ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৪ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্দশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের চতুর্দশঅধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৪ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF
প্রশ্ন ১১: ব্যবসায় বাণিজ্যের পাশাপাশি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গবাদি পশুর ভ‚মিকা ব্যাপক। বিশেষ করে আমাদের মতো কৃষিপ্রধান দেশে যেখানে একটি পশু মারা গেলে কৃষককে নিঃস্ব মনে হয় সেখানে এর বিমার পরিহার্যতা বলার পেক্ষা রাখে না। গবাদি পশুর মৃত্যু একদিকে যেমন কৃষিকাজের বিঘœ ঘটায় তেমনি আঅর্থিক বিপর্যয় ডেকে আনে। কোনো দুর্ঘটনা বা রোগাক্রমনের ফলে পশুর মৃত্যু হলে এর ক্ষতিপূরণস্বরুপ বিমাগ্রহীতাকে বিমাকারী অর্থ প্রদান করে থাকে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর]
ক. ডাকাতি বিমা কী? ১
খ. “সকল প্রতিদান বৈধ হওয়া উচিত”-ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের বিমার প্রতি আলোকপাত করা হয়েছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত বিমায় কোম্পানি হতে ক্ষতিপূরণ পেতে চাইলে একজন বিমাগ্রহীতার দাবি পেশ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ৪
১১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: সম্ভাব্য ডাকাতিজনিত ক্ষতির বিপক্ষে আঅর্থিক ক্ষতিপূরণমূলক ব্যবস্থাই হলো ডাকাতি বিমা।
খ উত্তর: আইনগত বাধ্য-বাধকতা থাকার কারণে চুক্তির প্রতিদান বৈধ হওয়া উচিত।
এক পক্ষের আইনগত প্রস্তাব এবং পর পক্ষের আইনগত স্বীকৃতির ফলে চুক্তির সৃষ্টি হয়। আর এ চুক্তি আইনদ্বারা সৃষ্টি হয় বলে এর প্রতিদানও বৈধ হওয়া আবশ্যক। কেননা, বৈধ কোনো প্রতিদান আইন সমঅর্থন করে না।
গ উত্তর: উদ্দীপকে গবাদি পশু বিমার প্রতি আলোকপাত করা হয়েছে।
গবাদি পশু ক্ষতিগ্রস্ত হলে তা আঅর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমাচুক্তি সম্পাদিত হয় তাকে গবাদি পশু বিমা বলে।
উদ্দীপকে উলিখিত ব্যবসায় বাণিজ্যের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গবাদি পশুর ভ‚মিকা ব্যাপক। বিশেষ করে কৃষি প্রধান দেশে যেখানে গবাদি পশু মারা গেলে কৃষকরা নিঃস্ব হয়ে পড়ে। এর ফলে কৃষিকাজে বিঘœ ঘটে এবং আঅর্থিক বিপর্যয় ঘটে।
আর এ ধরনের আঅর্থিক বিপর্যয়ে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা হলো গবাদি পশু বিমা। অর্থাৎ উদ্দীপকে গবাদি পশু বিমার কথা আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক ও প্রাকৃতিক ঝুঁকি গবাদি পশুর ব্যাপক ক্ষতি করে। যা গবাদি পশু বিমার মাধ্যমে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা করা যায়। এছাড়াও এ বিমার মাধ্যমে এ খাতের ভবিষ্যৎ নিশ্চয়তা দূর করে স্বনির্ভরতা র্জন সম্ভব হয়।
