চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ | আবেদনপত্র লিখন | PDF: চতুর্থ শ্রেণির বাংলা বিষয়টির আবেদনপত্র লিখন অংশ হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব আবেদনপত্র লিখার ফরমেট গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
আবেদনপত্র
১. মনে কর, তোমার নাম সেলিম চৌধুরী। তোমার বিদ্যালয়ের নাম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসুস্থতার জন্য তুমি তিন দিন বিদ্যালয়ে যেতে পারনি। অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
২৪/০৪/২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছাগলনাইয়া, ফেনী
বিষয় : অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ২১/০৪/২০১৬ থেকে ২৩/০৪/২০১৬ -এ তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সেলিম চৌধুরী
শ্রেণি চতুর্থ, রোল ৭
২. মনে কর, তুমি রোকাইয়া শশী। আগামী ২৫শে জুন তোমার বড় বোনের বিয়ে। এ উপলক্ষ্যে পাঁচ দিনের অগ্রিম ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
২১/০৬/২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
ছয়সূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কুলিয়ারচর, কিশোরগঞ্জ।
বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আগামী ২৫-এ জুন আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। তাই আমার ২২-এ জুন থেকে ২৬-এ জুন পর্যন্ত মোট ৫ দিনের ছুটি অত্যন্ত প্রয়োজন।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত ৫ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক
আপনার অনুগত ছাত্রী
রোকাইয়া শশী
চতুর্থ শ্রেণি, শাখা ক
রোল ০১
৩. মনে কর, তোমার নাম সিরাজ আহমেদ। তোমার বিদ্যালয়ের নাম গাজীরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
০২/ ০৩/২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
গাজীরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
গাজীরখামার, শেরপুর।
বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। প্রথম শ্রেণি হতেই আমি আমি আপনার বিদ্যালয়ে পড়ছি এবং বরাবরই প্রথম হয়ে আসছি। আমার ছোট বোনও এই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার সামান্য আয়ে আমাদের যাবতীয় খরচ চালানো খুবই কষ্টকর। এ অবস্থায় তাঁর পক্ষে আমাদের দুই ভাইবোনের লেখাপড়ার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দিয়ে বাধিত করবেন।
বিনীত নিবেদক
সিরাজ আহমেদ
চতুর্থ শ্রেণি, শাখা খ
রোল০১
৪. মনে কর, তুমি মুহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছ। এ অবস্থায় তৃতীয় ঘণ্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। ধর, তোমার নাম মো. হাসান।
১৭/০৫/২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
মুহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মুহম্মদনগর, সিলেট।
বিষয় : তৃতীয় ঘণ্টার পর ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আজ বিদ্যালয়ে আসার পর থেকে আমার প্রচন্ড পেটব্যথা হচ্ছে। এ কারণে আমি ক্লাসগুলোতে মনোযোগ দিতে পারছি না।
অতএব, দয়া করে আমাকে তৃতীয় ঘণ্টার পর ছুটি দিয়ে বাধিত করবেন।
বিনীত
মো. হাসান
চতুর্থ শ্রেণি, শাখা ক
রোল ১০
৫. মনে কর, তোমার নাম সরকার আমান। জরুরি প্রয়োজনে গত মাসে তোমার বাবা খুলনা গিয়েছিলেন। যে কারণে তুমি যথাসময়ে বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পারনি। এ অবস্থায় বিলম্বে বেতন ও ফি প্রদানের ক্ষেত্রে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
০৯/০৮/২০১৬
বরাবর
প্রধান শিক্ষক
মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাগহাটা, নরসিংদী।
বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার বাবা জরুরি প্রয়োজনে গত মাসে খুলনা গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে তাঁর প্রায় এক সপ্তাহ সময় লেগে গিয়েছিল। যে কারণে আমি যথাসময়ে বিদ্যালয়ের মাসিক বেতন ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি পরিশোধ করতে পারিনি।
অতএব, বিনীত আবেদন, জরিমানা মওকুফ করে আমাকে বকেয়া বেতন ও ফি পরিশোধের সুযোগ দিতে আপনার মর্জি হয়।
বিনীত
সরকার আমান
চতুর্থ শ্রেণি, শাখা ক
রোল ০৬
ফরম পূরণ
১. মনে কর, তুমি ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর।
উত্তর :
ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছাগলনাইয়া, ফেনী
ভর্তি ফরম
১। নাম : আফসান ইসলাম
২। মায়ের নাম : নূরজাহান বেগম
৩। পেশা : গৃহিনী
৪। বাবার নাম : মফিজুল ইসলাম
৫। পেশা : চাকরি
৬। জন্ম তারিখ : ০৪-০৪-২০০৬
৭। যে শ্রেণিতে
ভর্তি হতে ইচ্ছুক : ৪র্থ
৮। বর্তমান শিক্ষা
প্রতিষ্ঠানের নাম : চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯। অভিভাবকের ফোন/
মোবাইল নম্বর : ০১৭…………….
