চতুর্থ শ্রেণি | বাংলা | মহীয়সী রোকেয়া | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর: চতুর্থ শ্রেণির বাংলা বিষয়টির মহীয়সী রোকেয়া গল্পটির অনুশীলনী হতে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
মহীয়সী রোকেয়া
রচনাটি পড়ে জানতে পারব
রোকেয়া সাখাওয়াত হোসেনের ছেলেবেলার কথা
মেয়েদের প্রতি তৎকালীন সমাজের মনোভাবের কথা
শিক্ষাগ্রহণের প্রতি রোকেয়ার উৎসাহ সম্পর্কে
নারীদের অধিকার প্রতিষ্ঠায় রোকেয়ার সংগ্রামের কথা
নারীদের সমান অধিকার প্রদানের গুরুত্ব
রচনাটির মূলভাব জেনে নিই
রচনাটিতে প্রকাশিত হয়েছে মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কাজের পরিচয়। একসময় নারীদের ঘরের চার দেয়ালে বন্দি রাখা হতো। লেখাপড়ার সুযোগ. থেকে তারা ছিল সম্পূর্ণরূপে বঞ্চিত। রোকেয়া লেখাপড়ার প্রতি গভীর আগ্রহ বোধ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, নারীদের উন্নতির জন্য লেখাপড়ার বিকল্প নেই। তাই নারীদের শিক্ষা-দীক্ষাসহ সব ধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে যান রোকেয়া।
বানানগুলো লক্ষ করি
আত্মীয়, নিষিদ্ধ, অবরোধ, গণ্ডি, অভিভাবক, জ্যেষ্ঠ, অদম্য, জ্ঞানার্জন, প্রতিষ্ঠা, চিরস্মরণীয়, অগ্রদূত, জাগরণ।
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি।
জমিদার বন্দি চিলেকোঠা স্নেহ স্বাধীনতা প্রতিষ্ঠা লেখালেখি উন্নতি সমাজ অধিকার লড়াই নারী জাগরণ অগ্রদূত মহীয়সী চিরস্মরণীয়
উত্তর :
শব্দ—– অর্থ —–বাক্য
জমিদার—–ধনী ব্যক্তি, যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক।—–রাকীবার দাদা জমিদার ছিলেন।
বন্দি—–আটক.—–বন্দি পাখি মুক্তি চায়।
চিলেকোঠা—–বাড়ির ছাদের লাগোয়া ঘর। সিঁড়িঘর।—–জিনিসগুলো চিলেকোঠায় রেখে দাও।
স্নেহ—–ভালোবাসা, প্রেম।—–মায়ের স্নেহের তুলনা হয় না।
স্বাধীনতা—–মুক্ত, নিজের ইচ্ছেমতো কিছু করতে পারা।—–২৬এ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
প্রতিষ্ঠা—–তৈরি।—–করিম সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন।
লেখালেখি—–লেখা, রচনা।—–সুমাইয়া ছোটবেলা থেকেই লেখালেখি করে।
উন্নতি—–কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া।—–আমরা দেশের উন্নতি চাই।
সমাজ—–আমাদের চারপাশের পরিবেশ, মানুষ।—–আমরা সবাই সমাজে বাস করি।
অধিকার—–দাবি, পাওনা জিনিসের ওপর দখল নেওয়া।—–শিক্ষা শিশুর অধিকার।
লড়াই—–যুদ্ধ, সংগ্রাম।—–বাঙালি লড়াই করে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছে।
নারী জাগরণ—–অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করে তোলা।—–বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত।
অগ্রদূত—–যিনি পথ দেখান, সবার আগে আগে চলেন।—–কোকিলকে বসন্তের অগ্রদূত বলা হয়।
মহীয়সী—–মহান যে নারী।—–সুফিয়া কামাল ছিলেন এক. মহীয়সী নারী।
চিরস্মরণীয়—–সব সময় যাকে মানুষ স্মরণ করে, মনে রাখে।—–বীরশ্রেষ্ঠরা চিরস্মরণীয় হয়ে থাকবেন।
২. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক) বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
খ) বাড়িতে লোক. এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন?
