SSC | বাংলা ১ম | পল্লিজননী | বহু নির্বাচনি প্রশ্নোত্তর | PDF : বাংলা ১ম পত্রের পল্লিজননী অধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা ১ম পত্রের পল্লিজননীঅধ্যায় হতে গুরুত্বপূর্ণ সব বহু নির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অধ্যায়ঃ নবম-পল্লিজননী
১। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯০০ সালে (খ) ১৯০১ সালে
(গ) ১৯০২ সালে (ঘ) ১৯০৩ সালে
২। জসীমউদ্দীন ফরিদপুর জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) গোবিন্দপুর (খ) তাম্বুলখানা
(গ) মাহমুদপুর (ঘ) কদমতলী
৩। ছাত্রজীবনে জসীমউদদীনের কোন কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে ঠাঁই পেয়েছিল?
(ক) পল্লিজননী (খ) পল্লিবর্ষা
(গ) কবর (ঘ) নিমন্ত্রণ
৪। জসীমউদদীনের কোন কাব্য বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
(ক) নকসী কাঁথার মাঠ (খ) সোজন বাদিয়ার ঘাট
(গ) রাখালী (ঘ) বালুচর
৫। জসীমউদদীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থের নাম কী?
(ক) পথে প্রবাসে (খ) চলে মুসাফির
(গ) ছুটির অবসরে (ঘ) ঘরে বাইরে
৬। জসীমউদদীনকে কোন বিশ্ববিদ্যালয় ডি.লিট ডিগ্রি প্রদান করেন?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
(গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (ঘ) সোরবন বিশ্ববিদ্যালয়
৭। সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ জসীমউদ্দীন কোন পুরস্কার লাভ করেন?
(ক) বাংলা একাডেমী পুরষ্কার (খ) একুশে পদক
(গ) শিশু একাডেমি পুরষ্কার (ঘ) স্বাধীনতা পদক
৮। কবি জসীমউদ্দীন কত সালে পরলোকগমন করেন?
(ক) ১৯৭৬ (খ) ১৯৭৭
(গ) ১৯৭৮ (ঘ) ১৯৭৯
৯। ‘পল্লিজননী’ কবিতায় কোথায় ‘নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে’?
(ক) শিয়রের কাছে (খ) দুয়ারের কাছে
(গ) দীপদানিতে (ঘ) টেবিলের ওপর
১০। পল্লিজননীর ঘরটি ছিল-
(ক) খেজুর পাতার (খ) বেড়ার
(গ) মাটির (ঘ) ইটের
১১। ‘পল্লীজননী’ কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
(ক) বন্ধুদের সাথে খেলতে যাওয়ার জন্য
(খ) অভিযানে যাওয়ার জন্য
(গ) পেটের ক্ষুধার কারণে (ঘ) রোগ যন্ত্রণার কারণে
১২। ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মৃদু শাসন (খ) সোহাগ
(গ) সান্ত¦না (ঘ) দোয়া
১৩। মা ছেলের রোগমুক্তির জন্য ক’জনের কাছে আকুতি জানিয়েছেন?
(ক) একজনের কাছে (খ) দুজনের কাছে
(গ) তিনজনের কাছে (ঘ) চারজনের কাছে
১৪। বাদুড়ের পাখার বাতাসে কোনটি হেলে পড়ে?
(ক) নারিকেল বন (খ) বেত ও বন
(গ) সুপারি বন (ঘ) বাঁশ বন
১৫। ‘ওঝা’ বোঝাতে ‘পল্লিজননী’ কবিতায় কোন নামটি এসেছে?
(ক) আজিজ চাচা (খ) সোলেমান চাচা
(গ) করিম চাচা (ঘ) রহিম চাচা
১৬। ‘হুড়–ম’ শব্দ দ্বারা কবি কোনটিকে নির্দেশ করেছেন?
(ক) চিড়া (খ) খই
(গ) দই (ঘ) মুড়ি
১৭। মা ছেলেকে ‘মুখপোড়া’ সম্বোধন করেছেন কীভাবে?
