ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৯ | সৃজনশীল প্রশ্ন ২১-২৪ | PDF: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ৯ | সৃজনশীল প্রশ্ন ২১-২৪ | PDF
প্রশ্ন ২১: জনাব তুহিন ঢণত ব্যাংকের সিলেট শাখা থেকে ঢাকা শাখায় তার ছেলেকে টাকা পাঠাবেন। অনেক জরুরি বিধায় টাকা একদিনের মধ্যেই পাঠাতে হবে। এজঅন্য তিনি ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংক প্রায় সাথে সাথেই তার লেনদেনটি সম্পাদন করে দেয়। [সফিউদ্দীন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক.গতানুগতিক ব্যাংকিং কি?১
খ.ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেক্ষা উত্তম কেন? ব্যাখ্যা করো।২
গ.জনাব তুহিনের লেনদেনটি কোন শ্রেণির ইলেকট্রনিক ব্যাংকিং? বর্ণনা করো।৩
ঘ.জনাব তুহিন যে ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন সেটির ধরন বিশ্লেষণ করো।৪
২১ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: কায়িক শ্রমনির্ভর, প্রযুক্তিবিহীন ব্যাংকিং ব্যবস্থা হলো গতানুগতিক ব্যাংকিং।
খ উত্তর: ঋণ সুবিধার কারণে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেক্ষা উত্তম। ডেবিট ও ক্রেডিট উভয় কার্ড দ্বারা ক্রয়কৃত পণ্যের মূল্য অপরিশোধ ও দেনার নিষ্পত্তি করা হয়।
ব্যাংক একাউন্টে টাকা জমা থাকলে ডেবিট কার্ড ব্যবহার করা যায়। একাউন্টে টাকা না থাকলেও ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। এ বৈশিষ্ট্য ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ড পেক্ষা বেশি জনপ্রিয় করে তুলেছে।
গ উত্তর: জনাব তুহিনের লেনদেনটি নলাইন ব্যাংকিং সেবা।
কোনো নির্দিষ্ট ব্যাংকের একাধিক শাখার মাঝে কম্পিউটার প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা হলো নলাইন ব্যাংকিং।
উদ্দীপকে জনাব তুহিন ঢণত ব্যাংকের সিলেট শাখা থেকে ঢাকা শাখায় তার ছেলেকে টাকা পাঠাবেন। অনেক জরুরি বিধায় তাকে একদিনের মধ্যেই টাকা পাঠাতে হবে। এজঅন্য তিনি ব্যাংকের শরণাপন্ন হন।
ব্যাংক প্রায় সাথে সাথেই তার লেনদেনটি সম্পাদন করে দেয়। নলাইন ব্যাংকিংয়ে গ্রাহক ব্যাংকের এক শাখায় গিয়ে অন্য শাখার সাথে লেনদেন করার সুযোগ পান।
ফলে সহজে ও দ্রুততার সাথে অন্য শাখার টাকা পাঠানো, বিল অপরিশোধ বা অন্যদের পাঠানো অর্থ উত্তোলন করতে পারেন। এক্ষেত্রে ব্যাংকের একাধিক শাখা জড়িত থাকলেও ব্যাংক কিন্তু একটি।
উদ্দীপকে জনাব তুহিন ঢণত ব্যাংকে গিয়ে সিলেট শাখা থেকে ঢাকা শাখায় টাকা পাঠিয়েছেন। এটি প্রমাণ করে তিনি নলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন।
ঘ উত্তর: জনাব তুহিন যে ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন সেটি বাণিজ্যিক ব্যাংক।
মুনাফা র্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ, ঋণদানসহ আনুষঙ্গিক ব্যাংকিং সেবা প্রদানে নিয়োজিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক।
উদ্দীপকে জনাব তুহিন ঢণত ব্যাংকের সিলেট শাখা থেকে ঢাকা শাখায় তার ছেলেকে টাকা পাঠাবেন। এজঅন্য তিনি জরুরি ভিত্তিতে ব্যাংকের শরণাপন্ন হন। ব্যাংক প্রায় সাথে সাথেই তার লেনদেনটি সম্পাদন করে দেয়।
