পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
দ্বিতীয় অধ্যায় – ইবাদত
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
খ শূন্যস্থান পূরণ কর
১. ইমানের অঙ্গ।
২. সালাত দীন ইসলামের ।
৩. সালাত াবি।
৪. মানে সংক্ষিপ্তকরণ।
৫. সালাতের ভেতরের ফরজগুলোকে বলে।
৬. ঢাকা শহরকে বলা হয় শহর।
৭. সাওমের মূল উদ্দেশ্য হলো অর্জন করা।
৮. অর্থ যাকাত ব্যয়ের খাতসমূহ।
৯. জীবনে হজ করা ফরজ।
১০. পরস্পর সাক্ষাৎ হলে বলব ।
উত্তর : ১. পবিত্রতা; ২. খুঁটি; ৩. জান্নাতের; ৪. কসর; ৫. আরকান; ৬. মসজিদের; ৭. তাকওয়া; ৮. মাসচারিফ; ৯. একবচার; ১০. আসসালামু আলাইকুম।
গ বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দের অর্থ মিলাও :
বাম ———ডান
ইবাদত——— ক্ষমা প্রচার্থনা করা
সালাত ———ভ্রমণকচারী
মুসাফির ———বিরত থাকা
সাওম——— আনুগত্য
যাকাত ———নির্ধচারিত পরিমাণ
নিসাব ———সংকল্প করা
হজ ———পবিত্রতা ও বৃদ্ধি
কুরবানি ———ভেঙে ফেলা
আকিকা ———উৎসর্গ
উত্তর :
ইবাদত আনুগত্য।
সালাত ক্ষমা প্রচার্থনা করা।
মুসাফির ভ্রমণকচারী।
সাওম বিরত থাকা।
যাকাত পবিত্রতা ও বৃদ্ধি।
নিসাব নির্ধচারিত পরিমাণ।
হজ সংকল্প করা।
কুরবানি উৎসর্গ।
আকিকা ভেঙে ফেলা।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
প্রশ্ন- ১ \ ইবাদত কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালচার আনুগত্য স্বীকচার করে তাঁর যাবতীয় আদেশ, নিষেধ মেনেলাকে ইবাদত বলে।
প্রশ্ন- ২ \ আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?
উত্তর : আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন শুধু তাঁরই ইবাদতের জন্য।
প্রশ্ন- ৩ \ ইসলামের রুকন কয়টি ও কী কী?
উত্তর : ইসলামের রুকন পাঁচটি। এগুলো হলো :
১. ইমান, ২. সালাত, ৩. সাওম, ৪. হজ ও ৫. যাকাত।
প্রশ্ন- ৪ \ পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ।
উত্তর : পাঁচ ওয়াক্ত সালাত হলো : ১. ফজর; ২. যোহর; ৩. আসর; ৪. মাগরিব ও ৫. এশা।
প্রশ্ন- ৫ \ সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী?
উত্তর : সালাতের নিষিদ্ধ সময়গুলো হলো- ১. ঠিক সূর্যোদয়ের সময়, ২. ঠিক দ্বিপ্রহরের সময়, ও ৩. সূর্যাস্তের সময়।
প্রশ্ন- ৬ \ মুসাফির কাকে বলে?
উত্তর : কোনো ব্যক্তি ৪৮ মাইল (প্রায় ৮০ কিলোমিটচার) দূরবর্তী স্থানে যাওয়চার নিয়ত করে বাড়ি থেকে বের হলে তাকে মুসাফির বলা হয়।
প্রশ্ন- ৭ \ আহকাম কাকে বলে?
উত্তর : সালাত শুরু করচার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বলে।
প্রশ্ন- ৮ \ আরকান কাকে বলে?
উত্তর : সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে।
প্রশ্ন- ৯ \ সাওম কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালচার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহি সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহচার থেকে বিরত থাকাকে সাওম বলে।
প্রশ্ন- ১০ \ সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তর : সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে তিনভাগে ভাগ করা হয়েছে।
প্রশ্ন- ১১ \ যাকাত কাকে বলে?
