পঞ্চম শ্রেণি | ইসলাম শিক্ষা | অধ্যায় ২ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
দ্বিতীয় অধ্যায় – ইবাদত
ক নৈর্ব্যক্তিক প্রশ্ন : বহুনির্বাচনি প্রশ্নোত্তর : সঠিক উত্তরের পাশে টিকিহ্ন (চ) দাও :
১. ইবাদত শব্দের অর্থ কী?
ক. প্রচার্থনা খ. আনুগত্য গ. দান করা ঘ. সিয়াম সাধনা
২. ইসলাম কয়টি রুকন-এর ওপর প্রতিষ্ঠিত?
ক. তিনটি খ.চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
৩. সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
ক. তিনটি খ.চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
৪. পাঁচ ওয়াক্ত সালাতে কত রাকআত ফরজ?
ক. পাঁচ রাকআত
খ. দশ রাকআত
গ. পনের রাকআত
ঘ. সতের রাকআত
৫. সালাতের আরকান কয়টি?
ক. পাঁচটি খ. সাতটি গ. তেরটি ঘ. পনেরটি
৬. কাবা শরিফ কোথায় অবস্থিত?
ক. মক্কায় খ. মদিনায় গ. জেরুজালেমে ঘ. ফিলিস্তিনে
৭. দীন ইসলামের সেতু কী?
ক. সালাত খ. সাওম গ. হজ ঘ. যাকাত
৮. হজ-এর ফরজ কয়টি?
ক. তিনটি খ.চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
৯. আল্লাহর কাছে কুরবানির কী পৌঁছায়?
ক. গোশত খ. রক্ত গ. তাক্ওয়া ঘ.ামড়া
১০. সকল রাসুলের প্রতি বিশ্বাস করা মুসলিমদের কী?
ক. ইচ্ছাধীন
খ. ইমানের অঙ্গ
গ. সৌজন্য
ঘ. সুন্দর আচরণ
উত্তরমালা
১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ
৬. ক ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. আব্দুল্লচার নানা হজ পালনের জন্য সর্বপ্রথম কোন কাজটি করবেন?
ক. ইহরাম বাধা
খ. পাথর নিক্ষেপ
গ. কাবাঘর প্রদক্ষিণ
ঘ. জমজম পানি পান
২. আজ জিলহজ মাসের ১০ তচারিখ। আজকের পর কতদিন পর্যন্ত কুরবানি করা যাবে?
ক. এক খ. দুই গ. তিন ঘ.চার
৩. আল্লাহ মানবজাতিকে ইবাদতের জন্যই সৃষ্টি করছেন, কচারণ-
ক. মানুষের হাত পা আছে
খ. মানুষ মসজিদ বানাতে পচারে
গ. মানুষের জ্ঞান ও বিবেক আছে
ঘ. মানুষ সকল প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পচারে
৪. কবরের আজাব হতে নিজেকে রক্ষা করতে তুমি কোনটি নিয়মিত কর?
ক. দান খ. সেবা গ. ক্ষমা ঘ. সালাত
৫. রমযানের সময় তুমি অসুস্থ থাকলে কী করবে?
ক. রোযা রাখব
খ. রোযাই রাখব না
গ. যখন ভালো হব তখন রোযা রাখব
ঘ. পরবর্তী বছরের রমযানের রোযচার জন্য অপেক্ষা করব
৬. মসজিদে কোন ধরনের শিক্ষা পরিচালনা করা যাবে?
ক. ধর্মীয় খ. আর্থিক গ. সামাজিক ঘ. সাংস্কৃতিক
৭. কুরবানির গোশত তুমি কীভাবে বণ্টন করবে?
ক. সম্পূর্ণ আত্মীয়দের দিবে
খ. অর্ধেক নিজে রেখে দিবে
গ. অর্ধেক প্রতিবেশীদের দিবে
ঘ. তিনভাগের একভাগ প্রতিবেশীদের দিবে
৮. সকল ধর্মের বন্ধুর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে তুমি কর-
ক. কৌতুক
খ. লেখাপড়া
গ. সহযোগিতা
ঘ.ুপচাপ থাকা
৯. সন্তান জন্মের সপ্তম দিনে তচার কল্যাণের জন্য কোনো গৃহপালিত পশু জবাই করা হয় কেন?
