ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৩ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ত্রয়োদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৩ | সৃজনশীল প্রশ্ন ২১-২৫ | PDF
প্রশ্ন ২১: পোষাক শিল্প ব্যবসায়ী জনাব মাসুক তীতে সংঘটিত বিভিন্ন মারাÍক অগ্নিকান্ডের ফলে সৃষ্টি ক্ষতি সম্পর্কে বগত হয়ে তার কোম্পানির জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। চুক্তির শর্তে কোম্পানি এটা উলেখ করে যে, ক্ষতি সংঘটিত হলে বাজার মূল্য নুযায়ী আনুপাতিক হারে সম্পদের ক্ষতিপূরন করা হবে। তিনি তার গুদামে বস্থিত ৬ কোটি টাকার পণ্যের মধ্যে ৪ কোটি টাকায় বিমা করে। একবার অগ্নিকাণ্ডে ২ কোটি ৪০ লক্ষ টাকার পণ্য নষ্ট হয়। তিনি কোম্পানি বরাবর ক্ষতিপূরণের আবেদন জানান।
[ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর]
ক.অগ্নি পচয় কী?১
খ.অগ্নিবিমায় প্রত্যক্ষ কারণ বিবেচনা করার কারণ ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে জনাব মাসুক বিমা কোম্পানি থেকে কতটুকু ক্ষতিপূরণ পাবেন? তা নির্ণয় করে দেখাও।৩
ঘ.উদ্দীপকে জনাব মাসুকের ক্ষতির টাকা কম পাবার কারণ বিমাচুক্তির নিয়মানুযায়ী কতটুকু যৌক্তিক-এ সম্পর্কে তোমার মতামত দাও।৪
২১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিকাণ্ডের ফলে সহায়-সম্পত্তির যে ক্ষতি হয় তাকে অগ্নিজনিত ক্ষতি বা পচয় বলে।
খ উত্তর: অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বেশি হওয়ায় অগ্নিবিমায় প্রত্যক্ষ কারণ বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
অগ্নিবিমার ক্ষেত্রে যে কেউ পণ্য সরিয়ে ইচ্ছে করে আগুন লাগিয়ে বিমা দাবি পেশ করতে পারে। এছাড়া বহেলা, সতর্কতা ইত্যাদি কারণেও অগ্নি সংযোগ ঘটতে পারে। তাই ক্ষতিপূরণ প্রদানের পূর্বে অগ্নিবিমার প্রত্যক্ষ কারণ বিবেচনা করা বিমা কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ।
গ উত্তর: জনাব মাসুকের বিমা দাবির পরিমাণ নির্ণয় :
উদ্দীপকের জনাব মাসুক গড়পড়তা অগ্নিবিমাপত্র গ্রহণ করেছেন। তাই বিমা দাবির পরিমাণ নির্ণয়ে আনুপাতিক হারে ক্ষতিপূরণ পদ্ধতি ব্যবহার করা হবে
আমরা জানি,
বিমা দাবি = বিমাপত্রের মল্যদুর্ঘটনাকালে স¤ক্সত্তির প্রকৃত মল্য ক্ষতি
এখানে,
বিমাপত্রের মূল্য = ৪ কোটি টাকা
দুর্ঘটনাকালে সম্পত্তির প্রকৃত মূল্য = ৬ কোটি টাকা
ক্ষতির পরিমাণ = ২ কোটি ৪০ লক্ষ টাকা
বিমাদাবি = ৪০০০০০০০৬০০০০০০০ ২,৪০,০০,০০০
= ১,৬০,০০,০০০ টাকা
সুতরাং জনাব মাসুক বিমা কোম্পানি থেকে ১,৬০,০০,০০০ টাকা ক্ষতিপূরণ আদায় করতে পারেন।
উত্তর : ১,৬০,০০,০০০ টাকা।
ঘ উত্তর: উদ্দীপকের জনাব মাসুকের গৃহীত গড়পড়তা বিমাপত্রটির ক্ষতিপূরণ বিমাচুক্তি নুযায়ী কম পাওয়াই যথাঅর্থ।
যে বিমাপত্রের বেলায় ক্ষতির উদ্ভব হলে বিমাপত্রে উলিখিত পরিমাণ দাবি পরিশোধ না করে গড়পড়তা হারে তা নির্ণয় করা হয় তাকে গড়পড়তা বিমাপত্র বলে।
সম্পত্তির মূল্য বেশি দেখিয়ে বিমা কোম্পানি থেকে বেশি পরিমাণ অর্থ আদায় প্রতিহত করতেই এ বিমাপত্রের উদ্ভব।
উদ্দীপকের জনাব মাসুক একজন পোষাক ব্যবসায়ী। এ খাতের তীত সংঘটিত বিভিন্ন মারাÍক অগ্নিকাণ্ডের ফলাফল থেকে তিনি একটি বিমা পলিসি গ্রহণ করেন।