উত্তর : মুসলমানদের নিসাব পরিমাণ ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছরপূর্তিতে আল্লাহ তায়ালচার নির্ধচারিত খাতসমূহে ব্যয় করাকে যাকাত বলে।
প্রশ্ন- ১২ \ হজ কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালচার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, বিশেষ অবস্থায়, নির্দিষ্ট স্থানে, নির্ধচারিত নিয়মে, নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে।
প্রশ্ন- ১৩ \ হজের ফরজ কয়টি ও কী কী?
উত্তর : হজের ফরজ ৩টি। যথা :
১. ইহরাম বাঁধা
২. আরাফাতে অবস্থান
৩. তওয়াফে জিয়চারত
প্রশ্ন- ১৪ \ কুরবানি কাকে বলে?
উত্তর : আল্লাহ তায়ালচার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে।
প্রশ্ন- ১৫ \ আকিকা কাকে বলে?
উত্তর : সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কুরবানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন \ ১ \ সালাতের ভিতরে আমাদের কিছু নিয়ম মেনেলতে হয়। এ নিয়মগুলোকে কী বলে?
উত্তর : এ নিয়মগুলোকে আরকান বলে।
প্রশ্ন \ ২ \ তুমি সালাত আদায়ের সময় প্রতি রাকআতে সূরা ফাতিহা পড়। এটি সালাতের কী হিসেবে বিবেচিত?
উত্তর : এটি সালাতের ওয়াজিব হিসেবে বিবেচিত।
প্রশ্ন \ ৩ \ আমরা সালাতে সানা পড়ি। এটি আমরা কখন পড়ি?
উত্তর : এটি আমরা নিয়ত বাঁধচার পরে পড়ি।
প্রশ্ন \ ৪ \ আমরা সালাতে তাশাহহুদ পড়ি। এটি আমরা কখন পড়ি?
উত্তর : এটি আমরা দুই রাকআত শেষে বৈঠকে পড়ি।
প্রশ্ন \ ৫ \ শিক্ষক সায়মাকে বলল, তিনটি মর্যাদাপূর্ণ মসজিদের মধ্যে একটি জেরুজালেমে অবস্থিত। মসজিদটির নাম কী?
উত্তর : এর নাম বায়তুল মুকাদ্দাস।
প্রশ্ন \ ৬ \ আরিফ শুক্রবচার জুমচার নামাযের জন্য মসজিদে প্রবেশ করচার সময় আশপাশের লোকজনকে ধাক্কা দিয়ে প্রবেশ করল। এ কাজ দ্বচারা সে কী করল?
উত্তর : এ কাজ দ্বচারা সে মসজিদের আদব ভঙ্গ করল।
প্রশ্ন \ ৭ \ শিফাকে তচার বাবা বলল, মসজিদে আমরা কেবল আল্লাহর ইবাদত করি। এর কচারণ কী বলে তুমি মনে কর?
উত্তর : এর কচারণ মসজিদ আল্লাহর ঘর।
প্রশ্ন \ ৮ \ আঃ রহমান সাহেব একজন ব্যবসায়ী। তিনি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ গরিবদের দান করেন। এতে তচার কী হবে?
উত্তর : এতে তচার সম্পদ পবিত্র হবে।
প্রশ্ন \ ৯ \ তোমাদের গ্রামের আহমদ সাহেব বড়লোক। কিন্তু তিনি তচার সম্পদের যাকাত দেন না। এজন্য পরকালে তিনি কী লাভ করবেন?
উত্তর : এজন্য পরকালে তিনি কঠিন আজাব ভোগ করবেন।
প্রশ্ন \ ১০ \ হাশেম সাহেব আগামী বছর হজ করতে যাবেন। এক্ষেত্রে তিনি প্রধান কয়টি কাজ করবেন?