(ক) আদর করে (খ) রাগ করে
(গ) গালি দিয়ে (ঘ) বিরক্ত হয়ে
১৮। ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ন ছেলের কোন কোন সহপাঠীর নাম উল্লেখ করা হয়েছে?
(ক) করিম-রহিম (খ) রহিম-আজিজ
(গ) করিম-আজিজ (ঘ) করিম-কামাল
১৯। ‘পল্লীজননী’ কবিতায় হুতুম কোথায় ডাকছে?
(ক) বাঁশ বনে (খ) এঁদো ডোবায়
(গ) ঘরের চালে (ঘ) পচা ডোবায়
২০। হুতুমের ডাক সম্পর্কে মায়ের বিশ্বাসের ভিত্তি কী?
(ক) খনার বচন (খ) জনশ্রæতি
(গ) চালু মতবাদ (ঘ) কুসংস্কার
২১। ‘বিরহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি’ এখানে ‘ডাক’ বলতে বোঝানো হয়েছে-
(ক) বাদুড় (খ) কানাকুয়ো
(গ) ডাহুক (ঘ) হুতুম
২২। কৃষাণের ছেলেরা কার বাচ্চা চুরি করেছে?
(ক) কানাকুয়োর (খ) ডাহুকের
(গ) হুতুমের (ঘ) বাদুড়ের
২৩। ‘পল্লীজননী’ কবিতার মূল কথা কী?
(ক) অপত্য¯েœহের অনিবার্য আকর্ষণ(খ) ছেলের মৃত্যু চিন্তা
(গ) মায়ের দারিদ্র্য (ঘ) ছেলের সুস্থতার আশা
২৪। ‘পল্লিজননী’ কবিতায় উল্লিখিত ছেলে কোন বয়সী?
(ক) শিশু (খ) কিশোর
(গ) তরুণ (ঘ) যুবক
২৫। আদর ও সেবা বোঝাতে যে কথাটি ‘পল্লীজননী’ কবিতায় এসেছে-
র. একেলা জাগিছে মাতা রর.দরগায় মানে দান
ররর.সারা গায়ে দেয় হাত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i, ii ও iii
২৬। ‘পল্লীজননী’ কবিতায় যে সিকার নাম করা হয়েছে-
র. সমুদ্রকলি রর.ফুলঝুরি
ররর.সাত-নরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৭। ‘পল্লিজননী’ কবিতায় ‘বায়না’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে-
র. অগ্রিম প্রদেয় রর.মানত
ররর.আবদার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i, ii ও iii
২৮। ‘পল্লিজননী’ কবিতায় মায়ের আদরের সম্বোধন হলো-
র. বাছারে রর.যাদু
ররর.মুখপোড়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
“মাগো আমায় দাওনা খেতে চিড়ে ভাজা, দই,
সারা জীবন খাইনে আমি বিন্নীধানের খই।
আমায় কিনে দিতে হবে একটি ধাউশ ঘুড়ি,
উড়াব তাই, থাকবে আমার কোচরভরা মুড়ি।
২৯। চিত্রকল্পে প্রকাশ পেয়েছে ‘পল্লিজননী’ কবিতার-
(ক) মায়ের অসহায়ত্ব (খ) দারিদ্র্যের নির্মম চিত্র
(গ) ছেলের সাধারণ বায়না
(ঘ) মাকে বিব্রত করার চেষ্টা
৩০। ফুটে ওঠা দিকটি নিচের যে চরণে বিদ্যমান-
র. শোন মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে।
রর.রাখিও ঢ্যাঁপের মোয়া বেঁধে তুমি সাত নরি সিকা ভরে।
ররর.ছেলে রেগে কয়, ‘ঘুম যে আসে না কি করিব আমি তার।’
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
“কিশোর তোরাব বাজারে মুটের কাজ করে। সেই সকালে বেরিয়েছে। সন্ধ্যা গড়িয়ে গেল; ফেরার নাম নেই। মা অস্থির হয়ে হাস ফাঁস করতে থাকেন। এক সময় দেখা গেল তোরাব বন্ধুর সাথে গল্প করতে করতে ফিরছে।
৩১। উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার কোন দিকটি অভিব্যক্ত হয়েছে?
