আজকের এই আর্টিকেলের মাধ্যমে বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপঃ
বিদেশে পড়তে যাব এইটা ভাবলেই প্রথমে মাথায় আসে স্কলারশিপ এর কথা। স্কলারশিপ মানে হলো বৃত্তি, যেমনটা আপনি জীবনে একবার হলেও নিশ্চই পেয়েছেন। স্কুল বা কোন শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাসের একেবারে নিম্নবিত্ত ছেলে মেয়েদের বৃত্তি দিয়ে থাকে।
ঠিক এমনই বিদেশে উচ্চশিক্ষার জন্য আমার আপনার মতো মধ্যবিত্তদেরকেও অনেকেই সাহায্য করে থাকে। যাকে ইংরেজিতে হলা হয় স্কলারশিপ এবং বাংলায় আমরা বলি বৃত্তি।
বিদেশে অনেক বৃত্তি আছে। সেগুলোর মধ্যে কয়েকটিকে সেরা মনে করেন অনেকেই। এটিতে দ্বিমত থাকতে পারে।
তবে বাংলাদেশিদের জন্য সেরা ১০ টি স্কলারশিপ এমন আছে যেগুলো পেলে বিনা মূল্যে পড়া যাবে। আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এ বৃত্তি দেওয়া হয়।
তাহলে চলুন যেনে নেয়া যাক বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ এর ব্যপারে।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ –
-
কাতারের হাম্মাদ বিন খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ
কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের দেয়া স্কলারশিপ একটি ভালো অপশন হয়ে থাকে সাধারণ শিক্ষার্থিদের জন্য। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল -ফ্রি স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। এছাড়াও মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াতের খরচ ও আবাসন সুবিধাসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। আবেদন করতেও লাগবে না কোনো ফি।
শিক্ষার্থীদের ইসলামিক স্টাডিজ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, পাবলিক পলিসি, হেলথ এন্ড লাইফ সায়েন্স এবং এক্সিকিউটিভ এডুকেশনভুক্ত যে কোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।
-
ইসলামিক ডেভেলভমেন্ট উন্নয়ন ব্যাংক স্কলারশিপ
বিনা মূল্যে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণা প্রোগ্রাম অধ্যয়নের জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম একটি বৃত্তি ইসলামি উন্নয়ন ব্যাংক বৃত্তি। বৃত্তিমূলক শিক্ষার জন্য সর্বাধিক অর্থায়নের একটি বৃত্তি হলো আইএসডিবি বৃত্তি। এ স্কলারশিপের আবেদনের জন্য কোনো ফি নেওয়া হয় না।
প্রায় সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে বৃত্তি দেয় আইডিবিএস। আইডিবিএস বৃত্তিটি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।
মুসলিম বিশ্বের ৫৭টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ –
-
কানাডার সাস্কাচেওয়ান স্কলারশিপ
কানাডার সাস্কাচেওয়ান বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামগুলির জন্য বৃত্তি প্রদান করছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
একাডেমিক কৃতিত্বের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হবে এবং শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে ভর্তির ক্ষেত্রে স্কলারশিপের জন্য বিবেচিত হবে। স্নাতক প্রোগ্রামের জন্য বৃত্তির সময়কাল ৪ বছর, যখন স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য সময়কাল ২ বছর।
সাস্কাচেওয়ান বিশ্ববিদ্যালয় কানাডার একটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় এবং প্রায় সমস্ত একাডেমিক ক্ষেত্র এবং কোর্স সরবরাহ করে। তারা প্রতি বছর ৩,০০০ এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থিকে সুবিধা প্রদান করে।
বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে অবদানের জন্যও পরিচিত।
-
তুর্কি বুর্সলারি স্কলারশিপ
এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশ তুরস্ক। দেশটির প্রায় বেশির ভাগ অংশই এশিয়া মহাদেশে পড়েছে। উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন বিশ্বরাজনীতির অন্যতম পরাশক্তি হয়ে উঠছে।
উচ্চশিক্ষা অর্জনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও তুরস্ক বেশ জনপ্রিয় একটি দেশ। শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি সুযোগ দিচ্ছে তুরস্ক সরকার।
বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী ফুল-ফ্রি এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘তুর্কি বুর্সলারি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এ স্কলারশিপের মাধ্যমে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এ স্কলারশিপের সম্পূর্ণ খরচ তুরস্ক সরকার বহন করবে। এটি তুরস্কের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ। মোট ৫ হাজার জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ –
-
স্কলারশিপ ইন কানাডা
কানাডা বিশ্বমঞ্চে অনেক সুনাম কামিয়েছে স্কলারশিপের জন্য। কানাডায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় গুলোতেই স্কলারশিপ দেওয়া হয়, এক্ষেত্রে আপনার আইএলটিএস এবং জিম্যাট ইত্যাদিতে স্কোর ভালো থাকতেই হবে।