ঘ উত্তর: উদ্দীপকের উলিখিত গবাদি পশু বিমায় ক্ষতিপূরণ পেতে চাইলে একজন বিমাগ্রহীতাকে চুক্তি নুযায়ী দাবি পেশ করতে হবে।
গবাদি পশু বিমায় নির্ধারিত কারণে ক্ষতি সংঘটিত হলে বিমাকারী তা আঅর্থিকভাবে পূরণ করে। বিমাপত্রের শর্ত নুযায়ী ক্ষতি হলে বিমা কোম্পানি বিমা দাবি পূরণের ব্যবস্থা করে।
উদ্দীপকের উলিখিত প্রতিবেদনে গবাদি পশু বিমার কথা বলা হয়েছে। এ বিমার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে, গবাদি পশুর ক্ষতিতে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে থাকে। যা চুক্তির শর্ত মোতাবেক পরিশোধ করা হয়।
গবাদি পশুর মৃত্যু হলে তা যথাসম্ভব দ্রুত বা চুক্তিপত্রে নির্দেশিত সময়ের মধ্যে বিমাকারীকে তা জানাতে হয়। অর্থাৎ ক্ষতি বহিতকরণের মাধ্যমে দাবি পেশ করতে হয়।
এ পর্যায়ে বিমাগ্রহীতা বিমাকারী দ্বারা সরবরাহকৃত দাবি ফরম সংগ্রহ করে। যা পূরণ করে বিমাকারীর নিকট লিখিত ভাবে দাবি পেশ করে। এক্ষেত্রে মৃত্যুর সনদ, শনাক্তকরণ সনদ, বয়সের সনদ, গবাদি পশুর বর্তমান বাজারমূল্যের সনদ, পশু ডাক্তারের সনদ, প্রিমিয়াম পরিশোধের রসিদ, বিমাপত্রের রসিদ প্রভৃতি জমা দিতে হয়। বিমা বিশেষজ্ঞ দ্বারা ভালোভাবে যাচাই-বাছাই করে সব কিছু ঠিক থাকলে বিমাকারী দাবি পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
প্রশ্ন ১২ মি. সিয়ামের একটি ২,০০,০০০ টাকার মোটর বাইক আছে। তিনি মোটর বাইকের জন্য একটি ২,০০,০০০ টাকার বিমা গ্রহণ করেন। কিছুদিন পর তাঁর মোটর বাইকটি সড়ক দুর্ঘটনায় পতিত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। মি. সিয়াম বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি ২,০০,০০০ টাকা দিতে রাজি হন। দুর্ঘটনা গ্রস্থ মোটর বাইকটি ১০,০০০ টাকায় বিক্রয় করা হয়। মি. সিয়াম ঐ ১০,০০০ টাকার মালিকানা দাবি করলে বিমা কোম্পানি সম্মতি জানায়। [নোয়াখালী সরকারি মহিলা কলেজ]
ক. ঝুঁকি কী? ১
খ. বিমা ব্যবসায়ের ঝুঁকি জনিত প্রতিবন্ধকতা দূর করে ব্যাখ্যা করো। ২
গ. বিমাকারী কোম্পানি কোন নীতির আলোকে মি. সিয়াক উত্তর:ে ক্ষতিপূরণ দিতে সম্মত হলো? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উলিখিত মোটর বাইকটির ভগ্নাবশেষ মূল্য মি. সিয়াক উত্তর:ে প্রদানে বিমা কোম্পানি যে সম্মতি জানিয়েছেন তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? বুঝিয়ে বল। ৪
১২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: আঅর্থিকভাবে নিরূপণযোগ্য ক্ষতির আশঙ্কাকেই ঝুঁকি বলে।
খ উত্তর: মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আঅর্থিক প্রতিরক্ষার ব্যবস্থাই হলো বিমা।
ব্যবসা-বাণিজ্যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা একটা বড় বাধা। মালামাল পরিবহনে ও যন্ত্র চালনাকালে, জাহাজ ডুবে, গুদামে ও কারখানায় আগুন লেগে ক্ষতি একটি সাধারণ বিষয়।