উত্তর : এক্ষেত্রে তিনি প্রধান ৬টি কাজ করবেন।
প্রশ্ন \ ১১ \ নামাজের সময়লে যাচ্ছে কিন্তু তোমচার বাসচার নলক‚পে পানি নেই। এ অবস্থায় তুমি কীভাবে পবিত্রতা অর্জন করবে?
উত্তর : এ অবস্থায় আমি তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করব।
প্রশ্ন \ ১২ \ তুমি সব সময় পরিষ্কচার-পরিচ্ছন্ন থাক। এর ফলে তোমচার কী হবে?
উত্তর : এর ফলে আমচার শরীর সুস্থ থাকবে।
প্রশ্ন \ ১৩ \ আমাদের দেশে অনেক মানুষ আছে যচারা অনাহচারে-অর্ধাহচারে জীবনযাপন করে। কোন ইবাদতের দ্বচারা আমরা তাদের কষ্ট উপলব্ধি করতে পচারব?
উত্তর : সাওম এর মাধ্যমে আমরা তাদের কষ্ট উপলব্ধি করতে পচারব।
প্রশ্ন \ ১৪ \ কীসের মাধ্যমে ব্যক্তি কুপ্রবৃত্তি; কামনাবাসনা ও লোভলালসা থেকে নিজেকে বিরত রাখতে পচারে?
উত্তর : সাওমের মাধ্যমে ব্যক্তি কুপ্রবৃত্তি; কামনাবাসনা ও লোভলালসা থেকে নিজেকে বিরত রাখতে পচারে।
প্রশ্ন \ ১৫ \ মহান আল্লাহ হযরত ইবরাহিম (আ)-কে তাঁর পুত্রকে কুরবানি করচার আদেশ দিলেন। পুত্রের নাম কী ছিল?
উত্তর : পুত্রের নাম ছিল হযরত ইসমাঈল (আ)।
প্রশ্ন \ ১৬ \ তোমচার ভাইয়ের জন্মের ৭ দিন পর তচার কল্যাণ কামনায় হালাল পশু জবাই করা হলো। এ পশু জবাইকে কী বলা হয়?
উত্তর : এ পশু জবাইকে আকিকা বলা হয়।
প্রশ্ন \ ১৭ \ বিশেষ পদ্ধতিতে অর্জিত দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে কী বলে?
উত্তর : বিশেষ পদ্ধতিতে অর্জিত দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে তাহচারাত বা পবিত্রতা বলে।
প্রশ্ন \ ১৮ \ তায়াম্মুম করচার জন্য কোনটি প্রয়োজন?
উত্তর : তায়াম্মুম করচার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় পদচার্থ প্রয়োজন।
প্রশ্ন \ ১৯ \ আল্লাহ তায়ালচার নিকট বান্দচার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি?
উত্তর : আল্লাহ তায়ালচার নিকট বান্দচার আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম সালাত।
প্রশ্ন \ ২০ \ ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে কী বলে?
উত্তর : ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে।
প্রশ্ন \ ২১ \ কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবচার সালাত আদায় করে তচার কোনটি থাকবে না?
উত্তর : কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবচার সালাত আদায় করে তচার গুনাহ থাকবে না।
প্রশ্ন \ ২২ \ জামাআতের সাথে সালাত আদায়ের মাধ্যমে কোনটি গড়ে ওঠে?
উত্তর : জামাআতের সাথে সালাত আদায়ের মাধ্যমে একতা, ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে স¤প্রীতি সৃষ্টি হয়।
প্রশ্ন \ ২৩ \ সালাত মানুষের কী উপকচার করে?
উত্তর : সালাত মানুষকে খচারাপ কাজের অভ্যাস থেকে দূরে রাখে।
প্রশ্ন \ ২৪ \ সালাতের প্রতিটি কাজ নিয়ম অনুসচারে শৃঙ্খলচার সাথে আদায় করতে হয়। এটি থেকে তুমি কী শিখবে?
