ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৩ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৩ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF
প্রশ্ন ১১: জনাব তৌহিদ একটি আসবাবপত্রের দোকানের মালিক। তিনি তার দোকানে রক্ষিত ২ লক্ষ টাকার আসবাবপত্রের জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকার একটি অগ্নিবিমাপত্র গ্রহণ করেন। সম্প্রতি আগুন লেগে উক্ত দোকানের ৮০ হাজার টাকা সমমূল্যের আসবাবপত্র পুড়ে যায়। তিনি বিমা প্রতিষ্ঠানের কাছে সম্পূর্ণ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করলে বিমা প্রতিষ্ঠানটি তার দাবি প্রত্যাখ্যান করে এবং গড়পড়তা হারে ক্ষতিপূরণের প্রতিশ্র“তি দেয়। [কু. বো. ১৬]
ক.নৈতিক ঝুঁকি কী?১
খ.অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?২
গ.জনাব তৌহিদের প্রাপ্তব্য প্রকৃত বিমা দাবির পরিমাণ নিরূপণ করো।৩
ঘ.বিমা কোম্পানি কর্তৃক গড়পড়তা হারে ক্ষতিপূরণ প্রদান কতটা যৌক্তিক? বিমার ধরন বিবেচনায় তোমার মতামত দাও।৪
১১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকেই নৈতিক ঝুঁকি বলে।
খ উত্তর: অগ্নিবিমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এ কারণে তা নিঃসন্দেহে ক্ষতিপূরণের চুক্তি।
অগ্নিকাণ্ডের ফলে বিমাকৃত সম্পত্তি নষ্ট হলে চুক্তি নুযায়ী বিমাকারী আঅর্থিক ক্ষতিপূরণে বাধ্য থাকে। এক্ষেত্রে ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে থাকে।
গ উত্তর: জনাব তৌহিদের প্রাপ্তব্য প্রকৃত বিমাদাবির পরিমাণ নিæরূপ:
আমরা জানি,
বিমাদাবি = বিমাপত্রের মল্য বা বিমাকৃত ঙ্কদুর্ঘটনাকালে স¤ক্সত্তির প্রকৃত মল্য ক্ষতি
= ১৬০০০০২০০০০০ ৮০,০০০
= ৬৪,০০০ টাকা
সুতরাং জনাব তৌহিদের প্রাপ্তব্য প্রকৃত বিমাদাবির পরিমাণ ৬৪,০০০ টাকা।
ঘ উত্তর: বিমা কোম্পানি কর্তৃক গড়পড়তা হারে ক্ষতিপূরণ প্রদান করাটা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উলিখিত পরিমাণ বিমাদাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে। এরূপ বিমাপত্র নির্দিষ্ট বিমাপত্রের বিপরীত।
উদ্দীপকে মি. তৌহিদ একজন ব্যবসায়ী। সে তার দোকানে রক্ষিত ২ লক্ষ টাকার আসবাবপত্রের জন্য ১,৬০,০০০ টাকায় একটি অগ্নিবিমাপত্র গ্রহণ করে। আগুন লেগে ৮০ হাজার টাকার আসবাবপত্র ক্ষতি হলে সে বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু বিমা কোম্পানি ৮০ হাজার টাকার দাবি প্রত্যাখ্যান করে গড়পড়তা হারে ক্ষতিপূরণের প্রতিশ্র“তি দেয়।
এখানে জনাব তৌহিদের অগ্নিজনিত ক্ষতির সম্পূর্ণ ংশ বিমাকৃত নয়। কেননা, তিনি ২ লক্ষ টাকার আসবাবপত্রের জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকার বিমাপত্র গ্রহণ করেন। অর্থাৎ বাকি ৪০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র বিমাকৃত অংশ।
যার জন্য জনাব তৌহিদকে প্রিমিয়ামও কম দিতে হয়েছে। তাই ৮০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র পুড়ে গেলেও সম্পূর্ণ ংশ বিমাকৃত ছিল না। চুক্তি নুযায়ী বিমা কোম্পানি বিমাকৃত ংশেরই ক্ষতিপূরণ করবে। তাই বিমাকারী গড়পড়তা হারে ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিপূরণ করে যা যৌক্তিক।