এভাবে চুরি, ডাকাতি, পণ্যমূল্য হ্রাস ইত্যাদি সংশ্লিষ্ট বিষয় ব্যবসায়ীদের সবসময়ই উদ্বিগ রাখে। এক্ষেত্রে, আঅর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা করে বিমা স্বাচ্ছন্দ্যে ব্যবসায় চালাতে ব্যবসায়ীদের সাহায্য করে। এভাবে বিমা ব্যবসায়ের ঝুঁকিজনিত প্রতিবন্ধকতা দূর করে।
গ উত্তর: উদ্দীপকের মি. সিয়াক উত্তর:ে আঅর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাকারী কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে সম্মত হলো।
আঅর্থিক ক্ষতিপূরণের নীতি নুযায়ী বিমাচুক্তিতে উলেখ্য কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি অর্থ প্রদানের মাধ্যমে ক্ষতিপূরণ করে থাকে। এ নীতির মূল বিষয় হলো ঝুঁকি থেকে উদ্ভুত ক্ষতি আঅর্থিকভাবে পূরণ করা।
উদ্দীপকের মি. সিয়ামের একটি মোটর বাইক রয়েছে। যার মূল্য দুই লক্ষ টাকা। মি. সিয়াম বাইকটি উক্ত মূল্যেই বিমা করেন। পরবর্তীতে মোটর বাইকটি দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির নিকট ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি বিমাকৃত মূল্যে দাবি পরিশোধ করতে সম্মত হয়। অর্থাৎ এক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান মি. সিয়ামের মোটর বাইকের ক্ষতিকে অর্থের ঙ্কে পরিশোধ করবে। যা আঅর্থিক ক্ষতিপূরণের নীতি দ্বারা চুক্তিবদ্ধ।
ঘ উত্তর: বিমাচুক্তির স্থলাভিষিক্তকরণের নীতির আলোকে বিমা প্রতিষ্ঠান মোটর বাইকের বশিষ্ট ংশ বিক্রয়লবদ্ধ অর্থের মালিক। তাই মি. সিয়াক উত্তর:ে তা প্রদান না করাই যৌক্তিক।
সম্পত্তি বিমার ক্ষেত্রে সাগ উত্তর:্রিক ক্ষতিতে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ করে। এক্ষেত্রে বিমাগ্রহীতার নিকট থেকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমাকারীর নিকট ন্যস্ত হয়।
উদ্দীপকের মি. সিয়াম তার দুই লাখ টাকার মোটর বাইকের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। কিছুদিন পর বাইকটি সড়ক দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বাইকের বিমা দাবি উত্থাপনে বিমাকারী তা পরিশোধে সম্মত হয়। তবে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটি বিমা কোম্পানি দশ হাজার টাকায় বিক্রী করে। যা পরবর্তীতে মি. সিয়াম দাবি করেন।
মি. সিয়াম ক্ষতিগ্রস্ত মোটর বাইকের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়েছেন। সেক্ষেত্রে বাইকের বশিষ্টাংশের ওপর তার কোনো দাবি থাকতে পারে না। এক্ষেত্রে, ক্ষতিপূরণ প্রদানের বিনিময়ে মোটর বাইকের আইনগত মালিক বিমা কোম্পানি। তাই বিক্রীর দশ হাজার টাকার মালিক ও বিমা কোম্পানি। যা বিমাচুক্তির স্থলাভিষিক্তকরণ নীতি নুসারে সম্পূর্ণভাবে যৌক্তিক।
