বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ০৭ | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের সপ্তম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় পত্রের সপ্তম অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ সপ্তম
১। সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
(ক) সরকার (খ) রাষ্ট্র
(গ) রাজনৈতিক দল (ঘ) নির্বাচন কমিশন
২। আদিম মানুষ প্রথমে কীভাবে বসবাস করত?
(ক) দলভিত্তিক(খ) সমাজভিত্তিক
(গ) রাষ্ট্রভিত্তিক(ঘ) গোত্রভিত্তিক
৩। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে?
(ক) এরিস্টটল(খ) ম্যাকাইভার
(গ) গার্নার (ঘ) লাস্কি
৪। রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান কোনটি?
(ক) জনসমষ্টি(খ) নির্দিষ্ট ভ‚-খন্ড
(গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব
৫। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কত সালে রাষ্ট্র হিসেবে স্থান পায়?
(ক) ১৯৪৭ সালে(খ) ১৯৫২ সালে
(গ) ১৯৭১ সালে (ঘ) ১৯৭২ সালে
৬। রাষ্ট্র পরিচালনার জন্য কয়টি বিভাগ থাকে
(ক) পাঁচটি(খ) তিনটি
(গ) দুইটি (ঘ) চারটি
৭। কার মতে, ‘রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’?
(ক) এরিস্টটল(খ) ডাইসি
(গ) গার্নার (ঘ) টি.এইচ গ্রিন
৮। কোনটি রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান?
(ক) সরকার (খ) জনসমষ্টি
(গ) নির্দিষ্ট ভ‚খন্ড(ঘ) সার্বভৌমত্ব
৯। কোন ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করেছে?
(ক) সরকারি (খ) বেসরকারি
(গ) সার্বভৌম(ঘ) সামরিক
১০। সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে?
(ক) দুইটি(খ) তিনটি
(গ) চারটি(ঘ) পাঁচটি
১১। রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান-
i. প্রাচীন যুগেii.মধ্যযুগে
iii.শিল্পযুগে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
রিমি যে অঞ্চলে বসবাস করে সে অঞ্চলের লোক সংখ্যা ২ লক্ষ, আয়তন ৫৫ হাজার বর্গমাইল এবং অঞ্চলটি পরিচালনার জন্য তিনটি বিভাগে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী কাজ করে থাকে। তবে বহিঃশত্রæর আক্রমণ থেকে তারা অঞ্চলটি রক্ষা করতে সক্ষম নয়।
১২। রিমির অঞ্চলটিতে রাষ্ট্রের কয়টি উপাদান উপস্থিত রয়েছে?
(ক) দুইটি(খ) তিনটি
(গ) চারটি(ঘ) পাঁচটি
১৩। রাষ্ট্রের কোন উপদানটি রিমির অঞ্চলে অনুপস্থিত রয়েছে?
(ক) জনসমষ্টি(খ) নির্দিষ্ট ভ‚খন্ড
(গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব
১৪। বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত কয় ধরনের ভ‚মিকা পালন করে?
(ক) দুই(খ) তিন
(গ) চার(ঘ) পাঁচ
১৫। আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) দুইটি(খ) তিনটি
(গ) চারটি(ঘ) পাঁচটি
১৬। রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলি সম্পাদন, নিয়ন্ত্রণ, সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে প্রত্যেক রাষ্ট্রে কী গড়ে ওঠে?
(ক) আইন বিভাগ (খ) বিচার বিভাগ
(গ) কেন্দ্রীয় প্রশাসন (ঘ) প্রশাসনিক কাঠামো
১৭। রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কী?
(ক) প্রাকৃতিক সম্পদ (খ) শিক্ষিত নারী
(গ) কর্মক্ষম জনগোষ্ঠী(ঘ) শিক্ষিত জনগোষ্ঠী
১৮। বর্তমান বিশ্বে কোন ব্যবস্থায় ব্যাপক বিপ্লব সংঘটিত হয়েছে?
(ক) যোগাযোগ বাণিজ্য(খ) বাণিজ্য
(গ) তথ্য ও প্রযুক্তি (ঘ) নেটওয়াকিং
১৯। দেশের অবকাঠামোগত উন্নয়নের অন্তভর্‚ক্ত-
i. খেলার মাঠ প্রতিষ্ঠাii.বিমান যোগাযোগ স্থাপন
iii.সেতু বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
মনিষা ও ইশিতা কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। মনিষা ইশিতাকে জানায় তার দেশ জনসাধারণের শিক্ষা, চিকিৎসা, শিশু সনদ, মাতৃমঙ্গল কেন্দ্র ইত্যাদি বিষয়ে খুবই সচেতনতা অবলম্বন করে।
২০। মনিষার তথ্যে পাঠ্যবইয়ের কোন ধারণা ফুটে উঠেছে?
