ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ২১-২২ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
২১. ঢাকা কমার্স কলেজ বিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
ক বিভাগ: ফিন্যান্স
১.জনাব রেশাদ একজন বিনিয়োগকারী। তিনি বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার বিবেচ্য দুইটি কোম্পানির তথ্য নিæরূপ:
কোম্পানি প্রত্যাশিত আয়ের হার পরিমিত ব্যবধান
অ ১০% ৪%
ই ১৩% ৬%
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. তারল্য সংকট দ্বারা কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়? ২
গ. যদি উদ্দীপকের জনাব রেশাদ ই কোম্পানিতে বিনিয়োগ করেন, তাহলে তা অর্থায়নের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? ৩
ঘ. যদি জনাব রেশাদ উভয় কোম্পানিতে বিনিয়োগ করে, তাহলে অর্থায়নের নীতির আওতায় তার বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪
২.আবির কোম্পানি লি. তাদের ব্যবসায় সম্প্রসারণের জন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় কোম্পানির ব্যবস্থাপক শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। অপর দিকে, জনাব আতিক একজন পোশাক আমদানিকারক। তিনি পোশাক আমদানি করার সময় অবৈধ উপায় অবলম্বনের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন এবং সেই অর্থ কলকাতায় ‘ঘঢ’ ব্যাংকে আমানত হিসাবে জমা করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের তদন্তের মধ্যে তার এই কার্যকলাপ ধরা পড়ে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ক. আর্থিক বাজার কী? ১
খ. ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে আবির কোম্পানি লি. কোন ধরনের বাজার থেকে মূলধন সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. আইন অনুযায়ী জনাব আতিকের ব্যবসায়টি অবৈধ ব্যাখ্যা করো। ৪
৩.জনাব ফাহাদ একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার। সে তার বেতন থেকে কিছু অর্থ সঞ্চয়ী হিাসবে জমা করতে আগ্রহী। একতা ব্যাংক তাকে ৮% সুদ দিবে যদি সে প্রতি বছর ৬০,০০০ টাকা করে ব্যাংকে জমা দেয় আগামী ৫ বছর পর্যন্ত। অন্যদিকে, ধানসিঁড়ি ব্যাংক তাকে ৭% সুদ দিবে যদি সে আগামী ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা জমা দেয়।
ক. অর্থের সময় মূল্য কী? ১
খ. প্রদেয় বার্ষিকী বলতে কী বোঝ? ২
গ. জনাব ফাহাদ একতা ব্যাংক থেকে ৫ বছর পর কত টাকা উত্তোলন করতে পারবে? ৩
ঘ. জনাব ফাহাদের কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত বলে তুমি মনে করো? গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। ৪
৪.জনাব জাভেদ ফিন্যান্স বইয়ের একজন লেখক। সে প্রকাশকের নিকট থেকে ৩টি প্রস্তাব পেয়েছে।
প্রস্তাব-১: প্রকাশক তাকে বর্তমানে ৬,০০,০০০ টাকা প্রদান করবে।
প্রস্তাব-২: প্রকাশক তাকে আগামী ১০ বছর পর্যন্ত প্রতি বছরের শেষে ১,০৫,০০০ টাকা করে প্রদান করবে।
প্রস্তাব-৩: প্রকাশক তাকে আগামী ১০ বছর পর্যন্ত প্রতি বছরের শুরুতে ১,০০,০০০ টাকা প্রদান করবে।
ক. ভবিষ্যৎ মূল্য কী? ১
খ. অর্থের সময় মূল্যের প্রধান কারণ কী হবে তুমি মনে করো। ২
গ. প্রস্তাব-২ এর বর্তমান মূল্য নির্ণয় করো। ৩
ঘ. জনাব জাভেদের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৫.নিæে জাকার কোম্পানি লি.-এর কিছু তথ্য দেয়া হলো:
মোট বিক্রয়ের পরিমাণ ৪০,০০,০০০ টাকা
মোট বিক্রয় (বার্ষিক) ৮০,০০০ একক
গুদাম ভাড়া (বার্ষিক) ১০,০০০ টাকা