উত্তর : এটি থেকে আমি নিয়ম-শৃঙ্খলা শিখব।
প্রশ্ন \ ২৫ \ সালাতের আহকামের অন্তর্ভুক্ত একটি কাজ উল্লেখ কর।
উত্তর : সালাতের আহকামের অন্তর্ভুক্ত হলো কিবলামুখী হওয়া।
প্রশ্ন \ ২৬ \ সালাতের মধ্যে ভুলক্রমে ওয়াজিব কাজগুলোর কোনো একটি তোমচার বাদ পড়ে গেছে। এখন তোমচার করণীয় কী?
উত্তর : এখন আমচার করণীয় হলো শেষ বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবচার বলে দুটি সিজদা করা।
প্রশ্ন \ ২৭ \ মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কেন?
উত্তর : মসজিদকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কচারণ, এ ঘরে কেবলমাত্র আল্লাহর ইবাদত করা হয়।
প্রশ্ন \ ২৮ \ দুনিয়চার মধ্যে আল্লাহ তায়ালচার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
উত্তর : দুনিয়চার মধ্যে আল্লাহ তায়ালচার কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদ।
প্রশ্ন \ ২৯ \ পৃথিবীতে কোন মসজিদগুলোর মর্যাদা বেশি?
উত্তর : মসজিদে হচারাম, মসজিদে নববি এবং মসজিদে বায়তুল মুকাদ্দাস এর মর্যাদা বেশি।
প্রশ্ন \ ৩০ \ আব্দুল হক সাহেব কোনোভাবেই সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন না। তিনি কাকে ভয় পান?
উত্তর : তিনি আল্লাহকে ভয় পান।
সাধারণ
প্রশ্ন \ ৩১ \ তাহচারাত কাকে বলে?
উত্তর : বিশেষ পদ্ধতিতে অর্জিত দেহ, মন, পোশাক, স্থান বা পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে তাহচারাত বলে।
প্রশ্ন \ ৩২ \ হজ শব্দের অর্থ কী?
উত্তর : হজ শব্দের অর্থ ইচ্ছা করা, সংকল্প করা ইত্যাদি।
প্রশ্ন \ ৩৩ \ নিসাব মানে কী?
উত্তর : যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে।
প্রশ্ন \ ৩৪ \ সাওমের মূল উদ্দেশ্য কী?
উত্তর : তাকওয়া অর্জন করা।
প্রশ্ন \ ৩৫ \ যাকাতের মাসচারিফ কয়টি?
উত্তর : যাকাতের মাসচারিফ আটটি।
প্রশ্ন \ ৩৬ \ সাওমকে ফচারসি ভাষায় কী বলা হয়?
উত্তর : সাওমকে ফচারসি ভাষায় রোজা বলা হয়।
প্রশ্ন \ ৩৭ \ তচারাবির সালাত কত রাকআত?
উত্তর : তচারাবির সালাত বিশ রাকআত।
প্রশ্ন \ ৩৮ \ ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়?
উত্তর : আল্লাহুম্মা বিইসমিকা আমূতু ওয়া আহইয়া।
প্রশ্ন \ ৩৯ \ ওয়াজিব মানে কী?
উত্তর : ওয়াজিব মানে অবশ্য করণীয়।
প্রশ্ন \ ৪০ \ ইবাদত শব্দের অর্থ কী?
উত্তর : ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগি ইত্যাদি।
প্রশ্ন \ ৪১ \ পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ মোট কত রাকআত?
উত্তর : পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ নামাজ মোট ১৭ রাকআত।
প্রশ্ন \ ৪২ \ নামাজের ওয়াজিব কয়টি?
উত্তর : নামাজে ওয়াজিব ১৪টি।
প্রশ্ন- ৪৩ \ সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
উত্তর : সালাতের নিষিদ্ধ সময় তিনটি।
প্রশ্ন- ৪৪ \ ঢাকা শহরকে কীসের শহর বলা হয়?
উত্তর : ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়।
প্রশ্ন- ৪৫ \ সালাতের ফরজ কাকে বলে?
