বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বাংলা ২য় | SSC | নবম ও দশম শ্রেণী: নবম ও দশম শ্রেণীয় বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে এখানে। আপনারা যদি চান এখান থেকে PDF ফাইল ও ডাউনলোড করতে পারবেন ।
বাংলা ২য় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর গুলো নিম্নরুপ:
০১। খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
ক. স্ত্রীবাচক হয়
খ. পুরুষবাচক হয়
গ. নিত্য পুরুষবাচক হয়
ঘ. নিত্য স্ত্রীবাচক হয়
০২। বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে?
ক. বিশেষণ
খ. অব্যয়
গ. সর্বনাম
ঘ. বিশেষ্য
০৩। কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নন্দাই-ননদ
খ. পাগল-পাগলিনী
গ. ভাই-বোন
ঘ. দেবর-ননদ
০৪। কোন শব্দটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
ক. জেলেনী
খ. কৃষাণী
গ. চাকরানী
ঘ. সাপিনী
০৫। নী প্রত্যয় যুক্ত কোন শব্দে অবজ্ঞার ভাব প্রকাশ পায়?
ক. ননদিনী
খ. ডাক্তারনী
গ. চাকরানী
ঘ. ঠাকুরানী
০৬। পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে স্ত্রীবাচক শব্দে ‘নী’ হয় এবং ‘ঈ’ ই হয়Ñ এর উদাহরণ কোনটি?
ক. নাপিতানী
খ. বাঘিনী
গ. ভিখারিনী
ঘ. ধোপানী
০৭। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. মজুরানী
খ. ঠাকুরন
গ. সৎমা
ঘ. মলিনা
০৮। নিচের কোন দ্বিরুক্তিটি বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে?
ক. মরি মরি কী সুন্দর সকাল
খ. যেতে যেতে দেখলাম
গ. মুখে মুখে খবরটি ছড়িয়ে গেল
ঘ. ঝর ঝর ঝরিছে শ্রাবণ ধারা
০৯। কোন বাক্যে ক্রিয়া বিশেষণের দ্বিরুক্ত হয়েছে?
ক. কাল কাল চেহারা
খ. তোমার নেই নেই ভাব গেল না
গ. ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে
ঘ. ফোড়াটা টনটন করছে
১০। স্বল্পকাল স্থায়ী বুঝাতে নিচের কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে?
ক. দেখে দেখে যেও
খ. দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল
গ. রোগীর যায় যায় অবস্থা
ঘ. ঝির ঝির করে বাতাস বইছে
১১। নিচের কোন বাক্যের দ্বিরুক্তি ভাবের গভীরতা বুঝাতে ব্যবহৃত হয়েছে?
ক. বার বার সে কামান গর্জে উঠল
খ. ভয়ে গা ছম ছম করছে
গ. তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল
ঘ. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
১২। ভাবের গভীরতা বুঝাতে অব্যয় পদের দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক. ছি ছি, তুমি কী করেছ?
খ. ঝির ঝির করে বাতাস বইছে
গ. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
ঘ. বারবার কামান গর্জে উঠল
১৩। ধ্বনি ব্যঞ্জনা বুঝাতে কোন দ্বিরুক্ত ব্যবহৃত হয়েছে?
ক. ডেকে ডেকে হয়রান হয়েছি
খ. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
গ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘ. গা ছমছম করছে
১৪। দ্বিরুক্ত গঠনের সময় আদিস্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে?
ক. মারামারি
খ. ছট্ফট্
গ. চুপচাপ
ঘ. চাল-চলন
১৫. ‘ষোল’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি?
ক. ১৬
খ. ষষ্ঠীতম
গ. ষোলই
ঘ. ষোড়শ
১৬. ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. তেরতম
খ. ১৩
গ. ত্রয়োদশ
ঘ. তেরই
১৭. বাংলা ভাষায় তারিখবাচক শব্দগুলো কোন নিয়মে সাধিত হয়?
ক. বাংলা
খ. আরবি
গ. ফারসি
ঘ. হিন্দি
১৮. ‘দোসরা’ — তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি
খ. বাংলা
গ. উর্দু
ঘ. ফারসি
১৯. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
ক. চৌঠা
খ. দশই
গ. একুশে
ঘ. তেইশে
২০. তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক. তিন
খ. চৌঠা
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
২১। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক. বিশেষ্য এবং সর্বনাম পদ
খ. বিশেষ্য এবং বিশেষণ পদ
গ. সর্বনাম এবং ক্রিয়া পদ
ঘ. সর্বনাম এবং বিশেষণ পদ
২২। কোনটি একবচনের উদাহরণ?
ক. মানুষ মরণশীল
খ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
গ. লোকে বলে
ঘ. বনে বাঘ থাকে
২৩। কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বাগানে ফুল ফুটেছে
খ. মানুষ মরণশীল
গ. আকাশে চাঁদ উঠেছে
ঘ. বনে বাঘ আছে
২৪। কোন বহুবচন বাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. ফুল
খ. দাম
গ. গুচ্ছ
ঘ. বৃন্দ
২৫। উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলি?
