পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF > অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF ফাইল সহ শিক্ষমূলক সকল বিষয় পাবে এখান থেকে: পৌরনীতি ও নাগরিকতা এর অতিসংক্ষিপ্ত, প্রশ্নোত্তর,সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও রচনামূলক প্রশ্নোত্তর,
সাজেশন সম্পর্কে আজকে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নবম ও দশম এর যেকোন বিভাগের সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় :সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:জ্ঞানমূলক MCQ
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
পৌরনীতি-নাগরিকতা ১ অধ্যায়:অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর PDF
প্রশ্ন-নির্দিষ্ট ভূখণ্ড উপাদান
চীন দেশের সীমানা প্রাচীর পরিদর্শন করে খুবই কষ্ট পেল সৌমিত্র গোমেজ। তার কষ্টের কারণ, তার বসবাসের অঞ্চলের স্থলভাগের সীমানা নির্ধারিত নয়। জমিগুলোর মালিকানা নিয়ে রয়েছে পাশের অঞ্চলের সাথে বিরোধ।
সৌমিত্র গোমেজ মনেপ্রাণে আশা করে, জাতিসংঘ তাদের এ সমস্যা সমধানে এগিয়ে আসবে অচিরেই। এছাড়া সেখানে একটি আদর্শ দেশের সবকিছুই উপস্থিত।
ক. ‘সিভিস’ শব্দের অর্থ কী? ১
খ. সরকার বলতে কী বোঝায়? ২
গ. সৌমিত্র গোমেজের অঞ্চলে রাষ্ট্রের যে উপাদানটি অনুপস্থিত তার ব্যাখ্যা প্রদান কর। ৩
ঘ. তুমি কি মনে কর, সৌমিত্র গোমেজের অঞ্চলটিকে এতদসত্ত্বেও রাষ্ট্র বলা যায়? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্নের উত্তর
ক ‘সিভিস’ শব্দের অর্থ নাগরিক।
খ সরকার বলতে রাষ্ট্রের পরিচালককে বোঝায়, যার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়। সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। তিনটি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। যথা : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
সরকারের গঠন সব রাষ্ট্রে একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন হয়। যেমন : বাংলাদেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার।
- আরো পড়ুন:- PDF পৌরনীতি-নাগরিকতা ১ম অধ্যায় জ্ঞানমূলক MCQ
- আরো পড়ুন:- পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর ১ম অধ্যায়
- আরো পড়ুন:-পৌরনীতি-নাগরিকতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রথম অধ্যায় PDF
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
গ সৌমিত্র গোমেজের অঞ্চলে রাষ্ট্রের যে উপাদানটি অনুপস্থিত তা হলো নির্দিষ্ট ভূখণ্ড। উদ্দীপকের সৌমিত্র গোমেজ যে অঞ্চলে বসবাস করে সে অঞ্চলের স্থলভাগের সীমানা নির্ধারিত নয়। জমিগুলোর মালিকানা নিয়ে পাশের অঞ্চলের সাথে বিরোধ রয়েছে। একথা থেকে বোঝা যায়, সৌমিত্র গোমেজের এলাকাটির ভূখণ্ড নির্দিষ্ট হয়নি।
নির্দিষ্ট ভূখণ্ড একটি রাষ্ট্রের অত্যাবশ্যক উপাদান। রাষ্ট্র গঠনের জন্য আরও তিনটি উপাদান প্রয়োজন হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী সে তিনটি উপাদান সৌমিত্র গোমেজের বসবাসের এলাকায় বিদ্যমান আছে। একটি এলাকাকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া যায় তখন, যখন সেখানে চারটি উপাদান বিদ্যমান থাকে।
উপাদানগুলো হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। উদ্দীপকের সৌমিত্র গোমেজের এলাকাটি বিরোধপূর্ণ। একটি ভূখণ্ড আছে, কিন্তু এটি কার সেটি নির্দিষ্ট হয়নি। পাশের এলাকার সাথে সীমানা নিয়ে বিরোধ আছে। তাই এই এলাকায় বা অঞ্চলে রাষ্ট্রের অন্যান্য উপাদান যথাযথভাবে থাকলেও নির্দিষ্ট ভূখণ্ড অনুপস্থিত রয়েছে।