অফিস ভাড়া (ত্রৈমাসিক) ১৫,০০০ টাকা
ফ্যাক্টরির ঘর ভাড়া (বার্ষিক) ১,০০,০০০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা
ক. নগদ প্রবাহ বিবরণী কী? ১
খ. অবচয়কে কেন অনগদ খরচ বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে কোম্পানির ব্যবস্থাপক ৬০,০০০ টাকা মুনাফা উপার্জন করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে? ৩
ঘ. উদ্দীপকটিতে যদি প্রতি এককের বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি করা হয় তবে সমচ্ছেদ বিন্দুর ওপর কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ৪
৬.জনাব জামান একজন সফল মোটর বাইক ব্যবসায়ী। তিনি ঐঊজঙ কোম্পানির বাইক ৩/১০, নিট ৩০ শর্তে ধারে ক্রয় করতে পারেন। আবার, তিনি ইচ্ছা করলে ৪/১০, নিট ২৫ শর্তে ইঅঔঅঔ কোম্পানির বাইক ধারে ক্রয় করতে পারেন।
ক. বাণিজ্যিক পত্র কী? ১
খ. স্বল্পমেয়াদি ঋণ প্রতিষ্ঠানের কোন প্রয়োজনে ব্যবহার করা হয়? ২
গ. উদ্দীপকের আলোকে জনাব জামানের ঐঊজঙ কোম্পানির ব্যবসায় ঋণের ব্যয় কত? ৩
ঘ. দুই প্রস্তাবের মধ্যে জনাব জামানের জন্য কোন প্রস্তাবটি অধিক গ্রহণযোগ্য? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
খ বিভাগ: ব্যাংকিং
৭.জনাব নুরুল ইসলাম সাহেব দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। তার প্রত্যাশিত আয়ের হার ৮%। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে ১,০০০ টাকা অভিহিত মূল্যের দুইটি বন্ড পছন্দ করেন। বন্ড দুইটির প্রাসঙ্গিক তথ্য নিচে দেওয়া হলো
বন্ড কুপন সুদের হার মেয়াদ বাজারমূল্য
চ ১০% ২০ ৯০০
ক ১২% ১৫ ১,১০০
ক. কল বন্ড কী? ১
খ. ‘অগ্রাধিকার শেয়ার একটি সংকর জাতীয় সিকিউরিটি’ ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপক অনুযায়ী ‘চ’ বন্ড এর মূল্য নির্ণয় করো। ৩
ঘ. মেয়াদ শেষে আয়ের হারের ভিত্তিতে ‘ক’ বন্ড এর বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন করো। ৪
৮.মেঘনা লি.-এর মূলধন কাঠামো নিæরূপ:
সাধারণ শেয়ার (লিখিত মূল্য ১০০ টাকা) ২০,০০,০০০ টাকা
১০% অগ্রাধিকার শেয়ার মূলধন ১২,০০,০০০ টাকা
১৬% ঋণ মূলধন ৮,০০,০০০ টাকা
মোট = ৪০,০০,০০০ টাকা
মেঘনা লি. প্রতি শেয়ারে ১০ টাকা করে নগদ লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানের সামগ্রিক মূলধন ব্যয় ১১.৮%। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামগ্রিক মূলধন ব্যয় হ্রাসের কথা ভাবছেন। তাই তিনি ঋণ মূলধনের ৫০% সাধারণ শেয়ারে রূপান্তরের জন্য কোম্পানিকে পরামর্শ দেন। প্রতিষ্ঠানটির কর হার ৪০%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. ‘সাধারণ শেয়ারের কোনো ব্যয় নেই’ তুমি কি একমত? ২
গ. মেঘনা লি.-এর সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে ব্যবস্থাপকের পরামর্শটি কতটুকু যৌক্তিক তা সামগ্রিক মূলধন ব্যয় বিবেচনা করে তোমার মতামত দাও। ৪
৯.রামিন কোম্পানি তাদের উৎপাদনের জন্য একটি নতুন মেশিন ক্রয় করতে চাচ্ছে। নিæের দুইটি মেশিনের কর-পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বিবেচনায় এনেছেন। কোম্পানির মূলধন ব্যয় ১৫%।
মেশিন- অ (টাকা)মেশিন- ই (টাকা)
প্রারম্ভিক বিনিয়োগ ৮০,০০০ ৮০,০০০
ভগ্নাবশেষ মূল্য – ৫,০০০
বছর কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ (টাকায়)
১ ২৫,০০০ ২০,০০০
২ ৩০,০০০ ১৫,০০০
৩ ২০,০০০ ১৫,০০০
৪ ২৫,০০০ ২৫,০০০
৫ ৩৫,০০০ ৪০,০০০
ক. মূলধন রেশনিং কী? ১
