নতুনদের জন্য কিছু SEO এর ধারণা (SEO কি?)
১. এসইও (SEO ) কি?
সহজ ভাবে বলতে গেলে বলা যায় SEO হলো কোন ওয়েবসাইট কে গুগলে (google) Rank করা । গুগল ছাড়া আরো কিছু সার্চ ইঞ্জিন(search engine) আছে, যে গুলোতে ওয়েব সাইটের Rank কারার জন্য ক্লাইন্ট(client) আমাদেরকে hire করে।
তাহলে আমরা সহজে ভাবে বলতে পারি SEO হলো কোনো ওয়েবসাইট / কিওয়ার্ড র্যাংক করা। সার্চ SEO (Search Engine Optimization) করে করে ওয়েবসাইট Rank করতে হয়।
২. Buyer কেন আমাদেরকে ওয়েবসাইট Rank করতে দিবে?
মনে করেন আপনি গুগলে “T-Shirt” লিখে অনুসন্ধান(search) দিলেন। অনেক গুলো পৃষ্ঠা (page) আসবে গুগলে কিন্তু আপনি সাধারণত প্রথম পৃষ্ঠায় (page) যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো তে ঢুকবেন এবং হয়তো জিনিস কিনবেন অথবা ভিজিট করবেন।
আমরা যখন কোনো কিছুই গুগলে খুঁজি, তখন সার্চ দিয়ে প্রথমে যে ওয়েবসাইট গুলো আশে ওই গুলোতে প্রবেশ করি। লক্ষ লক্ষ ওয়েবসাইট আসে সার্চ দিলে কিন্তু আমরা পরের গুলো আর দেখি না।
তাই যেগুলো ওয়েবসাইট(website) প্রথম পৃষ্ঠায়(page) আসবে তাদের প্রোডাক্ট বা পণ্য বিক্রি(sell) হবার সম্ভাবনা বেশী। এই জন্য যারা অনলাইনে নতুন বিজনেস(business) শুরু করে তারা তাদের ওয়েবসাইট প্রথম পৃষ্ঠায় আনার জন্য SEO সার্ভিস কিনে আমাদের কাছে থেকে।
২০২৪ এ এসইও ট্রেন্ড হিসেবে কি কি কাজ করবে!
৩. এখন কথা হচ্ছে আপনি কি ভেবে ওয়েবসাইট র্যাংক করবেন?
ওয়েবসাইট Rank করার জন্য আপনাকে SEO জানতে হবে।SEO খুব ভালো ভাবে জানলে আপনার জন্য ওয়েবসাইট র্যাংক করা অনেক সহজ হয়ে যাবে।
নতুনদের জন্য কিছু SEO এর ধারণা (SEO কি?)
৪. আসুন এখন আসি SEO কি ভাবে শিখা যায়?
SEO সাধারণত ২ ধরনের হয়ে থাকে।
(১)অফ পেজ (page) SEO এবং
(২)অন পেজ (page) SEO
Off-Page SEO
কোন একটি ওয়েবসাইটকে Rank করার জন্য আমাদের ওয়েবসাইটটির Off Page SEO নিয়েই কাজ করতে হয় অনেক বেশি।
অফ পেজ (page) SEO এর জন্য আমাদের কি কি জানতে হবে?
Off Page SEO এর কিছু বিভাগসমূহ(categories) তুলে ধরলাম :
social media social marketing
আমারা ইউটিউব(YouTube) থেকে ধারণা নিবো সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে Off-Page SEO তে। কি লিখে search করবেন গুগলে বা ইউটিউবে Social Marketing SEO শেখার জন্য?
গুগলে লিখে search করবেন:
What is social media SEO?
How to learn social media marketing?
Social media can improve my SEO result?
Social media SEO tools
Relationship between SEO and social media
★ Forum posting / Blog commenting:-
Forum posting /Blog commenting Off-Page SEO তে অনেক রিসার্চ recherch করা উচিৎ। কারণ অনেক কাজে দেয় ফোরাম পোস্টিং (Forum posting) / ব্লগ কমেন্টিং (Blog commenting) ওয়েবসাইট Rank এর জন্য। অনেক গুলো ফোরাম ওয়েবসাইট আছে যেখানে join করে ওয়েবসাইট Rank এর জন্য কাজ করা যায়। গুগল এবং ইউটিউব থেকে Search করে শিখতে হবে।
গুগলে লিখে search করবেন:
What does a forum mean?
What is forum posting?