ঘ সৌমিত্র গোমেজের অঞ্চলটিকে রাষ্ট্র বলা যায় না। একটি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান থাকে। এগুলো হলো : জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এর যেকোনো একটি উপাদান না থাকলে তা রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি কম বা বেশি হতে পারে।
যেমন : বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি, ভারতের জনসংখ্যা প্রায় ১২১ কোটি এবং ব্রুনাইয়ে প্রায় দুই লক্ষ। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। এটিও কম বা বেশি হতে পারে। যেমন : বাংলাদেশের ক্ষেত্রফল ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকারই মূলত দেশের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়।
রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে এমন ক্ষমতা যার মাধ্যমে রাষ্ট্র অভ্যন্তরীণ সকল কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে।
উদ্দীপকে বর্ণিত সৌমিত্র গোমেজের বসবাসের অঞ্চলটির জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব আছে কিন্তু ভূখণ্ড নিয়ে বিরোধ আছে। তাই এটি রাষ্ট্র নয়।
অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ২৩ পরিবার
করিম সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি দাদা-দাদি, চাচা-চাচি, ভাই-বোনসহ একত্রে বসবাস করেন। তিনি একজন চাকরিজীবী মেয়েকে বিয়ে করেন। বর্তমানে তিনি শহরে বসবাস করছেন। তার একজন কন্যা সন্তান আছে।
তার নাম রিয়া। বাবা-মা চাকরিতে চলে গেলে রিয়া গৃহ পরিচারিকার তত্ত্বাবধানে থাকে। ফলে রিয়া কারো সাথে মিশে না এবং পড়াশুনায়ও মনোযোগী নয়। ডাক্তার বলেন, বাসায় একাকী থাকার কারণে রিয়ার এ অবস্থা।
ক. ম্যাকাইভার প্রদত্ত পরিবারের সংজ্ঞা লেখ। ১
খ. ‘রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার’ ব্যাখ্যা কর। ২
গ. করিম সাহেবের পূর্বের পরিবার কী রকম তা ব্যাখ্যা কর। ৩
ঘ. রিয়ার মেধা ও মানসিক বিকাশের জন্য কোন ধরনের পরিবার উপযোগী বলে তুমি মনে কর? মতামত দাও। ৪
প্রশ্নের উত্তর
ক মাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।
খ ‘সরকার’ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ‘সরকার’ ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না।
একটি রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গঠিত হয় তিনটি বিভাগ নিয়ে। যথা : আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সরকারের গঠন সকল রাষ্ট্রের একই রকমের হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন : আমাদের দেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসন কাজই সরকার পরিচালনা করে থাকে।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ অণু পরিবার সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ যৌথ পরিবারের প্রকৃতি ও সামাজিকীকরণের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন- ২৪ রাষ্ট্রের উৎপত্তি
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে নূপুর বলে, সভ্যতার ইতিহাস থেকে জানা যায় যে, কৃষি সমাজের উত্তরণের ফলে মানবসমাজে ব্যক্তিগত সম্পত্তি ও পরিবারের সৃষ্টি হয়। কালক্রমে পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকে। তাতে সম্পত্তি নিয়ে এক পরিবারের সাথে অন্য পরিবারের সংঘাত বেধে অরাজকতা সৃষ্টি হয়।
এ অবস্থা থেকে মুক্তি পেতে সমাজের সকল মানুষের সম্মতিতে রাষ্ট্রের সৃষ্টি হয়। ঝুমুর এই বক্তব্যের বিরোধিতা করে বলে, যদি মানুষের সম্মতিতে রাষ্ট্রের সৃষ্টি হতো, তবে মানুষের অসম্মতিতে তা ধ্বংস হতো। আসলে রক্তের সম্পর্ক, মানুষের রাজনৈতিক সচেতনতা ইত্যাদি উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়।
ক. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? ১
