SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | কোষ বিভাজন | PDF : জীব বিজ্ঞান হতে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য জীব বিজ্ঞানের জীবনীশক্তি অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এসএসসি- SSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সমুহ:
১।্ জীবদেহে কত প্রকার কোষ বিভাজন হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস কতটি অংশে ভাগ হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৩। অ্যামাইটোসিস কোষ বিভাজনের শুরুতে কোনটি ঘটে?
ক) কোষের বিভাজন ঘটে
খ) নিউক্লিয়াস লম্বা হয়
গ) নিউক্লিয়াসের দুই প্রান্ত মোটা হয়
ঘ) নিউক্লিয়াসের মাঝের অংশ সরু হয়
৪। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কতটি অপত্য কোষ তৈরি হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৫। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোসোম কতবার বিভক্ত হয়?
ক) ৪ খ) ৩ গ) ২ ঘ) ১
৬। দেহকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
ক) দ্বিবিভাজন খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অ্যামাইটোসিস
৭। উদ্ভিদের ভ্রণমূল ও ভ্রণমুকুল এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
ক) মাইটোসিস খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস ঘ) দ্বিবিভাজন
৮। মাইটোসিস কোষ বিভাজনের প্রথমে কোনটি ঘটে?
ক) সাইটোপ্লাজমের বিভাজন
খ) প্রোটোপ্লাজমের বিভাজন
গ) নিউক্লিয়াসের বিভাজন
ঘ) সেন্ট্রোমিয়ারের বিভাজন
১০। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) সাইটোকাইনেসিস ঘ) ইন্টারফেজ
১১। মাইটোসিস প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬
১২। ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) এনাফেজ
১৩। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয় কোন ধাপে?
ক) মেটাফেজ খ) এনাফেজ
গ) প্রোফেজ ঘ) প্রোমেটাফেজ
১৪। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
১৫। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়?
ক) বিষুবীয় অঞ্চল খ) মেরু অঞ্চল
গ) প্রান্তীয় অঞ্চল ঘ) মধ্যবর্তী অঞ্চল
১৬। কোষের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
১৭। ক্রোমোসোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
১৮। ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় কোন ধাপে?
ক) টেলোফেজ খ) অ্যানাফেজ
গ) প্রোমেটাফেজ ঘ) মেটাফেজ
১৯। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে কেন?
ক) আকর্ষণ বেড়ে যাওয়ায়
খ) বিকর্ষণ বেড়ে যাওয়ায়
গ) সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ায়
ঘ) ক্রোমাটিড তৈরি হওয়ায়
২০। সাবমেটাসেণ্ট্রিক ক্রোমোসোমের আকার কেমন হয়?
ক) ‘V’ খ) ‘L’
গ) ‘Y’ ঘ) ‘I’
১ | খ | ২ | ক | ৩ | খ | ৪ | ক | ৫ | ঘ |
৬ | খ | ৭ | ক | ৮ | গ | ৯ | ১০ | ঘ | |
১১ | গ | ১২ | ক | ১৩ | গ | ১৪ | খ | ১৫ | ক |
১৬ | খ | ১৭ | গ | ১৮ | ঘ | ১৯ | খ | ২০ | খ |
২১। মাইটোসিসের প্রোফেজ পর্যায়ের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে কোন পর্যায়ে?
ক) প্রোমেটাফেজ খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ
২২। নিউক্লিয়াসের পুনঃআবির্ভাব ঘটে কোন ধাপে?
ক) টেলোফেজ খ) অ্যানাফেজ গ) মেটাফেজ ঘ) প্রোফেজ
২৩। জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীল বজায় থাকে কোন বিভাজনের ফলে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
২৪। মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ হতে কতটি অপত্য কোষ তৈরি হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২৫। নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) দ্বিবিভাজন ঘ) মিয়োসিস
২৬। প্রজাতির বৈশিষ্ট্য বংশপরস্পর টিকে থাকে কোন বিভাজনের কারণে?