তবে চুক্তি নুযায়ী বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি বাজার মূল্য নুযায়ী আনুপাতিক হারে ক্ষতিপূরণ করবে। অর্থাৎ জনাব মাসুক গড়পড়তা অগ্নিবিমাপত্র গ্রহণ করেছেন।
জনাব মাসুক তার ৬ কোটি টাকার পণ্যের জন্য ৪ কোটি টাকার বিমাপত্র গ্রহণ করেন। এক্ষেত্রে জনাব মাসুকের ২ কোটি টাকার পণ্য বিমাকৃত। যার জন্য তিনি বিমা কোম্পানিকে প্রিমিয়ামও কম প্রদান করেছেন।
এক্ষেত্রে বিমাকৃত পণ্যের জন্য বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য নয়। তাই ক্ষতির সম্পূর্ণ ংশের ক্ষতিপূরণ বিমা কোম্পানি প্রদান করবে না। এক্ষেত্রে চুক্তি নুযায়ী বিমাকৃত ংশের ক্ষতির পরিমাণ মোট ক্ষতির পরিমাণ থেকে কম। তাই বলা যায়, জনাব মাসুকের ক্ষতির টাকা কম পাবার কারণ বিমাচুক্তি নুযায়ী যৌক্তিক।
প্রশ্ন ২২: মি. হাসান চৌধুরী ২.৫০ লক্ষ টাকায় কেনা আসবাবপত্র ৩ লক্ষ টাকায় বিমা করেন। বিমা চুক্তিকে উলেখ রয়েছে ক্ষতি হলে বাজারমূল্য বিবেচনা করা হবে না। আগুন লেগে আসবাবপত্রের র্ধেক ংশ বিনষ্ট হয়। [কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজ]
ক.ঘোষণাযুক্ত বিমাপত্র কী?১
খ.অগ্নি বিমার নৈতিক ঝুঁকি বলতে কী বুঝ?২
গ.মি. চৌধুরী কোন ধরনের অগ্নি বিমাপত্র সংগ্রহ করেছেন? ব্যাখ্যা করো।৩
ঘ.বিমা কোম্পানি মি. চৌধুরীকে কত টাকা ক্ষতিপূরণ দেবে বলে তুমি মনে করো।৪
২২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে বিমাপত্রে বিমাগ্রহীতা তার কাছে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য মজুত থাকতে পারে তার ওপর বিমাপত্র গ্রহণ করে প্রিমিয়ামের ৭৫% গ্রিম প্রদান করে তাকে ঘোষণাযুক্ত বিমাপত্র বলে।
খ উত্তর: বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকেই অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বলে।
অগ্নিবিমায় নৈতিক ঝুঁকি বেশি। এ ঝুঁকি দৃশ্যমান এবং তা মানুষের নৈতিকতা ও আচরণের ওপর নির্ভরশীল। পণ্যের গুদাম বিমা করে পণ্য সরিয়ে আগুন লাগানো ও ক্ষতিপূরণ আদায় এরূপ বিমায় সম্ভব নয়।
তাই প্রাকৃতিক ঝুঁকির মতো নেতিক ঝুঁকি পরিমাপ করা এক্ষেত্রে প্রায়শই সম্ভব। যা সঠিক পরিমাণ প্রিমিয়াম চার্জ করা যায় না। এ জন্যই অগ্নি বিমায় নৈতিক ঝুঁকি বেশি।
গ উত্তর: উদ্দীপকের মি. চৌধুরী মূল্যায়িত অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।
যে বিমাপত্রে বিমার বিষয়বস্তুর মূল্য পূর্ব থেকেই নির্ধারিত থাকে তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। এ বিমাপত্রে মূল্য পূর্ব নির্ধারিত থাকায় ক্ষতিপূরণে বাজারমূল্য বিবেচনা করা হয় না। আংশিক ক্ষতির ক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিপূরণ করা হয়।
উদ্দীপকে মি. চৌধুরী ২.৫০ লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করেন। যা তিনি ৩ লক্ষ টাকায় বিমা করেন। তবে বিমা চুক্তি নুযায়ী বিষয়বস্তুর ক্ষতি হলে বাজারমূল্য বিবেচনা করা হবে না।