খ. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠছে কেন? ২
গ. নূপুরের বক্তব্যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা কর। ৩
ঘ. তুমি কি নূপুরের বক্তব্য অপেক্ষা ঝুমুরের বক্তব্যকে শ্রেয় মনে কর? তোমার মতামত দাও। ৪
প্রশ্নের উত্তর
ক রাজনৈতিক প্রতিষ্ঠান।
খ নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান।
যেমন : পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলি পৌরনীতির আলোচনার অন্যতম অংশ। সমাজে মানুষের প্রয়োজনের তাগিদে এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত বলপ্রয়োগ মতবাদটি ব্যাখ্যা কর।
ঘ ঐতিহাসিক মতবাদের ভিত্তিতে রাষ্ট্রের উৎপত্তি বিশ্লেষণ কর।
প্রশ্ন- ২৫ পরিবার
ইমরান সামান্য চায়ের দোকানদার। তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে মা-বাবা, ভাই-বোন। সন্তানদের লেখাপড়া চালাতে তাকে বেগ পেতে হচ্ছে। ইমরানের বন্ধু শফিক সরকারি চাকরি পেয়ে গ্রাম ছেড়ে শহরে গিয়ে একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছে।
ক. পৌরনীতিকে কী বলা হয়? ১
খ. পিতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ? ২
গ. ইমরান কোন ধরনের পরিবারের সদস্য তা ব্যাখ্যা কর। ৩
ঘ. ইমরান ও শফিকের পরিবারের কাঠামোগত পার্থক্য বিশ্লেষণ কর- কার পরিবার তোমার কাছে বেশি পছন্দনীয়? মতামত দাও। ৪
প্রশ্নের উত্তর
ক নাগরিক বিষয়ক বিজ্ঞান।
খ বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুভাগে ভাগ করা যায়। যথা : পিতৃতান্ত্রিক পরিবার ও মাতৃতান্ত্রিক পরিবার। পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হয় এবং পিতাই পরিবারের নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবারই পিতৃতান্ত্রিক পরিবার।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে,
গ যৌথপরিবার সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ অনু পরিবার সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন- ২৬ পৌরনীতি ও নাগরিকতা
সাবিহা দশম শ্রেণির মানবিক শাখার একজন ছাত্রী। সে ক্লাসে স্যারের আলোচনায় নাগরিক অধিকার, রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান ও সরকারের শ্রেণিবিভাগ সম্পর্কে জানতে পারে। এসব জ্ঞানার্জনের মাধ্যমে সে মানবিক শাখার ছাত্রী হিসেবে গর্ববোধ করে।
ক. ই. এম. হোয়াইট কোন দেশের দার্শনিক? ১
খ. রাষ্ট্রবিজ্ঞানী ই.এম. হোয়াইট পৌরনীতি সম্পর্কে কী বলেন? ২
গ. উদ্দীপকে শিক্ষক কোন বিষয়ের ওপর আলোচনা করছিলেন? এর পরিধি ও বিষয়বস্তু কী ব্যাখ্যা কর? ৩
ঘ. মানবিক শাখার ছাত্রী হিসেবে সাবিহা কেন গর্ববোধ করে? আলোচনা কর। ৪
- আরো পড়ুন:-পৌরনীতি ও নাগরিকতা সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রথম অধ্যায়
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর PDF
- আরো পড়ুন:- PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-PDF অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
- আরো পড়ুন:-অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরPDF
প্রশ্নের উত্তর
ক ই. এম. হোয়াইট ব্রিটিশ দার্শনিক।
খ রাষ্ট্রবিজ্ঞানী ই.এম. হোয়াইট পৌরনীতি সম্পর্কে বলেন, “পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।”
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু বর্ণনা কর।
ঘ পৌরনীতি ও নাগরিকতা সম্পর্কে ব্যাখ্যা কর।
প্রশ্ন- ২৭ পরিবার
আনোয়ার হোসেন তার স্ত্রী এবং ছেলেমেয়েসহ ঢাকায় বাস করেন। হঠাৎ করে একদিন তার জ্বর আসল। মেয়ে সারারাত জেগে বাবার সেবা করল। ছেলে ডাক্তার ডেকে নিয়ে আসল। বাবার জন্য সবাই সারারাত জেগে থাকল। সকাল বেলা তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেন। এতে তিনি প্রশান্তি লাভ করলেন।