ক. কুরবানির জন্য
খ. আকিকচার জন্য
গ. পশুরামড়চার জন্য
ঘ. গোশত খাওয়চার জন্য
১০. অনেক সম্পদের মালিক রহিম, কীভাবে আল্লাহর আদেশ মানেন?
ক. নিয়মিত মিলাদ পড়ান
খ. লোকজনকে খাওয়ান
গ. যথানিয়মে যাকাত দেন
ঘ. সবাইকে পরিশ্রমী হতে বলেন
১১. আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কী করতে পচারি?
ক. গাছ কেটে ফেলে
খ. কলকচারখানা নির্মাণ করে
গ. পরিবেশসম্মত পায়খানা ব্যবহচার করে
ঘ. রাস্তচার আবর্জনা নিক্ষেপ করে
১২. তুমি মসজিদে প্রবেশ করে সামনে ফাঁকা জায়গা দেখলে কী করবে?
ক. এড়িয়ে যাব
খ. সামনে যাব
গ. ইমামকে জানাব
ঘ. অন্যকে বসতে দেব
১৩. কুরবানির পশুর রক্ত ও বর্জ্য থেকে তুমি কীভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে?
ক. মাটিতে পুঁতে রেখে
খ. পলিথিনে ঢেকে রেখে
গ. পানিতে ভাসিয়ে দিয়ে
ঘ. বাড়ি থেকে দূরে ফেলে
১৪. পরস্পরের প্রতি স¤প্রীতি, একতা সৃষ্টি করতোইলে তুমি কী করবে?
ক. ঘরে নামাজ পড়ব
খ. নির্জন স্থানে নামাজ পড়ব
গ. মসজিদে একাকী নামাজ পড়ব
ঘ. মসজিদে জামাআতে নামাজ পড়ব
১৫. কামাল সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে কীভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন?
ক. মসজিদে মিষ্টি দিয়ে
খ. সবাইকে জানিয়ে
গ. ইবাদতের মাধ্যমে
ঘ. একাকী স্মৃতিচচারণ করে
১৬. পরিস্কচার-পরিচ্ছন্ন থাকতে তুমি নিয়মিত কী কর?
ক. গোসল খ. খেলাধুলা গ. শরীরর্চা ঘ. খাওয়া-দাওয়া
১৭. তুমি নামাজের সময় সূরা ফাতিহচার পর অন্য সূরা পড়তে ভুলে গেলে কী করবে?
ক. নামাজ শেষ করব
খ. সাহু সিজদাহ করব
গ. পুনরায় নামাজ শুরু করব
ঘ. এক রাকআত বেশি নামজ পড়ব
১৮. তুমি খচারাপ কাজ থেকে বিরত থাকতে যা করবে-
ক. দান করব
খ. নামাজ পড়ব
গ. বড়দের সাথে মেলামেশা করব
ঘ. বন্ধুদের সাথে মেলামেশা করব
১৯. কোন এবাদতের পুরস্কচার নিষ্পাপ শিশুর মতো?
ক. সালাত খ. সাওম গ. যাকাত ঘ. হজ
২০. “সাওম হচ্ছে ঢালস্বরূপ” এটি কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. কুরআন শরিফে
খ. বুখচারি শরিফে
গ. বাইবেলে
ঘ. তিরমিযি শরিফে
২১. তোমচার বন্ধুর পায়ে প্রচণ্ড ব্যথা। সালাতে দাঁড়াতে পচারছে না। সে কীভাবে সালাত আদায় করবে?
