বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস এর সকল গুরুত্বপূর্ন অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন এবং উত্তর সমূহ নিচে দেওয়া হলো।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
বিষয়: বাংলার সামাজিক,সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস(১২০০-১৭৬৫ খ্রিস্টাব্দ)
বিষয় কোড: ৩১১৬০৩
বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস সাজেশন –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “বাহারিস্তান-ই-গায়েবী” গ্রন্থের লেখক কে?
উত্তর : “বাহারিস্তান-ই-গায়েবী” গ্রন্থের লেখক মির্জা নাথান।
২. সুলতানি আমলে উজিরকে কি বলা হতো?
উত্তর : সুলতানি আমলে উজিরকে প্রধানমন্ত্রী বলা হতো।
৩. নিকলো-দ্যা-কান্তি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : নিকলো-দ্যা-কান্তি ইতালির নাগরিক ছিলেন ।
৪. সুলতান আমলে সুলতানের দেহরক্ষী প্রধানের পদবী কি ছিল?
উত্তর : সুলতান আমলে সুলতানের দেহরক্ষী প্রধানের পদবী ছিল সিলাহদার।
৫. মনসব শব্দের অর্থ কি?
উত্তর : মনসব শব্দের অর্থ পদমর্যাদা।
৬. হযরত শাহজালাল (রহ.) কোন দেশে জন্মগ্রহন করেন?
উত্তর : হযরত শাহজালাল (রহ.) ইয়েমেনে জন্মগ্রহন করেন ।
৭. ইকতা কি?
উত্তর : সুলতালি শাসনামলে বাংলাকে কতগুলো পৃথক অঞ্চলে ভাগ করা হয়েছিল। এ অঞ্চলগুলোকে ‘ইকতা’ বলা হতো।
৮. বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি?
উত্তর : বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম ফখরুদ্দিন মুবারক শাহ।
৯. টংকা কি?
উত্তর : টংকা- এক প্রকার রৌপ্য মুদ্রা।
১০. “ইউসুফ-জুলেখা” এর রচয়িতা কে?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর “ইউসুফ-জুলেখা” এর রচয়িতা।
১১. পরী বিবি কে ছিলেন?
উত্তর : পরী বিবি শায়েস্তা খানের কন্যা ছিলেন ।
১২. ফিরিঙ্গি কাদের বলা হতো?
উত্তর : ফিরিঙ্গি পর্তুগিজ জলদস্যুদের বলা হতো ।
- আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব নিরাপত্তা অধ্যায়ন বই ও সাজেশন
- আরও পড়ুনঃ সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বই ও প্রশ্নোত্তর
১৩. তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানি।
১৪. মধ্যযুগের বিখ্যাত দুইজন সুফির নাম লিখ।
উত্তর : মধ্যযুগের বিখ্যাত দুইজন সুফির নাম শেখ জালালউদ্দিন ও নূর কুতুব উল আলম।
১৫. কে বাংলাকে “দোজখপুর-আস্ত-নেয়ামত” নামে উল্লেখ করেছেন?
উত্তর : ইবনে বতুতা বাংলাকে “দোজখপুর-আস্ত-নেয়ামত” নামে উল্লেখ করেছেন ।
১৬. নৌবাহিনীর প্রধানকে কি বলা হতো?
উত্তর : নৌবাহিনীর প্রধানকে মীর-ই-বহর বলা হতো ।
১৭. বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?
উত্তর : বাংলার প্রথম সুবাদার ইসলাম খান ছিলেন ।
১৮. রাজবল্লভ কোন অঞ্চলের দিওয়ান ছিলেন?
উত্তর : রাজবল্লভ জাহাঙ্গীর নগরের দিওয়ান ছিলেন ।
১৯. মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
উত্তর : মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা ছিল সমৃদ্ধশালী।
২০. কাজী-উল-কুজ্জাহ অর্থ কি?
উত্তর : কাজী-উল-কুজ্জাহ অর্থ প্রধান বিচারপতি।
বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস সাজেশন –
২১. কে ‘পদ্মাবতি’ রচনা করেন?
উত্তর : আলাওল ‘পদ্মাবতি’ রচনা করেন।
২২. টোডরমল কে ছিলেন?
উত্তর : টোডরমল ছিলেন স¤্রাট আকবরের রাজস্ব মন্ত্রী।
২৩. টেরাকোটা কী?
উত্তর : টেরাকোটা- পোড়ামাটির ফলক।
২৪. রিয়াজ-উস-সালাতীন’ গ্রন্থের লেখক কে?
উত্তর : রিয়াজ-উস-সালাতীন’ গ্রন্থের লেখক- গোলাম হোসেন সলিম।
২৫. পর্যটক ইবনে বতুতা কখন বাংলায় আসেন?
উত্তর : পর্যটক ইবনে বতুতা ১৩৪৫-৪৬ সালে বাংলায় আসেন ।
২৬. ‘মালফুজাত’ কি?
উত্তর : সুফিদের লিখিত চিঠিপত্রের সংকলন।
২৭. শেখ আলাউল হকের প্রতিষ্ঠিত তরিকার নাম কি?
উত্তর : শেখ আলাউল হকের প্রতিষ্ঠিত তরিকার নাম চিশতিয়া।
২৮. ‘মসনদ-ই-আলা ’ কে ছিলেন?
উত্তর : ‘মসনদ-ই-আলা ’ ছিলেন ঈসা খান।
২৯. ‘বাংলা আকবর’ কাকে বলা হয়?