অর্থাৎ বিমাপত্রে সম্পত্তির যে মূল্য নির্ধারণ করা হয়েছে সে নুযায়ী ক্ষতিপূরণ করা হবে। যা বৈশিষ্ট্য বিচারে মূল্যায়িত বিমাপত্রের সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. চৌধুরী তার আসবাবপত্রের জন্য মূল্যায়িত অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকের বিমা কোম্পানি মি. চৌধুরীকে ১.৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে।
অগ্নিবিমা একটি ক্ষতিপূরণের চুক্তি। অগ্নিজনিত কারণে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে আঅর্থিকভাবে ক্ষতিপূরণে বাধ্য থাকে।
উদ্দীপকের মি. চৌধুরী ২.৫০ লক্ষ টাকার আসবাবপত্র ৩ লক্ষ টাকায় অগ্নিবিমা করেন। আসবাবপত্রের জন্য তিনি মূল্যায়িত অগ্নি বিমাপত্র গ্রহণ করেছেন। বিমা চুক্তি নুযায়ী বাজার মূল্য বিবেচনা না করে বিমা মূল্যের ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
মি. চৌধুরীর বিমাকৃত আসবাবপত্রের র্ধেক ংশ আগুনে বিনষ্ট হয়। এক্ষেত্রে তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন। মূল্যায়িত বিমার ক্ষেত্রে সম্পত্তির আংশিক ক্ষতিতে কত ংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হয়।
বিমাকৃত মূল্যের বিচারে নির্ধারিত ংশের আংশিক ক্ষতিপূরণ করা হয়। যেহেতু মি. চৌধুরীর আসবাবপত্রের র্ধেক ক্ষতি হয়েছে তাই তিনি আনুপাতিক হারে ক্ষতিপূরণ হিসেবে বিমা মূল্যের র্ধেক অর্থাৎ ১.৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন।
প্রশ্ন ২৩: আরমান ট্রেডার্স গুদামে রক্ষিত ১০০ মণ চাল, ১০ লক্ষ টাকায় ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে ১ বছর মেয়াদি একটি বিমা করে। তাদের ব্যবসায়ের উপকরণ চাল হলেও কখনো কখনো মালিকের এক বন্ধুর কিছু ক্যামিক্যালের উপকরণ গুদামে রাখা হতো। আরমান ট্রেডার্সের মালিক এ বিষয়ে বিমা কোম্পানিকে কিছু জানাননি। গত ১০ আগস্ট গুদামে হঠাৎ আগুন লাগে এবং গুদামটি সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়ে যায়। এমতাবস্থায় আরমান ট্রেডার্স বিমা কোম্পানির কাছে দাবি উত্থাপন করলে তারা ক্ষতিপূরণে স্বীকৃতি জানান।
[নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক.অগ্নি বিমা কী?১
খ.জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?২
গ.উদ্দীপকে অগ্নি বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।৩
ঘ.বিমা কোম্পানি কোন নীতির আলোকে ক্ষতিপূরণে স্বীকৃতি জানায়? বিষয়টির যৌক্তিকতা ব্যাখ্যা করো।৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষাই হলো অগ্নিবিমা।
জনাব আজিম তার কাপড়ের দোকানের পণ্যের অগ্নিজনিত সম্ভাব্য ক্ষতির বিপরীতে সান ইন্স্যুরেন্স লি.-এর সাথে একটি অগ্নিবিমা চুক্তি করেন। যদি জনাব আজিমের দোকানের পণ্য অগ্নিজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে চুক্তি নুযায়ী সান ইন্স্যুরেন্স লি. ক্ষতিপূরণ করবে।
খ উত্তর: যে বিমা চুক্তিতে ক্ষতি সংঘটিত হলে ক্ষতিপূরণ না করে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্র“তি দেয়া হয় তাকে নিশ্চয়তার চুক্তি বলে।
জীবনহানী হলে বা দুর্ঘটনায় পড়লে, প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় না।
