জমির নামজারি তথা মিউটেশন করতে খরচ মাত্র ১১৭০ টাকা ।। আপনি কি জানেন জমির নামজারি তথা মিউটেশন করতে আপনার ৪ ধরণের ফিতে কতো টাকা প্রয়োজন। চলুন জেনে কোন খাতে কত টাকা প্রয়োজন এবং কি কি কাগজ পত্র প্রয়োজন।
জমির নামজারি তথা মিউটেশন করতে আপনার ৪ ধরণের ফিতে সর্বমোট মাত্র =১১৭০/- টাকা খরচ হয়!!
এই ৪ ধরণের ফি হচ্ছে কোর্ট ফি, নোটিশ জারি ফি, রেকর্ড কারেকশন ফি, এবং প্রতি কপি খতিয়ান বাবদ ফি। যেসব আইনবলে এসব ফি নেওয়া হয় তা হচ্ছে:
১। The Court-fees Act, 1870 এর ক্ষমতাবলে মিউটেশন মামলার কোর্ট ফি বাবদ ২০/- (বিশ) টাকা নেয়া হয়।
২। The Practice and Procedure Manual, 1969 এর ১৬৬ বিধিবলে এবং পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে মিউটেশন মামলার নোটিশ বা প্রসেস ফি বাবদ ৫০/- টাকা নেয়া হয়।
৩। The Stamp Act, 1899 এর ১ম তফসিলে প্রদত্ত ক্ষমতা মতে মিউটেশনকালে রেকর্ড কারেকশন বাবদ ১০০০/- টাকা নেয়া হয়।
৪। The Bengal Record Manual, 1943 এর ৮ম অধ্যায় মতে এবং পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে মিউটেশন মামলার সৃজিত খতিয়ানের কপি সরবরাহ বাবদ ১০০/- টাকা নেয়া হয়।
সকল অর্থ ১১৭০/- টাকা অনলাইনে গ্রহণ করে iBASS++ সিস্টেমের মাধ্যমে সরাসরি সরকারি খাতে প্রেরণ করা হয়। ভূমি অফিসগুলিকে ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভূমি অফিসে নগদ লেনদেন বন্ধ করা হয়েছে।
নিজের জমির কাজ নিজে করাই উত্তম – ভূমিসেবা ওয়েব প্ল্যাটফর্ম (https://land.gov.bd/) ইউজার ফ্রেন্ডলি করে ডিজাইন করা হয়েছে। ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা জিমেইলের মত ইমেইল সেবা যারা ব্যবহার করতে পারেন তারা সহজে নিজেই নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান কিংবা মৌজা ম্যাপ ও খতিয়ান প্রাপ্তি মত ভূমি সেবা গ্রহণ করতে পারেন।
এর পরেও কোনও কারণে কেউ যদি তৃতীয় কোনো পক্ষকে তার পক্ষে ভূমিসেবা গ্রহণের জন্য নিয়োজিত করেন, এবং সেই সাথে উক্ত সেবার সরকার নির্ধারিত মূল প্রদেয় ফি’র অতিরিক্ত অর্থ তৃতীয় পক্ষকে প্রদান করেন – সেক্ষেত্রে, তৃতীয় পক্ষকে প্রদত্ত সেই অতিরিক্ত অর্থের সাথে ভূমি সেবা ফি’র এর কোনো সম্পর্ক নেই। তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা গ্রহণের ব্যাপারটি শৃঙ্খলার মধ্যে আনার জন্য প্রাইভেট এজেন্টশীপ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।