প্রশ্ন ১২: দিনাজপুরের জনাব আব্দুল লতিফ একটি জুট মিলের মালিক। জুট মিল সংলগ্ন দুটি পাটের গুদামও রয়েছে তার। তিনি ৫,০০,০০,০০০ টাকা মূল্যের মিলের জন্য ‘মুন ইন্স্যুরেন্স’ কোম্পানির নিকট ৩ কোটি ও ‘সান ইন্স্যুরেন্স’ কোম্পানির নিকট ১ কোটি টাকারর বিমাপত্র গ্রহণ করেন। তাছাড়া গুদামের জন্য ৫০,০০,০০০ টাকা মূল্যের পাট আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ‘স্টার ইন্স্যুরেন্স’ কোম্পানি ৫০,০০,০০০ টাকাই বিমা দাবি পরিশোধ করবে মর্মে আরও একটি বিমাপত্র করেন। একদিন রাতে শর্টসার্কিট থেকে আগুনে জনাব লতিফের সব পাট পুড়ে যায় এবং মিলের কিছু ংশ আগুনে বিনষ্ট হয়, যার আঅর্থিক মূল্য ১,০০,০০,০০০ টাকা। তঃপর আব্দুল লতিফ মুন, সান ও স্টার ইন্স্যুরেন্স কোম্পানির নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। [য. বো. ১৬]
ক.স্থলাভিষিক্তকরণ নীতি কী?১
খ.নির্দিষ্ট বিমাপত্র বলতে কী বোঝায়?২
গ.‘স্টার ইন্স্যুরেন্স’ কোম্পানি হতে জনাব আব্দুল লতিফের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? বুঝিয়ে লেখো। ৩
ঘ.জনাব আব্দুল লতিফ মিলের ক্ষতির সম্পূর্ণ অর্থ কেন পাবে না? ব্যাখ্যা করো। ৪
১২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে নীতি নুযায়ী বিমাকৃত সম্পত্তির ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বশিষ্ট সম্পত্তির মালিকানা বিমা কোম্পানির নিকট স্থানান্তরিত হয় তাকে স্থলাভিষিক্তকরণ নীতি বলে।
খ উত্তর: যে বিমাপত্রে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির বিপক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের উলেখ থাকে এবং ক্ষতি হলে বিমা কোম্পানি উলিখিত পরিমাণ ক্ষতিপূরণ করে তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে।
নির্দিষ্ট কোনো সম্পত্তির বিমা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট অর্থে বিমা করা হয়। ক্ষতির পরিমাণ যাই হোক না কেন, ক্ষতি সংঘটিত হলে বিমাকারী বিমাপত্রে উলিখিত নির্দিষ্ট পরিমাণ মূল্যই পরিশোধ করে থাকে। কোনো বস্থাতেই বিষয়বস্তুর নির্ধারিত ঙ্কের কম বা বেশি অর্থ প্রদান করতে পারবে না।
গ উত্তর: স্টার ইন্স্যুরেন্স কোম্পানি হতে জনাব আব্দুল লতিফের গৃহীত বিমাপত্রটি একটি নির্দিষ্ট বিমাপত্র।
নির্দিষ্ট বিমাপত্রে কোনো সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ মূল্য ধার্য করে বিমাকারী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিতে প্রতিশ্র“তি প্রদান করে। এ ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর আংশিক ক্ষতি হলেও বিমা কোম্পানি সম্পূর্ণ সম্পত্তির ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। তবে ক্ষতিপূরণ প্রদানের পর বিমাকৃত সম্পত্তির মালিক হবে বিমা কোম্পানি।
উদ্দীপকে জনাব আব্দুল লফিত একটি জুট মিলের মালিক। জুট মিলের পাশে তার দুটি পাটের গুদাম রয়েছে। তিনি ৫০,০০,০০০ টাকা মূল্যের পাটের জন্য স্টার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটি বিমাপত্র গ্রহণ করেন।
