জুতা আবিষ্কার কবিতার বহুনির্বাচনী প্রশ্ন গুলোর সঠিক ও নির্ভুল উত্তর গুলো পেতে চলে আসুন আমাদের ওয়েব সাইটে । এছাড়াও বাংলা ১ম পত্রের সকল অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর পাবেন আমাদের এখানে । আরো পাবেন এসএসসি- SSC এর যেকোন বিভাগের বহু নির্বাচনী, অতিসংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোত্তর সমুহ।
আমাদের ওয়েব সাইট থেকে গুরুত্বপূর্ণ সকল সাজেশন সম্পর্কে জানতে পারবেন । সুতরাং সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
জুতা আবিষ্কার কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
- অন্ধবধূ কবিতার সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নোত্তর (PDF): বাংলা ১ম
- অধ্যায় তৃতীয়: জীবন সঙ্গীত বহু নির্বাচনী –বাংলা ১ম পত্র (PDF)
১।কত পিপে নস্য ফুরিয়ে গেল?
ক. সতেরো খ. আঠারো
গ. উনিশ ঘ. তাইযদি না হবে
২।পন্ডিতেরা রযেছে কেন তবে? রাজা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন?
ক. যখন রাজার পদধুলি পাওয়ার কথা তুলেছে
খ. মাটি বিনা পৃথিবীতে শস্য জন্মানের কথাজানতে চেয়েছে
গ. যখন ধুলার মাঝে রাজার পা না রাখার প্রসঙ্গ উঠেছে
ঘ. যখন চামড়ার দিযে পৃথিবী ঢেকো দেয়র প্রসঙ্গ্ এসেছে
৩। ধুলারে মারি করিয়া দিল কাদা। রাজা কখন একথাবলেছেন?
ক. ধূলা দুর করতে যেয়ে যখন জগৎ ধূলায় ভরে গেছে
খ. যখন রাজাকে ঘরে বন্ধ করে রাখার কথা বলেছে
গ. যখন সর্দিজ¦রে দেশটা উজার হয়েছে
ঘ. যখন ফরাস পেতে ধূলা বন্ধ করতে চেয়েছে
৪। সবাই মিলে যুক্তি পরামর্শ করে কতগুলো ঝাটা কিনল
ক. সাড়ে সাত হাজার খ. সাড়ে সাত লক্ষ
গ. সাড়ে সতেরো হাজার ঘ. সাড়ে সতেরো লক্ষ
৫। ভিস্তি শব্দের অর্থ কী?
ক নৌকা
খ. জাহাজ
গ. জলযান
ঘ. পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি
৬। পিপে কী?
ক, ঢাক বা ঢোল
খ. কাঠেরতৈরি বড় পাত্র
গ. ঢাক বা ঢোকের আকৃতি বিশিষ্ট কাঠের তেরি পাত্র
ঘ. বড় নৌকার কাঠের তৈরি পাটাতন
৭। কাকে কুলপতি বল াহযেছে?
ক. রাজাকে খ. মন্ত্রীকে
গ. চামারকে ঘ বৈজ্ঞানিকে
৮। ভিস্তির সংখ্যা কত ছিল?
ক. আঠারলাখ খ. উনিশ লাখ
গ. কুড়ি লাখ ঘ. একুশ লাখ
৯। পুকুরে বিলে শুদু কী পড়ে থাকলো?
ক. মাছ খ. নৌকা
গ. পাক ঘ. ব্যাং
১০। জুতা আবিষ্কার কবিতার চরণ সংখ্যা কত?
ক. একশ খ. নববই
গ. আশি ঘ. সত্তর
১১। জুতা আবিষ্কার কবিতার প্রতিটি অনুচ্ছেদের চরণসংখ্যা কত?
ক. ছয় খ. আট
গ. দশ ঘ. বারো
১২। জলের অভাবে আর কাদার মাখামাখিতে দেশে কী কী রোগের প্রাদুর্ভাব দেখা দিল?