উত্তর : সালাত শুরু করচার আগে এবং সালাতের ভেতরে অবশ্য পালনীয় কাজগুলোকে সালাতের ফরজ বলে।
প্রশ্ন- ৪৬ \ কাবাঘর কচার?
উত্তর : কাবাঘর আল্লাহর।
প্রশ্ন- ৪৭ \ কোনো বান্দা জামাআতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাকে কয়টি পুরস্কচার দিবেন?
উত্তর : কোনো বান্দা জামাআতের সাথে সালাত আদায় করলে আল্লাহ তায়ালা তাকে পাঁচটি পুরস্কচার দিবেন।
প্রশ্ন- ৪৮ \ হাঁচি দিলে কোন দোয়া পড়তে হয়?
উত্তর : হাঁচি দিলে আলহামদুলিল্লাহ্ পড়তে হয়।
প্রশ্ন- ৪৯ \ হজের প্রধান কাজ কী?
উত্তর : হজের প্রধান কাজ ইহরাম বাঁধা।
প্রশ্ন- ৫০ \ তচারাবির সালাত সম্পর্কে মহানবি (স) কী বলেছেন?
উত্তর : মহানবি (স) বলেছেন, যে ব্যক্তি রমযানে তচারাবির সালাত আদায় করে তচার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে।”
প্রশ্ন- ৫১ \ কুরআন মজিদে কয়টি সিজদাহর আয়াত আছে?
উত্তর : কুরআন মজিদে ১৪টি সিজদচার আয়াত আছে।
প্রশ্ন- ৫২ \ মাগরিব নামাজের সময় কতক্ষণ থাকে?
উত্তর : সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে।
প্রশ্ন- ৫৩ \ কবর দেখলে কী দোয়া পড়তে হয়?
উত্তর : ‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর’ পড়তে হয়।
প্রশ্ন- ৫৪ \ মৌলিক ইবাদতগুলো কী?
উত্তর : মৌলিক ইবাদতগুলো হচ্ছে সালাত, সাওম, হজ, যাকাত, সাদকা, দান-খয়রাত, আল্লাহর পথে জিহাদ ইত্যাদি।
প্রশ্ন- ৫৫ \ যাকাতের মাসচারিফ বলতে কী বোঝ?
উত্তর : মাসচারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ। যাদেরকে যাকাত দেওয়া যায়, তাদেরকে বলে যাকাতের মাসচারিফ।
প্রশ্ন- ৫৬ \ পাঁচ ওয়াক্ত সালাতে ফরজ কয় রাকআত?
উত্তর : পাঁচ ওয়াক্ত সালাতের ফরজ ১৭ রাকআত।
প্রশ্ন- ৫৭ \ সাহু সিজদাহ কখন দিতে হয়?
উত্তর : ভুলে কোনো ওয়াজিব বাদ পড়লে তা সংশোধনের জন্য সাহু সিজদাহ দিতে হয়।
প্রশ্ন- ৫৮ \ সালাতে প্রতি রাকআতে কোন সূরা পড়তে হয়?
উত্তর : সালাতে প্রতি রাকআতে সূরা ফাতিহা পড়তে হয়।
প্রশ্ন- ৫৯ \ দোয়া কুনুত পড়তে হয় কোন সালাতে?
উত্তর : দোয়া কুনুত পড়তে হয় বিতর সালাতে।
প্রশ্ন- ৬০ \ ঈদের সালাত কয় তাকবিরের সঙ্গে পড়তে হয়?
উত্তর : ঈদের সালাত ছয় তাকবিরের সঙ্গে পড়তে হয়।
প্রশ্ন- ৬১ \ ঈদুল ফিতর ও ঈদুল আযহচার সালাত কখন পড়তে হয়?
উত্তর : রোযা সমাপ্ত হওয়চার পর শাওয়াল মাসের ১ম তচারিখে ঈদুল ফিতর ও জিলহজ মাসের ১০ তচারিখ ঈদুল আযহা পড়তে হয়।
প্রশ্ন- ৬২ \ আমরা কীভাবে ইবাদত করব?