বিমাচুক্তি নুযায়ী পাটের আংশিক ক্ষতি হলেও বিমা কোম্পানি সম্পূর্ণ ৫০,০০,০০০ টাকাই পরিশোধ করবে। তার এ বিমাপত্র নুযায়ী নির্দিষ্ট পরিমাণ মূল্যের পাটের আংশিক ক্ষতি হলেও সে ৫০,০০,০০০ টাকাই ক্ষতিপূরণ পাবে। তাই বৈশিষ্ট্যের দিক থেকে স্টার ইন্স্যুারেন্স থেকে তার গৃহীত বিমাপত্রটিকে নির্দিষ্ট বিমাপত্র বলা যায়।
ঘ উত্তর: সম্পূর্ণ মিলের ওপর বিমা না করায় জনাব আব্দুল লতিফ মিলের ক্ষতির সম্পূর্ণ অর্থ পাবে না।
বিমা হলো এক ধরনের লিখিত চুক্তি যার মাধ্যমে বিমাগ্রহীতা তার সম্পদ বিনষ্টের ঝুঁকি বিমাকারীর ওপর র্পণ করে। বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে তাই বিমা কোম্পানি চুক্তি নুযায়ী ক্ষতিপূরণ করে থাকে। এক্ষেত্রে চুক্তির শর্তই এর নিয়ন্ত্রণকারী উপাদান।
উদ্দীপকে জুট মিল মালিক জনাব আব্দুল লতিফ তার জুট মিলের ওপর বিমা করেন। তিনি ৫,০০,০০,০০০ টাকা মুল্যের মিলের জন্য মুন ইন্স্যুরেন্স কোম্পানির নিকট ৩ কোটি ও সান ইন্স্যুরেন্স কোম্পানির নিকট ১ কোটি টাকার বিমাপত্র গ্রহণ করেন। শর্টসার্কিটে আগুনে তার মিলের কিছু ংশ আগুনে বিনষ্ট হয়। এর আঅর্থিক মূল্য ১,০০,০০,০০০ টাকা।
তঃপর আব্দুল লতিফ ক্ষতিপূরণের জন্য আবেদন করেন।
বিমার মাধ্যমে বিমাকৃত সম্পদের ক্ষতির বিপক্ষে ক্ষতিপূরণ করা হয়। সম্পূর্ণ সম্পদের বিমা করা হলে সম্পূর্ণ ক্ষতিই বিমা কোম্পানি পূরণে বাধ্য। আংশিক সম্পত্তির ওপর বিমা করলে বিমা কোম্পানি আংশিক ক্ষতির বিপক্ষে ক্ষতিপূরণ করবে।
জনাব আব্দুল লতিফ ৫,০০,০০,০০০ টাকা মূল্যের সম্পত্তির জন্য মোট ৪,০০,০০,০০০ টাকার বিমাপত্র গ্রহণ করেন। অর্থাৎ তিনি তার সম্পত্তির ৪৫ ংশের জন্য বিমাপত্রটি গ্রহণ করেছেন। ফলে তার ক্ষতি হলে মোট ক্ষতির ৪৫ ংশের ক্ষতিপূরণই পাবেন।
এখানে আগুন লেগে তার মিলের ১,০০,০০,০০০ টাকার ক্ষতি হলেও বিমাকৃত ংশ ছিল ৪৫ ংশ। অর্থাৎ বিমাকৃত ক্ষতির ংশ ৮০,০০,০০০ টাকা এবং তিনি এই ৮০,০০,০০০ টাকাই ক্ষতিপূরণ পাবেন। সুতরাং সম্পূর্ণ ংশ বিমাকৃত না থাকায় তিনি সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন না।
প্রশ্ন ১৩: এনার্জি প্যাক লি. তাদের কারখানার ১ কোটি টাকার যন্ত্রপাতির জন্য ৭০ লক্ষ টাকার গ্রি বিমাপত্র গ্রহণ করেন। কারখানায় আগুন লেগে তাদের সমস্ত যন্ত্রপাতি পুড়ে যায়। তখন যন্ত্রপাতিটির বাজার মূল্য ছিল ৮০ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটি বিমা কোম্পানির কাছে ৮০ লক্ষ টাকা বিমাদাবি করেন। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক.অগ্নিজনিত ক্ষতি কী?১
খ.সম্পত্তির দাহ্য প্রকৃতি থেকে অগ্নিবিমায় কোন ধরনরে ঝুঁকির সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।২
গ.এনার্জি প্যাক লি. অগ্নিবিমার কোন ধরনের পলিসি গ্রহণ করেছে? যুক্তিসহ ব্যাখ্যা করো।৩
ঘ.এনার্জি প্যাক লি. কি বিমা কোম্পানি থেকে ৮০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবে? যুক্তসহ ব্যাখ্যা করো।৪
১৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিজনিত ক্ষতি বলতে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিপদকে বোঝায়।
খ উত্তর: সম্পত্তির দাহ্য প্রকৃতি থেকে অগ্নিবিমায় প্রাকৃতিক ঝুঁকির সৃষ্টি হয়।