ক. শুয়ে খ. দাঁড়িয়ে গ. বসে ঘ. হেঁটে
২২. হযরত ইসমাঈল (আ) বাবচার কথায় কুরবানি হতে রাজি হয়েছিলেন, কচারণ
ক. তিনি ছিলেন অত্যন্ত সাহসী
খ. তচার বাবাকে সম্মানিত করচার জন্য
গ. তিনি জানতেন তাকে কুরবানি দেয়া হবে না
ঘ. তিনি ছিলেন আল্লাহর প্রতি একান্ত অনুগত
২৩. আমরা ঈদুল আজহচার সময় পশু কুরবানি করি
ক. ঈদের সময় ভালো খাবচারের জন্য
খ. মাংস ভাগাভাগি করচার জন্য
গ. মক্কায় হজ পালনের জন্য
ঘ. ইবরাহীম (আ)-এর আনুগত্য স্মরণ করচার জন্য
২৪. সকলে একসাথে সালাত আদায় করচার ফলে সমাজে গড়ে উঠবে
ক. শত্রæতা খ. একতা গ. অনৈক্য ঘ. শৃঙ্খলা
২৫. রোযা অবস্থায় আমরা লুকিয়ে লুকিয়ে কিছু খেয়ে ফেলি না কেন?
ক. মানুষ মন্দ বলে
খ. এতে পেট ভরে না
গ. আল্লাহ সবই দেখেন
ঘ. এতে পেটে অসুস্থ হয়
২৬. আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছেন কেন?
ক. ধনীদের অর্থের পরিমাণ বৃদ্ধি করতে
খ. গরিবদের অভাব দূর করতে
গ. মধ্যবিত্তেরাহিদা মেটাতে
ঘ. ধনী ও গরিব উভয়ের কল্যাণচার্থে
২৭. ‘হে ইমানদচারগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো।’ এটি কোন সূরায় আছে?
ক. সূরা নিসা
খ. সূরা বাকচারা
গ. সূরা আরাফ
ঘ. সূরা নামল
২৮. মনির প্রতি বছর রমযান মাসে রোযা পালন করে। এর মাধ্যমে সে কী অর্জন করবে?
ক. সম্পদ খ. অর্থ গ. খ্যাতি ঘ. তাকওয়া
২৯. সানোয়চার শেষ রাতে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির আলোর রেখা দেখতে পায়। ঐ সময়কে কী বলে?
ক. সুবেহ সাদিক
খ. সুবেহে কাযির
গ. সুবেহ লাইল
ঘ. সবেহ শামস
৩০. কুরআন মজিদে বহু স্থানে সালাতের সাথে কীসের কথা উল্লেখ আছে?
ক. হজ খ. সাওম গ. সালাত ঘ. যাকাত
৩১. রিপন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহচার থেকে বিরত থাকচার মধ্যদিয়ে নিচের কোন ইবাদতটি পালন করে?
ক. সালাত খ. সাওম গ. যাকাত ঘ. হজ
৩২. ‘সাওম কেবল আমচারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব’ এটি কচার উক্তি?
ক. মানুষের
খ. ফেরেশতাদের
গ. মহানবি (স)-এর
ঘ. আল্লাহর
৩৩. কোন ইবাদতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের পরিচয় হওয়চার সুযোগ ঘটে?
ক. জুমুআতে খ. হজে গ. সালাতে ঘ. বিশ্ব ইজতেমায়
৩৪. মুসলিম পিতামাতাকে সন্তান জন্মের সপ্তম দিনে কয়টি কাজ করতে হয়?
ক. দুই খ.চার গ. আট ঘ. বচারো
৩৫. তুমি খাওয়চার পরে কী বলবে?
ক. ইন্নালিল্লাহ
খ. আলহামদুলিল্লাহ
গ. সুবহানাল্লাহ
ঘ. বিসমিল্লাহ
৩৬. তুমি জামাআতের সাথে সালাত আদায় করলে কী লাভ হবে?
ক. ঝগড়া ও বিবাদ বেড়ে যাবে
খ. অন্যায় কাজে উদ্বুদ্ধ হবে
গ. সমাজে অশ্লীলতা বেড়ে যাবে
ঘ. ভ্রাতৃত্ব সৃষ্টি হবে
৩৭. তুমি কীভাবে সালাত আদায় করলে বেশি সওয়াব পাবে?
ক. একাকী খ. নির্জনে গ. মসজিদে ঘ. জামাআতেচ
৩৮. আমাদের জন্য কতকগুলো নির্ধচারিত মৌলিক কাজ রয়েছে। এগুলোকে কী বলে?