১০। বর্তমান ঠিকানা : ৪০ কলেজ রোড,
ছাগলনাইয়া, ফেনী
১১। স্থায়ী ঠিকানা : পূর্ব ঘোপাল, ছাগলনাইয়া, ফেনী
আফসান ০১/০১/২০১৬
শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ
২. মনে কর, তুমি তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর।
উত্তর :
লিটল বার্ড ইন্টারন্যাশনাল স্কুল
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রতিযোগিতার ফরম
প্রতিযোগীর নাম : সৈয়দ হাসান
শ্রেণি ও রোল নং : চতুর্থ, ০৭
জন্ম তারিখ : ০১-০৯-২০০৬
যেসব প্রতিযোগিতায়
অংশগ্রহণে ইচ্ছুক
[সর্বোচ্চ তিনটি] : (ক) ১০০ মিটার দৌড়
(খ) দীর্ঘ লাফ
(গ) ব্যাঙলাফ
অভিভাবকের ফোন নম্বর : ০১৩১৩৩০৫৩০৭ (মোবাইল)
হাসান সৈয়দ আমীন
প্রতিযোগীর স্বাক্ষর—– অভিভাবকের স্বাক্ষর —–ক্রীড়া শিক্ষকের স্বাক্ষর —–
৩. বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য ফরমটি পূরণ কর।
উত্তর :
মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাগহাটা, নরসিংদী।
তারিখ : ০৭-০৫-২০১৬
পাঠাগার ফরম
নাম : রাকীবা ঐশী
শ্রেণি : চতুর্থ
রোল নম্বর : ০১
অভিভাবকের ফোন/
মোবাইল নম্বর : ০১২১৫৬৩০৩৩০
বইয়ের নাম : শিশু
লেখকের নাম : রবীন্দ্রনাথ ঠাকুর
বইয়ের কোড নম্বর : ক/০৯
বই গ্রহণের তারিখ : ০৭-০৫-২০১৬
বই ফেরতের তারিখ : ২০-০৫-২০১৬
রাকীবা ঐশী
আবেদনকারীর স্বাক্ষর —–গ্রন্থাগারিকের স্বাক্ষর—–
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
৪. মনে কর, তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এ জন্য একটি নিবন্ধন ফরম পূরণ কর।
উত্তর :
সমাজ উন্নয়ন সংঘ
উকিলপাড়া, জামালপুর।
স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৬
নিবন্ধন ফরম
১। প্রতিযোগীর নাম : সামিউল হক
২। জন্ম তারিখ : ১৭-০৩-২০০৬
৩। অভিভাবকের নাম : আবুল হক
৪। শিক্ষাপ্রতিষ্ঠানের নাম : ছনচারা সরকারি
প্রাথমিক বিদ্যালয়
৫। শ্রেণি : ৪র্থ
৬। জাতীয়তা : বাংলাদেশি
৭। যোগাযোগের ঠিকানা : ৪৩৮ উকিলপাড়া,
জামালপুর
৮। প্রিয় চিত্রশিল্পী : কামরুল হাসান
৯। মোবাইল/টেলিফোন
নম্বর : ০১৩১৪৭৮২৩৫৪
সামিউল হক আবুল হক
আবেদনকারীর স্বাক্ষর —–অভিভাবকের স্বাক্ষর —–পরিচালকের স্বাক্ষর—–
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।