তাই বিমাকৃত ব্যক্তি মারা গেলে বা পঙ্গু হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে বিমা কোম্পানি এরকম নিশ্চয়তা দিয়ে থাকে। সম্পূর্ণ ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় না। এ কারণে জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়।
গ উত্তর: উদ্দীপকের অগ্নি বিমাপত্রটি একটি মূল্যায়িত বিমাপত্র।
যে বিমাচুক্তিতে বিমাকৃত সম্পত্তির মূল্য পূর্ব থেকে বিমাকারী ও বিমাগ্রহীতার সম্মতিক্রমে নির্ধারণ করে বিমাপত্রে উলেখ করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ ক্ষতিতে বিমাকৃত ঙ্কের সম্পূর্ণ অর্থ বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করে থাকে।
উদ্দীপকের আরমান ট্রেডার্স গুদামে রক্ষিত ১০০ মন চালের জন্য একটি বিমাপত্র গ্রহণ করে। এক্ষেত্রে বিমাপত্রের বিষয়বস্তু চাল। যা ১০ লক্ষ টাকায় বিমা করা হয়েছে। অর্থাৎ উক্ত বিমাপত্রটি ১০ লক্ষ টাকায় বিমাকৃত।
এ বিমাকৃত মূল্য বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়পক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। যা মূল্যায়িত অগ্নিবিমাপত্রের বৈশিষ্ট্যপূর্ণ। তাই বলা যায়, আরমান ট্রেডার্স এর গৃহীত বিমাপত্রটি একটি মূল্যায়িত বিমাপত্র। মূল্যায়িত বিমাপত্রের আওতার বিষয়বস্তুর আংশিক ক্ষতিতে বিমাকৃত মূল্যের বিচারে আংশিক ক্ষতি নিরূপিত হয়।
ঘ উত্তর: উদ্দীপকের বিমা কোম্পানি চ‚ড়ান্ত সদ্বিশ্বাসের নীতির আলোকে ক্ষতিপূরণে স্বীকৃতি জানায়।
বিমা চুক্তি সম্পাদনকালে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে চ‚ড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই এক্ষেত্রে বিমা সম্পর্কিত সকল আবশ্যকীয় তথ্য সঠিকভাবে প্রদানে উভয়পক্ষ একে ন্যের নিকট বাধ্য থাকে।
উদ্দীপকের আরমান ট্রেডার্স তার গুদামে রক্ষিত ১০০ মন চালের জন্য একটি অগ্নিবিমাপত্র গ্রহণ করেন। এক্ষেত্রে অগ্নিবিমাপত্রের বিষয়বস্তু গুদামে রক্ষিত চাল।
তবে আরমান ট্রেডার্সের ব্যবসায়ের উপকরণ চাল হলেও কখনো কখনো মালিকের বন্ধুর কিছু ক্যামিক্যালের উপকরণ গুদামে রাখা হতো। এ বিষয়টি বিমা কোম্পানিকে জানানো হয়নি। পরবর্তীতে গুদামটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আরমান ট্রেডার্স ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি তা প্রদানে স্বীকার করে।
আরমান ট্রেডার্সের বিমাকারী প্রতিষ্ঠান সৃষ্ট পরিস্থিতিতে বিমাদাবি পরিশোধে বাধ্য নয়। কারণ বিমাগ্রহীতা হিসেবে আরমান ট্রেডার্স বিষয়বস্তু সম্পর্কে আবশ্যকীয় সকল তথ্য প্রদান করেনি।
এক্ষেত্রে আবশ্যকীয় তথ্য বলতে ঝুঁকি হ্রাস-বৃদ্ধিকারী কোনো তথ্যকে বোঝায়। যা প্রকৃত প্রিমিয়াম নির্ধারণে প্রভাব ফেলতে পারে। আর এরূপ তথ্য কোনো পক্ষ গোপন করলে পরপক্ষ চুক্তি বাতিল করতে পারে।
উদ্দীপকে আরমান ট্রেডার্স গুদামে রক্ষিত বন্ধুর ক্যামিক্যালের তথ্য গোপন করেছে। যা চ‚ড়ান্ত সদ্বিশ্বাসের নীতির লঙ্গন। তাই বলা যায়, এক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান চ‚ড়ান্ত সদ্বিশ্বাসের নীতির আলোকে ক্ষতিপূরণে বাধ্য নয়।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ২৪: সামিয়া তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাসের জন্য বিমা করলেন। বিমপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য উলেখ ছিল ১৮ লক্ষ টাকা। ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষতিপূরণ প্রদান করতে গিয়ে বিমা কোম্পানি দেখলে বিষয়বস্তুর প্রকৃত মূল্য ১৫ লক্ষ টাকা। [জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]
