ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম | সকল কলেজের সৃজনশীল প্রশ্ন ৩২-৩৩ : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৩২. ফেনী সরকারি কলেজবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. মি. মোরশেদ মনে করেন অর্থনীতিতে মূলধন বাজারের ভ‚মিকা রয়েছে। তিনি খচখ কোম্পানির শেয়ার নির্ধারিত মূল্যে ক্রয়ের জন্য আবেদন করেন। পরবর্তীতে শেয়ারটি এমন বাজারে বিক্রয় করেন, যেখানে শেয়ারের মূল্যসূচক ব্যবহার হয়।
ক. পুনঃক্রয় চুক্তি কী? ১
খ. ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে মি. মোরশেদ কোন বাজারে শেয়ার ক্রয়ের আবেদন করেন। ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে যে বাজারে শেয়ারের মূল্যসূচক ব্যবহার হচ্ছে তা বৃদ্ধি পেলে শেয়ারবাজারের কী ইঙ্গিত বহন করে? বিশ্লেষণ করো। ৪
২. মি. সিরাজ তার সঞ্চিতি ১,৫০,০০০ টাকা ই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হয়েছেন। অথচ তিনি সঞ্চিত টাকা বিভিন্ন অনুপাতে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতে পারতেন। পরে তিনি ছোট একটি ব্যবসায়ের জন্য স্থায়ী সম্পদ ক্রয় করেন।
ক. মুনাফা সর্বাধিকীকরণ কী? ১
খ. লভ্যাংশ নীতি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে স্থায়ী সম্পত্তি ক্রয় অর্থায়নে কোন কার্যাবলির অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে মি. সিরাজ কোন নীতি অবলম্বনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে পারতেন বলে তুমি মনে করো। ৪
৩. জনাব শাহেদ চট্টগ্রাম হাউজিং লি. এ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। প্রতিটি এ্যাপার্টমেন্ট ৬০,০০০,০০০ টাকা করে নিæোক্ত দু’টি শর্তে ক্রয় করা যাবে। প্রথম শর্ত: সম্পূর্ণ টাকা নগদে প্রদেয়; দ্বিতীয় শর্ত ২০% নগদে এখনই পরিশোধ করতে হবে এবং অবশিষ্ট টাকা আগামী ১৫ বছরে ৪.৬০ লক্ষ টাকা করে প্রদেয়। জনাব শাহেদের বিনিয়োগ সুযোগ ব্যয় ১০%। অন্যদিকে জনাব শাহেদ ব্যবসায়ের প্রয়োজনে ৯% সুদের হারে প্রতিমাসে ঋণ পরিশোধ শর্তে ঋণ গ্রহণ করেছেন।
ক. নামিক সুদের হার কী? ১
খ. সময়ের পরিবর্তন এসব নগদ প্রবাহের বর্তমান মূল্যের ওপর কী প্রভাব ফেলে? ২
গ. উদ্দীপকে উলিখিত জনাব শাহেদের ঋণের কার্যকরি ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত জনাব শাহেদের কোন শর্ত অনুযায়ী এ্যাপার্টমেন্ট ক্রয় করা উচিত? ৪
৪. ঢণত কোম্পানি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানির তথ্য নিচে দেওয়া হলো:
বার্ষিক বিক্রয় ৬০,০০০ একক
কারখানা ভাড়া (বার্ষিক) ৮০,০০০ একক
গোডাউন ভাড়া (বার্ষিক) ৬০,০০০ একক
অফিস ভাড়া (মাসিক) ৫,০০০ একক
একক প্রতি বিক্রয়মূল্য ৪০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা
কোম্পানি ব্যবস্থাপক এককপ্রতি বিক্রয়মূল্য ২৫% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।
ক. আর্থিক বিশ্লেষণ কী? ১
খ. ঈগ অনুপাত কীভাবে সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে। ২
গ. ঢণত কোম্পানির সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ৩
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি ঢণত লি.-এর সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ৪
৫. সিম্ফোনী কোম্পানি মোবাইল ফোনের ব্যবসা করে। প্রতিমাসে কোম্পানির বিক্রয় ১,০০০টি মোবাইল সেট। সেটের বহন ব্যয় ২ টাকা এবং ক্রয়মূল্য ৩,০০০ টাকা। ফরমায়েশ ব্যয় ৫০ টাকা। অপর পক্ষে ম্যাক্সিমাস কোম্পানি প্রতিবছর বিক্রয় করে ২৪,০০০ সেট। প্রতি সেটের বহন ব্যয় ৪ টাকা এবং ক্রয়মূল্য ৪,০০০ টাকা। ফরমায়েশ প্রতি ব্যয় ৮০ টাকা।
ক. কাঁচামাল কী? ১
খ. বাণিজ্যিক কাগজ কেন ইস্যু করা হয় ব্যাখ্যা করো। ২
গ. সিম্ফোনী কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. সিম্ফোনী কোম্পানির মোট মজুদ ব্যয় ম্যাক্সিমাস-এর তুলনায় বেশি ব্যাখ্যা করো। ৪
৬. খজই লি. বাজারে বন্ড ছেড়েছে। যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং মেয়াদ ১০ বছর। ঈড়ঁঢ়ড়হ জধঃব ১২%। বাজারে সুদের হার ১৫.৫%। তলব মূল্য ও মেয়াদ যথাক্রমে ১,৩০০ টাকা এবং ৬.৫ বছর।
ক. বন্ড কী? ১
খ. কোন সিকিউরিটিকে সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়? ২
গ. উদ্দীপকে বন্ডের পরিশোধিত মূল্য ৪.৫% প্রিমিয়ামে হলে অন্তর্নিহিত মূল্য কত? ৩
ঘ. উদ্দীপকে বন্ডের বাজারমূল্য ১,২৩০ টাকা হলে ণঞগ-এর পরিমাণ কত? ৪
৭. অইঈ লি.-এর মূলধন কাঠামো নিচে দেওয়া হলো:
মূলধনের উৎস মূলধন ব্যয় মূলধনের পরিমাণ
সাধারণ শেয়ার ১৭% ৪০,০০,০০০
অগ্রাধিকার শেয়ার ১০% ১০,০০,০০০
বন্ড ১৪% ৩০,০০,০০০
মোট = ৮০,০০,০০০
অইঈ কোম্পানি আরও অতিরিক্ত ২০,০০,০০০ টাকা মূলধন প্রয়োজন। কোম্পানির আর্থিক ব্যবস্থাপক অতিরিক্ত মূলধন ১৪% বন্ডের মাধ্যমে সংগ্রহ করার প্রস্তাব দেয়। কোম্পানির করের হার ৪০%।
ক. সুযোগ ব্যয় কী? ১
খ. মূলধন লাভের অন্তর্হিত শর্তগুলো কী? ২
গ. অইঈ লি.-এর গড় মূল ব্যয় কত? নির্ণয় করো। ৩
ঘ. আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাব গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে- ব্যাখ্যা করো। ৪
৮. মিসেস কনিকা তার ৫,০০,০০০ টাকা দু’টি প্রকল্পে যথাক্রমে ৪০% এবং ৬০% হারে বিনিয়োগ করতে আগ্রহী। সিকিউরিটি দু’টির প্রত্যাশিত আয় ও পরিমিত ব্যয় চিত্র নিচে দেওয়া হলো:
সিকিউরিটিসমূহ প্রত্যাশিত আয় পরিমিত ব্যবধান সহ-সমন্বয়ক
সিকিউরিটি-অ৯%১১%
সিকিউরিটি-ই ১৪% ৯% জঅই=১
ক. ঈঅচগ কী? ১
খ. ঝুঁকি ব্যবস্থাপনা কেন প্রয়োজন? ২
গ. মিসেস কনিকার পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে সিকিউরিটি দু’টির সহসমন্বয়ক + ১ হতে -১ হলে পোর্টফোলিও ঝুঁকির ওপর কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ৪