Types of forum posting
How to do forum posting
Forum posting sample
আর্টিকেল মার্কেটিং (Article Marketing)
→ Off-page) SEO তে আর্টিকেল মার্কেটিং (Article Marketing), ব্লগ মার্কেটিং (Blog Marketing) অনেক সহায়তা করে ওয়েবসাইট Rank করতে। আর্টিকেল মার্কেটিং এর জন্য একটু বেশী সময় দিবেন। যত বেশি রিসার্চ (recherch) করবেন ততো ভালো ভাবে আর্টিকেল মার্কেটিং করে Rank করতে পারবেন। আর্টিকেল মার্কেটিং এ মোটামুটি ইংলিশ জানলেই হবে।
গুগলে লিখে search করবেন:
Article marketing examples
How to do article marketing?
Article marketing strategy
ডিরেক্টরি সাবমিশন (Directory Submission) :
নতুন ব্যাবসা (new business) বা নতুন ওয়েবসাইট এর জন্য ডিরেক্টরি সাবমিশন (Directory Submission) র্যাংক করতে অনেক সহায়তা করে। অনেক ওয়েবসাইট আছে যেখানে বিজনেস ডিটেইলস (buisness details) তালিকা (Listing) করা যায়। ডিরেক্টরি সাবমিশন এর মাধ্যমে এটি করতে হয়। ডিরেক্টরি সাবমিশন নিয়ে মোটামুটি রিসার্চ (research) করলেই হয়।
গুগলে লিখে search করবেন:
what is Directory Submission?
Free directory submission list?
What is blog directory submission?
Types of directory submission
How to do Directory submission?
ব্যাকলিংক (Backlink/ Link Building):-
→ অফ পেজ (page) SEO এর সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিংক (Backlink). হাই কোয়ালিটি ব্যাকলিংক অনেক দ্রুত ওয়েবসাইট র্যাংক করে। ব্যাকলিংক হাই কোয়ালিটির জন্য অনেক রিসার্চ (research) করতে হবে। অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে ধারনা থাকতে হবে। আপনি ধীরে ধীরে শিখতে থাকবেন।
গুগলে লিখে search করবেন:
How do I get seo backlinks?
Types of backlinks in SEO
how to create backlinks (step by step)
★ বুক মার্কিং (Bookmarking):-
→ বুক মার্কিং (Bookmarking) মটামটি সহজ কাজ এটা ১ সপ্তার মতো research করলেই হবে।
গুগলে লিখে search করবেন:
Social Bookmarking?
Why we do social bookmarking in SEO?
How to do social bookmarking in SEO?
কিছু ওয়েবসাইট বা সরঞ্জাম (Tools) যেগুলো সম্পর্কে জানতে হবে SEO করতে গেলে। নিচে এর নাম বা তালিকা দিলাম।
smallseotools.com
ahrefs.com
semrush.com
moz.com
alexa.com
Yoast SEO
Google Search Console
৫. SEO শিখতে কতদিন সময় লাগতে পারে?
বেসিক ধারণা পেতে ১ মাস লাগতে পারে।মোটামুটি ভালো ভাবে শিখতে ৬ মাস লাগবে। SEO চর্চা যত করবেন এবং অনলাইনে research করবেন তত বেশি জ্ঞান(knowledge) বাড়বে।
SEO এমন একটা জিনিস আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট(client) এর অভাব হবে না। নিজের ক্লায়েন্ট(client) মার্কেট প্লেস ছাড়াও ব্যবস্থা (manage) করতে পারবেন।
গেস্ট ব্লগিং কি এবং কেন গুরুত্বপূর্ণ? (জানুন A TO Z)
৬. SEO এর সার্ভিস গুলো কেমন বাজেটের হয়ে থাকে?
SEO এর পরিষেবা ৫ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার এর ও হয়। সম্পূর্ণ প্যাকেজ ছাড়াও SEO সার্ভিস বিক্রয় বা sell করা যায়। সাধারণত ৫০ থেকে ২৫০ ডলার এর প্রজেক্ট বেশী হয়ে থাকে SEO সার্ভিস এর জন্য। মাসিক SEO সার্ভিস এর জন্য ১০০ থেকে ৫০০ ডলার দিয়ে hire করে।
নতুনদের জন্য কিছু SEO এর ধারণা (SEO কি?)
Off-page SEO
Off-page SEO নিয়ে অন্য একদিন লিখবো। অফ পেজ (page) SEO এর তুলনায় অন পেজ (page) SEO অনেক ছোট। Off-page SEO শিখার জন্য ভাগ ভাগ করে রিসার্চ (research) করবেন।
কোনো দিন সোস্যাল মার্কেটিং (Social Marketing) কোন দিন ব্লগ পোস্টিং (Blog posting) কোন দিন লিংক বিল্ডিং(Link Building) নিয়ে রিসার্চ (research) করবেন শুরুতে। একদিনে সব সেক্টর নিয়ে research না করাই ভালো।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।