চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম | সপ্তম অধ্যায় – প্রশ্ন ও উত্তর | PDF : চতুর্থ শ্রেণির হিন্দু ধর্ম বিষয়টির ষষ্ঠ অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
ষষ্ঠ অধ্যায় – প্রতিজ্ঞারক্ষা ও গুরুজনে ভক্তি
অধ্যায়টি পড়ে জানতে পারব
প্রতিজ্ঞা শব্দের অর্থ ও সংজ্ঞা মানব জীবনে প্রতিজ্ঞা রক্ষার প্রয়োজনীয়তা
রাজার প্রতিজ্ঞা রক্ষার গল্প ধর্মের অঙ্গ. হিসেবে প্রতিজ্ঞা রক্ষার গুরুত্ব
অধ্যায়ের মূলকথা জেনে নেই
প্রতিজ্ঞা শব্দের অর্থ কথা দেওয়া, শপথ করা। নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞারক্ষা করা কর্তব্য। রাজার প্রতিজ্ঞা রক্ষার গল্প থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে, নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞারক্ষা করতে হয়।
প্রতিজ্ঞারক্ষা ধর্মের অঙ্গ। প্রতিজ্ঞা রক্ষার জন্য রাজা অলক্ষীর মূর্তিও ক্রয় করেছেন। তাই ধর্মদেবসহ অন্যান্য দেব-দেবীরা রাজার প্রতিজ্ঞা ধর্ম পালনে খুশি হয়েছেন। আমরাও সব সময় প্রতিজ্ঞারক্ষা করে চলব।
ক. শূন্যস্থান পূরণ কর :
১। প্রতিজ্ঞারক্ষা ————— একটি অঙ্গ।
২। ধার্মিক. ব্যক্তি সর্বদা ————— রক্ষা করেন।
৩। কুম্ভকার একটি ————— মূর্তি নিয়ে এলেন।
৪। ————— পালন করা ধর্মের কাজ।
৫। প্রজাদের ————— কথা চিন্তা করা রাজার কর্তব্য।
উত্তর : ১। ধর্মের ২। প্রতিজ্ঞা ৩। অলক্ষীর ৪। প্রতিজ্ঞা ৫। সুখ-দুঃখের।
খ. ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১। প্রতিজ্ঞা শব্দটির অর্থ ২। প্রতিজ্ঞারক্ষা ৩। প্রতিজ্ঞারক্ষা করলে ৪। ধার্মিক. ব্যক্তি প্রতিজ্ঞা ৫। প্রজারা কষ্টে থাকলে |
ধর্মের একটি অঙ্গ। ধার্মিক. হওয়া যায়। রাজার বদনাম হয়। ভঙ্গ. করেন না। কথা দেওয়া। রাজার সম্মান বাড়ে। |
উত্তর :
১। প্রতিজ্ঞা শব্দটির অর্থ কথা দেওয়া।
২। প্রতিজ্ঞারক্ষা ধর্মের একটি অঙ্গ।
৩। প্রতিজ্ঞারক্ষা করলে ধার্মিক. হওয়া যায়।
৪। ধার্মিক. ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ. করেন না।
৫। প্রজারা কষ্টে থাকলে রাজার বদনাম হয়।
গ. সঠিক. উত্তরটির পাশে টিক. () চিহ্ন দাও :
১। প্রতিজ্ঞা শব্দের অর্থ কী?
ক. স্মরণ করা
খ. ভঙ্গ. করা
গ. রক্ষা করা
ঘ. শপথ করা
২। লোকটি কী নিয়ে বাজারে এসেছিল?
ক. পেঁপে
খ. কলা
গ. আম
ঘ. বেগুন
৩। কুম্ভকার কী নিয়ে বাজারে এসেছিল?
ক. গণেশের মূর্তি
খ. অলক্ষীর মূর্তি
গ. লক্ষীর মূর্তি
ঘ. কালীর মূর্তি
৪। বাজারে অবিক্রীত মালামাল কে ক্রয় করতেন?
ক. জমিদার
খ. প্রজা
গ. রাজা
ঘ. মন্ত্রী
৫। রাজা কী রক্ষা করেছিলেন?