ক. জ¦র কাশি খ. সদিজ¦র
গ. আমাশা জ¦র ঘ. কলেরা টাইফয়েড
১৩। রাজা বিরক্ত হয়ে তার রাজ্যের লোকদের কী বলে অভিহিত করলেন?
ক. উজবুক খ. নিবোর্ধ
গ. অকর্মার ঢেকি ঘ. গাধা
১৪। পুনরায় পরমার্শ সভা ডাকার সময় গুণবানের কী অবস্থা দাড়াল?
ক. মাথা ঘুরে চোখে সর্ষে ফুল দেখল
খ. দারুন এাসে গা দিয়ে ঘাম ঝরছিল
গ. পন্ডিতের মুখ চুন হলো
ঘ. সভাসদদের রাতের ঘুম হরাম হলো
১৫। রাজা গৃহরুদ্ধ থাকলে রাজ্যের কী ক্ষতি হবে বলে রাজা মনে করেন?
ক. রাজার অভাবে রাজকার্য বন্ধ থাকবে
খ. ধুলা দুল করার ব্যবস্থা না হওয়া পর্যন্ত মন্ত্রিপরিষধ রাজ্যাট চালাবেন
গ. রাজা বন্ধ গরে থেকে রাজকার্য পরিচালনা করবেন
ঘ. রাজা দিন রাত পড়ে পড়ে ঘুমাবেন
১৬। কগুনবন্তদের কোন কথাটির রাজার মনে সন্দেহ হলো?
ক. রাজারে ঘরে রাখো
কোথাও যেন থাকে না কোনো রন্দ্র
খ. ধূলার মাঝে না যদি দেন পা
তাহলে পায়ে ধূলা লাগেনা।
গ. মাটি ভয়ে রাজ্য হবে মাটি
দিবস রাতি বহিলে আমি বন্ধ
ঘ. শুনিয়া রাজা তার্বিল দুলি দুলি
কহিল শেষে কথাটা বটে সত্য
১৭। সবাই কাকে ডাকতে চাইলেন?
ক. পন্ডিত
খ. বৈজ্ঞানিক
গ. চামার
ঘ. কামার
- অধ্যায়-২ কপোতাক্ষ নদ কবিতার বহুনির্বাচনী – বাংলা ১ম পত্র
- বঙ্গবাণী কবিতার বহু নির্বাচনী প্রশ্নোত্তর -বাংলা ১ম পত্র (PDF MCQ)
১৮। কসবার মতে চর্মকার এসে কী করবে?
ক. চামড়া দিয়ে পৃথিবী মুড়ে দেবে
খ. রাজার জন্য পাদুকা তৈরি করার
গ. ধুলিবালি জড়ো করে করে ঝুলিতে ভরবে
ঘ, ঝাট দিয়ে ধুলি দূর করবে
১৯। সবার মতে সবকিছুই অনায়াসে হবে যদি
ক. রাজা রাজি হন
খ. উপযুক্ত চর্মকারের সন্ধান পাওয়া যায়
গ. যদি গোবুরায় নিশ্চেষ্ট না হন
ঘ. সবাই একসাথে কা জকরে
২০। রাজার চর চর্মকারের সন্ধানে কোথায় কোথায় গেল?
ক. হেথা হোথা
খ. মুক্তি পাড়ায়
গ. প্রজা সাধারনের বাড়িতে বাড়িতে
ঘ. সকল স্থানে
২১। চামার কুলপতি বয়সে কেমন?
ক. নবীন
খ. যুবক
গ. প্রৌঢ়
ঘ. বৃদ্ধ
২২। চামার কুলপতি রাজার কাছে তার বক্তব্য দিবার আগে কীভাবে অনুমতি চাইল?
ক. গম্ভীরভাবে
খ. ঈষৎ হেসে
গ. চিন্তিত মুখে
ঘ. সহজ ভাষায়
২৩। গোরুয়াকে প্রকৃতপক্ষে কে বাচানো?
ক. রাজা
খ.. চর্মকার
গ, পন্ডিত
ঘ. জুতা
২৪। মন্ত্রীর শেষ উক্তি কী ছিল?
