পঞ্চম শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৮ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ৮ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৮ মহাবিশ্ব
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
প্রশ্ন \ ১ \ পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর : পৃথিবীর দুই ধরনের গতি হলো : (র) আহ্নিক গতি ও (রর) বার্ষিক গতি।
প্রশ্ন \ ২ \ দিন এবং রাত কী কারণে হয়?
উত্তর : দিন এবং রাত পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়।
প্রশ্ন \ ৩ \ চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উত্তর : পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হয়। এটাই চাঁদের বিভিন্ন দশার কারণ।
প্রশ্ন \ ৪ \ গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
উত্তর : গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য হলো : গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে আর উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘুরে।
প্রশ্ন \ ৫ \ পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
উত্তর : পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে ঐ অংশে তখন গ্রীষ্মকাল হয় এবং পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশে তখন শীতকাল হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ মহাবিশ্ব কী?
উত্তর : বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে যা গঠিত হয় তাই মহাবিশ্ব।
প্রশ্ন \ ২ \ ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর : ঋতু পরিবর্তনের কারণ পৃথিবীর বার্ষিক গতি।
প্রশ্ন \ ৩ \ দিন ও রাত কেন হয়?
উত্তর : পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়।
প্রশ্ন \ ৪ \ গ্যালাক্সি কাকে বলে?
উত্তর : সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ তাকে গ্যালাক্সি বলে।
প্রশ্ন \ ৫ \ আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : পৃথিবী আপন অক্ষের উপর দিনে একবার পাক খায় যার জন্য দিন ও রাত হয়। একে আহ্নিক গতি বলে।
প্রশ্ন \ ৬ \ রাতের আকাশের নক্ষত্রকে আরও স্পষ্ট দেখা যায় কীভাবে?
উত্তর : রাতের আকাশের নক্ষত্রকে আরও স্পষ্ট দেখা যায়। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে।
প্রশ্ন \ ৭ \ চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে?
উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে।
প্রশ্ন \ ৮ \ জ্যোতির্বিজ্ঞান কী?
উত্তর : জ্যোতির্বিজ্ঞান হলো মহাকাশ সম্পর্কিত গবেষণা।
প্রশ্ন \ ৯ \ বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন \ ১০ \ অক্ষ কী?
উত্তর : অক্ষ হলো কোনাবস্তুর কেন্দ্র বরাবরের ছেদকারী কাল্পনিক রেখা।
প্রশ্ন \ ১১ \ পূর্ণিমার চাঁদ ও অমাবস্যার চাঁদের মধ্যে পার্থক্য কী?
উত্তর : যখন চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখা যায়, তখন তাকে পূর্ণিমার চাঁদ বলা হয়। আর যখন চাঁদের আলোকিত অংশ একদমই দেখা যায় না, তখন তাকে অমাবস্যার চাঁদ বলা হয়।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন \ ১২ \ সৌরজগৎ কাকে বলে?
উত্তর : সূর্যকে ঘিরে এর চারদিকে গ্রহ ও উপগ্রহ নিয়ে যে জগৎ তাকে সৌরজগৎ বলে।
প্রশ্ন \ ১৩ \ বার্ষিক গতির ফল কী?
উত্তর : বার্ষিক গতির ফলে একই সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে দিন রাত ছোট বড় হয়। অর্থাৎ ঋতু পরিবর্তন হয়।
প্রশ্ন \ ১৪ \ চাঁদ কী?
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
প্রশ্ন \ ১৫ \ সূর্য কী?
উত্তর : সূর্য হচ্ছে একটি নক্ষত্র।
প্রশ্ন \ ১৬ \ অমাবস্যা কখন হয়?
উত্তর : চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন অমাবস্যা হয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।