ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৪২-৪৩: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৪২. নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী বিষয় কোড: ২ ৯ ২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্র পূর্ণমানÑ ৭০
১. মি. সজীবের এক কোটি টাকা আছে। এই টাকা সে কোথাও বিনিয়োগ করতে চায়। সে জন্য সে নিæের দুটি প্রকল্প বিবেচনা করে:
পণ্ঠতঞ্ঝাশিত আএয়র হার সংশিদ্দ”¡ ঝুঁিকর পরিমাণ
প্রকল্প-ক ১২% ৮%
প্রকল্প-খ ১৫% ১২%
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়? ২
গ. মি. সজীবের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. সজীব উক্ত প্রকল্প মূল্যায়নে অর্থায়নের কোন নীতি অনুসরণ করবে? বিশ্লেষণ করো। ৪
২. বেক্সিমকো কোম্পানি কর্মচারীদের বেতন পরিশোধ করতে গিয়ে সাময়িক আর্থিক সমস্যায় পড়ে। এ জন্য কোম্পানিটি ব্যাংক হতে জমাতিরিক্ত ঋণ গ্রহণ করে। অপর দিকে স্কয়ার কোম্পানি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য বাজারে শেয়ার ইস্যু করার মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। যদিও কোম্পানির ব্যাংক হতে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহের সুযোগ ছিল।
ক. বন্ড কী? ১
খ. মানি লন্ডারিং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের বেক্সিমকো কোম্পানি কোন ধরনের আর্থিক বাজার হতে মূলধন সংগ্রহ করছে? তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত স্কয়ার কোম্পানি কর্তৃক আর্থিক বাজারের ধরন নির্বাচনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
৩. সামিহা একজন উদ্যোক্তা। তিনি নিজ উদ্যোগে ব্যবসা করতে চান। ব্যবসা করতে মোট ১০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু তার ৬ লক্ষ টাকা নিজস্ব মূলধন রয়েছে। বাকি ৪ লক্ষ টাকা তিনি সোনালী অথবা জনতা ব্যাংক হতে আগামী ৫ বছরের জন্য ঋণ গ্রহণ করতে পারেন। সোনালী ব্যাংক হতে ঋণ নিলে বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে। অন্যদিকে জনতা ব্যাংক হতে ঋণ নিলে মাসিক ৯% চক্রবৃদ্ধি সুদে মেয়াদ শেষে পরিশোধ করতে হবে।
ক. অর্থের সময়মূল্য কী? ১
খ. সাধারণ বৃত্তি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে সামিহা সোনালী ব্যাংক হতে ঋণ নিলে সুদ-আসলে কত টাকা পরিশোধ করতে হবে? ৩
ঘ. উদ্দীপকের আলোকে সামিহা-এর কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ করা উচিত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৪. এপেক্স কোম্পানি ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ১০ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য ১,০০০ টাকা এবং কুপন রেট ১২% সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়, বন্ডের প্রয়োজনীয়তা আয়ের হার ১৫%।
ক. দীর্ঘমেয়াদি অর্থায়ন কী? ১
খ. জিরো কুপন বন্ড বলতে কী বোঝ? ২
গ. এপেক্স কোম্পানির বন্ডের অন্তর্নিহিত মূল্য কত হবে? ৩
ঘ. বন্ডটির প্রয়োজনীয় আয় বৃদ্ধি পেয়ে ১৭% হলে এবং বাজারমূল্য ১,২০০ টাকা হলে বন্ডটি ক্রয় কি যৌক্তিক হবে? বিশ্লেষণ করো। ৪
৫. আতিফা ক ও খ নামের পরস্পর বর্জনশীল ২টি প্রকল্পের যেকোনো একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। প্রকল্প দুটির নগদ আন্তঃপ্রবাহ নিচে দেয়া হলো:
বছর-১ বছর-২ বছর-৩ বছর-৪ বছর-৫
প্রকল্প-ক ১৬,০০০ ১৫,০০০ ২৬,০০০ ১৯,০০০ ২০,০০০
প্রকল্প-খ ২০,০০০ ২০,০০০ ২০,০০০ ২০,০০০ ২০,০০০
বাট্টার হার ১০% হলে আতিকা প্রকল্প দুটি হতে নিট সম্পদ কী পরিমাণ বৃদ্ধি পাবে তা টাকার অংকে নিশ্চিত করতে চান।
ক. অভ্যন্তরীণ আয়ের হার কী? ১
খ. পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বোঝায়? ২
গ. প্রকল্প ‘খ’ এর পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. আতিফার জন্য কোন প্রকল্পে বিনিয়োগ যৌক্তিক বলে তুমি মনে করো। নিট বর্তমান মূল্য নির্ণয় করে মন্তব্য করো। ৪
৬. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৭ সালের ৩০ জুন তারিখের বিক্রয় ও ব্যয় সংক্রান্ত তথ্য নিæরূপ:
বিক্রয় ১৫,০০০ প্যাকেট
বিক্রয়মূল্য (প্রতি প্যাকেট) ১০ টাকা
প্রতিবর্তনশীল ব্যয় (প্রতি প্যাকেট) ৫ টাকা
মোট স্থির ব্যয় ৫০,০০০ টাকা
ক. নিরাপত্তা প্রান্ত কী? ১
খ. পরিবর্তনশীল ব্যয় বলতে কী বোঝায়? ২
গ. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু কত? ৩
ঘ. উদ্দীপকে প্রতিষ্ঠানটি কত প্যাকেট উৎপাদন করলে নিরাপত্তা সীমায় পৌঁছাতে পারবে। ৪
৭. জনাব হাসিবা একজন ব্যবসায়ী। তিনি ২/১৫, ঘ-৪৫ এই শর্তে ব্যবসায় ঋণ অথবা ১২০ দিন মেয়াদি বাণিজ্যিক কাগজ এর মাধ্যমে ঋণ নিতে পারেন। প্রতিটি বাণিজ্যিক কাগজের লিখিত মƒল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ৯৫ টাকা।
ক. ফ্যাক্টরিং কী? ১
খ. ব্যবসায় ঋণ বলতে কী বোঝায়? ২
গ. বাণিজ্যিক কাগজের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে জনাব হাসিবার জন্য ব্যবসায় ঋণ ও বাণিজ্যিক কাগজের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত? মন্তব্য করো। ৪
৮. চলনবিল কোম্পানি লি.-এর ২০১৫ সালের বার্ষিক মজুদ পণ্যের পরিমাণ ২,০০,০০০ একক। প্রতিবার ফরমায়েশের বহন ও বিমা খরচ ২০০ টাকা। প্রতিটি ফরমায়েশের গুদামজাতকরণ ও সংরক্ষণ ব্যয় ৫০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রয় আদেশ দেয়ার ক্ষেত্রে নিরাপত্তা মজুদ হিসাবে ২,০০০ টাকা একক এবং সংগ্রহের সময় ৩ দিনকে বিবেচনা করে। প্রতিষ্ঠানটি সারা বছর ৩২০ দিন সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি আশা করছে তাদের ২০১৬ সালের বার্ষিক চাহিদার পরিমাণ ৩,০০,০০০ একক হবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফরমায়েশকৃত পণ্য সংগ্রহ করতে ৭ দিন সময় লাগবে।
ক. ব্যবসায় ঋণ কী? ১
খ. ব্যবসায় মজুদ বলতে কী বোঝায়? ২
গ. প্রতিষ্ঠানটির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. ২০১৫ সালের পুনঃফরমায়েশ স্তর ২০১৬ সালের কতটুকু কার্যকর হবে? যুক্তিসহ মন্তব্য করো। ৪
৯. আরএফএল লিমিটেড-এর মূলধনের উৎস। প্রতিটি উৎসের ব্যয় ও ভার নিæরূপ:
মূলধনের প্রকার ভার ব্যয়
সাধারণ শেয়ার ৫০%
অগ্রাধিকার শেয়ার ২০% ১০%
ঋণপত্র ২৫% ১৫%
সংরক্ষিত আয় ৫%
মোট ১০০%
অন্যান্য তথ্যসমূহ :
প্রতিষ্ঠানটির অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ () ০.৫০।
ঝুঁকিবিহীন আয়ের হার (জভ) ১০% এবং বাজার আয়ের হার (জস) ১৫%।
কোম্পানির কর্পোরেট ব্যবহার (ঞৎ) ৩৭% ও ব্যক্তিগত করহার (চঞ) ২৫%।
