চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকারণ | বর্ণ শব্দ ও বাক্য | PDF: চতুর্থ শ্রেণির বাংলা বিষয়টির ব্যাকারণ অংশ হতে বর্ণ, বাক্য ও শব্দের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
বর্ণ
মানুষের মুখ থেকে বায়ু বের হওয়ার মাধ্যমে ধ্বনির সৃষ্টি। এগুলোর কোনো আকার নেই। এগুলো মানুষ কেবল মুখে উচ্চারণ করে ও কানে শোনে। ধ্বনিগুলোকে চেনার জন্য কিছু প্রতীক তৈরি করা হয়েছে। এই প্রতীকের নাম বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ।
ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। যেমন : বই = ব + ই। এখানে ‘ব’ এবং ‘ই’ হলো বর্ণ।
বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। সবগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা।
বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ।
স্বরবর্ণগুলো স্বাধীন। অর্থাৎ স্বরবর্ণগুলো উচ্চারণে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না।
যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেগুলোকে স্বরবর্ণ বলে। বাংলা বর্ণমালায় মোট ১১টি স্বরবর্ণ আছে। এগুলো হলো অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
অন্যদিকে ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারণে স্বরবর্ণের সাহায্য প্রয়োজন হয়। যেমনঃ ‘ক’ উচ্চারণ করতে ‘ক’-এর সাথে একটি অতিরিক্ত বর্ণ অ উচ্চারণ করতে হয়। উদাহরণ : ক্ + অ = ক।
যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেগুলোকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমনঃ ক, খ, গ, ঘ, ঙ ইত্যাদি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যুক্তবর্ণ : এক বর্ণের সাথে অন্য বর্ণ যুক্ত করে যুক্তবর্ণ গঠন করা হয়। যেমনঃ ক্ + ষ = ক্ষ, ত + ম = ত্ম ইত্যাদি।
যুক্তবর্ণ দিয়ে গঠিত কয়েকটি শব্দ দেখে নিই :
ক্ষ = ক + ষ — ক্ষমা
ল্ল = ল + ল — উল্লাস
ব্দ = ব + দ — শব্দ
ন্ত = ন + ত — শান্ত
প্ত = প + ত — গুপ্ত
প = ল + প — অল্প
শব্দ
আমরা কথা বলার সময় অনেক রকম শব্দ উচ্চারণ করি। শব্দ তৈরি হয় কয়েকটি বর্ণের সংযোগের ফলে। কিন্তু লক্ষ কর :
ম + ল + ক = মলক
এখানে তিনটি বর্ণের সংযোগ ঘটেছে ঠিকই কিন্তু ‘মলক’ কোনো অর্থ প্রকাশ করে না। তাই এটিকে কোনো শব্দ বলা যাবে না। আবার লক্ষ কর : ক + ল + ম = কলম
একই বর্ণগুলো মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করেছে। তাই ‘কলম’ একটি শব্দ।
কতগুলো বর্ণ একত্রে মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে ঐ বর্ণের সমষ্টিকে একত্রে শব্দ বলা হয়।
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
বাক্য
কতগুলো শব্দ একসাথে মিলিত হয়ে একটি বাক্য গঠন করে।
এখন লক্ষ কর : ভোরে ঘুম কামাল ওঠে থেকে।
এখানে কতগুলো শব্দ পাশাপাশি বসলেও এটিকে একটি বাক্য বলা যায় না। কেননা শব্দগুচ্ছের মাধ্যমে এখানে অর্থপূর্ণ কোনো মনের ভাব প্রকাশিত হয়নি। আবার দেখ :
কামাল ভোরে ঘুম থেকে ওঠে।
এক্ষেত্রে শব্দগুলো মিলিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশে সক্ষম হয়েছে।
দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেই শব্দগুচ্ছকে একত্রে বাক্য বলা হয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।