খ. মূলধন ব্যয় ও নিট বর্তমান মূল্যের মধ্যে সম্পর্ক কী? ২
গ. উদ্দীপকে মেশিন অ-এর গড় আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. নিট বর্তমান মূল্যের ভিত্তিতে রামিন কোম্পানির কোন মেশিনটি ক্রয় করা উচিত হবে বলে তুমি মনে করো গাণিতিকভাবে তা ব্যাখ্যা করো। ৪
১০.নিæে সিকিউরিটি ই ও উ এর গত ৩ বছরের মুনাফার হার দেয়া হলো:
বছর মুনাফার হার (%)
সিকিউরিটি-ইসিকিউরিটি-উ
২০১৪ ১৭ ১৫
২০১৫ ৯ ১০
২০১৬ ১২ ৮
ক. আর্থিক ঝুঁকি কী? ১
খ. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে ‘ই’-সিকিউরিটির পরিমিতি ব্যবধান নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে কোন সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ এবং কেন? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ৪
১১.নিæে দুইটি কোম্পানির শেয়ারের তথ্য দেওয়া হলো
কোম্পানি প্রত্যাশিত আয় আদর্শ বিচ্যুতি
জঙচঙওঘ ৪০% ১৫%
উঙজঞঅ ৪৫% ১৭%
শেয়ার দুইটির মধ্যে সহভেদাংক ০.৯০। সমানভাবে বিনিয়োগ করলে পোর্টফোলিও ঝুঁকির মান হবে ৬৮.০৩%।
ক. ঝুঁকি অধিহার কী? ১
খ. ঈঅচগ বলতে কী বোঝ? ২
গ. যদি তুমি উদ্দীপকের কোম্পানি দুইটির শেয়ারে সমানভাবে বিনিয়োগ করো তাহলে পোর্টফোলিও আয় কত হবে? ৩
ঘ. ‘যদি ৬০: ৪০ অনুপাতে বিনিয়োগ করা হয় তাহলে পোর্টফোলিও ঝুঁকি হ্রাস করা সম্ভব’ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। ৪
২২. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. জনাব রহমান তার সঞ্চিত ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকিমুক্ত কোনো বিনিয়োগ করতে চান এবং নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। কিন্তু জনাব সোলেমান অধিক মুনাফার আশায় অধিক ঝুঁকি নিতেও প্রস্তুত।
ক. তারল্য কী? ১
খ. হস্তান্তরযোগ্য ঝুঁকি বলতে কী বোঝ? ২
গ. জনাব রহমান যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান তবে তিনি কোন ধরনের সিকিউরিটিজ ক্রয় করবেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের জনাব সোলেমান এর গৃহীত বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির অন্তর্ভুক্ত? জনাব রহমান ও জনাব সোলেমানের বিনিয়োগ সিদ্ধান্তের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করো। ৪
২. মি. ওয়ারেন বাফেট বাংলাদেশের বড় শিল্প পণ্য রপ্তানিকারক। তিনি আমদানিকারকদের নিকট থেকে অঙ্গীকারপত্র, বিনিময় বিল ইত্যাদি পেয়ে থাকেন। এসব বিল বাজারে বিক্রয় করে তিনি আগাম অর্থসংস্থান করেন। তিনি তার শিল্পের সম্প্রসারণের জন্য বাজারে শেয়ার বিক্রয় করেন, বিশেষ ধরনের বন্ড বিক্রয়ের বিষয়টিও প্রক্রিয়াধীন। এগুলো বাজারে যথেষ্ট চাহিদা পাওয়ায় মূলধন সংস্থানে মি. ওয়ারেন বাফেটের কোনো সমস্যা হবে না।
ক. বাংলাদেশে কত সালের মানি লন্ডারিং আইন চালু হয়েছে? ১
খ. কোম্পানির স্মারকলিপি বলতে কী বোঝায়? ২
গ. মি. ওয়ারেন বাফেটের প্রাপ্ত বিলসমূহ কোন ধরনের বাজারে বিক্রয় হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘মি. ওয়ারেন বাফেটের মতো ব্যবসায়ীদের মূলধন সংস্থানে পরের বাজারটি মুখ্য ভ‚মিকা রাখে।’ বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। ৪
৩. মি. আনিস ২৫ বছর বয়সী একজন কলেজ গ্রাজুয়েট। সম্প্রতি তিনি একটি নতুন চাকরিতে যোগদান করেছেন, সেখান থেকে তিনি ৪৫ বছর বয়সে অবসর গ্রহণ করতে চান। অবসরকালীন অন্যান্য আয় ছাড়াও মি. আনিস একটি আয়কর মুক্ত সঞ্চয়ী হিসাবে প্রতি বছর ২,০০,০০০ জমা দিতে পারেন অথবা কিস্তিতে একটি ফ্ল্যাট কিনতে পারেন, যার মূল্য ২০ বছর পরে ৬০,০০,০০০ টাকা হবে। উলেখ্য, মি. আনিসের সুযোগ ব্যয় ১০.৭৫%।
