ‘বীতংস’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘বীতংস’ শব্দের অর্থ- পশু বা পাখি ধরার জাল বা ফাদঁ।
৮. ‘টোপ’ গল্পে বাঘের চামড়ার জুতা জোড়ার প্রেরক কে?
উত্তর : ‘টোপ’ গল্পে বাঘের চামড়ার জুতা জোড়ার প্রেরক- রাজা বাহাদুর এন. আর. চৌধুরি, রামগঙ্গা স্টেটস।
৯. কুলবীর কে?
উত্তর : শিউকুমারীর বাবার নাম কুলবীর।
১০. ‘শকুন’ গল্পে সর্দার ছেলেটির নাম কি?
উত্তর : ‘শকুন’ গল্পে সর্দার ছেলেটির নাম রফিক।
আরও পড়ুনঃ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা pdf বই ও প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা বই ও সাজেশন
১১. ‘জননী’ গল্পে জননী কে?
উত্তর : ‘জননী’ গল্পে জননী আয়েশা।
১২. তৃষ্ণা’ গল্পের লেখকের নাম কি?
উত্তর : তৃষ্ণা’ গল্পের লেখকের নাম হাসান আজিজুল হক।
১৩. ‘একরাত্রি’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটির নাম কি?
উত্তর : ‘একরাত্রি’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটির নাম সুরবালা।
১৪. ‘অপরিচিতা’ গল্পে হরিশ কোথায় কাজ করে?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে হরিশ কানপুরে কাজ করে।
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
১৫. ‘পোস্টমাস্টার’ গল্পে পোস্ট অফিসটি কোন গ্রামে অবস্থিত?
উত্তর : ‘পোস্টমাস্টার’ গল্পে পোস্ট অফিসটি উলাপুর গ্রামে অবস্থিত ।
১৬. মধু কাকে ভয় পায়?
উত্তর : পান্না বাবু কে ভয় পায়।
১৭. চোখের জলে নীলা কীসের স্বাদ খুজে পায়?
উত্তর : চোখের জলে নীলা সমুদ্রের জলের স্বাদ খুজে পায় ।
১৮. ‘আজকাল পরশু’ গল্পে মুক্তার স্বামীর নাম কি?
উত্তর : ‘আজকাল পরশু’ গল্পে মুক্তার স্বামীর নাম- রামগদর।
১৯. গোপাল সজনে গাছের কি খেয়েছে ?
উত্তর : গোপাল সজনে গাছের ডাটার চরচরি এবং আঠা খেয়েছে।
You Like Also: Heart of Darkness Honours 4th year
You Like Also: A Passage to India Honours 4th Year
২০. ‘দুঃশাসনের রক্তপান’ যাত্রাপালার নর্তকীরা কোথা থেকে এসেছে?
উত্তর : ‘দুঃশাসনের রক্তপান’ যাত্রাপালার নর্তকীরা হস্তিনাপুর থেকে এসেছে।
২১. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পেটি কত সালে রচিত হয়েছে?
উত্তর : ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পেটি ১৯৬৬ সালে রচিত হয়েছে
২২. ‘আবর্তের সম্মুখে’ গল্পে অবসরপ্রাপ্ত জজের বাড়ির বয়স কত?
উত্তর : ‘আবর্তের সম্মুখে’ গল্পে অবসরপ্রাপ্ত জজের বাড়ির বয়স চল্লিশ বছর ।
২৩. ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল বিবাহিত জীবনে স্বামিকে কয়টি পত্র লিখেছেন?
উত্তর : ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল বিবাহিত জীবনে স্বামিকে একটি পত্র লিখেছেন
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
২৪. ‘দাক্ষিণাত্যের কবি কোন ছন্দে রাজার স্তব গান করতেন?
উত্তর : ‘দাক্ষিণাত্যের কবি শার্দুল বিক্রীড়িত ছন্দে রাজার স্তব গান করতেন
২৫. ‘তফাত যাও, তফাত যাও।’ বলে কে চিৎকার করতো?
উত্তর : ‘তফাত যাও, তফাত যাও।’ বলে পাগলা মেহেরআলি চিৎকার করতো।
২৬. ‘জগতে চোর নয় কে?’- উক্তিটি কার?
উত্তর : ‘জগতে চোর নয় কে’- উক্তিটি মধু ঘোষের।
২৭. রমপদের স্ত্রী নাম কি?
উত্তর : রমপদের স্ত্রী নাম ‘মুক্তা’
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগ বাংলা উপন্যাস
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগ বাংলা কবিতা
২৮. ‘জান্তব’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘জান্তব’ শব্দের অর্থ জন্তজাত বা জন্তসুলভ।
২৯. ‘ভাঙা চশমা’ গল্পের কথক কোন পেশা দিয়ে কর্মজীবন শুরু করেছিলো?
উত্তর : ‘ভাঙা চশমা’ গল্পের কথক স্কুল-মাস্টার পেশা দিয়ে কর্মজীবন শুরু করেছিলো ।
৩০. হাসান আজিজুল হক কতো তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারী তারিখে জন্মগ্রহণ করেন।
৩১. গুণীনের নাম কি?
উত্তর : গুণীনের নাম রজব আলী।
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. রাজা বাহাদুরের পরিচয় দেও।
২. ‘উটপাখি’ গল্পের বিষয়-ভাবনা সংক্ষেপে লেখ।
৩. চন্দরার পরিচয় দাও।
৪. নীলার সমুদ্র দেখা হয় না কেন?