ক. প্রতিজ্ঞা
খ. চরিত্র
গ. সম্মান
ঘ. রাজ্য
ঘ. নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :
১. প্রতিজ্ঞা বলতে কী বোঝায়?
উত্তর : কাউকে কোনো বিষয়ে কথা দেওয়া বা শপথ করাকে প্রতিজ্ঞা বলে।
২. কারা সর্বদা প্রতিজ্ঞারক্ষা করে চলেন?
উত্তর : যারা ভালো মানুষ বা ধার্মিক. তারা সর্বদা প্রতিজ্ঞারক্ষা করে চলেন।
৩. বাজারে অবিক্রীত মালামাল কে এবং কেন ক্রয় করেন?
উত্তর : বাজারে অবিক্রীত মালামাল রাজা ক্রয় করেন। কারণ তিনি চিন্তা করেছিলেন কেউ যদি বাজারে তার পণ্য বিক্রি করতে না পারে তাহলে তার সংসার চালাতে অসুবিধা হবে। রাজা তাই অবিক্রীত মালামাল ক্রয়ের প্রতিজ্ঞা করেছিলেন।
৪. দেবতারা রাজার বাড়ি ছেড়ে চলে গেলেন কেন?
উত্তর : রাজা বাজারের অবিক্রীত অলক্ষীর মূর্তি কিনে রাজবাড়িতে রাখায় দেবতারা অসন্তুষ্ট হয়ে রাজবাড়ি ছেড়ে চলে গেলেন।
৫. ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন কেন?
উত্তর : প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ। রাজা বাজারের অবিক্রীত অলক্ষীর মূর্তি কিনে প্রতিজ্ঞারক্ষা করেছেন। আর প্রতিজ্ঞারক্ষা করা ধর্মের অঙ্গ। তাই ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন।
ঙ. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১. প্রতিজ্ঞারক্ষা করলে কী হয় তা বুঝিয়ে লেখ।
উত্তর : প্রতিজ্ঞারক্ষা ধর্মের অঙ্গ। এটি একটি মহৎ গুণ। তাই প্রতিজ্ঞা করলে তা রক্ষা করা কর্তব্য। দেবতারাও প্রতিজ্ঞা রক্ষাকারীর সহায় হন। প্রতিজ্ঞারক্ষা করলে ধার্মিক. বা ভালো মানুষের স্বীকৃতি পাওয়া যায়।
২. লোকটি কাঁদছিল কেন? রাজা তার জন্য কী করলেন?
উত্তর : ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্পে লোকটি এক. ঝুঁড়ি কাঁচা পেঁপে বাজারে এনেছিল বিক্রির জন্য। এগুলো বিক্রির টাকা দিয়ে পরিবারের সদস্যদের জন্য সে চাল-ডাল কিনবে। পরিবার নিয়ে খাবে। কিন্তু কেউ তার পেঁপে কিনল না। তাই সে কাঁদছিল।
রাজা প্রাসাদ থেকে কান্নারত লোকটিকে দেখে তাকে প্রাসাদে ডাকালেন। তার সব কথা শুনে কর্মচারীকে রাজকোষ থেকে টাকা দিয়ে সব পেঁপে কিনে নিতে বললেন। কর্মচারী তাই করল। লোকটি রাজাকে ধন্যবাদ দিয়ে চাল-ডাল কিনে মনের আনন্দে বাড়ি গেলেন।
৩. প্রতিজ্ঞা রক্ষার জন্য রাজা কী করেছিলেন?
উত্তর : রাজা প্রতিজ্ঞারক্ষা করেছিলেন, তাঁর বাজারে বিক্রির জন্য আনা কোনো জিনিস অবিক্রীত থাকবে না। কেউ না কিনলে সে কিনে নিবে। একদিন এক. কুম্ভকার অলক্ষীর মূর্তি নিয়ে এলেন তার বাজারে বিক্রির জন্য। কিন্তু অমঙ্গল হবে ভেবে কেউ তার অলক্ষীর মূর্তি কিনল না। কিন্তু রাজা প্রতিজ্ঞা রক্ষার জন্য ক্ষতি হবে জেনেও অলক্ষীর মূর্তি কিনে রাজবাড়িতে নিয়ে এলেন।
৪. লক্ষী দেবীসহ অন্যান্য দেব-দেবী রাজার বাড়ি ফিরে এসেছিলেন কেন?