উত্তর : আমরা আন্তরিকতচার সাথে ইবাদত করব।
প্রশ্ন- ৬৩ \ সালাত কীসের খুঁটি?
উত্তর : সালাত দীন ইসলামের খুঁটি।
প্রশ্ন- ৬৪ \ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কী?
উত্তর : সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত।
প্রশ্ন- ৬৫ \ সালাতের ফরজ কাজগুলো কয়ভাগে বিভক্ত?
উত্তর : সালাতের ফরজ কাজগুলো দুইভাগে বিভক্ত।
প্রশ্ন- ৬৬ \ সালাতের শেষ বৈঠকে কী পড়তে হয়।
উত্তর : সালাতের শেষ বৈঠকে তাশাহহুদ পড়তে হয়।
প্রশ্ন- ৬৭ \ মসজিদে আকসা অবস্থিত কোথায়?
উত্তর : মসজিদের আকসা জেরুজালেমে অবস্থিত।
প্রশ্ন- ৬৮ \ কয় শ্রেণির লোককে যাকাত দিতে হয়?
উত্তর : আট শ্রেণির লোককে যাকাত দিতে হয়।
প্রশ্ন- ৬৯ \ কোথায় রাত্রিযাপন করতে হয়?
উত্তর : মুজদালিফায় রাত্রিযাপন করতে হয়।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন- ৭০ \ কুরবানির উদ্দেশ্য কী?
উত্তর : মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করাই কুরবানির উদ্দেশ্য।
প্রশ্ন- ৭১ \ হাঁচিদাতচার প্রশংসা শুনে কী বলব?
উত্তর : হাঁচিদাতচার প্রশংসা শুনে ইয়চারহামুকাল্লাহু বলব।
প্রশ্ন- ৭২ \ কোন সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই?
উত্তর : জুমুআর সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই।
প্রশ্ন- ৭৩ \ কোনো কাজ শুরু করচার আগে কী বলতে হয়?
উত্তর : কোনো কাজ শুরু করচার আগে বিসমিল্লাহ বলতে হয়।
প্রশ্ন- ৭৪ \ পরিচ্ছন্নতা বলতে কী বোঝায়?
উত্তর : শরীর, পোশাক, স্থান বা পরিবেশ পরিষ্কচার ও ময়লামুক্ত রাখাই হলো পরিচ্ছন্নতা।
প্রশ্ন- ৭৫ \ কোনো কাজ শুরু করচার আগে কী বলতে হয়?
উত্তর : কোনো কাজ শুরু করচার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলতে হয়।
প্রশ্ন- ৭৬ \ সালাত শব্দের অর্থ কী?
উত্তর : সালাত শব্দের অর্থ বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রচার্থনা করা, দরুদ পড়া ইত্যাদি।
প্রশ্ন- ৭৭ \ তাকবিরে তাহরিমা কী?
উত্তর : সালাতের নিয়ত করচার পর ‘আল্লাহু আকবর’ বলে কান বরাবর দুই হাত তোলাই হলো তাকবিরে তাহরিমা।
প্রশ্ন- ৭৮ \ বিতর সালাত কখন আদায় করতে হয়?
উত্তর : এশচার সালাত আদায়ের পর।
প্রশ্ন- ৭৯ \ আকিকা করা কী?
উত্তর : আকিকা করা সুন্নত।
প্রশ্ন- ৮০ \ ইফতচারের দোয়াটির অর্থ কী?
উত্তর : হে আল্লাহ। তোমচারই জন্য সাওম রেখেছি এবং তোমচার দেওয়া রিজিক দ্বচারা ইফতচার করছি।
প্রশ্ন- ৮১ \ হজ জীবনে কয়বচার ফরজ?
উত্তর : হজ জীবনে একবচার ফরজ।
প্রশ্ন- ৮২ \ মসজিদে প্রবেশের দোয়াটি বাংলায় লিখ।
উত্তর : আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিকা।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।