পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৭ম অধ্যায়টি হতে বেশ কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৭ মানবাধিকার অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : অটিজম একটি বিকাশমান সমস্যা। নিচে অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো :
১. কোনো একটি বিশেষ খেলনা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে।
২. তারা কোনো খেলনা নিয়ে না খেলে বরং ওগুলো শক্ত করে ধরে বসে থাকবে, গন্ধ নেবে বা ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকবে।
৩. শিশুটি আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল হবে।
প্রশ্ন \ ২ \ শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুরা বিভিন্ন বিষয়ে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিচে শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দেওয়া হলো :
১. অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
২. অনেক শিশু খেত-খামারে, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুশ্রম বেআইনি।
৩. শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকারবিরোধী কাজ।
প্রশ্ন \ ৩ \ নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : নারী হচ্ছে সমাজের অর্ধাংশ। আমাদের সমাজে নারীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নিচে তিনটি উদাহরণ দেওয়া হলো :
১. শিক্ষা ওাকরির ক্ষেত্রে সমান সুযোগ পায় না।
২. কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না।
৩. নারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে? কখন?
উত্তর : জাতিসংঘ সর্বপ্রথম মানবাধিকারকে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানবাধিকারের “সার্বজনীন ঘোষণাপত্র” অনুমোদন করে। ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ সকলের সমান অধিকার। বিশ্বের সকল দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। এই অধিকারগুলোই মানবাধিকারের অন্তভর্‚ক্ত।
প্রশ্ন \ ২ \ শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয়?
উত্তর : শিশুরা যে যে সুবিধা থেকে বঞ্চিত হয় তা হলো-
১. শিশু শ্রমিকরা লেখাপড়ার সুযোগ পায় না।
২. অনেক ক্ষেত্রে সঠিক মজুরি পায় না।
৩. খাওয়া-দাওয়া, থাকার জায়গা, সুচিকিৎসা, পোশাক থেকে বঞ্চিত হয়।
৪. শারীরিক নির্যাতনের শিকার হয়।
৫. শিশুর শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ ঘটে না।
প্রশ্ন \ ৩ \ মানব পাচার বলতে কী বোঝায়?
উত্তর : যদি কোনো ব্যক্তি প্রলোভনের মাধ্যমে কোন শিশু ও নারীকে অপহরণ করে সংঘবদ্ধচক্রের নিকট বিক্রি করে দেয় তখন তাকে মানব পাচার বলে। একটি সংঘবদ্ধচক্র আর্থিক মুনাফার লোভে এ হীন কাজ করে থাকে। পাচারকৃত নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। আর শিশুদের উটের জকি অথবা হত্যা করে কিডনি বিক্রয় করা হয়। দক্ষিণ এশিয়ায় মানব পাচারের যে অবস্থা লক্ষ করা যায়, সেখানে মানব পাচারের অন্যতম প্রধান দেশ বাংলাদেশ।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন-১ : তুমি মানুষ হিসেবে স্বাধীনভাবেলাফেরাসহ আরো অনেক অধিকার ভোগ কর। জাতিসংঘ কবে এসব অধিকারকে স্বীকৃতি দেয়?
উত্তর : ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বরে জাতিসংঘ এসব অধিকারকে স্বীকৃতি দেয়।
প্রশ্ন-২ \ জন ও বিমলা তাদের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশগ্রহণ করে। এটি তাদের কোন অধিকারের অন্তর্ভুক্ত?
উত্তর : এটি তাদের মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত।
প্রশ্ন-৩ : সাভারে ভবন ধসের ১৭দিন পর উদ্ধারকর্মীদের সাড়া পেয়ে রেশমা বলেছিল, ‘আমাকে বাঁচান’। রেশমার এ আবেদনের সাথে কীসের সাদৃশ্য রয়েছে?
উত্তর : রেশমার এ আবেদনের সাথে মানবাধিকারের সাদৃশ্য রয়েছে।
প্রশ্ন-৪ : দুর্বৃত্তরা অনেক সময় রাতের আধারে যানবাহনে আগুন লাগিয়ে দেয়। এটি কীসের লঙ্ঘন?