৫. পোস্টমাস্টার রতনকে সঙ্গে নিতে পারল না কেন?
৬. বীনা কেন কবিরের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে?
৭. মানসুকিয়া গ্রামের বিচার ব্যবস্থার বর্ণনা দাও।
৮. শিউ কুমারীর স্বপ্নভঙ্গের কারণ কি?
৯. ‘টোপ’ গল্প অবলম্বনে রাজা বাহাদুরের হিংস্র স্বভাবের একটি চিত্র অঙ্কন কর।
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
১০. ‘তারাপদ হরিশিশুর মত বন্ধনভীরূ, আবার হরিণের মতো সংগীতমুখর’ আলোচনা কর।
১১. মানিক বন্দ্যোপাধ্যায়ের বিরচিত ‘আফিম’ গল্পের বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত কর।
১২. “ফুলের জন্য নয়, বুড়ো বলল, বিচির জন্য, বুঝেছ করবি ফুলের বিচি জন্য, চিৎকার বিষ হয় করবি ফুলের বিচিতে।” উক্তিটি
অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো।
১৩. “বনবাস ছেড়ে আবার সংসারের দিকে ফিরতে হল সুন্দরলালোকে।”- কারন ব্যাখ্যা কর।
১৪. “ক্ষুধিত পাষাণ” গল্পকে অতিপ্রাকৃত বলার যৌক্তিকতা সংক্ষেপে ব্যাখ্যা দাও।
১৫. ‘যাত্রা’ গল্পে অঙ্কিত যৌতুক পরিণামী চিত্রের বর্ণনা দাও।
১৬. “কাঁচা মাংস উৎকট গন্ধে বাতাস ভারী।”- কেন?
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগ বাংলা উপন্যাস
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগ বাংলা কবিতা
১৭. “আমি এই একরাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অন্তত আনন্দের আস্বাদ পাইয়াছি”- আলোচনা কর।
১৮. হাসান আজিজুল হকের ‘উটপাখি’ গল্পের উপজীব্য বিষয় আলোচনা কর।
১৯. “মধ্যবর্তীনি” গল্পের শৈলবালার কি পরিণতি হয়েছিল?
২০. “সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতেখড়ি” ব্যাখ্যা কর।
২১. ‘নক্রচরিত’ গল্প অবলম্বনে নিশি কর্মকারের পরিচয় দাও।
২২. “ফাসি” গল্প অবলম্বনে রমার মানস সংকটের স্বরূপ বিশ্লেষণ কর।
২৩. “মন তার শঙ্খিনী’ গল্পে হামিদা এক রহস্যময় চরিত্র”।” উক্তিটির যথার্থতা বিচার কর।
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. হাসান আজিজুল হকের ‘শকুন’ গল্প অবলম্বনে সমকালীন সমাজ জীবনের পরিচয় লিপিবদ্ধ কর।
২. “গল্পগুচ্ছ মানবজীবন বিশ^প্রকৃতির পটভূমিকায় প্রসারিত।”- উক্তিটির প্রাসঙ্গিকতা বিশেষণ কর।
৩. ‘বনজ্যোৎস্নায় যে পূর্বরাগের সৃষ্টি, দাবাগ্নিজ¦ালায় তারই মর্মান্তিক অবসান।”- ‘বনজ্যোৎস্নায়’ গল্পের আলোকে উক্তিটির
তাৎপর্য বিশ্লেষণ কর।
৪. ‘স্ত্রীর পত্র’ গল্পে উত্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের নারীমুক্তি ভাবনার পরিচয় দাও।
৫. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প যুদ্ধোত্তর ক্ষোভ-ঘৃণা- ক্রোধেরই শিল্পসম্মত উপস্থাপনা।”- আলোচনা কর।
৬. ‘বাংলা ছোটগল্পে হাসান আজিজুল হকের অবদান’ শীর্ষক একটি নিবন্ধ রচনা কর।
৭. ‘আততায়ী’ গল্পের বিষয়ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর।
আরও পড়ুনঃ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা pdf বই ও প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা বই ও সাজেশন
৮. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের করুণ পরিণতি আলোচনা কর।
৯. ছোটগল্প হিসাবে ‘একরাত্রি’ গল্পের সার্থকতা বিচার কর।
মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগের বাংলা ছোটগল্প বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনঃ
১০. ‘শকুন’ গল্পের মূল উপজীব্য বিষয় আলোচনা কর।
১১. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে দুর্ভিক্ষ এবং সমাজ-বাস্তবতা আলোচনা কর।
১২. ‘শাস্তি’ গল্পের সমাজ-বাস্তবতা নিরূপণ কর।
১৩. ভিখুর চরিত্র বিশ্লেষণ কর।
১৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে ফ্রয়েডীয় তত্ত্ব কিভাবে প্রভাব বিস্তার করেছে তা আলোচনা কর।
১৫. ‘ভাঙাচশমা’ গল্পের শিল্প সার্থকতা বিচার কর।
১৬. “নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প সমকালীন জীবনবাস্ত বতার প্রতিবেদন।”- মন্তব্যটির যথার্থ্যতা বিচার কর।
১৭. ‘মা মেয়ের সংসার’ গল্পগ্রন্থে হাসান আজিজুল হক সমকালীন বাংলাদেশের যে চিত্র এঁকেছেন তার বর্ণনা দেও।
বাংলা ছোটগল্প- এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Comments ১