ক. বৃন্দ, মÐলী
খ. কুল, সকল
গ. মালা, রাজি
ঘ. গুলা, রা
২৬। ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক. পক্ষী
খ. টাকা
গ. ছাত্র
ঘ. পর্বত
২৭। কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক. মনুষ্যযূশ
খ. পক্ষীবৃন্দ
গ. জলরাজি
ঘ. মাতৃকুল
২৮। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দটি ব্যবহৃত হয়?
ক. বর্গ
খ. কুল
গ. মালা
ঘ. গণ
২৯। ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক. প্রাণিবাচক
খ. সমষ্টিবাচক
গ. ইতর প্রাণিবাচক
ঘ. প্রাণী ও অপ্রাণিবাচক
৩০। কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ/প্রত্যয় কোনটি?
ক. ফুল
খ. মালা/রাজি/রাশি
গ. সমাজ
ঘ. মন্ডলী
৩১. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
খ. সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
গ. সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
ঘ. সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
৩২. অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?
ক. সমাস
খ. কারক
গ. বাচ্য
ঘ. বচন
৩৩. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?
ক. আরবি
খ. ফারসি
গ. সংস্কৃত
ঘ. ইংরেজি
৩৪. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে
ক. কারক
খ. ধাতু
গ. প্রকৃতি
ঘ. সন্ধি
৩৫. সমাস সাধিত পদ কোনটি?
ক. চাষী
খ. বোনাই
গ. মানব
ঘ. দম্পতি
৩৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক. সমস্যমান পদ
খ. ব্যাসবাক্য
গ. সমাসবাক্য
ঘ. সমস্তপদ
৩৭. সমস্ত শব্দটির অন্তর্গত পদগুলোকে বলা হয় –
ক. সমস্যমান পদ
খ. ব্যাসবাক্য
গ. সমাসবদ্ধ পদ
ঘ উত্তরপদ
৩৮. সমাসবদ্ধ বা সমাসনিস্পন্ন পদটির নাম কী?
ক. ব্যাসবাক্য
খ. বিগ্রহবাক্য
গ. সমস্যমান পদ
গ. সমস্তপদ
৩৯. সমাসবদ্ধ পদের পরবতীর্ অংশকে কী বলা হয়?
ক. পূর্বপদ
খ. দক্ষিণ পদ
গ. উত্তরপদ
ঘ. প্রধানপদ
৪০. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহবাক্য
খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য
ঘ. জটিল বাক্য
৪১. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
ক. প্রথমে
খ. মাঝে
গ. শেষে
ঘ. কোথাও না
৪২. পদাশ্রিত নির্দেশক-এর অপর নাম –
ক. অনন¦য়ী অব্যয়
খ. পদাশ্রিত অব্যয়
গ. পদান¦য়ী অব্যয়
ঘ. সমুচ্চয়ী অব্যয়
৪৩. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তাকে কী বলে?
ক. সংখ্যা
খ. পদাশ্রিত নির্দেশক
গ. লিঙ্গ
ঘ. উপসর্গ
৪৪. পদাশ্রিত নির্দেশক কিসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?
ক. বচনের
খ. ব্যক্তি বা বস্তুর
গ. সংখ্যার
ঘ. পদের
৪৫. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় –
ক. অ-কে
খ. অহ-কে
গ. ঞযব-কে
ঘ. অ, অহ ও ঞযব-কে
৪৬. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
ক. ক্রিয়া
খ. বাক্য
গ. বচন
ঘ. অর্থ
৪৭. —- পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?
ক. বচনভেদে
খ. লিঙ্গভেদে
গ. অর্থভেদে
ঘ. কারকভেদে
৪৮. টি, টা, খানা, খানি নির্দেশকগুলো কখন ব্যবহৃত হয়?
ক. একবচনে
খ. বহুবচনে
গ. উভয় বচনে
ঘ. স্বল্পতা
৪৯. কোনটি একবচনের পদাশ্রিত নির্দেশক?
ক. মানুষগুলো
খ. লাঠিগাছা
গ. চারটে ভাত
ঘ. আমগুলো
৫০. দৈর্ঘ্য বুঝাতে কী ব্যবহৃত হয়?
ক. খান, খানা
খ. টি, টা
গ. গাছ, গাছি
ঘ. টুক, টুকুন
উত্তর মালা:
১ | খ | ২ | ক | ৩ | ক | ৪ | খ | ৫ | খ |
৬ | গ | ৭ | গ | ৮ | ঘ | ৯ | গ | ১০ | খ |
১১ | গ | ১২ | ক | ১৩ | গ | ১৪ | গ | ১৫ | ঘ |
১৬ | গ | ১৭ | ক | ১৮ | ক | ১৯ | গ | ২০ | খ |
২১ | ক | ২২ | খ | ২৩ | গ | ২৪ | ঘ | ২৫ | ক |
২৬ | গ | ২৭ | ঘ | ২৮ | খ | ২৯ | ঘ | ৩০ | খ |
৩১ | গ | ৩২ | ক | ৩৩ | গ | ৩৪ | ঘ | ৩৫ | ঘ |
৩৬ | ক | ৩৭ | ক | ৩৮ | গ | ৩৯ | গ | ৪০ | ক |
৪১ | গ | ৪২ | খ | ৪৩ | খ | ৪৪ | খ | ৪৫ | গ |
৪৬ | গ | ৪৭ | ক | ৪৮ | ক | ৪৯ | খ | ৫০ | গ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।