উত্তর : রাজা অলক্ষীর মূর্তি ঘরে রাখায় লক্ষী, কার্ত্তিক, গণেশ, সরস্বতীসহ সব দেবতাই চলে গেলেন। তাঁদের দেখাদেখি ধর্মদেবও চলে যেতে লাগলেন। তখন রাজা তাঁকে বললেন, ‘ধর্মদেব, আপনি যাচ্ছেন কেন?’ ধর্মদেব বললেন, ‘মহারাজ সব দেবতা চলে গেলে আমি থাকি কী করে?’ রাজা বললেন, ‘ধর্মদেব, আমি তো অন্যায় কিছু করিনি।
আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি। প্রতিজ্ঞা পালন করা ধর্মের কাজ। তাই আমি অলক্ষীর মূর্তি ক্রয় করেছি। আমি ধর্মের কাজ করেছি। সুতরাং অন্য সবাই গেলেও আপনি তো যেতে পারেন না।’ রাজার কথায় ধর্মদেব সন্তুষ্ট হলেন। তিনি আর গেলেন না। তিনি তাঁর জায়গায় থাকলেন। তখন অন্যসব দেব-দেবীও ফিরে এলেন।
৫. ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্প থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তর : ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্প থেকে আমরা এই নীতি শিক্ষা পাই যে, প্রতিজ্ঞারক্ষা করা ধর্মের অঙ্গ। নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞারক্ষা করতে হবে। যিনি প্রতিজ্ঞারক্ষা করেন দেবতারা তার সহায় হন। তাই আমরা সবাই প্রতিজ্ঞারক্ষা করব।
৬. ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্প অবলম্বে রাজার কর্তব্য সম্বন্ধে বর্ণনা কর।
উত্তর : রাজা হলেন রাজ্যের কর্তা। প্রজাদের সুখ-দুঃখের কথা চিন্তা করা রাজার কর্তব্য। কোনো প্রজা কষ্টে থাকলে তাতে রাজার অকল্যাণ ও বদনাম হয়। তাই প্রজাদের সার্বিক. মঙ্গল চিন্তা করাই রাজার কর্তব্য।
ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও :
১) প্রতিজ্ঞারক্ষা একটি ২) ভালো মানুষেরা ৩) রাজা বাজারের ৪) কুম্ভকার বাজারে ৫) ধর্মদেব রাজার কথায় |
প্রতিজ্ঞারক্ষা করে চলেন। মহৎ গুণ। অলক্ষীর মূর্তি নিয়ে এলেন। সন্তুষ্ট হলেন। ধর্ম পালন করলেন। অবিক্রীত জিনিস কেনার প্রতিজ্ঞা করেছিলেন। |
উত্তর :
১) প্রতিজ্ঞারক্ষা একটি মহৎ গুণ।
২) ভালো মানুষেরা প্রতিজ্ঞারক্ষা করে চলেন।
৩) রাজা বাজারের অবিক্রীত জিনিস কেনার প্রতিজ্ঞা করেছিলেন।
৪) কুম্ভকার বাজারে অলক্ষীর মূর্তি নিয়ে এলেন।
৫) ধর্মদেব রাজার কথায় সন্তুষ্ট হলেন।
শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় কর :
১) কোনো প্রজা কষ্টে থাকলে রাজার সুনাম হয়।
২) রাজার কাজে ধর্মদেব সন্তুষ্ট হলেন।
৩) কুম্ভকার বাজারে পেঁপে নিয়ে এসেছিলেন।
৪) রাজা বাজারের অবিক্রীত মালামাল কেনার ঘোষণা দিলেন।
৫) প্রতিজ্ঞা শব্দের অর্থ শপথ করা।
উত্তর : ১) ‘অ’ ২) ‘শু’ ৩) ‘অ’ ৪) ‘শু’ ৫) ‘শু’
শূন্যস্থান পূরণ :
১. আমরা সব সময় ————— করে চলব।
২. যিনি প্রতিজ্ঞারক্ষা করেন ————— তাঁর সহায় হন।
৩. প্রতিজ্ঞারক্ষা করে রাজা ————— পালন করলেন।
৪. রাজা ————— মূর্তিটি কিনে যতœ করে ঘরে রেখে দিলেন।
৫. রাজা বাজারের ————— মালামাল কেনার প্রতিজ্ঞা করেছিলেন।
উত্তর : ১. প্রতিজ্ঞারক্ষা ২. দেবতারাও ৩. ধর্ম ৪. অলক্ষীর ৫. অবিক্রীত।
সাধারণ
প্রতিজ্ঞারক্ষা
১. কারা প্রতিজ্ঞারক্ষা করে চলেন?