(ক) সুনাগরিকের গুণাবলি
(খ) রাষ্ট্রের মৌলিক উপাদান
(গ) সার্বভৌমত্ব ক্ষমতা
(ঘ) রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলি
২১। মনিষার দেশের এই ধরনের কার্যাবলির ফলে-
i. জনগণের মানসিকতার বিকাশ ঘটে
ii.জনস্বাস্থ্য রক্ষা করা হয়
iii.উন্নত জাতি গঠনে সক্ষমতা লাভ হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
২২। নাগরিকের সঙ্গে কীসের সম্পর্ক অত্যন্ত নিবিড়?
(ক) সরকারের(খ) জনগণের
(গ) নির্বাচনের(ঘ) রাষ্ট্রের
২৩। কোন শব্দ থেকে নাগরিক শব্দটির উৎপত্তি হয়?
(ক) ঈরারপং(খ) ঈরঃরুবহ
(গ) ঈরারষং (ঘ) ঈরারষরধহ
২৪। এরিস্টটল তার ধারনায় কাদেরকে নাগরিক হিসেবে অন্তভর্‚ক্ত করেননি?
(ক) নারীদের(খ) অধিকাংশ জনগনকে
(গ) দাসীদের(ঘ) শিশুদের
২৫। ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়’ সংজ্ঞাটি কার?
(ক) এরিস্টটলের(খ) লাস্কির
(গ) গেটেলের (ঘ) ম্যাকাইভারের
২৬। আধুনিক নাগরিকত্বে সমাজের কারা নাগরিকত্ব অর্জন করতে পারে?
(ক) পুরুষ(খ) নারী
(গ) শিশু (ঘ) সকলেই
২৭। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের কীরূপ দায়িত্ব ও কর্তব্য?
(ক) প্রধান (খ) অন্যতম
(গ) অর্পিত(ঘ) পবিত্র
২৮। রাষ্ট্রের বেআইনি কোনো কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাগরিকের কীরূপ দায়িত্ব?
(ক) পবিত্র(খ) নৈতিক
(গ) অর্পিত(ঘ) প্রধান
২৯। সামাজিক জীবনে যে সকল গন্ডিবিধি বা রীতিনীতি মানুষ মেনেচলে তাকে কী বলে?
(ক) রাজনৈতিক আইন(খ) সামাজিক আইন
(গ) ধর্মীয় আইন (ঘ) অর্থনৈতিক আইন
৩০। কার মতে, ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতকগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়?
(ক) টিএইচ গ্রিন (খ) হল্যান্ড
(গ) উড্রো উইলসন (ঘ) এরিস্টটল
৩১। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে?
(ক) হল্যান্ড(খ) উড্রো উইলসন
(গ) অস্টিন(ঘ) টিএইচ গ্রিন
৩২। হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
(ক) দুইটি (খ) চারটি
(গ) পাঁচটি(ঘ) ছয়টি
৩৩। কোন দেশের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে?
(ক) যুক্তরাষ্ট্রের (খ) ব্রিটেনের
(গ) গ্রিসের (ঘ) গণচীনের
৩৪। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দুরা কোন আইন মেনে চলে?
(ক) সামাজিক আইন (খ) ধর্মীয় আইন
(গ) রাষ্ট্রীয় আইন (ঘ) প্রচলিত আইন
৩৫। সাধারণভাবে আইনের অনুশাসন কয়টি ধারণা প্রকাশ করে?
(ক) দুইটি(খ) তিনটি
(গ) চারটি(ঘ) ছয়টি
৩৬। আইন হচ্ছে বিভিন্ন ধরনের-
i. বিধি-বিধানii.নিয়ম-কানুন
iii.রীতিনীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
৩৭। সামাজিক প্রথা হচ্ছে সমাজে প্রচলিত-
i. অভ্যাসii.আচার আচরণ
iii.রীতি নীতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ) i ও iii
(গ) ii ও iii(ঘ) i, ii ও iii
৩৮। তথ্য প্রযুক্তির অধিকার সংবিধানের কত নং অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ?
(ক) ২৯(খ) ৩১
(গ) ৩৯(ঘ) ৯৩
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
৩৯। বর্তমান তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?
(ক) তথ্য মন্ত্রণালয়(খ) তথ্য অধিদপ্তর
(গ) তথ্য কার্যালয় (ঘ) তথ্য কমিশন
৪০। তথ্য কমিশনে কতজন কমিশনার রয়েছেন?
(ক) দুইজন(খ) তিনজন
(গ) চারজন(ঘ) পাঁচজন
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৫
শ্রেণি: বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়ঃ সপ্তম
উত্তর পত্র
১-খ ২-গ ৩-ঘ ৪-খ ৫-গ ৬-খ ৭-গ ৮-ঘ ৯-গ ১০-ক
১১-ক ১২-খ ১৩-ঘ ১৪-ক ১৫-ক ১৬-ঘ ১৭-ঘ ১৮-ক ১৯-গ ২০-ঘ
২১-ঘ ২২-ঘ ২৩-ক ২৪-খ ২৫-খ ২৬-ঘ ২৭-ঘ ২৮-খ ২৯-খ ৩০-খ
৩১-খ ৩২-ঘ ৩৩-খ ৩৪-খ ৩৫-ক ৩৬-ঘ ৩৭-ঘ ৩৮-গ ৩৯-ঘ ৪০-খ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।