ক. ইবাদত খ. সালাত গ. হজ ঘ. কাজ
৩৯. শাহাদাত পায়খানা-প্রশ্রাব করে ঢিলাকুলুখ ও পানি ব্যবহচার করে না। তচার মধ্যে কোনটির অভাব রয়েছে?
ক. সালাত খ. পবিত্রতা গ. ইবাদত ঘ. নিয়ত
৪০. হাবিব সালাত আদায় করচার সময় ইচ্ছা করে সূরা ফাতিহা পাঠ করল না। সে সালাতের কোনটি বাদ দিল?
ক. সুন্নত খ. ফরজ গ. ওয়াজিব ঘ. নফল
৪১. আব্দুর রাজ্জাক পাক-পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করে নীরবে আল্লাহর ইবাদত করে। তচার এরূপ কাজে কোনটি প্রকাশ পেয়েছে?
ক. সালাত খ. ভদ্রতা গ. ইমান ঘ. আদব
৪২. মুসতাক গরিবের ক্ষুধচার জ্বালা অনুভব করতে পচারে সহজেই। সে কীভাবে তা অনুভব করে?
ক. নিজে সাওম পালন করে
খ. নিজে খাদ্য খেয়ে
গ. নিজে সালাত পড়ে
ঘ. নিজে দান করে
৪৩. রায়হান প্রতি বছর নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে শতকরা আড়াই টাকা হচারে দান করে। ইসলামের দৃষ্টিতে এটা কী?
ক. দান
খ. যাকাত
গ. সাদকা
ঘ. করজে হাসানা
৪৪. নাহিদ সাহেব দশই জিলহজের সকাল বেলায় ঈদের সালাত পড়ে দুইটি গরু জবাই করে গরিবদের বিতরণ করে দিলেন। তিনি কোনটি করলেন?
ক. সাদকা খ. দান গ. কুরবানি ঘ. সাওয়াব
৪৫. হুসাইন সাহেবের একটি ছেলে জন্ম গ্রহণ করল। সাতদিন পর দুইটি বকরি জবাই করে মানুষকে দান করলেন। তিনি কী করলেন?
ক. কুরবানি খ. মানত গ. সাদকা ঘ. আকিকা
৪৬. সবুজদের এলাকায় বিভিন্ন ধর্মের লোকেরা বাস করে। সে সবচার মতামতকে শ্রদ্ধা করে। এর দ্বচারা তচার কী প্রকাশ পায়?
ক. পরমতসহিষ্ণুতা
খ. ভালো ব্যবহচার
গ. ত্যাগ
ঘ. শ্রদ্ধা
৪৭. “সালাত কায়েম কর।” এটি কোন সূরচার আয়াতের অর্থ?
ক. সূরা বনি ইসরাইল
খ. সূরা মায়েদা
গ. সূরা নাহল
ঘ. সূরা কচারিয়াহ
৪৮. সালাত দীন ইসলামের খুঁটি। কোন হাদিসের কথা?
ক. বুখচারি খ. বায়হাকি গ. তিরমিযি ঘ. নাসায়ি
৪৯. ‘সালাত কায়েম কর’ এটি কী?
ক. হাদিস
খ. প্রবাদ
গ. কুরআনের বাণী
ঘ. মনীষীর উক্তি
৫০. যে ফরজ কাজগুলো সালাতের মধ্যে করতে হয় সেগুলোকে কী বলে?
ক. আরকান খ. আহকাম গ. তাকবির ঘ. ইহরাম
৫১. রহিম এমন একটি ধর্ম সম্পর্কে জানতে পচারল যে ধর্মে আক্রান্ত না হওয়া পর্যন্ত আক্রমণ করা হয় না। সে কোন ধর্ম সম্পর্কে জেনেছে?
ক. ইসলাম খ. হিন্দু গ. জৈন ঘ. বৌদ্ধ
৫২. সানোয়চার সাহেব নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। এ সালাতের মাধ্যমে তিনি কী হবেন?
ক. ধনী খ. নিষ্পাপ গ. ক্ষতিগ্রস্ত ঘ. ভদ্র
৫৩. ‘বিশ্ব মুসলিমের মহাসম্মেলন’ উক্তিটি কীসের সাথে সম্পর্কযুক্ত?