ক. বার্ষিক বৃত্তি কাকে বলে? ১
খ. যে বিনিয়োগের মেয়াদ অসীম তার বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া বর্ণনা করো। ২
গ. মি. আনিসকে ফ্ল্যাট ক্রয়ের জন্য প্রতি কিস্তিতে কত টাকা জমা দিতে হবে। ৩
ঘ. উদ্দীপকের মি. আনিসের কোন বিকল্পটি গ্রহণ করা উচিত হবে তা বিশ্লেষণ করো। ৪
৪.জনাব হাশেম সিটি ব্যাংকে করা তার সঞ্চয়ী হিসাবে মাসিক ভিত্তিতে ৫০০ টাকা করে ১০ বছর মেয়াদি স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। সিটি ব্যাংক বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। জনাব কামরুল তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। মুদি দোকান করলে সেখান থেকে আগামী ৪ বছরে যথাক্রমে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ ও ২০,০০০ টাকা পাওয়া যাবে। অন্যদিকে পোলট্রি ফার্ম করলে আগামী ৪ বছর প্রত্যেক বছর ১৫,০০০ টাকা পাওয়া যাবে। সুযোগ ব্যয় হার ৮%।
ক. অর্থের সময়মূল্য কী? ১
খ. বিধি-৭২ কখন প্রযোজ্য হবে? বুঝিয়ে লেখ। ২
গ. সিটি ব্যাংকে জনাব হাশেমের ১০ বছর পরের মোট অর্থের পরিমাপ নির্ণয় করো। ৩
ঘ. জনাব কামরুলের জন্য উত্তম বিনিয়োগ প্রকল্প সুপারিশ করো। ৪
৫.একটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিটি শার্টের বিক্রয়মূল্য ৪৫০ টাকা। প্রতিষ্ঠানের স্থির ব্যয় ১০,০০,০০০ টাকা। প্রতিটি শার্টের পরিবর্তনশীল ব্যয় ২০০ টাকা। মুনাফা বৃদ্ধির কৌশল হিসেবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব শাহীন আগামী বছর প্রতিটি শার্টের বিক্রয়মূল্য ৫০ টাকা কমিয়ে বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন এবং ৮,০০০টি শার্ট বিক্রয় করে ১০,০০,০০০ টাকা মুনাফা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছেন।
ক. ফ্রি নগদ প্রবাহ কী? ১
খ. সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী? ২
গ. উদ্দীপকে বর্ণিত স্বাভাবিক অবস্থায় কত টাকার শার্ট বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি কিছুই হবে না নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিবর্তিত পরিস্থিতিতে জনাব শাহিনের বাস্তবায়ন সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৬.নিæের মডার্ণ ফুড কোম্পানি লিমিটেডের কিছু তথ্য দেয়া হলো :
বার্ষিক মোট বিক্রয় ৬০,০০০ একক
গোডাউন ভাড়া (বাৎসরিক) ৬০,০০০ টাকা
কারখানার বিল্ডিং ভাড়া (বাৎসরিক) ৮০,০০০ টাকা
অফিস ভাড়া (মাসিক) ৫,০০০ টাকা
প্রতি এককের বিক্রয়মূল্য ৪০ টাকা
প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় ২৪ টাকা
ক. সমচ্ছেদ বিন্দু বলতে কী বোঝ? ১
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় কেন নির্ণয় করা হয়? ২
গ. উদ্দীপকের আলোকে কোম্পানির ব্যবস্থাপক ৪০,০০০ টাকা মুনাফা করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে? ৩
ঘ. উদ্দীপকটিতে যদি প্রতি এককের বিক্রয়মূল্য ১০% বৃদ্ধি করা হয় তবে সমচ্ছেদ বিন্দুর উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো। ৪
৭.অইঈ কোম্পানি লি. এর বছরে ১০ হাজার একক বল বেয়ারিং প্রয়োজন। প্রত্যেক বেয়ারিং এর দাম ৭৫ টাকা এবং বহন খরচ প্রতি একক ২ টাকা। ফরমায়েশ প্রতি ১৫০ টাকা। প্রতিষ্ঠানটির ক্রয় আদেশ দেয়ার পর পণ্য পৌছাতে ৪ দিন সময় লাগে। এজন্য কোম্পানি ক্রেতাদের চাহিদা নিশ্চিত করতে নিরাপত্তা মজুদ হিসাবে ৬০০ একক পণ্য সংরক্ষণ করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌঁছাতে ৭ দিন সময় লেগে যায়।