উত্তর : আলাউদ্দিন হোসেন শাহকে বাংলা আকবর বলা হয় ।
৩০. বারবোসা কোন দেশের পর্যটক?
উত্তর : বারবোসা পর্তুগালের পর্যটক ।
৩১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় দিওয়ানী লাভ করে?
উত্তর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে বাংলায় দিওয়ানী লাভ করে ।
বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস সাজেশন –
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. তারিখ-ই-ফিরোজশাহী সম্পর্কে লিখ।
২. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয় দাও।
৩. কবুলিয়াত ও পাট্টা বলতে কি বুঝ?
৪. মুঘল আমলে বাংলার বিচারব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৫. মধ্যযুগে বাংলার কৃষিজাত পণ্যের উপর টীকা লিখ।
৬. মধ্যযুগে বাংলার মুসলিম সমাজে উলামা মাশায়েখদের সামাজিক মর্যাদা কেমন ছিল?
৭. মধ্যযুগে বাংলার শাসনব্যবস্থায় অভিজাত শ্রেণির ভূমিকা লিখ।
৮. মধ্যযুগে বাংলার মুসলমানদের সামাজিক ও ধর্মীয় উৎসবাদির সংক্ষিপ্ত ধারণা দাও।
৯. মুসলিম শাসন বাংলার নতুন যুগের সূচনা করেছিল- মন্তব্যটি ব্যাখ্যা কর।
১০. মুঘল আমলের বস্ত্র শিল্প সম্পর্কে লিখ।
আরও পড়ুনঃ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা pdf বই ও প্রশ্নোত্তর
আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা বই ও সাজেশন
১১. বাংলার মুসলিম সমাজ বিকাশে সুফিদের অবদান উল্লেখ কর।
১২. শ্রীচৈতন্যের পরিচয় দাও।
১৩. ফখরুদ্দিন মুবারক শাহ এর পরিচয় দাও।
১৪. মধ্যযুগীয় বাংলার ভৌগোলিক সীমা চিহ্নিত কর।
১৫. ‘হোসেন শাহী আমল ছিল বাংলার স্বর্ণযুগ’Ñব্যাখ্যা কর।
১৬. সুলতানী আমলে সমাজে নারীর স্থান নির্দেশ কর।
১৭. সুলতানী বাংলার সামাজিক শ্রেণীবিন্যাস সম্পর্কে লিখ।
১৮. নবাবী বাংলার সাংস্কৃতিক উন্নয়নের চিত্রাঙ্কন কর।
১৯. মধ্যযুগীয় বাংলার গ্রাম সম্পর্কে ধারণা দাও।
বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস সাজেশন –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. বখতিয়ার খলজির বাংলা বিজয় সম্পর্কে আলোচনা কর।
২. ইবনে বতুতার বিবরণ অনুযায়ী বাংলার অর্থসামাজিক অবস্থার একটি বিবরণ দাও।
৩. বাংলার মুসলমান সমাজ বিকাশে সুফিদের অবদান আলোচনা কর।
৪. মধ্যযুগীয় বাংলায় হিন্দু-মুসলিম সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের বিবরণ দাও।
৫. মধ্যযুগীয় বাংলার শিক্ষাব্যবস্থার বিবরণ দাও।
৬. মুঘল আমলে বাংলার বস্ত্র শিল্পের একটি বিবরণ দাও।
৭. বাংলার সাংস্কৃতিক উন্নয়নে মুঘল শাসকদের গৃহীত বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আলোচনা কর।
৮. জগৎ শেঠ পরিবারের উল্লেখপূর্বক বাংলার মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা আলোচনা কর।
৯. বখতিয়ার খলজি কর্তৃক বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
১০. ইবনে বতুতার বিবরণ অনুযায়ী বাংলার রাজনৈতিক অবস্থার একটি বিবরণ দাও।
১১. মধ্যযুগে বাংলার মুসলমানদের সামাজিক ও ধর্মীয় উৎসবাদির বিবরণ দাও।
১২. মধ্যযুগীয় বাংলায় মুসলিম নারীর সামাজিক অবস্থান মূল্যায়ন কর।
১৩. ‘মাল জামিনা’ ব্যবস্থার উল্লেখপূর্বক নবাব মুর্শিদকুলী খানের রাজস্ব শাসন পদ্ধতি আলোচনা কর।
১৪. নগরায়ন বলতে কি বুঝ? মুসলিম বাংলার প্রধান শহর ও বন্দরের পরিচয় দাও।
১৫. মধ্যযুগীয় বাংলার আর্থ-সামাজিক ইতিহাস অধ্যায়ের আবশ্যকীয় উৎসসমূহ আলোচনা কর।
১৬. শ্রী চৈতন্যের ধর্মীয় ও দার্শনিক মতবাদ ব্যাখ্যা কর এবং বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর ভূমিকা মূল্যায়ন কর।
১৭. চৈনিক বিবরণীর আলোকে মধ্যযুগীয় বাংলার আর্থ-সামাজিক অবস্থার একটি লিপিচিত্র উপস্থাপন কর।
১৮. মুঘল আমলে বাংলার শিক্ষাব্যবস্থার একটি বিবরণ দাও।
১৯. মুঘল আমলে বাংলায় ব্যবসা-বাণিজ্যের প্রকৃতি ও ব্যাপ্তি সম্পর্কে ধারণা দাও।
বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।