(ক) ছেলের বখাটেপনা
(খ) ছেলের দুরন্তপনা
(গ) ছেলের বিলম্বে বাড়ি ফেরা
(ঘ) ছেলের মায়ের অবাধ্য হওয়া
৩২। যে চরণে ফুটে ওঠা দিকটির পরিচয় আছে-
র. সাঁঝ হয়ে গেল তবু আসে নাকো, আই ঢাউ মার প্রাণ
রর.হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হষে করিয়া গান
ররর.ছোট খাট কত বায়না ছেলের পারে নাই মিটাবার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৩। ‘নয়ন’ শব্দের সমার্থক কোনটি?
(ক) মণি (খ) চোখ
(গ) নতুন (ঘ) পথ্য
৩৪। ‘পল্লিজননী’ কবিতায় ‘মন’ বোঝাতে কবি কোন শব্দটি ব্যবহার করেছেন?
(ক) হৃদয় (খ) অন্তর
(গ) হিয়া (ঘ) মর্ম
৩৫। ‘মাটির পাত্র’ বোঝাতে ‘পল্লিজননী’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
(ক) খাচা (খ) ধামা
(গ) সিকা (ঘ) কোলা
৩৬। ‘কোচ’ কাকে বলে?
(ক) ছোট্ট কাপড়ের থলে (খ) কোমরে লুঙ্গির ভাঁজ
(গ) ছোট্ট বেতের ডালা (ঘ) পিতলের ঘটি
৩৭। ‘কালি সাঁঝ’ বলতে কী বোঝায়?
(ক) কালিমাখা সাঁঝ (খ) মেঘাচ্ছন্ন সাঁঝ
(গ) নিঝুম সন্ধ্যাবেলা (ঘ) ঘোর সন্ধ্যাবেলা
৩৮। ‘পল্লিজননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে?
(ক) রাখালী (খ) ধানক্ষেত
(গ) বালুচর (ঘ) মাটির কান্না
৩৯। ‘পল্লিজননী’ কবিতায় ‘জোনাকী’ শব্দটি কবি কবার ব্যবহার করেছেন?
(ক) একবার (খ) দুবার
(গ) তিনবার (ঘ) চারবার
৪০। ‘পল্লিজননী’ কবিতায় কয়টি পাখির নাম রয়েছে?
(ক) চারটি (খ) পাঁচটি
(গ) ছয়টি (ঘ) সাতটি
- আম আঁটির ভেঁপু গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- বাংলা ১ম: বই পড়া গল্পের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- (PDF) পল্লিসাহিত্য কবিতার জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
- SSC-জ্ঞানমূলক ও অনুধাবনমূলক সব প্রশ্নের উত্তর | কপোতাক্ষ নদ
- বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক অনুধাবনমূলক ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর
- ঝর্ণার গান কবিতার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
অধ্যায় ভিত্তিক
এস এস সি মডেল টেস্ট-২০১৭
শ্রেণি: বিষয়ঃ বাংলা প্রথম পত্র (পদ্য) অধ্যায়ঃ নবম
উত্তর পত্র
১-ঘ ২-খ ৩-গ ৪-ক ৫-খ ৬-গ ৭-খ ৮-ক ৯-ক ১০-খ
১১-ঘ ১২-খ ১৩-গ ১৪-গ ১৫-ঘ ১৬-ঘ ১৭-ক ১৮-গ ১৯-গ ২০-ঘ
২১-গ ২২-খ ২৩-ক ২৪-খ ২৫-গ ২৬-গ ২৭-গ ২৮-ঘ ২৯-গ ৩০-ক
৩১-গ ৩২-ক ৩৩-খ ৩৪-গ ৩৫-ঘ ৩৬-খ ৩৭-ঘ ৩৮-ক ৩৯-খ ৪০-ক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।