৯. পারটেক্স গ্র“প ৭,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়ের বিষয় বিবেচনা করছে। কোম্পানির মূলধন ব্যয় ১০% এবং কর্পোরেট করের হার ৪০%। মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী ৫ বছর নিæলিখিত হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা হচ্ছে।
বছর (ুবধৎ) কর পূর্ববর্তী নগদ প্রবাহ (ঈঋইঞ)
১ ১,৪০,০০০
২ ২,১০,০০০
৩ ৩,২০,০০০
৪ ৩,০০,০০০
৫ ২,১০,০০০
ক. পরিশোধনকাল কী? ১
খ. প্রকল্প মূল্যায়ন বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত মেশিনটির গড় উপার্জন ব্যয় কত? ৩
ঘ. নিট বর্তমান মূল্যের আলোকে মেশিনটি ক্রয়ের বিষয়ে কোম্পানির সিদ্ধান্ত কী হওয়া উচিত? বিশ্লেষণ করো। ৪
৩৩. নোয়াখালী সরকারি মহিলা কলেজবিষয় কোড:২৯২
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা: প্রথম পত্রপূর্ণমান ৭০
১. রাহাত কোং লিমিটেড একটি চামড়া প্রক্রিয়াজাতকারি প্রতিষ্ঠানটি তুরাগ নদীর তীরে অবস্থিত। প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে খুবই সচেতন। প্রক্রিয়াজতকরণ-এর সময় এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হচ্ছে। এর জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ৫ কোটি টাকা প্রয়োজন। এর আয়ুষ্কাল ১৫ বছর।
ক. অর্থায়ন কী? ১
খ. সম্পদ সর্বোচ্চকরণ বলতে কী বোঝায়? ২
গ. পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়ন-এর কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে রাহাত কোং লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো। ৪
২. উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। প্রয়োজনের তাগিদেই এদেশে ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থার ব্যাপক প্রসার ও বিকাশ ঘটে। সরকার নিজের উদ্যোগেই এ খাতের শৃঙ্খলা রক্ষা ও গ্রহণযোগ্য প্রবৃদ্ধি অর্জন করার জন্য আইন প্রণয়ন ও আইন প্রয়োগকারী সংস্থা গঠন করেছে।
ক. কল মানি রেট কী? ১
খ. মানি লন্ডারিং বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে যে ধরনরে অর্থায়ন ব্যবস্থার কথা বলা হয়েছে তা নিয়ন্ত্রণে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত শৃঙ্খলা রক্ষায় গঠিত প্রতিষ্ঠানের ভ‚মিকা বিশ্লেষণ করো। ৪
৩. শহিদ সাহেব ওয়ালটন কোং লি. থেকে বাকিতে একটি মোটর সাইকেল কিনলেন। আগামী ৩ বছরে তিনি প্রতি মাসে কিস্তি দিয়ে এ টাকা পরিশোধ করতে চান। হিসাব-নিকাশ করে ওয়ালটন তাকে প্রতিমাসে ৩,৯১৩ টাকা কিস্তি পরিশোধ করতে বললেন ওয়ালটন কোং লি. এর প্রত্যাশিত আয়ের হার ১৩%।
ক. পারপেচুইটি কী? ১
খ. কার্যকরি সুদের হার বলতে কী বোঝায়? ২
গ. মোটরসাইকেলটির মূল্য নির্ণয় করো। ৩