উত্তর : বাড়িতে লোক. এলে রোকেয়া কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো বা দরজার আড়ালে লুকিয়ে থাকতেন।
গ) লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন?
উত্তর : লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে সাহায্য করতেন তাঁর বড় বোন করিমুন্নেসা এবং বড় ভাই ইব্রাহিম সাবের।
ঘ) রোকেয়া কখন পড়াশুনা করতেন? কীভাবে করতেন?
উত্তর : রোকেয়া পড়াশুনা করতেন গোপনে, গভীর রাতে। তিনি মোমবাতি জ্বালিয়ে বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছ থেকে পাঠ নিতেন। পড়তে পড়তে কখনো কখনো ভোর হয়ে যেত। এভাবেই লুকিয়ে লুকিয়ে রাত জেগে পড়াশুনা করতেন রোকেয়া।
ঙ) সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল?
উত্তর : সেকালে মেয়েদের অবস্থা ছিল খুব করুণ। তাদের কোনো রকম স্বাধীনতা ছিল না। বাড়ির ভেতরে বন্দি জীবন যাপন করতে হতো। পড়াশুনা করারও কোনো সুযোগ. ছিল না। খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হতো।
চ) রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
উত্তর : রোকেয়াই প্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে নেমেছিলেন। নারীরা যাতে পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারে সে জন্য স্কুল প্রতিষ্ঠা করা, লেখালেখি করা ইত্যাদি কাজে আত্মনিয়োগ. করেন তিনি। এসব কারণে রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
৩. নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি।
অগ্রদূত, অধিকার, প্রতিষ্ঠা, অদম্য, অবরোধ।
উত্তর :
অগ্রদূত – বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত।
অধিকার – শিক্ষা আমাদের মৌলিক. অধিকার।
প্রতিষ্ঠা – দাদু একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন।
অদম্য – খেলাধুলায় আমার অদম্য আগ্রহ।
অবরোধ – শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে।
৪. এককথায় প্রকাশ করি।
এই লেখায় “রোকেয়ার লেখাপড়া করার কী অদম্য আগ্রহ!” এরকম একটা বাক্য রয়েছে। এই বাক্যে ব্যবহৃত ‘অদম্য’ শব্দটির অর্থ হচ্ছে ‘যে কোনো কিছুতে দমে না’ শব্দটি অনেকগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ। এরকম আরও কিছু শব্দ শিখি।
অনেকের মধ্যে – অন্যতম।
জানার ইচ্ছা – জিজ্ঞাসা।
আকাশে যে চরে – খেচর।
বিদ্যা আছে যার – বিদ্বান।
ভাতের অভাব যার – হাভাতে।
মহান যে নারী – মহীয়সী।
৫. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি।
জ্ঞান—–জ্ঞ জ্
ঞ জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান।
উন্নতি—–ন্ন ন্ ন অন্ন, ভিন্ন, নবান্ন।
৬. বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক. শব্দাংশ মিলিয়ে পড়ি।
রংপুরের পায়রাবন্দ গ্রামে—–ষোলো বছর বয়সে।
অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট—–মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ।
রাত গভীর হলে ভাইয়ের কাছে—–রোকেয়ার জন্ম।
রোকেয়ার বিয়ে হলো—–নারী জাগরণের অগ্রদূত।
তাঁর লেখা বইগুলো হলো——শুরু হতো তার জ্ঞানার্জন।
মহীয়সী রোকেয়া—–গণ্ডির মধ্যে আটকা থাকা।
উত্তর :
রংপুরের পায়রাবন্দ গ্রামে—–রোকেয়ার জন্ম।
অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট—–গণ্ডির মধ্যে আটকা থাকা।
রাত গভীর হলে ভাইয়ের—–শুরু হতো তার জ্ঞানার্জন।
রোকেয়ার বিয়ে হলো—–ষোলো বছর বয়সে।
তাঁর লেখা বইগুলো হলো——মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ।
মহীয়সী রোকেয়া—–নারী জাগরণের অগ্রদূত।
৭. স্বামীর মৃত্যুর পর রোকেয়া কী কী কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি।
উত্তর : স্বামীর মৃত্যুর পর রোকেয়া নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করলেন। স্বামীর নামে কলকাতায় মেয়েদের জন্য একটা প্রাথমিক. বিদ্যালয় স্থাপন করলেন। নারীর অধিকার সম্পর্কে বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন।
৮. রোকেয়ার জীবনী থেকে আমি কী শিখলাম তা সংক্ষেপে লিখি।
উত্তর : রোকেয়ার জীবনী থেকে আমি যা যা শিখলাম-
দৃঢ় প্রতিজ্ঞা থাকলে অনেক. কঠিন কাজেও সফল হওয়া যায়।
নারী পুরুষ সবার জন্যই লেখাপড়া শেখা অত্যন্ত জরুরি।
সমাজে নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে।
সমাজের উন্নতির জন্য নারীর ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঠিক. উত্তরটি লেখ।
১) রোকেয়ার কয় ভাই ছিল?