ক. ইসলামি জলসা
খ. বিশ্ব ইজতেমা
গ. হজ
ঘ. ঈদের সালাত
৫৪. ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’-এ দোয়াটি কখন পড়তে হয়?
ক. মসজিদ থেকে বের হওয়চার সময়
খ. মসজিদে প্রবেশের সময়
গ. হজ পালনের সময়
ঘ. মৃত ব্যক্তিকে কবর দেওয়চার সময়
৫৫. সংযম, ত্যাগ, দান, ভ্রাতৃত্ববোধ, দয়াসহ অন্যান্যচারিত্রিক গুণের বিকাশ ঘটে কোন ইবাদতের মাধ্যমে?
ক. সাওমের খ. হজের গ. যাকাতের ঘ. সালাতের
সাধারণ
৫৬. কোন ইবাদতের দ্বচারা সম্পদ বৃদ্ধি হবে?
ক. হজ
খ. সাওম
গ. যাকাত
ঘ. সালাত
৫৭. সাওম পালনের ফলে-
ক. হানাহানি দূর হয়
খ. হিংসা-বিদ্বেষ দূর হয়
গ. তাকওয়া অর্জন হয়
ঘ. ধনী ও গরিবের সেতুবন্ধন তৈরি হয়
৫৮. সালাতের আহকাম কয়টি?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
৫৯. সালামের মাধ্যমে কোন ইবাদত শেষ করবে?
ক. হজ খ. যাকাত গ. সালাত ঘ. সাওম
৬০. বিতর সালাতে দোয়া কুনুত পড়া কী?
ক. ফরজ খ. সুন্নত গ. ওয়াজিব ঘ. নফল
৬১. সালাতের ওয়াজিব কয়টি?
ক. ১০ খ. ১২ গ. ১৪ ঘ. ১৫
৬২. প্রতিদিন মেসওয়াক করা ইসলামের দৃষ্টিতে কী?
ক. সুন্নত খ. ওয়াজিব গ. ফরজ ঘ. নফল
৬৩. সালাতের আরকান কখন পালন করতে হয়?
ক. সালাতের শুরুতে
খ. সালাতের ভেতরে
গ. সালাত শুরুর আগে
ঘ. সালাতের শেষে
৬৪. হজ কবুলের মাধ্যমে কোন ধরনের গুনাহ মাফ হয়?
ক. অতীত জীবনের
খ. ভবিষ্যতে জীবনের
গ. বর্তমান জীবনের
ঘ. পচারলৌকিক জীবনের
৬৫. ইবাদত বলতে কী বোঝায়?
ক. পৃথিবীতে শান্তিতে বসবাস করব
খ. আল্লাহর আনুগত্য স্বীকচার করা
গ. সালাত আদায় করা
ঘ. রমযানে রোযা রাখা
৬৬. আকিকা শব্দের অর্থ কী?
ক. কেটে ফেলা খ. ছিঁড়ে ফেলা গ. টেনে বড় করা ঘ. জোড়া লাগানো
৬৭. দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতে কয় রাকআত ফরজ?
ক. ১৭ খ. ১৮ গ. ২০ ঘ. ২১
৬৮. মেয়েরা সালাতে হাত বাঁধবে কোথায়?
ক. কোমরের ওপর
খ. নাভীর ওপর
গ. নাভির নিচে
ঘ. বুকের ওপর
৬৯. কাকে যাকাত দেওয়া যাবে?
ক. ধনীদের
খ. মিসকিনদের
গ. শিল্পপতিদের
ঘ. বড়লোকদের
৭০. মহানবি (স)-এর আকিকা কে করেছিলেন?
ক. তচার দাদা
খ. তচারাচা
গ. তচার স্ত্রী
ঘ. তিনি নিজে
৭১. তচারাবির সালাত কয় রাকআত?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ২০
৭২. নিচের কোনটি ফরজ সালাত?
ক. ফজর
খ. বিতর
গ. ঈদের সালাত
ঘ. কুরবানির সালাত
৭৩. দোয়া কুনুত কোন সালাতে পড়তে হয়?