ঘ. মাসের শুরুতে শহিদ সাহেব কিস্তি দিলে মোটরসাইকেলটির দাম কত পড়বে? ৪
৪. আবিদ এন্টারপ্রাইজ তাদের ২০১২ সালের তথ্য যাচাই করে কিছু সিদ্ধান্তে পৌঁছাতে চায় উলেখযোগ্য তথ্যসমূহ নিæরূপ:
বিবরণ পরিমাণ (টাকা)
চলতি বছর-এর নিট মুনাফা ৭০,০০০
অবচয় ১০,০০০
চলতি সম্পদ বৃদ্ধি ১০,০০০
চলতি সম্পদ হ্রাস ৪,০০০
ঋণ পরিশোধ ২০,০০০
এবিসি কোম্পানির শেয়ার ক্রয় ৪০,০০০
প্রারম্ভিক হাতে নগদ ৬,০০০
অন্যদিকে আবিদ এন্টারপ্রাইজ নতুন একটি প্লান্ট স্থাপন করতে চায়, যার স্থির ব্যয় ২০,০০,০০০ টাকা । নতুন পণ্যের একক প্রতি বিক্রয়মূল্য হবে ২০০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হবে বিক্রয়মূল্যের ৫০%।
ক. আর্থিক বিশ্লেষণ কী? ১
খ. অনগদ খরচ বলতে কী বোঝ? বুঝিয়ে লেখো। ২
গ. আবিদ এন্টারপ্রাইজের নতুন প্লান্ট-এর খরচ উঠে আসবে কত একক পণ্য বিক্রয় করলে? নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের ভিত্তিতে আবিদ এন্টারপ্রাইজ ২০১২ সালের শেষে ১৫,০০০ টাকা হাতে রাখতে পারবে কী? বিশ্লেষণ করো। ৪
৫. নিæে একটি প্রতিষ্ঠান-এর আর্থিক তথ্য দেওয়া হলো:
প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য ১০ টাকা
প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় ৬ টাকা
মোট স্থির ব্যয় ২০,০০০ টাকা
মোট বার্ষিক বিক্রয় ৬,০০০ টাকা
ক. উত্তরণ ব্যয় কী? ১
খ. কার্যকরি সুদের হার বলতে কী বোঝ? ২
গ. প্রতিষ্ঠানটি সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো। ৩
ঘ. প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রান্ত চিত্রে প্রদর্শনপূর্বক বিশ্লেষণ করো। ৪
৬. আম্বার লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উৎপাদনের কাঁচামাল ক্রয়, শ্রমিক-এর মজুরি ও অন্যান্য প্রশাসনিক খরচ মেটানোর জন্য চলতি মূলধন-এর প্রয়োজন। আম্বার লি.-এর ব্যবস্থাপক জানে চলতি মূলধন-এর ঘাতটির কারণে প্রতিষ্ঠানে দেউলিয়াত্তের ঝুঁকি সৃষ্টি হয়। আবার প্রতিষ্ঠানে খরচ হ্রাস-এর মাধ্যমে নিট মুনাফা বৃদ্ধি করা যায়। এজন্য প্রতিষ্ঠানটি ফরমায়েশ খরচ হ্রাস করতে চাচ্ছে। কোম্পানির পণ্যের বার্ষিক চাহিদা ১০,০০০ একক, ফরমায়েশপ্রতি ব্যয় ১০০ টাকা। প্রতি একক মজুদের বহন খরচ ১৫ টাকা।
ক. স্বল্পমেয়াদি অর্থায়ন কী? ১
খ. রক্ষণশীল নীতি কীভাবে চলতি মূলধন ব্যবস্থাপনাকে প্রভাবিত করে? ২
গ. আম্বার লি.-এর মিতব্যয়ী ফরমায়েশ-এর পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. চলতি মূলধন-এর ঘাটতি পূরণে আম্বার লি. কোন কোন প্রতিষ্ঠানিক উৎস-এর কথা বিবেচনা করতে পারে? ৪
৭. সাজ্জাদ সাহেব সম্প্রতি চাকরি থেকে অবসরে গেছেন। তিনি তার পেনশন হতে প্রাপ্ত টাকার কিছু অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি নিæের কোম্পানিসমূহের বন্ড নিয়ে বিচার বিশ্লেষণ করছেন।
বিবরণ এনা কোং. লি. বিনা কোং. লি. সিনা কোং. লি.