ক. এক. ভাই
খ. দুই ভাই
গ. তিন ভাই
ঘ. চার ভাই
২) রোকেয়ার বাবার সন্তান ছিল
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩) স্বামীর রেখে যাওয়া টাকা দিয়ে রোকেয়া
ক. স্কুল প্রতিষ্ঠা করেন
খ. স্কুলে ভর্তি হন
গ. কলেজ প্রতিষ্ঠা করেন
ঘ. কলেজে ভর্তি হন
৪) ইব্রাহিম সাবের কে ছিলেন?
ক. রোকেয়ার স্বামী
খ. রোকেয়ার ছোট ভাই
গ. রোকেয়ার বাবা
ঘ. রোকেয়ার বড় ভাই
৫) রোকেয়া তাঁর বড় বোনের কাছ থেকে কী শিখলেন?
ক. বাংলা
খ. উর্দু
গ. কুরআন
ঘ. বাইবেল
৬) রোকেয়ার সময়ে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল
ক. দারিদ্র্য
খ. পুরুষদের মনোভাব
গ. বিদ্যালয়ের অভাব
ঘ. নারীদের মনোভাব
৭) কত বছর বয়সে রোকেয়ার বড় বোনের বিয়ে হয়ে যায়?
ক. বারো
খ. চৌদ্দ
গ. ষোলো
ঘ. আঠারো
৮) রোকেয়ার শ্বশুরবাড়ি কোথায় ছিল?
ক. রংপুর
খ. পায়রাবন্দ
গ. ভাগলপুর
ঘ. এলাহাবাদ
৯) রোকেয়ার শ্বশুরবাড়ির লোকজন কোন ভাষায় কথা বলতেন?
ক. বাংলা
খ. হিন্দি
গ. উর্দু
ঘ. আরবি
১০) রোকেয়া কার নামে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন?
ক. নিজের নামে
খ. বাবার নামে
গ. মায়ের নামে
ঘ. স্বামীর নামে
১১) রোকেয়ার জন্মসাল কোনটি?
ক. ১৭৭০
খ. ১৭৮০
গ. ১৮৭০
ঘ. ১৮৮০
নিচের শব্দগুলোর অর্থ লেখ।
পড়তি, নিষিদ্ধ, তৃষ্ণার্ত, নিঝ্ঝুম, প্রথা, গণ্ডি।
উত্তর :
শব্দ —–অর্থ
পড়তি —– অবনতি।
নিষিদ্ধ —– বারণ বা মানা করা হয়েছে এমন।
তৃষ্ণার্ত —– পিপাসায় কাতর।
নিঝ্ঝুম —– সম্পূর্ণ নীরব।
প্রথা—–নিয়ম, রীতি।
গণ্ডি—–সীমানা।
শূন্যস্থান পূরণ কর।
ক) রোকেয়ার তো কোথাও যাওয়ার —– নেই।
খ) চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো —– হবার কথা।
গ) ভাই বোনের কাছেই রোকেয়ার যত —–।
ঘ) রোকেয়ার —– করার কী অদম্য —–!