প্রশ্ন ১৩: জনাব এহসান একজন ব্যবসায়ী। তিনি নতুন করে একটি পোল্ট্রি ফার্ম শুরু করতে গেলেন। যে কোন ব্যবসায়ের মত এ ধরনের ব্যবসায়েও নেক ধরনের ঝুঁকি জড়িত আছে। এই ঝুঁকিগুলো বণ্টন করার উদ্দেশ্যে তিনি বিমা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি সানরাইজ ইন্সুরেন্স লি.-এর সাথে এ মর্মে চুক্তিবদ্ধ হলেন। তাদের বিমাচুক্তিতে আইনগত ও ব্যবসায় সংশ্লিষ্ট সকল গুরুত্বপূর্ণ উপাদন লক্ষণীয়। [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. পুনঃস্থাপন গ্নিবিমাপত্র কী? ১
খ. গ্নিবিমায় নৈতিক ঝুঁকির মাত্রা বেশি থাকে- ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উলিখিত বিমাচুক্তির আইনগত উপাদানগুলো আলোচনা করো। ৩
ঘ. জনাব এহসানের গবাদি পশু বিমার গুরুত্ব কতটুকু- আলোচনা করো। ৪
১৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে আঅর্থিক ক্ষতিপূরণ না দিয়ে সম্পত্তি পুনঃস্থাপনের শর্তে যে গ্নিবিমাপত্র গৃহিত হয় তাকে পুনঃস্থাপন বিমাপত্র বলে।
খ উত্তর: বিমাগ্রহীতার চরিত্র বা পার্শ্ববর্তী লোকজনের কার্যকলাপ থেকে গ্নিবিমায় নৈতিক ঝুঁকির সৃষ্টি হয়।
লোভের বর্শবর্তী হয়ে নেক সময় বিমাগ্রহীতা নিজের সম্পত্তিতে আগুন লাগিয়ে দাবি আদায়ের চেষ্টা করে। আবার নেক সময় শত্র“তাবশত, রাজনৈতিক আক্রোশ বা ধর্মীয় কারণেও সম্পত্তিতে গ্নিসংযোগ করে থাকে। তাই গ্নিবিমায় নৈতিক ঝুঁকির পরিমাণ বেশি।
গ উত্তর: উদ্দীপকের উলিখিত গবাদি পশু বিমাচুক্তির আইনগত উপাদানগুলো হলো দুটি পক্ষ, বৈধ প্রতিদান ও উদ্দেশ্য, চুক্তি সম্পাদনের যোগ্যতা, নির্দিষ্টতা ও লিখিত চুক্তি।
বিমা একিট যৌথ ব্যবস্থা। যার মাধ্যমে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতাকে নির্দিষ্ট আঅর্থিক নিশ্চয়তা প্রদান করে। এ চুক্তিতে বিমাকরী বিমাগ্রহীতাকে আঅর্থিক সহায়তাদানের লক্ষ্যে পরস্পর চুক্তিতে আবদ্ধ হয়। বিমাচুক্তি একটি আনুষ্ঠানিক চুক্তি হওয়ায় এতে আইনগত উপাদান পরিলক্ষিত হয়।
উদ্দীপকের জনাব এহসান একজন ব্যবসায়ী। তিনি একটি পোল্ট্রি ফার্ম শুরু করতে গেলেন। ব্যবসায়ের ঝুঁকি নিরসনে তিনি গবাদি পশু বিমা গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি সানরাইজ ইন্সুরেন্স লি.-এর সাথে বিমাচুক্তিতে আবদ্ধ হলেন। উক্ত বিমাপত্র গ্রহণে বেশ কিছু আইনগত উপাদান জড়িত ছিল।
এক্ষেত্রে, বিমাচুক্তি সম্পাদনে দুটি পক্ষ জড়িত। অর্থাৎ জনাব এহসান বিমাপত্রের গ্রহীতা এবং সানরাইজ ইন্স্যুরেন্স বিমাকারী। বৈধ প্রতিদান ও উদ্দেশ্যও উক্ত বিমার একটি আইনগত উপাদান, অর্থাৎ চুক্তির উভয়পক্ষই প্রতিদান অর্থের ঙ্কে গ্রহণ করবে।
বিমাকারী প্রিমিয়াম দিবে এবং জনাব এহসান আঅর্থিক ক্ষতিপূরণ পাবে। এছাড়াও উক্ত বিমাচুক্তিটি লিখিতভাবে সম্পাদন হয়েছে। যা উভয়পক্ষ দ্বারা স্বীকৃত। এক্ষেত্রে, বিষয়বস্তু হিসেবে পোল্ট্রি ফার্ম নির্দিষ্ট করা হয়েছে। আর এ সকল আইনগত উপাদানের সমন্বয়েই জনাব এহসানের বিমাচুক্তিটি সম্পাদিত হয়েছে।