ক. এত কি হবে সিধে।
ভাবিয়া মল সকল দেশ সুদ্ধ।
খ. বেটারে মুল বিধে
কারা রমাঝে করিয়া রাখো রুদ্ধ
গ. আমারো ছিল কমনে
কেমনে বেটা পেরেছে সেটা জানতে
ঘ. চামারে তবে ডাকি
চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথী
২৫। সেদিন হতে চলিল জুমা পরা কোন দিন হতো?
ক, যেদি মুিচ এসে রাজাকে জুতা পরাল
খ. যেদিন রাজার ধুলির প্রতিকার করতে বললেন
গ. যেদিন রাজা গোবুকে ডেকে পায়ে ধুলি লাগার সমস্যার কথা জানালেন
ঘ. যেদিন ধুলার ভয়ে রাজকার্য মাটি হওয়ার উপক্রম হলো
২৬। পন্ডিতের মুখ চুন হয়েছিল কেন?
ক, মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়
খ. করণীয় কাজ খুজে না পাওয়ায়
গ. দায়িত্বে অবহেলা করায়
ঘ মন্ত্রীর আদেশ শুনে
২৭। রাজা বিরক্ত হয়ে বলেন
i. করিতে ধুলা জগৎ হলো ধুলায় ভরপুর
ii.এমনিসব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা
iii.সে কথা কড়ো খাটি
কিন্তু মোরে হতেছে মনে সন্ধ
নিচের কোনটি সঠিক?
.ক. i ও ii খ. i ও iii
গ. Ii ও iii ঘ. i, ii ও iii
২৮। রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি এখানে অনাসৃষ্টি বলতে বোঝানো হয়েছে
i.পায়ে ধূলাবালি লাগাকে
ii.কাজে ফাকি দিযে বেতন নেয়াকে
iii.ধূলা দুর করতে গিয়ে সারা রাজ্য কাদায় মাখামাখি করা
কিন্তু মোরে হতেছে মনে সন্ধ
নিচের কোনটি সঠিক?
.ক. i ও ii খ. i ও iii
গ.ii ও iii ঘ. i, ii ও iii
২৯। রাজার কাছে দৃষ্টি নেই
i.গোবুরায়ের
ii.মন্ত্রণা দাতাদের
iii.রাজ্যের কারোরই
কিন্তু মোরে হতেছে মনে সন্ধ
নিচের কোনটি সঠিক?
..ক. i ও ii খ. i ও iii
গ.ii ও iii ঘ. i, ii ও iii
৩০। পন্ডিতের মুখ চুন হওয়ার কার
i.প্রতিকারের কোনো উপায় খুজে নাপাওয়া
ii.রাজা এমন কঠিন কাজ আগে কখনো দেননি
iii.রাজার শাস্তির জন্য
কিন্তু মোরে হতেছে মনে সন্ধ
নিচের কোনটি সঠিক?
.ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, iiও iii
৩১। রাতে পাত্রমিত্ররা ঘুমাতে পারে না
i.কাজের চাপে
ii.উদ্বেগ উৎকণ্ঠায়
iii. রাজার প্রশ্নের উত্তর খুজে না পেয়ে
কিন্তু মোরে হতেছে মনে সন্ধ
নিচের কোনটি সঠিক?
.ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, iiও iii
উত্তর মালা:
১ | গ | ২ | খ | ৩ | গ | ৪ | ঘ | ৫ | ঘ |
৬ | গ | ৭ | গ | ৮ | খ | ৯ | ক | ১০ | ক |
১১ | গ | ১২ | খ | ১৩ | ক | ১৪ | ক | ১৫ | ক |
১৬ | খ | ১৭ | গ | ১৮ | ক | ১৯ | ক | ২০ | ঘ |
২১ | খ | ২২ | খ | ২৩ | খ | ২৪ | ক | ২৫ | খ |
২৬ | ক | ২৭ | খ | ২৮ | খ | ২৯ | ক | ৩০ | ঘ |
৩১ | খ | ৩২ | ঘ |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।