কানাডার বিশ্ববিদ্যায়লসমূহ তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে থাকে। সুতরাং আপনার লক্ষ্য যদি হয় কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়া, তা হলে অবশ্যই ওয়েবসাইট গুলো নিয়মিত ভিজিট করুন।
কারণ, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলিতে ভর্তির সময় ও স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য আপডেট থাকে। অবশ্য আমরাও চেষ্টা করি নিয়মিত ভর্তি ও বৃত্তির তথ্য গুলো আপডেট রাখার।
এছাড়াও গুগলে সার্চ দিতে পারেন এই লিখে যে, কানাডায় স্কলারশিপ, কানাডায় পড়াশোনা, Study in Canada, Scholarships in Canada, Canada student visa ইত্যাদি।
-
স্কলারশিপ ইন অ্যামেরিকা
বাংলাদেশী বেশির ভাগ শিক্ষার্থীদের স্বপ্ন আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা লাভ করা। কারণ সেখানে রয়েছে পৃথিবীখ্যাত বিশ্ববিদ্যালয় সমুহ।মানসম্মত লেখার-পাড়ার মানের পাশপিাশি সেখানে রয়েছে নানা আনুসাঙ্গিক সুযোগ সুবিধা।
যা একজন শিক্ষার্থীকে সহজেই সে দেশের উচ্চশিক্ষার প্রতি আকৃষ্ট করে।
তবে আমেরিকার পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজি। তাই আমেরিকায় পড়ার আগ্রহ থাকলে অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষার দক্ষতার প্রমণ সরূপ আপনাকে TOEFL এ নূন্যতম ১৮০ থাকতে হবে।
আন্ডার গ্রেজুয়েটের জন্য। আর পোস্ট গ্রেজুয়েশনের জন্য নূন্যতম ২২০ থাকতে হবে।(কম্পিউটার বেইজ)। শিক্ষা প্রতিষ্টান ভেদে স্কোর এর চাহিদা ভিন্ন হতে পারে। এছাড়া GRE, নূন্যতম ২৮০ এবং IELTS নূন্যতম ৬.৫ চাওয়া হয়।
আগামীতে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রসেসিং,ভিসা প্রসেসিং এবং স্কলারশিপ নিয়ে আলোচনা করব। বিস্তারিত জানতে পেইজে চোখ রাখুন।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ –
-
The German Academic Exchange Service (DAAD)
বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পশ্চিমা ইউরোপের দেশ জার্মানি উচ্চশিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিনা টিউশন ফিতে লেখাপড়া করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপের সুবিধা পেয়ে থাএ।
জার্মানিতে যত স্কলারশিপ আছে The German Academic Exchange Service (DAAD) সবগুলোর মাঝে অন্যতম একটি স্কলারশিপ।
The German Academic Exchange Service (DAAD) আন্তর্জার্তিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে। এই রকম একটি স্কলারশিপ হলো Development Related Postgraduate Courses (EPOS) Scholarship এবং এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবে।
-
ক্যামব্রিজ গেটস স্কলারশিপ
যুক্তরাজ্যর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় নানা বৃত্তি দেয়। এ বছরের জন্য বিশ্বে অন্যতম এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে গেটস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন এ বৃত্তির জন্য অর্থায়ন করে থাকে।
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্দার নামে গঠিত ফাউন্ডেশনের অর্থে এ বৃত্তি পান বিশ্বের বিভিন্ন বিদেশি শিক্ষার্থীরা। ডিপ্লোমা, মাস্টার্স ও পিএইচডির জন্য এ বৃত্তি দেওয়া হয়।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ –
-
স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ
হাঙ্গেরি সরকার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২২-২৩’ কর্মসূচির আওতায় বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। এ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ও নিউক্লিয়ার এনার্জেটিকসে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন।
হাঙ্গেরি সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি ও স্কলারশিপের যাবতীয় তথ্য প্রকাশ করে থাকে। সুতরাং আপনার লক্ষ্য যদি হয় এই স্কলারশিপ নিয়ে পড়া, তা হলে অবশ্যই ওয়েবসাইট গুলো নিয়মিত ভিজিট করুন।
কারণ, হাঙ্গেরি সরকার ওয়েবসাইটগুলিতে ভর্তির সময় ও স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য দিয়ে থাকেন। অবশ্য আমরাও চেষ্টা করি নিয়মিত ভর্তি ও বৃত্তির তথ্য গুলো আপডেট রাখার।
বাংলাদেশিদের জন্য সেরা ১০টি স্কলারশিপ –
-
চীনের অভ্যন্তরীণ স্কলারশিপ
চীন নামটা শুনলে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বিরূপ মনোভাব লক্ষ করা যায় কিন্তু চীনেই আমাদের জন্য রয়েছে ভালো স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ।
ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম ১০০ ইউনিভার্সিটির মধ্যে বর্তমানে ৬টি ইউনিভার্সিটি আছে চীনের এবং বর্তমান সময় অনেক ভালো ভালো রিসার্চ কিন্তু চীনে হচ্ছে। এখানে পড়াশোনা শেষ করে অনেকেই এখন ইউরোপ আমেরিকাসহ পুরো বিশ্বের বিভিন্ন জায়গাতে ভালো ভালো কাজ করছেন।
তাই সময় নষ্ট না করে চীনকেও আপনি আপনার উচ্চশিক্ষার একটা গন্তব্যস্থান বানাতে পারেন।
এমনই আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের আপডেটের সাথে থাকতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Comments ২