বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৩ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের তৃতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব সৃবহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের তৃতীয় অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ তৃতীয়
১। কোনটি মানুষের জীবনব্যাপী চলতে থাকে?
(ক) সামাজিকীকরণ (খ) সামাজিক শিক্ষা
(গ) পারিবারিক শিক্ষা (ঘ) ধর্মীয় শিক্ষা
২। পরিবার সমাজকাঠামোর কীরূপ সংগঠন?
(ক) মুখ্য (খ) গৌণ
(গ) মৌল (ঘ) সুশৃঙ্খল
৩। কোনটি মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান?
(ক) গোষ্ঠী (খ) পরিবার
(গ) বিদ্যালয় (ঘ) সম্প্রদায়
৪। কোনটি মানুষের জীবনের শুরু হতে শেষ অবধি আশ্রয়স্থল?
(ক) রাষ্ট্র (খ) পরিবার
(গ) গোষ্ঠী (ঘ) সমাজ
৫। স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন কয়টি?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
৬। আদর্শ পরিবার বলতে মূলত কোনটিকে বোঝায়?
(ক) একক (খ) নয়াবাস
(গ) একপতœী (ঘ) পিতৃসূত্রীয়
৭। দুই স্ত্রী ও আট সন্তান নিয়ে কাদের মোল্লার সংসার। তার পরিবারের ধরন কী?
(ক) একপতœী (খ) বহুপতিœ
(গ) যৌথ (ঘ) বহুপতœী
৮। দক্ষিণ ভারতের মালাগড় অঞ্চলে কোন উপজাতি বাস করত?
(ক) এস্কিমো (খ) টোডা
(গ) খাসিয়া (ঘ) গারো
৯। বাংলাদেশের শহরাঞ্চলের অধিকাংশ পরিবার কী ধরনের?
(ক) পিতৃপ্রধান (খ) মাতৃপ্রধান
(গ) একক (ঘ) বহুপতœী
১০। বর্ধিত পরিবার কয় পুরুষে আবদ্ধ?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
১১। বংশ মর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
(ক) ২ (খ) ৩
(গ) ৪ (ঘ) ৫
১২। পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় ধরনের?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
১৩। কোন পরিবারে বিবাহের পর নবদম্পতি স্বামীর পিতৃ গৃহে বসবাস করে?
(ক) একক (খ) নয়াবাস
(গ) মাতৃবাস (ঘ) পিতৃবাস
১৪। সমাজে পরিবারের কার্যাবলি কীরূপ?
(ক) ব্যাপক (খ) ত্রিমাত্রিক
(গ) বহুমাত্রিক (ঘ) অসীম
১৫। কোনটিকে কেন্দ্র করে এদেশে কুটির শিল্প গড়ে উঠেছে?
(ক) গ্রাম (খ) শহর
(গ) পরিবার (ঘ) নগর
১৬। শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক কে?
(ক) দাদা (খ) বাবা
(গ) মা (ঘ) দাদী
১৭। কোনটির সাথে শিশু শ্রমিক বৃদ্ধির গভীর সম্পর্ক রয়েছে?
(ক) গ্রামীণ জীবন (খ) দারিদ্র্য পরিস্থিতি
(গ) শিশুদের অবহেলা (ঘ) পিতামাতার অসচেতনতা
১৮। কোন পরিবারে বৃদ্ধ পিতা মাতা নিরাপত্তাহীনতায় ভুগছে?
(ক) যৌথ পরিবার (খ) একক পরিবার
(গ) নয়া পরিবারে (ঘ) যৌথ পরিবারে
১৯। পরিবারের মাধ্যমে নিশ্চিত হয়-
i. সাংস্কৃতিক নিরাপত্তা ii.রাজনৈতিক নিরাপত্তা
iii.অর্থনৈতিক নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। বাংলাদেশে মাতৃতান্ত্রিক পরিবারের প্রচলন রয়েছে-
i. খাসিয়াদের মধ্যে ii.গারোদের মধ্যে
iii.মারমাদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২১। তামীমের বয়স ৪ বছর। তামীম বর্ণমালা পড়তে ও লিখতে পারে। সে বর্ণমালা পড়তে ও লিখতে শিখেছে-
i. কিন্ডারগার্টেন হতে ii.পরিবার হতে
iii.শিক্ষকের নিকট হতে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) রর
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
অনুচ্ছেদটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
ফাইয়াজ ও রাজিনার পরিবারের পাঁচজন সদস্য। ফাইয়াজই তার পরিবারের সকল কাজের সিদ্ধান্তে অংশগ্রহণ ও মতামত প্রদান করেন। অন্যদিকে মংপ্রু ও ইদংপ্রæর পরিবারে পাঁচজন সদস্য। ইদংপ্রুই তার পরিবারের সকল সিদ্ধান্ত নেন।
২২। ফাইয়াজ ও রাজিনার পরিবারটি কোন ধরনের পরিবার?
(ক) পিতৃসূত্রীয় (খ) পিতৃপ্রধান
(গ) একক (ঘ) বর্ধিত
২৩। ফাইয়াজের পরিবারের সাথে মংপ্রæ ও ইদংপ্রæর পরিবারের ধরনের বৈশিষ্ট্যগত মিল কোথায়?
(ক) আকারগত (খ) বংশমর্যাদাগত
(গ) ক্ষমতা ও কর্তৃত্বে (ঘ) উত্তরাধিকার সম্পর্কিত
২৪। রাজন পাল পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে কোন পরিবারের সদস্য?