ঘ উত্তর: উদ্দীপকের জনাব এহসানের গবাদি পশু বিমা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভ‚মিকা রাখায় এর গুরুত্ব নস্বীকার্য।
গবাদি পশু ক্ষতিগ্রস্ত হলে তা আঅর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমাচুক্তি সম্পাদিত হয় তাকে গবাদি পশু বিমা বলে। এ ধরনের বিমা ঝুঁকি হ্রাসের মাধ্যমে স্বনির্ভরতা র্জনে সহায়তা করে।
উদ্দীপকে জনাব এহসান তার নতুন প্রতিষ্ঠিত পোল্ট্রি ফার্মের জন্য একটি গবাদি পশু বিমা গ্রহণ করেন।
জনাব এহসান কেবল ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে গবাদি পশু বিমা গ্রহণ করেছেন। এক্ষেত্রে বিভিন্ন প্রাকৃতিক ও প্রাকৃতিক ঝুঁকি এ বিমা দ্বারা প্রতিহত করা যায়। জনাব এহসান তার ব্যবসায়ের সম্ভাব্য ক্ষতির বিপক্ষে বিমাপত্রটি গ্রহণ করে আঅর্থিক নিশ্চয়তা দূর করেছেন।
এছাড়াও জনাব এহসান তার প্রতিষ্ঠিত ব্যবসায়ের মাধ্যমে যে স্বনির্ভরতা র্জন করতে চান সে ক্ষেত্রে তার গৃহীত বিমাপত্রটি সহায়ক হবে। সর্বোপরি এ বিমাপত্র দ্বারা মাথাপিছু আয় ও জাতীয় সম্পদ রক্ষা পাবে। যা সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব বিস্তার করবে।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
প্রশ্ন ১৪ মোটর সাইকেল চালিয়ে ফিসে যান মি. ভৌমিক। রাস্তা ঘাটে প্রায়শই নানান ধরনের বিপদাপদ মি. ভৌমিককে চিন্তিত করে। তার ফিসে মালিক সকল শ্রমিকের জন্য জীবন বিমা করেছে। কর্মস্থলে কোনো বিপদে কেউ মারা গেলে বা ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি অর্থ প্রদান করে। তিনি তার এক বন্ধুকে তার ভাবনার কথা বললেন। বন্ধু বললো, রাস্তাঘাট বিপদের জন্য তুমি এমন বিমাপত্র খোলো যা জীবন বিমা নয় তারপরও মৃত্যুর ঝুঁকিই শুধু নয়-পঙ্গুত্ব, চিকিৎসাসহ আরও কিছু ঝুঁকি বিমা করতে পারবে। মি. ভৌমিক এরূপ বিমা করায় রাস্তা-ঘাটে চলতে এখন কিছুটা মানসিক স্বস্তিতে থাকছেন।
[এম ই এইচ আরিফ কলেজ, গাজীপুর]
ক. প্রিমিয়াম কী? ১
খ. গবাদি পশু বিমা বলতে কী বোঝায়? ২
গ. মি. ভৌমিকের ফিসের মালিক শ্রমিকদের জন্য কোন ধরনের বিমা কররেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জীবন বিমা না করেও মি. ভৌমিক মানসিক স্বস্তিতে রয়েছেন এরূপ স্বস্তির যথাঅর্থতা মূল্যায়ন করো। ৪
১৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: ঝুঁকি গ্রহণের প্রতিদান মূল্যকেই প্রিমিয়াম বলে।
খ উত্তর: যে বিমাচুক্তিতে গবাদি পশুর মৃত্যুজনিত ক্ষতিতে বিমাকারী আঅর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় তাকে গবাদি পশু বিমা বলে।
বিমাযোগ্য স্বাঅর্থ বিদ্যমান ব্যক্তিই গবাদি পশু বিমা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে বিমাপত্রে লিখিত কারণে সংঘটিত ঝুঁকিই কেবল বিবেচনা করা হয়। গবাদি পশু বিমাচুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছরের জন্য হয়ে থাকে।