ক. উত্তরণ ব্যয় কী? ১
খ. ঋণ তহবিল সর্বাপেক্ষা কম ব্যয়যুক্ত মূলধনের উৎস- কেন? ২
গ. আরএফএল লিমিডেট-এর সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. আরএফএল লিমিটেড তাদের গড় মূলধন ব্যয় ১২% এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কী? তোমার মতামত দাও। ৪
১০. জনাক তুষার তার জমানো ১০ লক্ষ টাকা কোনো একটি লাভজনক প্রকল্পে বিনিয়োগে আগ্রহী। তার সামনে নিচের দুটি প্রকল্প রয়েছে। তিনি প্রকল্প দুটির মধ্যে থেকে কম ঝুঁকিপূর্ণ প্রকল্প বাছাই করতে চান।
আর্থিক অবস্থা প্রত্যাশিত আয় সম্ভাবনা
প্রকল্প-ঢ প্রকল্প-ণ
মহা উন্নতি ২০,০০০ ১৬,০০০ ৫০%
স্বাভাবিক ১২,০০০ ১০,০০০ ৩০%
মহামন্দা ২০,০০০ ১৫,০০০ ২০%
ক. পোর্টফোলিও ঝুঁকি কী? ১
খ. বাজার ঝুঁকিকে কেন অপরিহারযোগ্য ঝুঁকি বলে? ২
গ. উপরের বর্ণিত উদ্দীপকের আলোকে প্রকল্প ‘ঢ’-এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. জনাব তুষারের জন্য কোন প্রকল্পটি গ্রহণ করা ভালো হবে বলে তুমি মনে করো? প্রকল্প দুটির বিভেদাংকের মানের আলোকে তা বিশ্লেষণ করো। ৪
১১. জনাব ফেরদৌস একজন নতুন বিনিয়োগকারী। তিনি ২৫,০০,০০০ টাকা মূলধন দিয়ে আশা কোম্পানির শেয়ার ক্রয় করেন। পোশাক শিল্পে অগ্নিকাণ্ডের ফলে জনাব ফেরদৌসের লাভের পরিবর্তে মূলধন হ্রাস পেল। আর্থিক অবস্থার কথা ভেবে একজন বিনিয়োগ পরামর্শদাতার নিকট পরামর্শ চাইলে তিনি পরবর্তীতে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার পরামর্শ দেন।
ক. অর্থায়ন কী? ১
খ. মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝ? ২
গ. ফেরদৌসের বিনিয়োগে অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব ফেরদৌসের একাধিক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ কতটা যৌক্তিক বলে তুমি মনে করো। ৪
৪৩. কুমিল¬া ভিক্টোরিয়া সরকারি কলেজ বিষয় কোড: ২ ৯ ২
সময়Ñ ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্র পূর্ণমানÑ ৭০
১. বর্তমান সরকার জনগণবান্ধব সরকার। যানজট নিরসন ও জনগণের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এ সরকার পদ্মা নদীর উপর দিয়ে একটি দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটিতে অধিক মূলধনের প্রয়োজন হওয়ায় সরকার প্রদত্ত অর্থের সুষ্ঠু ব্যবহারের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করলো। উক্ত কমিটি অর্থ যোগানের বিভিন্ন উৎস নির্ধারণ করলো। বর্তমানে প্রকল্পটির বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।
ক. অর্থায়ন সিদ্ধান্ত কী? ১
খ. সম্পদ সর্বাধিকরণ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে সেতু নির্মাণে কোন ধরনের অর্থায়ন ঘটেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে গঠিত কমিটির প্রথম কাজ কোনটি বিশ্লেষণ করো। ৪
২. জনাব রশিদ একটি সরকারি প্রতিষ্ঠান হতে অবসর গ্রহণ করেছেন। সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি এককালীন কিছু অর্থ পাবেন। তাছাড়া ও তার কিছু ব্যক্তিগত সঞ্চয় রয়েছে। এর বাহিরেও বাড়িভাড়া বাবদ তার কিছু অর্থ প্রাপ্তি ঘটে। তিনি তার এই টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন। তবে তিনি খুব বেশি ঝুঁকি গ্রহণ করতে নারাজ। এ বিষয়ে তার শুভাকাক্সক্ষীদের ও শেয়ার বিনিয়োগকারীদের সাথে পরামর্শ করলে তারা তাকে প্রাথমিক বাজারে বিনিয়োগ করার পরামর্শ দিলেন।