ক) মাইটোসিস খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস ঘ) দ্বিবিভাজন
২৭। ব্যাকটেরিয়ার কোষ বিভাজনে
i) নিউক্লিয়াস ধীরে ধীরে লম্বা হয় ii) নিউক্লিয়াসের দুই প্রান্ত চিকন হয়
iii) নিউক্লিয়াসের মাঝের অংশ সরু হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুুগুলোকে বলা হয়
i) আকর্ষন তন্তুু ii) ক্রোমোসোমাল তন্তুু iii) স্পিন্ডল তšতু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। প্রাণিকোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যায়ে
i) স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না
ii) সেন্ট্রিওল দুটি মেরুতে অবস্থান করে
iii) সেন্ট্রিওলের চারদিক থেকে রশ্মি বের হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। মেটাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের
i) সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে থাকে
ii) ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায়
iii) ক্রোমাটিড দুটির বিকর্ষণ বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩১। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে
i) অপত্য ক্রোমোজোম মেরু প্রান্তে থাকে
ii) ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে
iii) স্পিন্ডল যন্ত্র প্রায় লুপ্ত হতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩২। প্রাণিকোষের টেলোফেজ পর্যায়ে
i) কোষ ঝিল্লী ভেতরে গর্তের ন্যায় ঢুকে যায়
ii) কোষ ঝিল্লী ক্রমান্বয়ে গভীরতর হয়
iii) দুটি অপত্য কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৩। মাইটোসিস বিভাজন অপরিহার্য জীবের
i) বৃদ্ধির জন্য ii) অযৌন জননের জন্য
iii) যৌন জননের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৪। কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয় ?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
৩৫। ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
৩৬। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
৩৭। ক্রোমোসোমের আলাদা ক্রোমাটিড দুটি দু মেরুর দিকে অগ্রসর হয় কোন ধাপে?
ক) প্রোফেজ খ) এনাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
৩৮। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ঠ আকার ধারণ করা ক্রোমোসোমকে কী বলে?
ক) মেটাসেন্ট্রিক খ) সাব মেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক ঘ) টেলোসেন্ট্রিক
৩৯। মাইটোসিসের শেষ পর্যায় কোনটি?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
৪০। ক্রোমোজোমে পানি যোজন ঘটে কোন পর্যায়ে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
২১ | গ | ২২ | ক | ২৩ | খ | ২৪ | গ | ২৫ | ঘ |
২৬ | খ | ২৭ | খ | ২৮ | ঘ | ২৯ | গ | ৩০ | ঘ |
৩১ | ঘ | ৩২ | ঘ | ৩৩ | ক | ৩৪ | ক | ৩৫ | গ |
৩৬ | গ | ৩৭ | খ | ৩৮ | ক | ৩৯ | খ | ৪০ | ঘ |
৪১। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোধন করে সরু ও লম্বা হয়?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
৪২। বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে কোন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
৪৩। সে সব জীবকোষের আয়ুষ্কাল নির্দিষ্ট তারা বিনষ্ট হলে কোন ধরনের কোষবিভাজন দ্বারা তা পূরণ হয়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
৪৪। টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনের ফলে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
৪৫। জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে কোন বিভাজনের ফলে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
৪৬। নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) দ্বিবিভাজন ঘ) মিয়োসিস
৪৭। হ্রাসমূলক বিভাজন বলা হয় কোন প্রক্রিয়াকে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) দ্বিবিভাজন ঘ) মিয়োসিস
৪৮। মাইটোসিস কোষ বিভাজনের ফলে-
i. ক্ষতস্থান পূরণ হয়
ii.কোষের স্বাভাবিক আকার বজায় থাকে
iii.জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৯। একটি আমগাছের ভ্রæণাবস্থা থেকে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়ে ফুল ও ফল প্রদানের ক্ষেত্রে যে কোষ বিভাজন জড়িত-
i. মাইটোসিস ii.অ্যামাইটোসিস
iii.মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫০। মাইটোসিসের প্রথম পর্যায়ে-
i. নিউক্লিয়াস আকারে বড় হয়
ii.ক্রোমোসোম মোটা ও খাটো হয়
iii.দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫১। মাইটোসিসের যে পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় সেই পর্যায়ে-
i. ক্রোমোসোম যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়
ii.ক্রোমোসোম কুন্ডলিত অবস্থায় থাকে
iii.ক্রোমোসোম থেকে পানি হ্রাস পেতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫২। প্রাণিকোষ বিভাজনের প্রোমেটাফেজ পর্যাযে-
i. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়
ii.সেন্ট্রিওল দুটি মেরুতে অবস্থান করে
iii.সেন্ট্রিওলের চারদিক থেকে রশ্মি বের হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৩। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে-
i. সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে
ii.ক্রোমাটিড অগ্রগামী থাকে
iii.বাহুদ্বয় অনুগামী থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৪। টেলোফেজ পর্যায়ের শেষে-
i. কোষপ্লেট তৈরি হয়
ii.অপত্য দুটি কোষ তৈরি হয়
iii.স্পিন্ডল তন্তু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫৫। উদ্ভিদের ভ্রণমূল ও ভ্রণমুকুল এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
ক) মাইটোসিস খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস ঘ) দ্বিবিভাজন
৫৬। কোন বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) সাইটোকাইনেসিস ঘ) ইন্টারফেজ
৫৭। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কী?