গ উত্তর: উদ্দীপকে মি. ভৌমিকের ফিসের মালিক শ্রমিকদের জন্য নিয়োগকারীর দায় বিমাপত্র গ্রহণ করেছেন।
শিল্প-কারখানায় কর্মরত বস্থায় কোনো দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে মালিকের ওপর এত ক্ষতিপূরণের দায় বর্তায়। যা মালিক নিয়োগকারীর দায়ি বিমাপত্র গ্রহণের মাধ্যমে বিমাকারীর ওপর র্পণ করে।
উদ্দীপকে মি. ভৌমিকের মালিক ফিসের সকল শ্রমিকের জন্য বিমাপত্র গ্রহণ করেছেন। যার ফলে কর্মস্থলে কোনো দুর্ঘটনায় কেউ মারা গেলে বা ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি আঅর্থিক সহায়তা প্রদান করবে।
যা মূলত বিমাকারী প্রতিষ্ঠান নিয়োগকারীর দায় বিমাপত্রের বিপরীতে প্রদান করে থাকে। অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান মি. ভৌমিকের মালিকের দায়ের ভার গ্রহণ করছে।
ঘ উত্তর: উদ্দীপকে জীবন বিমা না করেও ব্যক্তিগত দুর্ঘটনা বিমা করায় মি. ভৌমিক মানসিক স্বস্তিতে রয়েছেন।
বিমাগ্রহীতার শরীরের কোনো ঙ্গ ক্ষতিগ্রস্ত হলে তার বিপরীতে তাকে নির্দিষ্ট অর্থ প্রদান করা হয় ব্যক্তিগত দুর্ঘটনা বিমায়।
উদ্দীপকে মি. ভৌমিক মোটরসাইকেল চালিয়ে ফিসে যান। রাস্তাঘাটে প্রায়ই নানা ধরনের বিপদাপদ দেখে তিনি চিন্তিত হন। তবে বন্ধুর পরামর্শে এমন একটি বিমাপত্র গ্রহণ করলেন যাতে কেবর জীবনই নয় তার সাথে পঙ্গুত্ব, চিকিৎসা ব্যয়সহ আরও কিছু ঝুঁকির বিপরীতে আঅর্থিক সুবিধা পাবেন।
মি. ভৌমিক ব্যক্তিগত দুর্ঘটনা বিমা গ্রহণ করেছেন। এ বিমার আওতায় তিনি দুর্ঘটনাজনিত মৃত্যু, ক্ষমতা, যেকোনো প্রকার রোগসহ চিকিৎসা ও হাসপাতাল ব্যয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ উক্ত সকল ঝুঁকিতে তার আঅর্থিক ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত হয়েছে। যা তাকে মানসিক প্রশান্তি দেয়।
প্রশ্ন ১৫: আলম সাহেব তার ক্রয়কৃত ট্রাকের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। ট্রাকটি রাজশাহী থেকে ঢাকায় আম আনার জন্য চুক্তিবদ্ধ হয়। পরে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে ট্রাক ও আম উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। আলম সাহেব দাবি করলে বিমা কোম্পানি তা পূরণ করে। ন্যদিকে আম মালিক আলম সাহেবের কাছে ক্ষতিপূরণ দাবি করায় তিনি আঅর্থিক ক্ষতিগ্রস্ত হন। [সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ]
ক. গবাদি পশু বিমা কী? ১
খ. দ্বৈত বিমা কী? ২
গ. আলম সাহেবের বিমাপত্রটি কোন ধরনের সম্পত্তি বিমা? ব্যাখ্যা করো। ৩
ঘ. ভবিষ্যতে নুরূপ ক্ষতি এড়াতে আলম সাহেবের কী করণীয় ব্যাখ্যা করো। ৪
১৫ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: গবাদি পশু মৃত্যুজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে গবাদি পশু বিমা বলে।