ক. কোনটি রাষ্ট্র ছাড়া গঠিত হয় না? ১
খ. পরিবার বলতে কী বোঝায়? ২
গ. আনোয়ার হোসেনের পরিবারটি কী ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. আনোয়ার হোসেনের অসুখে ছেলেমেয়েদের সেবা করা পরিবারের কোন ধরনের কাজ? বিশ্লেষণ কর। ৪
প্রশ্নের উত্তর
ক সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না।
খ পরিবার হচ্ছে সমাজের সেই আদিম ক্ষুদ্রতম এবং স্থায়ী প্রতিষ্ঠান যেখানে নারী-পুরুষ বিবাহের ভিত্তিতে একত্রে বসবাসের স্বীকৃতি পায় এবং উল্লিখিত স্বামী-স্ত্রীকে কেন্দ্র করে সন্তানাদি, ভাইবোন, বয়স্ক পিতামাতা প্রমুখ একত্রে বসবাস করতে পারে।
ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমাদের দেশে সাধারণত মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি ও দাদা-দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। পরিবার হলো স্নেহ, মায়ামমতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে,
গ অণু পরিবার সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ পরিবারের কার্যাবলি বিশ্লেষণ কর।
প্রশ্ন- ২৮ পৌরনীতি ও নাগরিকতা
তাহের আলী অল্প শিক্ষিত। তিনি মাঝেমধ্যে বেতারে কিংবা টেলিভিশনে সংসদ কার্যক্রম শোনেন ও দেখেন। কিন্তু তিনি এসব কার্যক্রমের কোনো গুরুত্বই বুঝতে পারেন না। নির্বাচনে ইচ্ছে হলে ভোট দেন কিংবা দেন না। দেশের প্রয়োজনে যে নিজেকে প্রস্তুত থাকতে হয় তাও তার অজানা।
ক. নাগরিকতা কী? ১
খ. রাষ্ট্র বলতে কী বোঝায়? ২
গ. তাহের আলীর কোন বিষয়ের জ্ঞানের অভাব রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. তাহের আলীর দেশপ্রেম জাগ্রত করতে উক্ত বিষয়ের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
প্রশ্নের উত্তর
ক রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদা।
খ রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। মূলত রাষ্ট্র বলতে সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে বোঝায়।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে,
গ পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিধি বা বিষয়বস্তু ব্যাখ্যা কর।
ঘ পৌরনীতি ও নাগরিকতা সম্পর্কে বিশ্লেষণ কর।
প্রশ্ন- ২৯ পরিবার
জনাব মাসুদ ও তার স্ত্রী দুজনই চাকরিজীবী। তারা তাদের চার বছরের সন্তান মিমিকে একটি ডে-কেয়ার সেন্টারে রেখে যান। কর্মব্যস্ত মাসুদ ও তার স্ত্রী ছুটির দিনগুলোতে চিত্তবিনোদনের জন্য সন্তানকে নিয়ে পার্ক, রেস্তোরাঁ, স্টেডিয়ামে যান।
ছুটির দিনগুলোতে মিমি তার বাবা-মাকে পেয়ে খুবই আনন্দিত হয়। তার বাবা-মাও তার সাথে গল্পের ছলে প্রাথমিক পাঠ, মূল্যবোধ, আচার-ব্যবহার ইত্যাদির শিক্ষা দেয়।
ক. পরিবার কী ধরনের প্রতিষ্ঠান? ১
খ. সমাজ বলতে কী বোঝ? ২
গ. জনাব মাসুদের পরিবারটি কোন পরিবারের অন্তর্গত? ব্যাখ্যা কর। ৩
ঘ. “জনাব মাসুদের পরিবারটি পরিবার ব্যবস্থার আদি কাজগুলোর পরিপন্থী” তুমি কি এর সাথে একমত? কারণ বিশ্লেষণ কর। ৪
প্রশ্নের উত্তর
ক ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান।
খ সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনসষ্টিকে বোঝায়, যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্যে সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ অণু পরিবার সম্পর্কে ব্যাখ্যা কর।
ঘ পরিবারের কার্যাবলি বিশ্লেষণ কর।
প্রশ্ন- ৩০ রাষ্ট্রের উৎপত্তি
যুবায়ের তার বন্ধু সালামকে বলল, আমি মনে করি দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সালাম বলল, আমার মতে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে।
ক. ঐতিহাসিক মতবাদ সম্পর্কে গার্নার কী বলেছেন? ১