বাণিজ্যিক ব্যাংক গ্রাহক সেবার নিত্যনতুন পদ্ধতির আর্বিভাব ঘটাচ্ছে। নলাইন ব্যাংকিং সেবার আওতায়-এ ব্যাংক সহজে, নিরাপদে ও দ্রুততার সাথে একস্থান থেকে অন্যস্থানে অর্থ স্থানান্তরে সহায়তা করছে।
উদ্দীপকে ঢণত ব্যাংক অর্থ স্থানান্তর করে একই ভাবে জনাব তুহিনকে সহায়তা করেছে, যা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ। এ থেকে বলা যায়, উদ্দীপকের ঢণত ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
প্রশ্ন ২২: আরিফার বাবা রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় জরুরি ৫০,০০০ টাকার প্রয়োজন পড়ে। তার বোন রাইসার কাছেও কোনো টাকা নেই। সে একটা কার্ড নিয়ে বেরিয়ে দ্রুত টাকা সংগ্রহ করে আনল। রাইসা ইদানীং বিভিন্ন সময় দেশের বাইরে যাচ্ছে। কখনো তিরিক্ত টাকার প্রয়োজন পড়ে। তাই সে আগের কার্ড জমা দিয়ে ব্যাংক থেকে নতুন কার্ড সংগ্রহ করেছে। এতে তার খরচ কিছুটা বাড়লেও সুবিধা হয়েছে। [ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টাঙ্গাইল]
ক.ডেবিট কার্ড কী?১
খ.নলাইন ব্যাংকিংয়ের প্রধান ঝুঁকিটি কী? ব্যাখ্যা করো।২
গ.উদ্দীপকে বর্ণনা নুযায়ী রাইসা কোথা থেকে অর্থ সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো।৩
ঘ.রাইসা অপরবর্তীতে যে কার্ড সংগ্রহ করেছে তা প্রথম কার্ড পেক্ষা কতটা সুবিধাজনক? মূল্যায়ন করো।৪
২২ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন ও কেনাকাটায় ব্যবহৃত পিনযুক্ত প্লাস্টিক কার্ডকে ডেবিট কার্ড বলে।
খ উত্তর: নলাইন ব্যাংকিং-এর প্রধান ঝুঁকি নিরাপত্তা।
নলাইন ব্যাংকিং মানুষের জঅন্য যেমন সুবিধা বয়ে আনছে তেমনি অপরাধীদের অপরাধ করার কৌশলকে সহজ করছে। নলাইন ব্যাংকিংয়ে গ্রাহকের সব তথ্য কম্পিউটারে সংরক্ষিত থাকে। যে কেউ গোপনে এ তথ্য হ্যাক করে ব্যাংক ও গ্রাহকের আঅর্থিক ক্ষতি করতে পারে, যা নলাইন ব্যাংকিং-এর প্রধান ঝুঁকি।
গ উত্তর: উদ্দীপকের বর্ণনা নুযায়ী রাইসা ঞগ বুথ থেকে অর্থ সংগ্রহ করেছে।
ব্যাংক কর্ক উত্তর:র্তার উপস্থিতি ব্যতীত দিন-রাত ২৪ ঘণ্টার যেকোনো সময় যে মেশিনের সাহায্যে টাকা উত্তোলন, হিসাবের স্থিতি জানা ও অর্থ স্থানান্তর করা যায় তাকে ঞগ মেশিন বলে।
উদ্দীপকে আরিফার বাবা রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ায় জরুরি ৫০,০০০ টাকার প্রয়োজন পড়ে। তার বোন রাইসার কাছেও কোনো টাকা নেই। এ বস্থায় সে একটি কার্ড নিয়ে দ্রুত টাকা সংগ্রহ করে আনল।
বড় বড় শহর ও জনবহুল সড়কের পাশে ব্যাংক ঞগ বুথ স্থাপন করে। গ্রাহক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে যেকোনো সময় এ বুথ থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেন। এতে ব্যাংক কর্ক উত্তর:র্তার উপস্থিতির প্রয়োজন হয় না।
উদ্দীপকে রাইসা জরুরি ভিত্তিতে একটি কার্ড ব্যবহার করে টাকা সংগ্রহ করে, যা ছিল ডেবিট কার্ড। এ কার্ড দিয়ে ঞগ বুথ থেকে টাকা সংগ্রহ করা যায়। তাই বলা যায়, রাইসা ঞগ বুথ থেকে অর্থ সংগ্রহ করেছে।
ঘ উত্তর: উদ্দীপকে রাইসা অপরবর্তীতে ক্রেডিট কার্ড সংগ্রহ করেছে। যা তার প্রথম কার্ড অর্থাৎ ডেবিট কার্ড পেক্ষা ধিক সুবিধাজনক।
ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ ব্যবহারে ও উত্তোলনে ব্যবহৃত হয় ডেবিট কার্ড।
অপরদিকে, ঋণকৃত অর্থের ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্রেডিট কার্ড।
উদ্দীপকে আরিফার বাবা হঠাৎ একদিন রাতে হৃদরোগে আক্রান্ত হন। আরিফার জরুরি ভিত্তিতে ৫০,০০০ টাকা দরকার পড়ে। তার বোন রাইসা ডেবিট কার্ড ব্যবহার করে দ্রুত টাকা সংগ্রহ করে। ইদানিং সে দেশের বাইরে যাচ্ছে।
তাই মাঝে মাঝে তার তিরিক্ত টাকার প্রয়োজন পড়ে। তাই আগের কার্ডটি ফেরত দিয়ে বাড়তি সুবিধা পেতে সে নতুন একটি কার্ড সংগ্রহ করে। অর্থাৎ সে ক্রেডিট কার্ড সংগ্রহ করেছে।
ডেবিট কার্ড দ্বারা ব্যাংক হিসাবে জমাকৃত টাকা ব্যবহার করা যায়। আর ক্রেডিট কার্ড দ্বারা ঋণ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ জমাকৃত অর্থের তিরিক্ত অর্থ উত্তোলন ও ব্যবহার করা যায়। উদ্দীপকের রাইসার তিরিক্ত টাকার প্রয়োজন হলে সে ক্রেডিট কার্ড ব্যবহার করে এ সুবিধা নিতে পারবে।
প্রশ্ন ২৩: জনাব সাইফ মিডল্যান্ড ব্যাংক থেকে এবং জনাব মিঠু সাউথইস্ট ব্যাংক থেকে এক ধরনের প্লাস্টিক কার্ড সংগ্রহ করেন। তারা দুইজন একসাথে কেনাকাটা করতে গেলেন এবং এই কার্ড ব্যবহার করে কেনাকাটার মূল্য অপরিশোধ করলেন। সাইফের ব্যাংক একাউন্টে টাকা ছিল কিন্তু মিঠুর একাউন্টে দেনা অপরিশোধ করার মত যথেষ্ট টাকা ছিল না। [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম]
ক.চওঘ-এর পূর্ণরূপ কী?১
খ.উন্নত প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা কোনটি? বুঝিয়ে লিখ।২
গ.জনাব মিঠু কোন ধরনের কার্ড সংগ্রহ করেছিলেন? ব্যাখ্যা করো।৩
ঘ.উদ্দীপকে জনাব সাইফ-এর সংগৃহীত কার্ড ও জনাব মিঠুর সংগৃহীত কার্ডের মধ্যে তুলনা করো।৪
২৩ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: চওঘ-এর পূর্ণরূপ চবৎংড়হধষ ওহফবহঃরভরপধঃরড়হ ঘঁসনবৎ.
খ উত্তর: উন্নত প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা হলো ইলেকট্রনিক ব্যাংকিং।
উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত, নির্ভুল ও বিস্তর ব্যাংকিং সেবা প্রদান করার ভিনব ব্যবস্থা হলো ইলেকট্রনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে গ্রাহক ব্যাংকে উপস্থিত না হয়েই তার সুবিধাজনক সময়ে লেনদেন করতে পারে। এটি গ্রাহকের সময় ও শ্রম সাশ্রয় করে। ইলেকট্রনিক ব্যাংকিং কায়িক শ্রম নির্ভরশীলতা হ্রাস করে, কর্মদক্ষতা বৃদ্ধি করে।
গ উত্তর: জনাব মিঠু ক্রেডিট কার্ড সংগ্রহ করেছিল।
ব্যাংক থেকে গৃহীত ঋণ সুবিধা ভোগ করার উদ্দেশ্যে পিনযুক্ত প্লাস্টিক কার্ড হলো ক্রেডিট কার্ড। এর মাধ্যমে বাকিতে পণ্য ক্রয়, দেনা অপরিশোধ ও নগদ অর্থ উত্তোলন করা যায়।
উদ্দীপকে মিঠু সাউথইস্ট ব্যাংক থেকে এক ধরনের প্লাস্টিক কার্ড সংগ্রহ করেন। কেনাকাটা শেষে তিনি এ কার্ডের মাধ্যমে মূল্য অপরিশোধ করেন। কিন্তু তার একাউন্টে দেনা অপরিশোধ করার মতো যথেষ্ট টাকা ছিল না।
ক্রেডিট কার্ডের সাহায্যে একজন গ্রাহক ক্রয়কৃত পণ্যের মূল্য অপরিশোধ করতে পারে। ব্যাংক হিসাবে অপর্যাপ্ত অপরিমাণ টাকা না থাকলেও এ কার্ডের সাহায্যে প্রাপ্ত ঋণ থেকে মূল্য অপরিশোধ করা যায়।