লিখিত মূল্য ১,০০০ টাকা ১,০০০ টাকা ২,০০০ টাকা
কুপন সুদের হার১০%১২%
প্রত্যাশিত আয়ের হার ৮% ১৫% ১০%
বাজারমূল্য১,১০০৭০০
বন্ডের ধরন কুপন বন্ড চিরস্থায়ী বন্ড জিরো কুপন বন্ড
ক. ট্রেজারি বন্ড কী? ১
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝ? ২
গ. সিনা কোং লি.-এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো। ৩
ঘ. এনা কোং লি. ও বিনা কোং লি.-এর মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে মনে করো? বিশ্লেষণ করো। ৪
৮. জনাব খান স্কয়ার লি.-এর কিছু সাধারণ শেয়ার ক্রয় করেছেন, যার শেয়ারপ্রতি বর্তমান লভ্যাংশ ২০ টাকা এবং বর্তমান বাজারমূল্য ৫০০ টাকা। কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ প্রবৃদ্ধির হার ৫%।
ক. মূলধন ব্যয় কী? ১
খ. প্রারম্ভিক ব্যয় বলতে কী বোঝ? ২
গ. জনাব খান যে সাধারণ শেয়ারটিতে বিনিয়োগ করেছেন তার ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. উপরিউক্ত উদ্দীপকে যদি বিলিকরণ ব্যয় ২% হয়, তবে মূলধন ব্যয়-এর উপর কী প্রভাব পড়বে বলে তুমি মনে করো? মতামত দাও। ৪
৯. সিগমা কোং লি. ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি। সম্প্রতি কোম্পানিটি দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কথা ভাবছে। তাই এমন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে চাচ্ছে যেখানে খরচ সর্বনিæ হয়। প্রতিষ্ঠানটি ২টি বিকল্প উৎস মূল্যায়ন করছে। সাধারণ শেয়ার-এর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এ বছর ১০ টাকা হারে লভ্যাংশ দিয়েছে এবং ভবিষ্যতে তা অপরিবর্তিত থাকবে। কোম্পানির শেয়ার-এর বাজারমূল্য ১০৫ টাকা। অন্যদিকে ১০% কুপন রেট এ ১০ বছর মেয়াদি ১,০০০ টাকা লিখিত মূল্যের বন্ড ১,১০০ টাকায় ইস্যু করতে পারবে। যার ইস্যু বাবদ খরচ হবে ২০ টাকা এবং কর হার ২৫%।
ক. উত্তরণ ব্যয় কী? ১
খ. বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না? ব্যাখ্যা করো। ২
গ. সিগমা কোং লি.-এর সাধারণ শেয়ার মূলধন-এর ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. কোন উৎস থেকে সিগমা কোং লি.-এর তহবিল সংগ্রহ অধিক যুক্তিযুক্ত হবে তা মূল্যায়ন করো। ৪
১০. ডেল্টা লি.-এর ২টি বিনিয়োগ প্রস্তাব আছে। প্রতিটি প্রকল্পের ব্যয় ৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির সুযোগ ব্যয় হলো ১০%। প্রকল্প ২টির নিট নগদ আন্তঃপ্রবাহ নিæে দেওয়া হলো:
বছর প্রকল্প ক (টাকা) প্রকল্প খ (টাকা)
১ ৩০,০০০ ২০,০০০
২ ২০,০০০ ২০,০০০
৩ ২০,০০০ ২০,০০০
১০,০০০২০,০০০
ক. মূলধন বাজেটিং কি? ১
খ. নিট বর্তমান মূল্য কী? বুঝিয়ে লিখ। ২
গ. উলিখিত ২টি প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. নিট বর্তমান মূল্য বা ঘচঠ নির্ণয় করে ডেল্টা লি.-কে প্রকল্পের গ্রহণযোগ্যতার বিষয়ে পরামর্শ দাও। প্রকল্প দু’টির আন্তঃআয়ের হার বা ওজজ নির্ণয় করো। ৪
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
১১. মি. খোকন অবসর গ্রহণ-এর পর ৫০,০০০ টাকা তার কোম্পানি থেকে পেলেন। তিনি-এর মধ্যে ২০,০০,০০০ টাকা মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ-এর জন্য তিনি ২টি সিকিউরিটি অ ও ই-এর অতীত ব্যয় পর্যালোচনা করেন। সিকিউরিটি অ এবং সিকিউরিটি ই এর ৪ বছর-এর আয়-এর হার নিæে দেওয়া হলো:
বছর আয়ের হার (সিকিউরিটি-অ) আয়ের হার (সিকিউরিটি-ই)
২০১২ ৮% ১৩%
২০১৩ ৬% ৫%
২০১৪ ১৩% ২২%
২০১৫ ১৮% ১৫%
ক. ঝুঁকি কি? ১
খ. বাজার ঝুঁকি কি? বুঝিয়ে লিখ। ২
গ. উলিখিত ২টি সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। ৩
ঘ. মি. খোন-এর কোন সিকিউরিটি তে বিনেয়াগ উত্তম এবং কেন? ঝুঁকি বা বিভেদাঙ্ক (ঈড়বভভরপরবহঃ ড়ভ াধৎরধঃরড়হ) বিবেচনা করে তোমার মতামত প্রকাশ করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।