খ. শক্তি প্রয়োগ মতবাদ সম্পর্কে সমালোচকদের মতামত লেখ। ২
গ. যুবায়েরের বক্তব্যে রাষ্ট্রের উৎপত্তিগত কোন মতবাদের সমর্থন পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ. রাষ্ট্রের উৎপত্তি ও মতবাদ সম্পর্কে যুবায়ের ও সালামের মতামতের মধ্যে কোনটিকে তুমি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্নের উত্তর
ক রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি বরং ঐতিহাসিক কর্মবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে।
খ সমালোচকদের মতে, শক্তি প্রয়োগ মতবাদ ভ্রান্ত ও মারাত্মক।
কারণ শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকত, তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। আসলে শক্তির জোরে নয় বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছে এবং টিকে আছে।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে,
গ ঐতিহাসিক মতবাদের বর্ণনা দাও।
ঘ ঐতিহাসিক মতবাদ ও বল বা শক্তি প্রয়োগ মতবাদের তুলনামূলক আলোচনা কর।
প্রশ্ন- ৩১ পরিবারের কার্যাবলি
দশ বছরের কিশোরী হিমা তার পরিবারের মধ্যমণি। সে সারাক্ষণ পরিবারের সকল সদস্যের সাথে আড্ডা-গল্প-হাসিতে মেতে থাকে। কয়েকদিন হলো সে মনমরা হয়ে আছে এবং অযথা রাগারাগি ও মেজাজ দেখাচ্ছে।
বিষয়টি তার বাবা-মা লক্ষ করেন। হিমার সাথে খোলামেলা আলাপ-আলোচনা করে এর সমাধান পাওয়া যায়। হিমা এখন আবার হাসিখুশি ও উৎফুল্ল।
ক. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি? ১
খ. পরিবারের অর্থনৈতিক কাজ বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনায় পরিবারের কোন কাজের পরিচয় ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, পরিবারের উক্ত কাজটি পরিবারের সদস্যদের মানসিক দিককে সমৃদ্ধ করে? তোমার মতামত দাও। ৪
প্রশ্নের উত্তর
ক ৪টি।
খ পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে। পরিবারের এসব কাজের মধ্যে অর্থনৈতিক কাজ পরিবারের গুরুত্বপূর্ণ কাজ।
সাধারণত পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্ন অর্থ উপার্জনমূলক কাজে জড়িত থেকে এসব মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে,
গ পরিবারের মনস্তাত্ত্বিক কাজের প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ একটি পরিবারের মনস্তাত্ত্বিক কার্যাবলি কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা কর।
প্রশ্ন- ৩২পরিবারের শ্রেণি বিভাগ
জাহিদ ও মনির সহপাঠী হলেও তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। জাহিদ বাবা-মা ও ভাইবোনদের সাথে বাস করে। মনিরও বাবা-মা, ভাইবোন, দাদা-দাদি ও চাচা-চাচির সাথে বাস করে। জাহিদ ও মনির নিজ নিজ পরিবারের অসুবিধা নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।
ক. মানুষকে সামাজিক জীব হিসেবে আখ্যায়িত করেছেন কে? ১
খ. পরিবারের জৈবিক কাজ বলতে কী বোঝায়? ২
গ. জাহিদের পরিবার কোন ধরনের? ব্যাখ্যা কর। ৩
ঘ. জাহিদ ও মনিরের পরিবারের পার্থক্য আলোচনা কর। ৪
প্রশ্নের উত্তর
ক মানুষকে সামাজিক জীব হিসেবে আখ্যায়িত করেছেন গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল।
খ একজন পুরুষ ও একজন মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান জন্মদান ও লালন-পালন করাকে পরিবারের জৈবিক কাজ বলে।
ঢ-clusive লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ একক পরিবারের ধারণা ব্যাখ্যা কর।
ঘ একক ও যৌথ পরিবারের পার্থক্য বিশ্লেষণ কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ফ্রি পিডিএফ ফাইল এখান থেকে ডাউনলোড করে নিন। ফ্রি অনার্স প্লেটো:পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা রচনামূলক প্রশ্নোত্তর