প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতি প্রশ্ন ও উত্তর, সঠিক উত্তরে (√) চিহ্ন দাও ।। প্রথম শ্রেণির গণিত বই Class:1 ।।প্রথম শ্রেণির গণিত বই থেকে নেওয়া হয়েছে যোগ করা ও বিয়োগ করা বিষয় নিয়ে। গণিত বই সহ যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এটা জেনে আপনারা খুশি হবেন যে, তোমাদের জন্য প্রথম শ্রেণির গণিত বিভাগ নিয়ে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর প্রথম শ্রেণি Class: 1, এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
প্রথম শ্রেণি পরিবেশ: সঠিক উত্তরে (√) চিহ্ন দাও ,Class1
পরিবেশ
১। সঠিক উত্তরে (√) চিহ্ন দাও
১। খাবার আমাদের দেহে —– শক্তি যোগায়/যোগায় না।
২।পানির অপর নাম —– জীবন/মরন।
৩।খাদ্যের উপাদান —– ৫ টি/৬ টি।
৪।মাছ, মাংস, ডিম, দুধ —– আমিষ/শর্করা জাতীয় খাবার।
৫।পানি খাদ্য হজমে সহায়তা —– করে/করে না।
৬।সূর্য থেকে আলো —–পাই/পাইনা।
৭।আরো ছাড়া সকল প্রাণী বাঁচতে —– পারে/পারে না।
৮।দিন রাত বুঝার জন্য আলোর প্রয়োজন —– আছে/নাই।
৯।বাতাসের শক্তি —– আছে/নাই।
১০।বাতাসে ভর করে আকাশে উড়তে —– হয়/হয় না।
১১।মুসলমান নামাজ পড়ে —– মসজিদে/মন্দিরে/গির্জায়।
১২।দূর্গা পূজার উৎসব পালন করে —– বৌদ্ধ/হিন্দু/মুসলমান।
১৩।খ্রিস্টানদের ধর্মীয় উৎসব —– মহরম/বৌদ্ধ পূর্নিমা/বড়দিন।
১৪।বিয়ে, জম্মদিন —– ধর্মীয়/সামাজিক/জাতীয় অনুষ্ঠান।
১৫।স্বাধীনতা দিবস —– ২৬ মার্চ/১৬ ডিসেম্বর/২১ ফেব্রুয়ারী।
১৬।পদার্থের অবস্থা —– ২/৩/৪ টি।
১৭।পানি, দুধ —– কঠিন/তরল/বায়বীয় পদার্থ।
১৮।শক্তির প্রধান উৎস —– পৃথিবী/চাঁদ/সূর্য।
১৯।বিদ্যুৎ এক প্রকার —– শক্তি/পদার্থ/কোনটিই না।
২০।কোনটি শক্তি? —– ইট/পানি/শব্দ।
২১।সৌর জগতে গ্রহ —– ১০/১১/৮ টি।
২২।চাঁদ পৃথিবীর একটি —– গ্রহ/উপগ্রহ/নক্ষত্র।
২৩।পৃথিবী সৌরজগতের একটি —– নক্ষত্র/উপগ্রহ/গ্রহ।
২৪।সমভূমি থেকে উঁচু স্থানকে বলে —– পাহাড়/পর্বত/মরুভূমি।
২৫।স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলে —– হ্রদ/নদী/পাহাড়।
২৬।পরিবারের প্রধান হলেন —– বাবা/মা/চাচা।
২৭।পরিবারের প্রাণ হলেন —– বাবা/চাচা/মা।
২৮।পরিবার প্রধানত —– ২/৩/৪ প্রকার।
২৯।প্রতিবেশির সাথে —– ভালো/খারাপ/কদর্ম ব্যবহার করব।
৩০।পরিবারের ছোটদের কাজ —– উপার্যজন/হাট-বাজার/পড়ালেখা করা।
প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতি প্রশ্ন ও উত্তর, সঠিক উত্তরে (√) চিহ্ন দাও
- আরো পড়ুন: Class1 অংক থেকে কথায় ও ইংরেজি লিখ
- আরো পড়ুন: Class 1 English For Today Book Grammar
- আরো পড়ুন: Class 1 English For Today Book Pdf Download (Word meaning)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।