ক.নৈতিক ঝুঁকি কী?১
খ.‘অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি’- ব্যাখ্যা করো।২
গ.সামিয়া কোন ধরনের অগ্নিবিমা করেছিল? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকের বিমা কোম্পানি থেকে সামিয়ার ক্ষতিপূরণ পাওয়া কি যৌক্তিক? মতামত দাও।৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে সৃষ্ট ঝুঁকিকে নৈতিক ঝুঁকি বলে।
খ উত্তর: অগ্নি বিমা হলো অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা। এ কারণে তা নিঃসন্দেহে ক্ষতিপূরণের চুক্তি।
অগ্নিকাণ্ডের ফলে বিমাকৃত সম্পত্তি নষ্ট হলে চুক্তি নুযায়ী বিমাকারী আঅর্থিক ক্ষতিপূরণে বাধ্য থাকে। এক্ষেত্রে ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে থাকে।
গ উত্তর: উদ্দীপকের সামিয়া মূল্যায়িত অগ্নিবিমাপত্র গ্রহণ করেছিলেন।
মূল্যায়িত বিমাপত্র সম্পাদনকালে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে এরূপ বিমাচুক্তি গৃহীত হয়। বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ ক্ষতিতে বিমাকৃত মূল্যের উপর ভিত্তি করে বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করে থাকে।
উদ্দীপকের সামিয়া তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে একটি বিমাপত্র গ্রহণ করলেন। বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য উলেখ ছিল ১৮ লক্ষ টাকা। অর্থাৎ সামিয়ার গৃহীত বিমাচুক্তিটির বিষয়বস্তুর ক্ষতিতে বিমাকৃত মূল্য দ্বারা বিমাকারী ক্ষতিপূরণ করবে।
এক্ষেত্রে বিমাপত্র সম্পাদনকালে বিষয়বস্তুর মূল্য দ্বারা ক্ষতিপূরণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। যা মূলত মূল্যায়িত অগ্নিবিমাপত্রের ক্ষেত্রে নির্ধারণ করা হয়। তাই বলা যায়, সামিয়া অগ্নিবিমার মূল্যায়িত বিমাপত্রটি গ্রহণ করেছে।
ঘ উত্তর: উদ্দীপকের সামিয়া বিমা চুক্তির পরিহার্য উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করায় বিমা কোম্পানি থেকে সামিয়ার ক্ষতিপূরণ পাওয়া যৌক্তিক নয়।
বিমার ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই এক্ষেত্রে বিমা সম্পর্কিত সকল তথ্য সঠিকভাবে প্রদানে উভয়পক্ষ একে ন্যের নিকট বাধ্য থাকে।
উদ্দীপকের সামিয়া তার ব্যবসায়িক ঝুঁকি হ্রাসে একটি অগ্নিবিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্রটি মূল্যায়িত বিমাপত্র হওয়ায় তাতে বিষয়বস্তুর মূল্য উলেখ করা হয়েছে।
সামিয়া বিষয়বস্তুর মূল্য হিসেবে বিমাপত্রে ১৮ লক্ষ টাকা উলেখ করেন। পরবর্তীতে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণ প্রদান করতে গিয়ে বিমা কোম্পানি উদঘাটন করল বিষয়বস্তুর প্রকৃত মূল্য ছিল ১৫ লক্ষ টাকা। অর্থাৎ বিমা চুক্তি সম্পাদনে সামিয়া সদ্বিশ্বাসের সম্পর্ক লঙ্ঘন করেছেন।