ক. যারা ভালো মানুষ
খ. যারা ধনী মানুষ
গ. যারা বুদ্ধিমান মানুষ
ঘ. যারা শিক্ষিত মানুষ
২. আমরা প্রতিজ্ঞারক্ষা করে পালন করব।
ক. উৎসব
খ. শোক
গ. ধর্ম
ঘ. জন্মদিন
রাজার প্রতিজ্ঞারক্ষা
৩. রাজা লোকটির কথা শুনে কী করলেন?
ক. লোকটিকে প্রহার করলেন
খ. লোকটির পেঁপে কিনে রাখতে বললেন
গ. লোকটিকে কারাগারে পাঠাতে বললেন
ঘ. লোকটিকে খাবার দিতে বললেন
৪. লোকটি পেঁপে বিক্রির টাকা দিয়ে কী করত?
ক. মাছ ধরার জাল কিনত
খ. ছেলের জন্য জামা কিনত
গ. খাবার জন্য চাল-ডাল কিনত
ঘ. স্ত্রীর জন্য শাড়ি কিনত
৫. বাজারের অবিক্রীত মালামাল কেনার জন্য কে প্রতিজ্ঞা করেছিলেন?
ক. রাজ কর্মচারী
খ. কুম্ভকার
গ. মন্ত্রী
ঘ. রাজা
৬. গৃহস্থের অমঙ্গল হয় কীসে?
ক. অবিক্রীত মাল কিনলে
খ. অলক্ষীর মূর্তি ঘরে রাখলে
গ. গাছের পেঁপে বিক্রি করলে
ঘ. রাজার কথা শুনলে
৭. কুম্ভকারের অলক্ষীর মূর্তি কে কিনেছিল?
ক. রাজা
খ. কৃষক
গ. পেঁপে বিক্রেতা
ঘ. রাজ কর্মচারী
৮. রাজা অলক্ষীর মূর্তি ঘরে রাখায় নিচের কোন ঘটনাটি ঘটেছিল?
ক. রাজার আয় বৃদ্ধি পেয়েছিল
খ. দেবতারা ঘর ছেড়েছিলেন
গ. ধর্মদেবতা ঘর ছেড়েছিলেন
ঘ. রাজার বদনাম হয়েছিলেন
৯. রাজার কথায় কে সন্তুষ্ট হয়েছিলেন?
ক. কার্ত্তিক.
খ. গণেশ
গ. ধর্মদেব
ঘ. সরস্বতী
১০. রাজার কর্তব্য কী?
ক. রাণীর সুখ-দুঃখের কথা চিন্তা করা
খ. নিজের সুখ-দুঃখের কথা চিন্তা করা
গ. মন্ত্রীদের সুখ-দুঃখের কথা চিন্তা করা
ঘ. প্রজাদের সুখ-দুঃখের কথা চিন্তা করা
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
যোগ্যতাভিত্তিক
শিখনফল : প্রতিজ্ঞা রক্ষার গুরুত্ব বুঝতে পারব।
১১. সুনীল ভালো ছেলে। ধর্ম পালনের জন্য তাকে নিচের কোন কাজটি করতে হবে?
ক. হিংসা
খ. প্রতিজ্ঞারক্ষা
গ. অন্যের ক্ষতি
ঘ. পরনিন্দা
শিখনফল : কুম্ভকারের কাজ সম্পর্কে জানব।
১২. তোমার পাড়ায় একজন কুম্ভকার রয়েছেন। তিনি কী কাজ করেন?