উত্তর : ক) অনুমতি; খ) খুশি; গ) আবদার; ঘ) লেখাপড়া, আগ্রহ।
নিচের বানানগুলো শুদ্ধ করে লেখ।
জমীদার, মহিয়সি, নিশিদ্ধ, অগ্রদুত, চিরস্বরণীয়।
উত্তর : ভুল বানান —–শুদ্ধ বানান
জমীদার—–জমিদার
মহিয়সী—–মহীয়সী
নিশিদ্ধ—–নিষিদ্ধ
অগ্রদুত—–অগ্রদূত
চিরস্বরণীয়—–চিরস্মরণীয়
নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লেখ।
লুকিয়ে, জ্ঞান, প্রতিষ্ঠা করা, তাকে।
উত্তর :
মূল শব্দ—– পদ
লুকিয়ে—–ক্রিয়া
প্রতিষ্ঠা করা—–ক্রিয়া
জ্ঞান—–বিশেষ্য
তাকে—–সর্বনাম
নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।
নির্দিষ্ট, বন্দি, আগ্রহ, উন্নতি, ধীরে, জন্মগ্রহণ।
উত্তর :
মূল শব্দ —–বিপরীত শব্দ
নির্দিষ্ট—–অনির্দিষ্ট
উন্নতি—–অবনতি
বন্দি—–মুক্ত
ধীরে—–দ্রæত
আগ্রহ—–অনাগ্রহ
জন্মগ্রহণ—–মৃত্যুবরণ
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) রোকেয়ার পরিবারের জমিদারির অবস্থা কেমন ছিল?
উত্তর : রোকেয়ার পরিবারের জমিদারির অবস্থা ছিল পড়তির দিকে।
খ) পাখির সাথে ছোট্ট রোকেয়ার পার্থক্য ছিল কিসে?
উত্তর : পাখিদের ডানা আছে। তারা যখন খুশি উড়তে পারে, যেখানে খুশি যেতে পারে। কিন্তু ছোট্ট রোকেয়ার কোথাও যাওয়ার স্বাধীনতা ছিল না। এটিই ছিল পাখির সাথে তাঁর পার্থক্য।
গ) রোকেয়ার জন্য কী কী করা নিষিদ্ধ ছিল?
উত্তর : রোকেয়ার ঘরের বাইরে কোথাও যাওয়ার অনুমতি ছিল না। ঘরে আসা কোনো অতিথি এমনকি সে যদি মেয়েও হয় তবু তার সামনে যাওয়া নিষিদ্ধ ছিল।
ঘ) রোকেয়া স্কুলে যেতে পারেননি কেন?
উত্তর : তখনকার সময়ে মেয়েদের অবরোধপ্রথার মাধ্যমে ঘরের কোণে বন্দি রাখা হতো। মুসলমান মেয়েদের স্কুলে যেতেই দিতেন না অভিভাবকেরা। এ কারণে রোকেয়ারও স্কুলে যাওয়া হয়ে ওঠেনি।
ঙ) রোকেয়া বাড়িতে থেকে কী কী শেখেন?
উত্তর : রোকেয়া বাড়িতে থেকেই কোরআন পড়া ও উর্দু শেখেন। বড় বোন করিমুন্নেসার কাছ থেকে শেখেন বাংলা। আর বড় ভাই ইব্রাহিম সাবেরের কাছ থেকে নানা বিষয়ে জ্ঞান লাভ করেন তিনি।
চ) রোকেয়া ছেলে ও মেয়েকে গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন কেন?