উদ্দীপকের মিঠু তার হিসাবে দেনা অপরিশোধ করার মতো যথেষ্ট টাকা না থাকা সত্তে¡ও ক্রয়কৃত পণ্যের মূল্য অপরিশোধ করতে পেরেছেন। অর্থাৎ তিনি ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন।
ঘ উত্তর: উদ্দীপকে জনাব সাইফ ডেবিট কার্ড আর মিঠু ক্রেডিট কার্ড সংগ্রহ করেছিলেন।
হিসাবে যথেষ্ট অপরিমাণ টাকা জমা থাকা সাপেক্ষে যে কার্ডের সাহায্যে পণ্য ক্রয়, দেনা অপরিশোধ ও নগদ অর্থ উত্তোলন করা যায় তা হলো ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ডের সাহায্যে বাকিতে পণ্য ক্রয় ও দেনা পেিশাধ করা যায়, যা এক প্রকার ঋণ।
উদ্দীপকে জনাব সাইফ মিডল্যান্ড ব্যাংক এবং মিঠু সাউথইস্ট ব্যাংক থেকে এক ধরনের প্লাস্টিক কার্ড সংগ্রহ করেন। দুজন কেনাকাটা শেষে তাদের গৃহীত কার্ডের সাহায্যে মূল্য অপরিশোধ করেন।
সাইফের ব্যাংক একাউন্টে টাকা থাকলেও মিঠুর একাউন্টে অপর্যাপ্ত অপরিমাণ টাকা ছিল না। এ থেকে বোঝা যায়, সাইফের কার্ডটি ডেবিট কার্ড আর মিঠুর কার্ডটি ক্রেডিট কার্ড।
ডেবিট ও ক্রেডিট উভয় কার্ডের দ্বারা পণ্য মূল্য অপরিশোধ ও দেনা-পাওনার নিষ্পত্তি ও ঞগ বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। এ দৃষ্টিতে দুটি কার্ড একই রকম। কিন্ত‘ উদ্দেশ্যগত ও ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে এ দুটি কার্ডের মাঝে পাঅর্থক্য রয়েছে।
ডেবিট কার্ড হলো চেক বইয়ের বিকল্প। ব্যাংকে টাকা জমা থাকলেই এ কার্ডের মাধ্যমে লেনদেন করা যায়। অন্যদিকে, ক্রেডিট কার্ড দ্বারা হিসাবে টাকা জমা না থাকার অপরও লেনদেন করা যায়।
অর্থাৎ ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স থাকলে ডেবিট কার্ড ব্যবহার করা যায়। কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে হিসাবে ডেবিট ও ক্রেডিট উভয় ব্যালেন্স লেনদেন করা যায়। জমাকৃত টাকা ব্যবহার করা হয় বলে ডেবিট কার্ডে ব্যাংকের ঝুঁকি কম। পক্ষান্তরে, ক্রেডিট কার্ড দ্বারা জমাতিরিক্ত অর্থ ব্যবহার করা যায় বলে এ কার্ডে ব্যাংকের ঝুঁকি বেশি।
প্রশ্ন ২৪: জনাব জয়নাল ২০১৪ সালে হজ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। একটি কোম্পানির সাথে তার ৩ লক্ষ টাকা চুক্তি হয়। চুক্তি মোতাবেক তিনি একটি কার্ডের মাধ্যমে প্রাথমিক অপর্যায়ে দেড় লক্ষ টাকা উত্তোলন করে কোম্পানিকে সরবরাহ করেন। অপরবর্তীতে হজ ফ্লাইটের তারিখ ঠিক হয়ে গেলে বাকি টাকা কার্ডের মাধ্যমে অপরিশোধ করবেন বলে ঠিক করেন। [মদনমোহন কলেজ, সিলেট]
ক.এটিএম কী?১
খ.মোবাইল ব্যাংকিং কেন জনপ্রিয়?২
গ.জনাব জয়নাল কোন পদ্ধতিতে প্রাথমিক অপর্যায়ে হজের টাকা অপরিশোধ করেন? ব্যাখ্যা করো।৩
ঘ.জনাব জয়নাল অপরবর্তীতে হজের বাকি টাকা কীভাবে অপরিশোধ করবেন বলে তুমি মনে করো? ভিমত দাও।৪
২৪ নং প্রশ্নের উত্তর
ক উত্তর: ব্যাংক কর্ক উত্তর:র্তার উপস্থিতি ব্যতীত যে মেশিন থেকে গ্রাহক অর্থ উত্তোলন, জমাদান, ব্যালেন্স নুসন্ধান ও ব্যালেন্স হস্তান্তর করতে পারে, তাকে ঞগ (এটিএম) বলে।
খ উত্তর: সহজ ও দ্রুত লেনদেন সুবিধার জঅন্য মোবাইল ব্যাংকিং জনপ্রিয়। তারবিহীন হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে লেনদেন করার ব্যবস্থা হলো মোবাইল ব্যাংকিং। গ্রাহক এ ব্যবস্থায় খুব কম আনুষ্ঠানিকতা পালন করে ব্যাংক হিসাব খুলতে পারেন।