বিমাকৃত সম্পত্তি কারও প্ররোচনা ছাড়া স্বাভাবিকভাবে অগ্নি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এ স্বাভাবিক কারণকে প্রাকৃতিক ঝুঁকি বলা হয়। এ ধরনের ঝুঁকিসমূহ দৃশ্যমান। ধিকাংশ সময়ই ইচ্ছা করলে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সম্পূর্ণ না হলেও আংশিকভাবে এ ঝুঁকি দূর করা যায়। তাই সম্পত্তির দাহ্য প্রকৃতি প্রাকৃতিক ঝুঁকির একটি উদাহরণ।
গ উত্তর: উদ্দীপকের এনার্জি প্যাক লি. অগ্নিবিমার নির্দিষ্ট বিমাপত্রটি গ্রহণ করেছে।
এ ধরনের বিমাপত্রে নির্দিষ্ট সম্পত্তির জন্য নির্দিষ্ট মূল্যে চুক্তি সম্পাদিত হয়। ক্ষতি সংঘটিত হলে বিমাকারী নির্দিষ্ট মূল্যই ক্ষতি পরিশোধ করে থাকে।
উদ্দীপকের এনার্জি প্যাক লি. তাদের কারখানার ১ কোটি টাকার যন্ত্রপাতির বিপক্ষে একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করে। বিমা চুক্তিতে যন্ত্রপাতির বিমা মূল্য উলেখ করা হয়েছে ৭০ লক্ষ টাকা। অর্থাৎ বিষয়বস্তুর ক্ষতিতে বিমাকারী প্রতিষ্ঠান বিমা মূল্যেই ক্ষতিপূরণ প্রদান করবে। যা অগ্নিবিমার নির্দিষ্ট বিমাপত্রের বৈশিষ্ট্যপূর্ণ। তাই বলা যায়, এনার্জি প্যাক লি. নির্দিষ্ট অগ্নিবিমাপত্র গ্রহণ করেছে।
ঘ উত্তর: উদ্দীপকের এনার্জি প্যাক লি. এর গৃহীত বিমাপত্রটি নির্দিষ্ট বিমাপত্র হওয়ায় প্রতিষ্ঠানটি বিমা কোম্পানি থেকে ৮০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবে না।
নির্দিষ্ট বিমাপত্রে বিমার বিষয়বস্তুর মূল্য নির্দিষ্ট থাকে। বিষয়বস্তুর ক্ষতির পরিমাণ কম বেশি হলেও তা মূল্যায়ন না করে বিমাকৃত মূল্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এক্ষেত্রে বাজার মূল্যকে বিবেচনা করা হয় না।
উদ্দীপকের এনার্জি প্যাক লি. ১ কোটি টাকার যন্ত্রপাতির জন্য ৭০ লক্ষ টাকার একটি নির্দিষ্ট বিমাপত্র গ্রহণ করে। পরবর্তীতে কারখানায় আগুন লেগে ১ কোটি টাকার যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যায়। তখন উক্ত যন্ত্রপাতির বাজার মূল্য ছিল ৮০ লক্ষ টাকা।
এনার্জি প্যাক লি.-এর গৃহীত বিমাপত্রটির মূল্য পূর্ব নির্ধারিত থাকায় বাজার মূল্য ক্ষতিপূরণে প্রভাব ফেলবে না। ক্ষতির পরিমাণ ৭০ লক্ষ টাকার কম বা বেশি যাই হোক না কেন ক্ষতিপূরণ ৭০ লক্ষ টাকাই পাওয়া যাবে। এক্ষেত্রে ক্ষতি সাগ উত্তর:্রিক ক্ষতি হিসেবে গণ্য হবে এবং প্রতিস্থাপনের নীতি কার্যকর হবে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ১৪: মি. আজাদ একজন প্রতিষ্ঠিত এল.পি. গ্যাস ব্যবসায়ী। ঝুঁকি কমাতে তিনি তার সকল সম্পদ ৪০ লাখ টাকার পণ্যের বিপরীতে বিমা করেছেন। বিমাকারী তার ঝুঁকি কমাতে ন্য একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ড মি. আজাদের ৩০ লক্ষ টাকার সম্পদ সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়। তিনি তার বিমাকারীর কাছে দাবি পেশ করেছেন। [আইডিয়াল স্কুল ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা; ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক.অগ্নিজনিত ঝুঁকি কী?১
খ.প্রত্যক্ষ কারণ নীতি কাকে বলে? ব্যাখ্যা করো।২
গ.মি. আজাদের বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর উপর কীরূপ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.মি. আজাদ কি বিমাকারির নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন? যুক্তি দাও।৪
১৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিপদ বা ক্ষতিকে অগ্নিজনিত ঝুঁকি বলে।
খ উত্তর: বিমাচুক্তিতে উলিখিত নির্দিষ্ট কারণে জীবন বা সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে এরূপ নীতিকেই প্রত্যক্ষ কারণ নীতি বলে।
কোনো প্রকার ক্ষতির উদ্ভব হলে চুক্তিতে উলিখিত কারণে ক্ষতি হয়েছে কিনা বিমা কোম্পানি তা যাচাই করে। তীত ভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে বিমা কোম্পানি এ ধরনের যাচাই বাছাই করে থাকে।
যদি বিমা কোম্পানি এ সিদ্ধান্তে একমত হয় যে, চুক্তিতে উলিখিত কারণেই ক্ষতি হয়েছে তবেই ক্ষতিপূরণ প্রদান করে থাকে। চুক্তিতে উলেখ নেই এমন কোনো কারণে ক্ষতি হলে, বিমাকারী ক্ষতিপূরণ করে না।
গ উত্তর: উদ্দীপকের মি. আজাদের বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর উপর পুনর্বিমাপত্র গ্রহণ করেছেন।
পুনর্বিমা বলতে বিমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির ংশ বিশেষ পুনরায় চুক্তির মাধ্যমে ন্য বিমা কোম্পানির ওপর বণ্টন করাকে বোঝায়। এরূপ চুক্তিতে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি।
উদ্দীপকের মি. আজাদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঝুঁকি হ্রাস করতে তিনি তার সকল সম্পদ বিমা করেছেন। যার মূল্য ৪০ লক্ষ টাকা। তবে বিমা কোম্পানি গৃহীত ঝুঁকির পরিমাণ কমাতে তা পুনরায় বিমা করে।
এক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি। যা পুনর্বিমার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে পুনর্বিমাপত্র গ্রহণের মাধ্যমে মি. আজাদের বিমাকারীর ঝুঁকি যেমন হ্রাস পেয়েছে ন্যদিকে তার বিমাদাবি প্রাপ্তির সম্ভাবনাও বেড়েছে।
ঘ উত্তর: উদ্দীপকের মি. আজাদ ভাসমান অগ্নিবিমাপত্র গ্রহণ করায় যৌক্তিকভাবেই বিমাকারীর নিকট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন।
ভাসমান বিমাপত্রের আওতায় একটি বিমাপত্রের ধীনে কোনো ব্যক্তির সকল সম্পদ বিমা করা যায়। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিগ্রস্থ সম্পত্তির সম্পূর্ণ মূল্য পরিশোধ করে।
উদ্দীপকের মি. আজাদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার সকল সম্পদের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। অর্থাৎ তিনি ভাসমান বিমাপত্র গ্রহণ করেছেন। যার মূল্য ৪০ লক্ষ টাকা। পরবর্তীতে অগ্নিকাণ্ডে মি. আজাদের বিমাকৃত ৩০ লক্ষ টাকার সম্পদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। যার প্রেক্ষিতে তিনি বিমাকারীর কাছে বিমা দাবি পেশ করেন।
মি. আজাদের উত্থাপিত বিমা দাবিটি বিমা চুক্তি নুযায়ী যথাঅর্থ। কারণ তিনি তার সকল সম্পদের জন্যই বিমাপত্রটি গ্রহণ করেছিলেন। আর এক্ষেত্রে অগ্নিকাণ্ডে ভ‚স্মিভ‚ত ৩০ লক্ষ টাকা সম্পদ ও ন্তর্ভুক্ত ছিল। যার সম্পূর্ণ ক্ষতিতে বিমাকারী প্রতিষ্ঠান চুক্তি নুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণে বাধ্য। তাই উদ্দীপকের মি. আজাদ বিমাকারীর নিকট হতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।