উত্তর : গাড়ির দুটি চাকার একটি বড় ও একটি ছোট হলে সে গাড়ি চলবে না। তেমনিভাবে সমাজে মেয়েরা ছেলেদের তুলনায় পিছিয়ে থাকলে আমরা উন্নতি করতে পারব না। এ বিষয়টি বোঝানোর জন্যই রোকেয়া ছেলে ও মেয়েকে গাড়ির দুটি চাকা হিসেবে তুলনা করেছেন।
বুঝিয়ে লেখ
‘নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি।’
উত্তর : আলোচ্য বাক্যটি ‘মহীয়সী রোকেয়া’ নামক. রচনা থেকে নেওয়া হয়েছে।
এখানে নারী জাগরণে রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান স্মরণীয় হয়ে থাকার কথা বলা হয়েছে।
বেগম রোকেয়া নারী জাগরণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। এক. সময় অবরোধ প্রথার কারণে নারীরা ঘরের বাইরে বের হতে পারত না। রোকেয়াই প্রথম নারীদের এই বন্দিদশা থেকে মুক্তির জন্য সংগ্রাম করেন। সমাজে নারীর যথাযথ অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন। এ কারণেই তিনি স্মরণীয় হয়ে আছেন।
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রংপুরের পায়রাবন্দ গ্রাম। সেই গ্রামেই জন্ম হলো এক. ফুটফুটে শিশুর। নাম তার রোকেয়া। রোকেয়ার সকালে ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে। পাখিরা উড়তে পারে। যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়ার তো কোথাও যাবার অনুমতি নেই।
ঘরের বাইরে তো দূরের কথা, কারো সামনে যাওয়াও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয়, তার সামনেও নয়। মেয়েদের যে এভাবে চলতে হতো, একেই বলে অবরোধ প্রথা। আসলে সেই সময়টা ছিল এমনই। মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার, না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা। সামাজিক. বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না।
মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে। রোকেয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে। ছোটবেলাতেই দেখেছিলেন, মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয়। পড়ালেখা করার অধিকার নেই। পড়ালেখা করে ছেলেরা। বাইরে কাজ করে। মেয়েরাও যে মানুষ, সে-কথাই তারা প্রায় ভুলে যায়।
রোকেয়া বুঝেছিলেন, ছেলেদের যে অধিকার, মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনোদিন উন্নতি হতে পারে না। তিনিই প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য, লড়াই করেছিলেন। ১৮৮০ সালে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া। ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
১. সঠিক. উত্তরটি উত্তরপত্রে লেখ।
১) অনুচ্ছেদে মূলত প্রকাশিত হয়েছে
(ক) রোকেয়ার শৈশবের চিত্র
(খ) রোকেয়ার স্বামীর পরিচয়
(গ) নারী জাগরণে রোকেয়ার অবদান
(ঘ) নারীদের প্রতি পুরুষদের অবহেলা
২) রোকেয়ার মৃত্যুতারিখ. কোনটি?
(ক) ৯ই ডিসেম্বর ১৯৮০
(খ) ৯ই জানুয়ারি ১৯৮০
(গ) ৯ই ডিসেম্বর ১৯৩২
(ঘ) ৯ই জানুয়ারি ১৯৩২
৩) রোকেয়া চিরস্মরণীয় হয়ে আছেন কেন?
(ক) নারীদের অধিকার আদায়ে সংগ্রাম করেছিলেন বলে
(খ) অবরোধপ্রথার শিকার হয়েছিলেন বলে
(গ) অল্প বয়সে বিয়ে হয়েছিল বলে
(ঘ) লেখাপড়ার প্রয়োজনীয়তা বুঝে ছিলেন বলে
৪) রোকেয়া কী বুঝেছিলেন?
(ক) মেয়েরা ঘরে থাকাই ভালো
(খ) মেয়েরা লেখাপড়ায় কাঁচা
(গ) মেয়েদের সম-অধিকার থাকা উচিত
(ঘ) মেয়েরা উন্নতি করতে পারবে না
৫) কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙে?
(ক) পাখির
(খ) কুকুরের
(গ) গরুর
(ঘ) মোরগের
উত্তর :
১) (গ) নারী জাগরণে রোকেয়ার অবদান;
২) (গ) ৯ ডিসেম্বর ১৯৩২; ৩) (ক) নারীদের অধিকার আদায়ে সংগ্রাম করেছিলেন বলে; ৪) (গ) মেয়েদের সমঅধিকার থাকা উচিত; ৫) (ক) পাখির।
২. নিচের শব্দগুলোর অর্থ লেখ।
বন্দি, স্বাধীনতা, অধিকার, লড়াই, বিধি।
উত্তর : শব্দ অর্থ
বন্দি—–আটক।
স্বাধীনতা—–মুক্তি।
অধিকার—–দাবি।
লড়াই—–সংগ্রাম।
বিধি—–নিয়ম।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) কত বছর বয়সে রোকেয়ার বিয়ে হয়ে যায়?
উত্তর : মাত্র ষোলো বছর বয়সে রোকেয়ার বিয়ে হয়ে যায়।
খ) অবরোধ প্রথা বলতে কী বোঝায়?