ক. সোনার জিনিস তৈরি করেন
খ. কাঠের জিনিস তৈরি করেন
গ. মাটির জিনিস তৈরি করেন
ঘ. পিতলের জিনিস তৈরি করেন
প্রশ্ন ও উত্তরঃ
১. রাজা কী প্রতিজ্ঞা করেছিলেন?
উত্তর : রাজা প্রতিজ্ঞা করেছিলেন বাজারের সব অবিক্রীত মালামাল তিনি কিনে রাখবেন।
২. কে অলক্ষীর মূর্তি নিয়ে বাজারে এসেছিলেন?
উত্তর : কুম্ভকার অলক্ষীর মূর্তি নিয়ে বাজারে এসেছিলেন।
৩. কারা প্রতিজ্ঞা ভঙ্গ. করেন না?
উত্তর : যারা ভালো মানুষ, ধার্মিক. মানুষ তাঁরা কখনো প্রতিজ্ঞা ভঙ্গ. করেন না। নিজের ক্ষতি হলেও তাঁরা প্রতিজ্ঞারক্ষা করে চলেন।
৪. রাজা প্রাসাদে দাঁড়িয়ে কী দেখেছিলেন?
উত্তর : রাজা প্রাসাদে দাঁড়িয়ে এক. লোককে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যেতে দেখেছিলেন।
৫. ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্পের নীতি শিক্ষা কী?
উত্তর : ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্পের নীতি শিক্ষা হলো- প্রতিজ্ঞারক্ষা ধর্মের অঙ্গ।
সাধারণ
১. প্রতিজ্ঞা শব্দের অর্থ কী? প্রতিজ্ঞারক্ষা করা কর্তব্য কেন? কারা প্রতিজ্ঞারক্ষা করেন?
উত্তর : প্রতিজ্ঞা শব্দটির অর্থ কথা দেওয়া।
প্রতিজ্ঞারক্ষা করা কর্তব্য, কারণ এটি ধর্মের অঙ্গ। যাঁরা ভালো মানুষ বা ধার্মিক, তাঁরা সর্বদা প্রতিজ্ঞারক্ষা করে চলেন।
২. ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্পের রাজার প্রতিজ্ঞাটি কী ছিল? প্রতিজ্ঞারক্ষা করতে গিয়ে রাজাকে কী সমস্যায় পড়তে হয়েছিল?
উত্তর : ‘রাজার প্রতিজ্ঞারক্ষা’ গল্পে রাজার প্রতিজ্ঞাটি ছিল কেউ তার বাজারে কোনো মালামাল বিক্রি করতে এলে সেই মালামাল যদি বিক্রি না হয়, তবে তিনি সেগুলো কিনে নিবেন।
প্রতিজ্ঞারক্ষা করতে গিয়ে একদিন রাজা এক. কুম্ভকারের অলক্ষীর মূর্তি কিনে ঘরে যতœ করে রেখে দিলেন। অলক্ষীর মূর্তি ঘরে রাখায় লক্ষী দেবী রাজবাড়ি ছেড়ে চলে গেলেন। একে একে কার্ত্তিক, গণেশ, সরস্বতী সব দেবতাই রাজবাড়ি ছেড়ে দিলেন।
যোগ্যতাভিত্তিক
৩. রাজু সমীরকে কঠিন অংকগুলো বুঝিয়ে দিবে বলে কথা দিয়েছিল। পরবর্তীতে রাজু তার কথা রেখেছিল। রাজুর কাজ থেকে আমরা কোন ধরনের নৈতিক. শিক্ষা পাই? পাঁচটি বাক্যে লেখ।
উত্তর : রাজুর কাজ থেকে আমরা যে ধরনের নৈতিক. শিক্ষা পাই তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো :
১) কাজটির মাধ্যমে রাজু তার প্রতিজ্ঞারক্ষা করেছে।
২) প্রতিজ্ঞারক্ষা করা ধর্মের অঙ্গ।
৩) নিজের ক্ষতি হলেও প্রতিজ্ঞারক্ষা করা উচিত।
৪) প্রতিজ্ঞারক্ষা করলে দেবতারা খুশি হন।
৫) রাজু অন্তর দিয়ে প্রতিজ্ঞারক্ষা করেছে বলে দেবতারা তার সহায় হবেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।