সুবিধাজনক স্থান থেকে পিন ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করতে পারেন। মোবাইল চুরি হয়ে গেলেও গ্রাহকের হিসাবে জমাকৃত অর্থ গ্রাহক ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না। ব্যাংকে গিয়ে অর্থ জমা ও উত্তোলনে সময় নষ্ট করতে হয় না। এজঅন্য মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয়।
গ উত্তর: জনাব জয়নাল সাধারণ বা গতানুগতিক পদ্ধতিতে প্রাথমিক অপর্যায়ে হজের টাকা অপরিশোধ করেন।
প্রযুক্তিবিহীন, কায়িক শ্রমনির্ভর ব্যবস্থার ব্যাংকিং কার্যক্রম অপরিচালনা ও দেনা-পাওনা নিষ্পত্তিতে নগদ অর্থের ব্যবহারই হলো গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থা। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা এ ব্যাংকিং-এর ভিনব রূপ।
উদ্দীপকে জয়নাল ২০১৪ সালে হজ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। একটি কোম্পানির সাথে তার ৩ লক্ষ টাকা চুক্তি হয়। চুক্তি মোতাবেক তিনি একটি কার্ডের মাধ্যমে ১.৫ লক্ষ টাকা উত্তোলন করে কোম্পানিকে সরবরাহ করেন। অর্থ উত্তোলনে জনাব জয়নাল কার্ড ব্যবহার করে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণ করেছেন।
কিন্তু উত্তোলিত অর্থ সরাসরি নগদে অপরিশোধ করায় তা সাধারণ লেনদেন হিসেবে বিবেচিত। কারণ অর্থ অপরিশোধে ইলেকট্রনিক ব্যাংকের ডেবিট, ক্রেডিট বা নলাইন কোনো ধরনের ব্যাংকিং সেবাই গ্রহণ করা হয়নি।
তাই জনাব জয়নাল প্রাথমিকভাবে হজের টাকা উত্তোলনে ইলেকট্রনিক সেবা ব্যবহার করলেও তা হজ কোম্পানিকে অপরিশোধে সাধারণ বা গতানুগতিক ব্যবস্থা গ্রহণ করেছেন।
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
ঘ উত্তর: জনাব জয়নাল অপরবর্তীতে হজের বাকি টাকা ডেবিট কার্ডে অপরিশোধ করেন বলে আমি মনে করি।
ব্যাংক একাউন্টে জমাকৃত অর্থ উত্তোলন ও ব্যবহারের জঅন্য যে প্লাস্টিক কার্ড ব্যবহৃত হয়, তাকে ডেবিট কার্ড বলে।
উদ্দীপকে জনাব জয়নাল ২০১৪ সালে হজ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। একটি কোম্পানির সাথে তার ৩ লক্ষ টাকা অপরিশোধের চুক্তি হয়। ৩ লক্ষ টাকার প্রথম ১.৫ লক্ষ কার্ডের মাধ্যমে উত্তোলন করে কোম্পানিকে সরবরাহ করেন। অপরবর্তী ১.৫ লক্ষ টাকা কার্ডের মাধ্যমে অপরিশোধ করবেন বলে ঠিক করেন।
ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহক যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ দেনা-পাওনা নিষ্পত্তিতে বা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে কাক্সিক্ষত ব্যক্তি/প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করতে পারেন।
এতে নগদ টাকা উত্তোলন করে পাওনাদারকে অপরিশোধের ঝামেলা পোহাতে হয় না। উদ্দীপকের জনাব জয়নাল একইভাবে নগদ অর্থে হজ কোম্পানিকে অর্থ অপরিশোধ না করে কার্ডে অপরিশোধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি ডেবিট কার্ড ব্যবহার করে হজ কোম্পানিকে টাকা অপরিশোধ করবেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।