ক. এশচার সালাতে
খ. বিতর সালাতে
গ. ঈদের সালাতে
ঘ. জানাজচার সালাতে
৭৪. সালাত মানুষকে কোন কাজ থেকে বিরত রাখে?
ক.ুরি করা
খ. মিথ্যা বলা
গ. গীবত করা
ঘ. সব রকম অশ্লীল ও অন্যায় কাজ
৭৫. সিজদায় যাওয়চার আগে দাঁড়ানো অবস্থায় কী পড়তে হয়?
ক. সুবহানা রাব্বিয়াল আলা
খ. সামিআল্লাহু লিমান হামিদা
গ. রাব্বানা লাকাল হামদ
ঘ. সুবহানা রাব্বিয়াল আজীম
৭৬. মাগরিবের সময় কখন শুরু হয়?
ক. সন্ধ্যা হলে
খ. রাতের শুরুতে
গ. সূর্যাস্তের পর চ
ঘ. আসরের পর
৭৭. কীভাবে ধনী ও গরিবের বৈষম্য দূর করা যায়?
ক. সালাতের মাধ্যমে
খ. সাওমের মাধ্যমে
গ. যাকাতের মাধ্যমে
ঘ. হজের মাধ্যমে
৭৮. ইসলামের তৃতীয় রুকন কোনটি?
ক. সাওম খ. সালাত গ. যাকাত ঘ. হজ
৭৯. যাকাতের নিসাবের পরিমাণ কত?
ক. ৮ তোলা স্বর্ণ বা ৫০ তোলা রুপা
খ. ১০ তোলা স্বর্ণ বা ৫১ তোলা রুপা
গ. সাড়ে পাঁচ তোলা স্বর্ণ বা ৬০ তোলা রুপা
ঘ. সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপা
৮০. সঠিক সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য কী?
ক. নফল খ. সুন্নত গ. ফরজ ঘ. ওয়াজিব
৮১. গুরুত্বের দিক দিয়ে ফরজের পর কচার স্থান?
ক. নফল খ. সুন্নত গ. ওয়াজিব ঘ. মুস্তাহাব
৮২. আত্মসংযম ও আত্মশুদ্ধির উপায় কী?
ক. সালাত খ. হজ গ. সাওম ঘ. কুরবানি
৮৩. সালাতের ফরজ কাজগুলো কয়ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন গ. ছয় ঘ. সাত
৮৪. ফজরের সালাত শুরু হয় কখন থেকে?
ক. সূর্যোদয়ের পর থেকে
খ. সুবহে সাদিক হওয়চার সাথে সাথে
গ. সূর্য পশ্চিম দিকে হেলে পড়চার পর থেকে
ঘ. সূর্য অস্ত যাওয়চার পর থেকে
৮৫. কুরবানির গোশত সাধচারণত কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন খ.চার গ. পাঁচ ঘ. ছয়
৮৬. সাওমকে ফচারসি ভাষায় কী বলা হয়?
ক. যাকাত খ. রোযা গ. আকিকা ঘ. ইবাদত
৮৭. রমযান মাসের তৃতীয় অংশ কীসের অন্তর্ভুক্ত?
ক. রহমতের
খ. মাগফিরাতের
গ. নাজাতের
ঘ. ইবাদতের
৮৮. সাওমের দ্বিতীয় অংশ কীসের?
ক. রহমতের
খ. বরকতের
গ. মাগফিরাতের
ঘ. নাজাতের
৮৯. জান্নাতেরাবি হলো
ক. যাকাত খ. সালাত গ. সাওম ঘ. হজ
৯০. ইসলামের কোন কাজটি ধনী-দরিদ্র সবচার ওপর ফরয?
ক. সালাত ও যাকাত
খ. সালাত ও সাওম
গ. যাকাত ও হজ
ঘ. সাওম ও হজ
৯১. নামাযে রুকু-সিজদা করা কী?
ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. মুস্তাহাব
৯২. মসজিদে আকসা কোথায় অবস্থিত?
ক. তেল আবিবে
খ. তেহরানে
গ. জেরুজালেমেচ
ঘ. বৈরুতে
৯৩. সাহু সিজদা কী?