ক. ব্যবসায় ঋণ কী? ১
খ. মজুদ করা হয় কেন? ২
গ. উদ্দীপকের আলোকে ঊঙছ নির্ণয় করো। ৩
ঘ. প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্য পৌছাতে দেরি হওয়ায় মজুদ ব্যবস্থার কোনো সমস্যা হবে কী? উদ্দীপকের আলোকে মতামত দাও। ৪
৮.জনাব রুবেল দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তার কষ্টার্জিত সঞ্চয় লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি বাজার যাচাই করে ২টি বন্ডের সন্ধান পান। এ সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
বন্ড অভিহিত মূল্য কুপন সুদের হার মেয়াদ
গ১,০০০১৪%
ছ ৫০০ ১১% ৫ বছর
জনাব রুবেলের প্রত্যাশিত আয়ের হার ১০%।
ক. ঋণপত্র কী? ১
খ. মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে? ২
গ. উদ্দীপকে বর্ণিত ছ বন্ডের মূল্য নির্ণয় করো। ৩
ঘ. যদি ছ বন্ড থেকে অর্ধ-বার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া যায়, তাহলে কোন বন্ডে অর্থ বিনিয়োগ করা উচিত? মন্তব্য করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৯.ঘধযরফ ঞবী লি.-এর মোট মূলধনের ৫০% হলো সাধারণ শেয়ার মূলধন যা ১০০ টাকা করে ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। এ ছাড়া অবশিষ্ট মূলধনের মধ্যে ৬০,০০,০০০ টাকার ১২% অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ৪০,০০,০০০ টাকার ১০% ঋণ মূলধন আছে। ঘধযরফ ঞবী লি. ২০১৬ সালে ১০ টাকা নগদ লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। উলেখ্য ঘধযরফ ঞবী লি.-এর ব্যবহার ৪০%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝায়? ২
গ. ঘধযরফ ঞবী লি.-এর মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. ঋণ মূলধনের ৫০% সাধারণ শেয়ারে রূপান্তর করা হলে ঘধযরফ ঞবী লি.-এর মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ৪
১০. রহিম আফরোজ লি. একটি নতুন প্রকল্পের কথা বিবেচনা করছে যেখানে তারা অত্যাধুনিক ব্যাটারি প্রস্তুত করবে। প্রকল্পটির জন্য প্রাথমিক বিনিয়োগ ৫,০০,০০০ টাকা দরকার হবে। কোম্পানি প্রত্যাশা করছে এই প্রকল্প থেকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছর যথাক্রমে ২,০০,০০০ টাকা, ২,৫০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ১,৯০,০০০ টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে। ফার্মের সুযোগ ব্যয় ১৩.৫০%।
ক. মূলধন বাজেটিং কী? ১
খ. মূলধন বরাদ্দকরণ বলতে কী বোঝায়? ২
গ. প্রকল্পটির আন্তঃআয় হার নির্ণয় করো। ৩
ঘ. রহিম আফরোজ লি.-এর এই প্রকল্পে বিনিয়োগ করা উচিত কিনা? ৪
১১.মনে কর, আই.পি.এস কলেজ-এর দুটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। প্রকল্প দুটি হলো গ ও ঘ। প্রকল্প দুটির অন্যান্য তথ্যাবলি নিæরূপ :
প্রকল্প গ প্রকল্প ঘ
নগদ আন্তঃপ্রবাহ সম্ভাবনা বিন্যাস নগদ আন্তঃপ্রবাহ সম্ভাবনা বিন্যাস
৬০,০০০ ৬০ ৫০,০০০ ৫০
১০,০০০ ১০ ২০,০০০ ৩০
১০,০০০ ২০ ১০,০০০ ১০
২০,০০০ ১০ ২০,০০০ ১০
ক. ঝুঁকি কী? ১
খ. প্রত্যাশিত মুনাফা বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের তথ্যাবলি অবলম্বনে প্রকল্প গ-এর পরিমিত ব্যবধান নির্ণয় করো। ৩
ঘ. প্রকল্প গ ও ঘ-এর মধ্যে কোন প্রকল্পটি ঝুঁকিপূর্ণ মন্তব্য করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।