চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ | বিপরীত শব্দ ও সমার্থক শব্দ | PDF: চতুর্থ শ্রেণির বাংলা বিষয়টির ব্যাকারণ অংশ হতে বিপরীত শব্দ ও সমার্থক শব্দের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
বিপরীত শব্দ
‘বিপরীত’ শব্দের অর্থ হচ্ছে- ‘উল্টো’।
একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে পরস্পরের বিপরীত শব্দ বলে। যেমন : ভালো মন্দ, সঠিক ভুল, আসল নকল, বড় ছোট ইত্যাদি।
নিচে বিপরীত অর্থ প্রকাশ করে (বিপরীতার্থক) এমন কিছু শব্দের উদাহরণ দেওয়া হলো :
মূল শব্দ ———-বিপরীত শব্দ
অধিক ———-অল্প
প্রিয় ———-অপ্রিয়
সুন্দর ———-অসুন্দর
সহ্য ———-অসহ্য
স্বাধীনতা ———-পরাধীনতা
জন্ম ———-মৃত্যু
অসুবিধা ———-সুবিধা
বাইরে ———-ভেতরে
প্রথম ———-শেষ
নিশ্চিত ———-অনিশ্চিত
নিয়মিত ———-অনিয়মিত
সমস্যা ———-সমাধান
গ্রাম ———-শহর
প্রেরক ———-প্রাপক
অভ্যাস ———-অনভ্যাস
আগে ———-পরে
ঘুম ———-জাগরণ
কোমল ———-কঠোর
বিষণœ ———-প্রসন্ন
পড়তি ———-উঠতি
চেনা ———-অচেনা
ছোট ———-বড়
নির্দিষ্ট ———-অনির্দিষ্ট
বন্দি ———-মুক্ত
ক্ষতি ———-লাভ
থামা ———-চলা
সাক্ষর ———-নিরক্ষর
সাঙ্গ ———-শুরু
আনন্দ ———-দুঃখ
জোরে ———-আস্তে
চঞ্চল ———-শান্ত
সুগন্ধ ———-দুর্গন্ধ
সতর্ক ———-অসতর্ক
পরিচ্ছন্ন ———-অপরিচ্ছন্ন
সুস্থ ———-অসুস্থ
সরল ———-বক্র
সহজ ———-কঠিন
বিজাতীয় ———-স্বজাতীয়
বেদন ———-আনন্দ
বিদেশ ———-স্বদেশ
সমতল ———-উঁচু-নিচু
ঘন ———-পাতলা
পরিশ্রম ———-আরাম
সম্ভব ———-অসম্ভব
সাবধান ———-অসাবধান
সুখ ———-দুঃখ
সম্পূর্ণ ———-অসম্পূর্ণ
দিন ———-রাত
স্বাধীন ———-পরাধীন
উত্তম ———-অধম
অস্তগামী ———-উদীয়মান
শান্ত ———-অশান্ত
ধনী ———-গরিব
দৃষ্টিনন্দন ———-দৃষ্টিকটু
উঁচু ———-নিচু
সঠিক ———-ভুল
নতুন ———-পুরাতন
কাঁদা ———-হাসা
সফল ———-ব্যর্থ
শীতল ———-উষ্ণ
বাইরে ———-ভেতরে
ঢাকা ———-খোলা
দুর্লভ ———-সুলভ
শিষ্য ———-গুরু
পুরাতন ———-নতুন
সত্য ———-মিথ্যা
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
সমার্থক শব্দ
‘সমার্থক’ বলতে বোঝায় একই অর্থ বিশিষ্ট। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো একই অর্থ বোঝায়। যেমন: আকাশ, আসমান, গগন শব্দগুলোর অর্থ একই। অর্থাৎ এগুলো পরস্পরের সমার্থক। এমন আরও কিছু সমার্থক শব্দের উদাহরণ নিচে উলেখ করা হলো :
মূল শব্দ ———সমার্থক শব্দ
সূর্য ———-দিবাকর, দিনমণি
কুসুম ———-ফুল, পুষ্প
বৃষ্টি ———-বাদল, বারিধারা
লড়াই ———-যুদ্ধ, সংঘাত
হাওয়া ———-বাতাস, অনিল
গাঁ ———-গ্রাম, পল্লি
আগুন ———-অগ্নি, পাবক
রুক্ষ ———-নোংরা, অপরিচ্ছন্ন
পৃথিবী ———-বসুন্ধরা, ভুবন
রাত ———-রাত্রি, নিশি
আকাশ ———-গগন, আসমান
চক্ষু ———-চোখ, নয়ন
যন্ত্রণা ———-ব্যথা, কষ্ট
মা ———-জননী, আম্মা
মৃত্যু ———-মরণ, জীবনাবসান
পাহাড় ———-গিরি, পর্বত
যুদ্ধ ———-রণ, সমর
মাটি ———-মৃত্তিকা, ভূমি
সাধ ———-ইচ্ছা, বাসনা
নেমন্তন্ন ———-নিমন্ত্রণ, দাওয়াত
বিয়ে ———-বিবাহ,পরিণয়
ভোজন ———-আহার, ভক্ষণ
বন্ধু ———-সখা, বান্ধব
আলো ———-জ্যোতি, প্রভা
পাখি ———-পক্ষি, বিহঙ্গ
ঘোড়া ———-তুরগ, বাজী
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।