উত্তর : এটি মানবাধিকারের লঙ্ঘন।
প্রশ্ন-৫ : জনাব সিহাব কর্মক্ষেত্রে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারেন না। তিনি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন?
উত্তর : তিনিিন্তা ও মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রশ্ন-৬ : প্রিয়া তার যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে সঠিক পারিশ্রমিক পাচ্ছে। প্রিয়া কোন অধিকার ভোগ করছে?
উত্তর : প্রিয়া সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার ভোগ করছে।
প্রশ্ন-৭ : সাহেদের বাড়িতে ছেলে-মেয়ে সমান সুযোগ লাভ করে। তাদের বাড়ির সবাই কোন অধিকার ভোগ করছে?
উত্তর : তাদের বাড়ির সবাই মানবাধিকার ভোগ করছে।
প্রশ্ন-৮ : অনেক শিশু বিভিন্ন ধরনের কষ্টকর কাজ করতে বাধ্য হয়। এতে তাদের কোন ধরনের অধিকার ক্ষুণœ হয়?
উত্তর : এতে তাদের মানবাধিকার ক্ষুণœ হয়।
প্রশ্ন-৯ : তুমি দেখতে পেলে একটি শিশুকে নির্জন স্থানে বেঁধে রাখা হয়েছে। এক্ষেত্রে তুমি কী করবে?
উত্তর : এক্ষেত্রে আমি বিষয়টি বড়দের জানাব।
প্রশ্ন-১০ : শিশুশ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না। এর কারণ কী?
উত্তর : শিশুশ্রমিকেরা সাধারণত দারিদ্র্যের কারণে লেখাপড়ার সুযোগ পায় না।
প্রশ্ন-১১ : তোমার ভাই অটিস্টিক শিশু। তাকে যদি বিশেষ যতœ না নাও তাহলে কী ঘটবে?
উত্তর : সে সমানভাবে বিকশিত হবে না।
প্রশ্ন-১২ : রনি তার সব কাজ একই নিয়মে করতোয়। রনিকে আমরা কোন ধরনের শিশু বলতে পারি?
উত্তর : রনিকে আমরা অটিস্টিক শিশু বলে।
প্রশ্ন-১৩ : সাজিদ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হলেও কেউ তাকে স্পর্শ করলে আঁতকে ওঠে। সাজিদের এ ধরনের আচরণের কারণ কী?
উত্তর : সে অটিস্টিক শিশু।
প্রশ্ন-১৪ : রোকনের বয়স ১২ বছর। সে স্কুলে না যেয়ে একটি দোকানে কাজ করে। রোকন তার কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?
উত্তর : রোকন শিক্ষা গ্রহনের ধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
প্রশ্ন-১৫ : সুমনা একটি এনজিওতোকরির সুযোগ পায়। কিন্তু তার পরিবারের লোকজন তাকোকরি করতে দেয় না। এখানে সুমনার কোন অধিকার লঙ্ঘিত হচ্ছে?
উত্তর : এখানে সুমনার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
প্রশ্ন-১৬ : আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে মানবাধিকারগুলো পাই। এক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব কী হওয়া উচিত?
উত্তর : আমাদের সবার দায়িত্ব সবার জন্য মানবাধিকার বাস্তবায়ন করা।
প্রশ্ন-১৭ : আমাদের অন্যরকম বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কেন?
উত্তর : ওরা অনেক শব্দ মনে রাখতে পারে না বলে আমাদের অন্যরকম বন্ধুরা অনেক সময় স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।
সাধারণ
প্রশ্ন-১৮ : মানবাধিকার কাকে বলে?
উত্তর : মানুষের সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোকে মানবাধিকার বলে।
প্রশ্ন-১৯ : কোন ধরনের শিশুদেরকে অটিস্টিক শিশু বলে?
উত্তর : অটিজমে আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
প্রশ্ন-২০ : অটিজম কী?
উত্তর : যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না তাই অটিজম।
প্রশ্ন-২১ : জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে?