উত্তর : একটা সময় মেয়েদের বাইরে কোথাও যাওয়া বা বাইরের কোনো মানুষের সামনে আসা এসবই নিষিদ্ধ ছিল। এভাবে ঘরের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখার বিষয়টিকেই বলা হয় অবরোধ প্রথা।
গ) রোকেয়া কেন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন?
উত্তর : রোকেয়া নিজের জীবন থেকে বুঝেছিলেন যে, মেয়েদের যদি উন্নতি করতে হয় তবে পড়ালেখা শিখতেই হবে। ছেলেদের তুলনায় মেয়েরা পিছিয়ে থাকলে সমাজের উন্নতি সম্ভব নয়। তাই তিনি মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন।
৪. অনুচ্ছেদটির মূলভাব লেখ।
উত্তর : অবরোধপ্রথার যুগেও রোকেয়া বুঝেছিলেন যে দেশের উন্নতির জন্য নারীদের লেখাপড়া শেখা ও পুরুষের সাথে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই। তাই তিনি নারীদের অধিকার আদায়ের জন্য প্রথম সংগ্রাম শুরু করেছিলেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে আজও তিনি চিরস্মরণীয়।
এ অংশে পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ/কবিতাংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদ/কবিতাংশটি পড়ে ৩ ধরনের প্রশ্নের উত্তর করতে হবে। এখানে থাকবে (৫) বহুনির্বাচনি প্রশ্ন (৬) শূন্যস্থান পূরণ (৭) প্রশ্নের উত্তর লিখন প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে।
পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ/কবিতাংশ পরীক্ষায় কমন পড়বে না। তাই এটি এখানে দেওয়া হলো না। তবে পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ. নমুনা (ঋড়ৎসধঃ) বোঝার সুবিধার্থে বইয়ের প্রথম দুটি অধ্যায়ে পাঠ্য বই বহির্ভূত অংশটি সংযোজন করা হয়েছে।
……………………………………………………………..
৮. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ. দেখাও।
ণ্ড, প্র, স্ম, ম্য, ষ্ঠ।
উত্তর :
ণ্ড = ণ + ড – কাণ্ড
– খোকার কাণ্ড দেখে সবাই হেসে ফেলল।
প্র = প + র-ফলা ( ্র ) – প্রথম
– আমরা প্রথম বাসটিতে উঠলাম।
স্ম = স + ম – বিস্মিত
– কথাটি শুনে মা বিস্মিত হলেন।
ম্য = ম + য-ফলা ( ্য ) – কাম্য
– জীবনে সুখ-শান্তি সকলেই কাম্য।
ষ্ঠ = ষ + ঠ – অনুষ্ঠান
– আজ বুবুর বিয়ের অনুষ্ঠান।
৯. সঠিক. স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ।
ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন এই ভাই-বোনের কাছেই রোকেয়ার যত আবদার রোকেয়ার লেখাপড়া করার কী অদম্য আগ্রহ
উত্তর : ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন। এই ভাই-বোনের কাছেই রোকেয়ার যত আবদার। রোকেয়ার লেখাপড়া করার কী অদম্য আগ্রহ!
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাঠান মুলুকে | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | কাজলা দিদি | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
- চতুর্থ শ্রেণি | বাংলা | পাখির জগৎ | অনুশীলনী ও অতিরিক্ত প্রশ্ন উত্তর
১০. এককথায় প্রকাশ কর।
ক) মহান যে নারী।
খ) দমন করা যায় না এমন।
গ) যিনি আগে চলেন।
ঘ) যাকে সবসময় মানুষ স্মরণ রাখে।
ঙ) বাড়ির ছাদের লাগোয়া ঘর।
উত্তর : ক) মহীয়সী; খ) অদম্য; গ) অগ্রদূত; ঘ) চিরস্মরণীয়; ঙ) চিলেকোঠা।
১১. নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।
আগে, গভীর, পড়তি, ঘুম, পিছিয়ে।
উত্তর :
মূল শব্দ বিপরীত শব্দ মূল শব্দ বিপরীত শব্দ
আগে—–পরে ঘুম—–জাগরণ
গভীর—–অগভীর পিছিয়ে—–এগিয়ে
পড়তি—–উঠতি
১২. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
(গদ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।