ক. আর্থিক বাজার কী? ১
খ. মানি লন্ডারিং বলতে কী বোঝ? ২
গ. জনাব রশিদ অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগ না করে কেন শেয়ার বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন? ৩
ঘ. উদ্দীপকের আলোকে জনাব রশিদের প্রাথমিক বাজারে বিনিয়োগের যথার্থতা ব্যাখ্যা করো। ৪
৩. জনাব ফয়েজ একজন সচেতন মোমবাতি ব্যবসায়ী। তার প্রতিটি মোমবাতির বিক্রয়মূল্য নির্ধারণ করেন ২০০ টাকা। প্রতিটি মোমবাতির জন্য তার পরিবর্তনশীল ব্যয় ১৫০ টাকা। তার দোকানের মাসিক ভাড়া ১,০০,০০০ টাকা।
ক. সমচ্ছেদ বিন্দু কী? ১
খ. নগদ প্রবাহ বিবরণী বলতে কী বোঝায়? ২
গ. জনাব ফয়েজ মাসিক ৩০,০০০ টাকা মুনাফা করতে চাইলে মোট কতটি মোমবাতি বিক্রয় করতে হবে? ৩
ঘ. জনাব ফয়েজ যদি ৫,০০০ মোমবাতি বিক্রয় করে ১,০০,০০০ টাকা মুনাফা অর্জন করতে চায় তবে তার প্রতিটি মোমবাতি কত টাকা দরে বিক্রয় করতে হবে? ৪
৪. মি. জামান একজন ক্ষুদ্র্র ব্যবসায়ী। তিনি ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য ২/১০/হ ৩০ শর্তে ব্যবসায়িক ঋণগ্রহণ করলেন। তার আরেক বন্ধু তাকে ঢাকা ব্যাংক হতে ১৫% মাসিক চক্রবৃদ্ধি সুদে স্বল্পমেয়াদি অর্থ সংস্থানের প্রস্তাব দিলেন।
ক. বাণিজ্যিক পত্র কী? ১
খ. চলতি মূলধন ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? ২
গ. মি. জামানের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত মি. জামানের কোন ধরনের টাকা গ্রহণ করা যুক্তিযুক্ত? ৪
৫. অইঈ লি.-এর মূলধন কাঠামো নিæে ছকে দেওয়া হলো:
মূলধনের উৎস টাকা
সাধারণ শেয়ার মূলধন (৫০০ শেয়ার) ৫০,০০০
১২% ঋণপত্র ৩০,০০০
১২% অগ্রাধিকার শেয়ার ২০,০০০
মোট ১,০০,০০০
কোম্পানি সাধারণ শেয়ার বর্তমানে বাজারে বিক্রি করছে ১২০ টাকা। কোম্পানি গত বৎসর ১২% নগদ লভ্যাংশ করেছে যা প্রতি বৎসর ৭% হারে বৃদ্ধি পায়। কর্পোরেট করের হার ৪০%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. কেন নতুন সাধারণ শেয়ার এর ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয় অপেক্ষা বেশি হয়? ২
গ. উদ্দীপকে অইঈ লি.-এর সার্বিক গড় মূলধন ব্যয় কত? ৩
ঘ. কোম্পানি যদি অতিরিক্ত ৩০,০০০ টাকা ১২% অগ্রাধিকার শেয়ার এর মাধ্যমে মূলধন সংগ্রহ করে তাহলে মূলধন ব্যয়ের উপর যে প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৬. মাসুম সাহেব গ্লোবাল লি.-এর ৫ বৎসর মেয়াদি ১৫% কুপন বন্ডে বিনিয়োগ করার কথা চিন্তা করছেন। প্রতিটি বন্ডে বর্তমান ক্রয়মূল্য ২,৫০০ টাকা। জনাব মাসুম সাহেবের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. জিরো কুপন বন্ড কী? ১
খ. হাইব্রিড সিকিউরিটি বলতে কী বোঝ? ২
গ. বন্ডটির লিখিত মূল্য ২,০০০ টাকা হলে বর্তমান বাজারমূল্য নির্ণয় করো। ৩
ঘ. জনাব মামুন সাহেবের বিনিয়োগ সিদ্ধান্ত কী হওয়া উচিত ব্যাখ্যা করো। ৪
৭. আনোয়ার এন্টারপ্রাইজ লি. ২,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে আগ্রহী। উক্ত মেশিনের আমদানি শুল্ক ১০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা। ৫ বছর পর মেশিনের ভগ্নাবশের মূল্য ২,০০০ টাকা। উক্ত মেশিন হতে কত পরবর্তী মুনাফা নিæরূপ:
বছর ১ ২ ৩ ৪ ৫
কর-পরবতট্টী মুনাফা ৪০,০০০ ৬০,০০০ ৭০,০০০ ৫৫,০০০ ৩০,০০০
ক. পরিশোধ কাল কী? ১
খ. মূলধন রেশনিং বলতে কী বোঝায়? ২
গ. প্রকল্পটি নিট বর্তমান মূল্য বের করো যদি মূলধন ব্যয়ের হার ১২% হয়। ৩
ঘ. প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত হবে কিনা তা ওজজ নির্ণয়ের মাধ্যমে ব্যাখ্যা করো। ৪
৮. রিনার বাবা রিনাকে প্রতিশ্রতি দিলেন রিনার ১৮তম জš§দিনে তাকে একটি গাড়ি কিনে দিবেন। গাড়িটি কিনতে ঐ সময় ৮,০০,০০০ টাকার দরকার হবে। আজ রিনার ৮ম জš§দিন। ব্যাংক জমার উপর ১০% সুদ প্রদান করে।
ক. অর্থের সময় মূল্য কী? ১
খ. চক্রবৃদ্ধি বলতে কী বোঝ? ২
গ. গাড়িটি যথাসময়ে কিনতে হলে রিনার বাবাকে কত টাকা করে প্রত্যেক মাসের শুরুতে জমা করতে হবে? ৩
ঘ. উদ্দীপকে রিনার বাবা যদি প্রতি মাসের শেষে ৫,০০০ টাকা জমা করে তাহলে গাড়িটি কিনতে কত বৎসর লাগবে। ৪
৯. নিচের সারণি দুটি কোম্পানির আয়ের হার ও সম্ভাবনা দেয়া হলো:
অর্থনৈতিক অবস্থা সম্ভাবনা বাৎসরিক আয়ের হার
অইঈ ঢণত
খারাপ ২০% -৬% ৪%
স্বাভাবিক ৫০% ১২% ১০%
ভালো ৩০% ১৬% ১৮%
ক. অনিশ্চয়তা কী? ১
খ. পোর্টফোলিও বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে কোন কোম্পানির প্রত্যাশিত আয় উত্তম? ৩
ঘ. উদ্দীপকে কোম্পানি দুটির ঝুঁকি বিবেচনায় তুমি কোন কোম্পানির শেয়ার ক্রয় করবে। ৪
১০. ঢণত কোম্পানি লি. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি। সম্প্রতি কোম্পানিটি দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করার কথা ভাবছে। তাই এমন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চাচ্ছে যেখানে খরচ সর্বনিæ হয়। প্রতিষ্ঠানটি ২টি বিকল্প উৎস মূল্যায়ন করছে। সাধারণ শেয়ার এর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এ বছর ১০ টাকা হারে লভ্যাংশ দিয়েছে এবং ভবিষ্যতে তা অপরিবর্তিত থাকবে। কোম্পানির শেয়ারের বাজারমূল্য ১০৫ টাকা। অন্যদিকে ১০% কুপন রেটে ১০ বছর মেয়াদি ১,০০০ টাকা লিখিত মূল্যের বন্ড ১,১০০ টাকায় ইস্যু করতে পারবে। যার ইস্যু বাবদ খরচ হবে ২০ টাকা এবং কর হার ২০%।
ক. উত্তরণ ব্যয় কী? ১
খ. বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না? ব্যাখ্যা করো। ২
গ. ঢণত কোম্পানি লি.-এর সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. কোন উৎস থেকে ঢণত কোম্পানি লি.-এর তহবিল সংগ্রহ অধিক যুক্তিযুক্ত হবে তা মূল্যায়ন করো। ৪
১১. উত্তরা পেপার মিল উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ৬,০০,০০০ টাকা ব্যয়ে একটি স্বয়ংক্রিয় মেশিন স্থাপন ৪ বৎসরের কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ (ঈঋইঞ) নিæরূপ প্রাক্কলন করা হয়েছে:
বৎসর ১ ২ ৩ ৪
কর-পƒবট্টবতট্টী নগদ আ ঃপণ্ঠবাহ (টাকা) ১,৬০,০০০ ১,৮০,০০০ ১,৭০,০০০ ১,৬৪,০০০
প্রতিষ্ঠানটি ৪০% হারে কর দিতে হয়। এবং প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. মূলধন বাজেটিং বলতে কী বোঝ? ১
খ. স্বাধীন প্রকল্প কী? ২
গ. প্রকল্পটির কর-পরবর্তী নগদ আন্তঃ প্রবাহ নির্ণয় করো। ৩
ঘ. প্রকল্পটির নিট বর্তমান মূল্যের ভিত্তিতে নতুন মেশিনটি ক্রয় করা উচিত হবে কী? ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।