উত্তর : জাতিসংঘ ১৯৪৮ সালে মানবাধিকার সর্বজনীন ঘোষনাপত্র অনুমোদন করেছে।
প্রশ্ন-২২ : বাংলাদেশের একজন নাগরিক কত বছর বয়সে ভোটার হতে পারে।
উত্তর : বাংলাদেশের একজন নাগরিক ১৮ বছর বয়সে ভোটার হতে পারে।
প্রশ্ন-২৩ : মানবাধিকার লঙ্ঘন কোন ধরনের কাজ?
উত্তর : মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ।
প্রশ্ন-২৪ : অটিস্টিক শিশুদের একটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : অটিষ্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।
প্রশ্ন-২৫ : শিশুরা কাজ করতে বাধ্য হয় কেন?
উত্তর : শিশুরা দারিদ্র্যের কারণে কাজ করতে বাধ্য হয়।
প্রশ্ন-২৬ : মানুষের দুটি মৌলিক মানবাধিকার লেখ।
উত্তর : মানুষের দুটি মৌলিক মানবাধিকার হচ্ছেÑ
১. আইনেরোখে সবাই সমান এবং
২. নিজেরিন্তা ও মত প্রকাশের অধিকার।
প্রশ্ন-২৭ : কোন সংস্থা ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করে?
উত্তর : জাতিসংঘ ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করে।
প্রশ্ন-২৮ : আমাদের দেশ থেকে নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয় কেন?
উত্তর : বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে ব্যবহারের জন্য নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়।
প্রশ্ন-২৯ : মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কাদের?
উত্তর : মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব পরিবার, সমাজ ও রাষ্ট্র, এককথায় আমাদের সবার।
প্রশ্ন-৩০ : শিশুশ্রম কী?
উত্তর : অপ্রাপ্তবয়সে পড়াশোনা বাদ দিয়ে শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত শিশুদেরকেই শিশুশ্রম বলা হয়ে থাকে।
প্রশ্ন-৩১ : অধিকারের অর্থ কী?
উত্তর : অধিকারের অর্থ হচ্ছে জন্ম থেকেই কিছু সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষমতা অর্জন করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা এ অধিকার পেয়ে থাকি।
প্রশ্ন-৩২ : মৌলিক মানবাধিকার কী?
উত্তর : যে অধিকারগুলো মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য সে অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার বলা হয়।
প্রশ্ন-৩৩ : আমরা কাদের কাছ থেকে মানবাধিকারগুলো পেয়ে থাকি?
উত্তর : পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা মানবাধিকারগুলো পেয়ে থাকি।
প্রশ্ন-৩৪ : অটিস্টিক শিশু খেলনা নিয়ে কী করে?
উত্তর : অটিস্টিক শিশু খেলনা নিয়ে না খেলে তারা এগুলো শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় বা ঘণ্টার পর ঘণ্টা খেলনার দিকে তাকিয়ে থাকে।
প্রশ্ন-৩৫ : কীসের প্রতি অটিস্টিক শিশুরা অতি সংবেদনশীল থাকে?
উত্তর : আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অটিস্টিক শিশু অতি সংবেদনশীল থাকে।
প্রশ্ন-৩৬ : অটিস্টিক শিশুর কীসের প্রতি প্রবল আকর্ষণ থাকে?
উত্তর : অটিস্টিক শিশুদের বিশেষ কোন একটা খেলনা বা জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে।
প্রশ্ন-৩৭ : কী কারণে অটিস্টিক শিশুরা খুবই উত্তেজিত হয়ে যায়?
উত্তর : দৈনিক কাজের রুটিন বদল হলে অটিস্টিক শিশুরা খুবই উত্তেজিত হয়।
প্রশ্ন-৩৮ : অটিস্টিক শিশুকে কে শনাক্ত করতে পারে?
উত্তর : অটিস্টিক শিশুকে শনাক্ত করতে পারে অটিজম বিষয়ে বিশেষজ্ঞ।
প্রশ্ন-৩৯ : নারী ও শিশু পাচার কীসের লঙ্ঘন?
উত্তর : নারী ও শিশু পাচার মানবাধিকারের লঙ্ঘন।
প্রশ্ন-৪০ : বিচার পাওয়ার অধিকার কীসের মধ্যে পড়ে?
উত্তর : বিচার পাওয়ার অধিকার মৌলিক মানবাধিকারের মধ্যে পড়ে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।