ক. মুস্তাহাব সিজদাহ
খ. নফল সিজদাহ
গ. ভুল সংশোধনের সিজদাহ
ঘ. ফরজ সিজদাহ
৯৪. প্রতি একশত টাকচার যাকাত কত টাকা?
ক. আড়াই টাকাচ
খ. এক টাকা
গ. তিন টাকা
ঘ. দুই টাকা
৯৫. রাসুল (স) রমযানকে কী বলে আখ্যায়িত করেছেন?
ক. সহানুভ‚তির মাস
খ. ধৈর্যের মাস
গ. ফজিলতের মাস
ঘ. জান্নাতের মাস
৯৬. কোন নবির সময় থেকে কুরবানি শুরু হয়?
ক. হযরত ইবরাহীম (আ)
খ. হযরত মুসা (আ)
গ. হযরত ঈসা (আ)
ঘ. হযরত দাউদ (আ)
৯৭. কচার স্মৃতিকেিরস্মরণীয় করে রাখচার জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে?
ক. হযরত ইবরাহীম (আ)
খ. হযরত মুসা (আ)
গ. হযরত আদম (আ)
ঘ. হযরত মুহাম্মদ (স)
৯৮. সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৪ খ. ২ গ. ৫ ঘ. ৩
৯৯. পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. মসজিদ খ. মাদরাসা গ. বাজচার ঘ. বাগান
১০০. তুমি আসর সালাত কখন আদায় করবে?
ক. সূর্যাস্তের পূর্বে
খ. সূর্যাস্তের পরে
গ. ওয়াক্তের সময়
ঘ. সূর্যের রং হলুদ হওয়চার আগে
১০১. সালাতের প্রত্যেক রাকআতে কোন সূরাটি পড়তে হয়?
ক. সূরা নাস খ. সূরা ইখলাস গ. সূরা ফাতিহাঘ. সূরা ফীল
১০২. সূর্যের রং হলুদ হওয়চার আগেই কোন নামাজ আদায় করতে হয়?
ক. ফজর খ. যোহর গ. আসরচ ঘ. মাগরিব
১০৩. তায়াম্মুমের জন্য কোনটির প্রয়োজন?
ক. পবিত্র পানির
খ. পবিত্র জায়গচার
গ. পবিত্র মাটির
ঘ. পবিত্র পোশাকের
১০৪. গরু, মহিষের ক্ষেত্রে কয়জন পর্যন্ত শরিক হয়ে কুরবানি করতে পচারবে?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
১০৫. জামাআতে সালাত আদায় করলে কয়টি পুরস্কচার দেওয়া হবে?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
১০৬. সাওম পালনের উদ্দেশ্য কী?
ক. দুনিয়চার কল্যাণ লাভ
খ. পরকালের ব্যর্থতা
গ. আল্লাহর সন্তুষ্টি লাভ
ঘ. মানুষকে খুশি করা
১০৭. আত্মশুদ্ধি ও আত্মসংযমের উৎকৃষ্ট উপায় কোনটি?
ক. সালাত খ. সাওম গ. যাকাত ঘ. হজ
১০৮. আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি?
ক. মাদরাসা খ. মসজিদ গ. সৌদি আরব ঘ. আরবভমি
১০৯. ‘ইলাহ’ শব্দের অর্থ কী?
ক. আনুগত্য করা খ. মাবুদ গ. প্রভ ঘ. বন্দেগি
১১০. যাকাত শব্দের অর্থ কী?
ক. নির্ধচারিত হওয়া
খ. অংশ ভাগ করা
গ. বিরত থাকা
ঘ. বৃদ্ধি পাওয়া
১১১. হাঁটুতে ধরে সালাতে কী করা হয়?
ক. আহকাম
খ. তাকবিরে তাহুরিমা
গ. সিজদাহ
ঘ. রুকু
১১২. সালাতে তাশাহহুদ কোন অবস্থায় পড়তে হয়?
ক. বসা খ. দাঁড়ানো গ. রুকু ঘ. সিজদাহ
১১৩. সালাত মানুষকে কী হতে শেখায়?
ক. অনুগত বান্দা
খ. অনুগত বন্দেগি
গ. অনুগত ইবাদত
ঘ. অনুগত মাবুদ
১১৪. সালাত কয়বচার আদায় করতে হয়?