খ উত্তর: বিমাগ্রহীতা দ্বারা একই বিষয়বস্তুর ওপর একাধিক বিমা কোম্পানির সাথে যে বিমাচুক্তি সম্পাদিত হয় তাকে দ্বৈত বিমা বলে।
বিমাগ্রহীতা ধিক মূল্যমানের বিষয়বস্তুর ঝুঁকি হ্রাসে এ ধরনের বিমাপত্র গ্রহণ করেন। এ ধরনের বিমাচুক্তিতে একজন বিমাগ্রহীতা ও একাধিক বিমাকারী থাকে। বিষয়বস্তুর ক্ষতিতে বিমাকারী প্রতিষ্ঠানগুলো আনুপাতিক হারে ক্ষতিপূরণ করে থাকে।
গ উত্তর: উদ্দীপকের আলম সাহেবের বিমাপত্রটি সম্পত্তি বিমার মোটরগাড়ি বিমা।
মোটরগাড়ি বিমার উদ্দেশ্য হলো নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে মোটরগাড়ি বিনষ্ট হওয়ার ঝুঁকি বিমা কোম্পানির ওপর র্পণ করা।
উদ্দীপকের আলম সাহেবের একটি ট্রাক রয়েছে। ট্রাকটির সুরক্ষার জন্য তিনি একটি বিমাপত্র গ্রহণ করেন। ট্রাকটি রাজশাহী থেকে ঢাকায় আম আনার জন্য ভাড়ার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়। উক্ত যাত্রাপথে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে ট্রাক ও আম উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
বিমা কোম্পানির নিকট বিমা দাবি করলে আলম সাহেব শুধু ট্রাকের ক্ষতিপূরণ পান। অর্থাৎ তার বিমাপত্রের আওতায় বিমা কোম্পানি কেবল যানবাহনের ক্ষতিপূরণেই বাধ্য। যা মোটরগাড়ি বিমার বৈশিষ্ট্যপূর্ণ। তাই বলা যায়, আলম সাহেবের গৃহীত বিমাপত্রটি সম্পত্তি বিমার আওতাভুক্ত মোটরগাড়ি বিমা।
ঘ উত্তর: উদ্দীপকের আলম সাহেব ভবিষ্যতে নুরূপ ক্ষতি এড়াতে সার্বিক যানবাহন বিমাপত্র গ্রহণ করতে পারেন।
সার্বিক যানবাহন বিমাপত্রে যানবাহনের সম্ভাব্য সব ঝুঁকি প্রতিরোধের নিশ্চয়তা দেয়া হয়। অর্থাৎ যানবাহন ও যানবাহনে বাহিত পণ্য বা সম্পত্তির ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়।
উদ্দীপকের আলম সাহেব তার ক্রয়কৃত ট্রাকের জন্য মোটরগাড়ি বিমাপত্র গ্রহণ করেন। আলম সাহেবের ট্রাকটি রাজশাহী থেকে ঢাকায় আম আনার জন্য ভাড়ার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়। পথিমধ্যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ফলে ট্রাক ও আম উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বিমা দাবি উপস্থাপনে বিমা কোম্পানি কেবল ট্রাকের ক্ষতিপূরণ করে।
আলম সাহেবের গৃহীত বিমাপত্রে কেবল যানবাহনের ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়। এ কারণেই বিমা কোম্পানি শুধু ট্রাকের ক্ষতিপূরণ প্রদান করেছে। ক্ষতিগ্রস্ত আমের ক্ষতি পূরণ করেনি। তবে আম মালিক আলম সাহেবের কাছে ক্ষতিপূরণ দাবি করায় তিনি তা পরিশোধ করেন।
ভবিষ্যতে এ ধরনের ক্ষতি থেকে রেহাই পেতে আলম সাহেব সার্বিক যানবাহন বিমাপত্র গ্রহণ করতে পারেন। যার আওতায় দুর্ঘটনা ঘটলে ট্রাক এবং ট্রাকে বোঝাইকৃত পণ্যেরও ক্ষতিপূরণ পাবেন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১৪ | সৃজনশীল প্রশ্ন ১১-১৫ | PDF
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।