সামিয়ার বিমাকারী প্রতিষ্ঠান সৃষ্ট পরিস্থিতিতে বিমাদাবি পরিশোধে বাধ্য নয়। কারণ বিমাগ্রহীতা হিসেবে সামিয়া মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েছেন। যার ফলে বিমাকারী প্রতিষ্ঠান তার দায় স্বীকার করতে পারে। তাই বিমা কোম্পানি থেকে সামিয়ার ক্ষতিপূরণ আদায় যৌক্তিক।
প্রশ্ন ২৫: মি. রাসেল তার ৭০ লক্ষ টাকা মূল্যের গাড়ির জন্য সিকিউরিটি বিমা কোং নিকট ৩০ লক্ষ টাকার বিমা চুক্তি করে। ধিক নিরাপত্তার জন্য আবার তিনি মেঘনা কোম্পানির সাথে ৩৫ লক্ষ টাকার বিমা চুক্তি সম্পাদন করে। হরতালের মধ্যে গাড়ি পুড়ে গেলে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়। [ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.নির্দিষ্ট বিমা পত্র কী?১
খ.অগ্নিবিমার বিমাযোগ্য স্বাঅর্থ থাকা আবশ্যক কেন?২
গ.মি. রাসেলকে সিকিউরিটি কোং প্রদেয় ক্ষতি পূরণের পরিমাণ গড় পড়তা নিয়মে নির্ণয় করো।৩
ঘ.মি. রাসেল-এর প্রাপ্ত মোট বিমা দাবির পরিমাণ কত হবে? বিশ্লেষণ করো।৪
২৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: যে বিমাপত্রে বিষয়বস্তুর ক্ষতি হলে বিমাকারী বিমাকৃত মূল্যের সম্পূর্ণ ক্ষতিপূরণ করে তাকে নির্দিষ্ট বিমাপত্র বলে।
খ উত্তর: বিমাযোগ্য স্বাঅর্থ বলতে বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমাগ্রহীতার আঅর্থিক স্বাঅর্থকে বোঝায়।
বিমাকৃত বিষয়ের ওপর বিমাগ্রহীতার স্বাঅর্থ জড়িত কিনা তার ওপর বিবেচনা করে বিমাচুক্তি করা হয়। অগ্নিবিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বাঅর্থ না থাকলে নৈতিক ঝুঁকির সম্ভাবনা বেশি থাকে। এতে বিমাকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই অগ্নিবিমার বিমাযোগ্য স্বাঅর্থ থাকা জরুরি।
গ উত্তর: সিকিউরিটি কোম্পানির প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ গড়পড়তা পদ্ধতিতে নির্ণয় :
সিকিউরড কোম্পানির প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ =
সিকিউরিটি কো¤ক্সানির বিমাপত্রের মল্য(সিকিউরিটি + মেঘনা) কো¤ক্সানির বিমাপত্রের মল্য ক্ষতির পরিমাণ
= ৩০০০০০০৩০০০০০০ + ৩৫০০০০০ ৪০,০০,০০০
= ৩০০০০০০৬৫০০০০০ ৪০,০০,০০০
= ১৮,৪৬,১৫৩.৮৪ টাকা
অর্থাৎ সিকিউরিটি কোম্পানির প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ হবে ১৮,৪৬,১৫৩.৮৪ টাকা।
উত্তর : ১৮,৪৬,১৫৩.৮৪ টাকা।
ঘ উত্তর: মেঘনা বিমা কোম্পানির প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ :
= মেঘনা কো¤ক্সানির বিমাপত্রের মল্য(সিকিউরিটি + মেঘনা) কো¤ক্সানির বিমাপত্রের মল্য ক্ষতির পরিমাণ
= ৩৫০০০০০৩০০০০০০ + ৩৫০০০০০ ৪০,০০,০০০
= ৩৫০০০০০৬৫০০০০০ ৪০,০০,০০০
= ২১,৫৩,৮৪৬.১৬ টাকা
মোট বিমা দাবির পরিমাণ = (সিকিউরিটি কোম্পানির প্রদেয় ক্ষতিপূরণ + মেঘনা কোম্পানির প্রদেয় ক্ষতিপূরণ)
= ১৮,৪৬,১৫৩.৮৪ + ২১,৫৩,৮৪৬.১৬
= ৪০,০০,০০০ টাকা
অর্থাৎ মি. রাসেল দুটি বিমা কোম্পানির সাথে চুক্তি করলেও অগ্নিবিমার আনুপাতিক হারে ক্ষতিপূরণের নীতি নুযায়ী মোট ৪০ লক্ষ টাকাই ক্ষতিপূরণ পাবেন। যেহেতু গাড়িটির ক্ষতি হয়েছে ৪০ লক্ষ টাকার। তিনি কখনোই সম্পত্তির ক্ষতি ৪০ লক্ষ টাকার বেশি আদায় করতে পারবেন না। কারণ বিমা লাভের চুক্তি নয়, ক্ষতিপূরণের চুক্তি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।