ক. ৪ খ. ৫ গ. ৭ ঘ. ৬
১১৫. ইমানের পরে কীসের স্থান?
ক. হজ খ. সাওম গ. যাকাত ঘ. সালাত
১১৬. সালাত পড়চার সময় কোন দিকে মুখ করে দাঁড়াতে হয়?
ক. দক্ষিণ খ. পূর্ব গ. উত্তর ঘ. পশ্চিম
১১৭. যোহর কখন আদায় করতে হয়?
ক. বিকেলে খ. দুপুরে গ. রাতে ঘ. যেকোনো সময়
১১৮. জুমুআর সালাত কখন আদায় করতে হয়?
ক. জুমুআর দিন
খ. একটচার সময়
গ. আসরের পূর্বে
ঘ. যোহরের সময়
১১৯. পরিচ্ছন্নতচার আরবি কী?
ক. হিফাজত
খ. হিদায়াত
গ. নাজাফাতুন
ঘ. নচারুন
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১২০. মাগরিব সালাত কত রাকআত?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
১২১. তচারাবির সালাত আদায় করচার হুকুম কী?
ক. সুন্নত খ. ওয়াজিব গ. ফরজ ঘ. মুস্তাহাব
১২২. সালাতের নিয়ত করে কী বলতে হয়?
ক. সুবহান্নাল্লাহ
খ. আলহামদু লিল্লাহ
গ. সুব্বুহুন
ঘ. আল্লাহু আকবচার
১২৩. তাকবিরের সাথে সাথে হাত কোথায় ওঠাবে?
ক. কান বরাবরচ
খ. নাক বরাবর
গ. মাথচার উপরে
ঘ. গায়ের উপরে
১২৪. সালাতে তাশাহহুদ পড়া কী?
ক. সুন্নত খ. নফল গ. ওয়াজিব ঘ. মোবাহ
১২৫. কুরবানির আরবি শব্দ কী?
ক. উযহিয়্য খ. উদকিয়া গ. উজবিয়া ঘ. উদহিয়া
১২৬. ধনীরা কীভাবে তাদের সম্পদকে পবিত্র করবে?
ক. আকিকা দিয়ে
খ. কুরবানি দিয়ে
গ. যাকাত দিয়ে
ঘ. সাদকা দিয়ে
১২৭. আমাদের সচারাজীবনই কীভাবে আল্লাহর ইবাদতে অতিবাহিত হবে?
ক. সাওম পালন করলে
খ. যাকাত প্রদান করলে
গ. হজ করলে
ঘ. সকল কাজে আল্লাহর বিধান মেনেললে
১২৮. মুসলিম জাতির জাতীয় উৎসব কয়টি?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১২৯. সাওম কথাটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
ক. আরবি খ. উর্দু গ. ফচারসি ঘ. বাংলা
১৩০. কত হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়?
ক. ১০ম খ. ৯ম গ. ১১তম ঘ. ১৫তম
১৩১. কীভাবে কৃপণতা ও সম্পদের প্রতি লালসা দূর হয়?
ক. যাকাতের মাধ্যমে
খ. হজের মাধ্যমে
গ. সালাতের মাধ্যমে
ঘ. সাওমের মাধ্যমে
১৩২. আমরা কীভাবে শরীর পবিত্র রাখতে পচারি?
ক. সালাত আদায়ের মাধ্যমে
খ. ইবাদত করচার মাধ্যমে
গ. ওযু ও গোসলের মাধ্যমে
ঘ. রোযা রাখচার মাধ্যমে
১৩৩. ইবাদতের জন্য কোনটি প্রযোজ্য?
ক. পোশাক পবিত্র রাখা
খ. ঘর পবিত্র রাখা
গ. বাড়ি পবিত্র রাখা
ঘ. জায়নামাজে দাঁড়ানো
১৩৪. ‘সাহু’ অর্থ কী?
ক. শুদ্ধ খ. ভুল গ. ইচ্ছা ঘ. স্থান
১৩৫. বিতর সালাত কত রাকআত?
ক. ৩ খ. ৬ গ. ৮ ঘ. ১০
১৩৬. আসরের ফরজ কত রাকআত?
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।