(ক) অনুলোম (খ) প্রতিলোম
(গ) একক বিবাহ (ঘ) বহুপতœী
২৫। পরিমল পালের মানসিকতার সমাজে-
i. শান্তি স্থাপিত হবে ii.হিংসা দূর হবে
iii.বৈষম্য লোপ পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iiii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৬। পরিবারের কার আচরণ শিশুর আচরণকে প্রভাবিত করে?
(ক) পিতা-মাতার (খ) ভাই-বোনের
(গ) দাদা-দাদীর (ঘ) সকল সদস্যের
২৭। মানুষের আচরণগত পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে কী বলে?
(ক) মূল্যবোধ (খ) মিথস্ক্রিয়া
(গ) সংস্কৃতি (ঘ) নৈতিকতা
২৮। মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে কয়টি উপাদানের প্রভাব লক্ষ করা যায়?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
২৯। ঘড়-বাড়ি, রাস্তা-ঘাট, আচার-আচরণ, জ্ঞান-বিজ্ঞান কোন পরিবেশের অন্তর্গত?
(ক) অর্থনৈতিক (খ) সাংস্কৃতিক
(গ) প্রযুক্তিগত (ঘ) মনস্তাত্তি¡ক
৩০। যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকে কী বলা হয়?
(ক) প্রযুক্তিগত পরিবেশ (খ) অর্থনৈতিক পরিবেশ
(গ) সামাজিক পরিবেশ (ঘ) উন্নত পরিবেশ
৩১। মানুষের সমাজজীবন মূলত কী দ্বারা নিয়ন্ত্রিত?
(ক) প্রচলিত রীতিনীতি
(খ) কতকগুলো আচার-আচরণ
(গ) প্রথা-প্রতিষ্ঠান (ঘ) বিধি-ব্যবস্থা
৩২। চীনাদের জীবনধারার মৌলিক বৈশিষ্ট্য কী?
(ক) মূল্যবোধ (খ) উন্নত অর্থনীতি
(গ) সমৃদ্ধি লাভ (ঘ) সংস্কৃতি
৩৩। শিশুর সবচেয়ে কাছের মানুষ কে?
(ক) বাবা-মা (খ) সহপাঠী
(গ) প্রতিবেশী (ঘ) খেলার সাথী
৩৪। কোনটি শিক্ষার্থীকে কর্মজগতের জন্যে উপযোগী করে তোলে?
(ক) সুষ্ঠু সামাজিক পরিবেশ (খ) বিদ্যালয়
(গ) সহপাঠীর সহযোগিতা (ঘ) প্রতিবেশীর সহায়তা
৩৫। কীসের প্রভাবে শিশু সমাজে স্বীকৃত ভালো মূল্যবোধ গ্রহণ করতে পারে?
(ক) স্থানীয় সমাজ (খ) গণমাধ্যম
(গ) ধর্মীয় প্রতিষ্ঠানের (ঘ) অন্তরঙ্গ বন্ধু দলের
৩৬। স্থানীয়ভাবে ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে কোনটি ক্ষেত্রে কোনটি ভ‚মিকা রাখে?
(ক) ধর্মীয় প্রতিষ্ঠান (খ) স্থানীয় সমাজ
(গ) খেলার সাথী (ঘ) স্থানীয় গোষ্ঠী
৩৭। কোনটিকে কেন্দ্র করে আধুনিক যুগের সংস্কৃতি গড়ে উঠেছে?
(ক) ধর্মীয় প্রতিষ্ঠান (খ) বিদ্যালয়
(গ) গণমাধ্যম (ঘ) গোষ্ঠী
৩৮। কোন চলচ্চিত্রের অনেক চরিত্র ব্যক্তির আচরণকে প্রভাবিত করে?
(ক) প্রামাণ্য চলচ্চিত্র (খ) বাণিজ্যিক চলচ্চিত্র
(গ) গঠনমূলক সামাজিক চলচ্চিত্র (ঘ) ভৌতিক চলচ্চিত্র
৩৯। বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ ঘটে কোথায়?
(ক) শহুরে পরিবেশে (খ) গ্রামীণ পরিবেশে
(গ) সামাজিক পরিবেশে (ঘ) স্থানীয় সমাজে
৪০। সাংস্কৃতিক জীবনের বিভিন্ন বিষয়ের জ্ঞান শিশু-কিশোররা কোথা থেকে অর্জন করে?
(ক) বিদ্যালয় (খ) পরিবার
(গ) সহপাঠী (ঘ) অন্তরঙ্গ বন্ধুদল
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ তৃতীয়
উত্তর পত্র
১-ক ২-গ ৩-খ ৪-খ ৫-খ ৬-গ ৭-ঘ ৮-খ ৯-গ ১০-ক
১১-ক ১২-ক ১৩-ঘ ১৪-গ ১৫-গ ১৬-গ ১৭-খ ১৮-গ ১৯-খ ২০-ক
২১-খ ২২-খ ২৩-গ ২৪-ক ২৫-ঘ ২৬-ঘ ২৭-খ ২৮-খ ২৯-খ ৩০-ক
৩১-খ ৩২-গ ৩৩-ক ৩৪-খ ৩৫-ঘ ৩৬-ঘ ৩৭-গ ৩৮-গ ৩৯-খ ৪০-ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।