ক) এনজাইম খ) হরমোন
গ) মাইটোসিস ঘ) মিয়োসিস
৫৮। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় কোনটি?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) সাইটোকাইনেসিস ঘ) ইন্টারফেজ
৫৯। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে কোন ধাপে?
ক) মেটাফেজ খ) এনাফেজ
গ) প্রোফেজ ঘ) টেলোফেজ
৬০। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?
ক) মেটাফেজ খ) এনাফেজ
গ) প্রোফেজ ঘ) টেলোফেজ
৪১ | ঘ | ৪২ | খ | ৪৩ | খ | ৪৪ | ঘ | ৪৫ | খ |
৪৬ | ঘ | ৪৭ | ঘ | ৪৮ | ঘ | ৪৯ | ক | ৫০ | ঘ |
৫১ | ঘ | ৫২ | গ | ৫৩ | খ | ৫৪ | ক | ৫৫ | ক |
৫৬ | ঘ | ৫৭ | গ | ৫৮ | ক | ৫৯ | গ | ৬০ | ক |
৬১। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
ক) প্রোমেটাফেজ খ) এনাফেজ
গ) প্রোফেজ ঘ) টেলোফেজ
৬২। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলা হয়?
ক) বিষুবীয় অঞ্চল খ) মেরু অঞ্চল
গ) প্রান্তীয় অঞ্চল ঘ) মধ্যবর্তী অঞ্চল
৬৩। প্রোমেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ার মেরুতে অবস্থানকালীন সময়ে কী বিচ্ছুরিত করে?
ক) স্পিন্ডল তন্তু খ) আকর্ষণ তন্তু
গ) ক্রোমোজোমাল তন্তু ঘ) অ্যাস্টার তন্তু
৬৪। কোষের নিউক্লিয়াস মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে?
ক) প্রোফেজ খ) প্রোমেটাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
নিচের চিত্র হতে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
৬৫। চিত্রের কোন ধরনের কোষ বিভাজন দেখানো হয়েছে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অস্বাভাবিক
৬৬। চিত্রে বিভাজনটি কোন জীবে ঘটে?
ক) ব্যাকটেরিয়া খ) ইস্ট
গ) নীলাভ সবুজ শৈবাল ঘ) সবকয়টি
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও:
৬৭। চিত্রের কোষ বিভাজনের প্রক্রিয়াটি-
i. অ্যামাইটোসিস ii.মাইটোসিস
iii.মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
- SSC | জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | জীবনীশক্তি | PDF
- (PDF Download) শ্রেণী সাধারণ বিজ্ঞান সৃজনশীল প্রশ্নোত্তর SSC
৬৮। এ প্রক্রিয়ায় কোষ বিভাজনে-
i. বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে
ii.ক্ষতপূরণ হয়
iii.ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৯। যদি জনন কোষগুলোর সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তা হলে জাইগোট কোষে জীবটির দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়ে যাবে?
ক) দুই গুণ খ) তিন গুণ
গ) চার গুণ ঘ) আট গুণ
৭০। কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে?
ক) জাইগোট খ) ক্রোমোজোম
গ) নিউক্লিয়াস ঘ) মাইটোকন্ড্রিয়া
৭১। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
৭২। কোন ধরনের কোষ বিভাজন জীবে ক্রোমোজোমের সংখ্যার হ্রাস ঘটিয়ে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রæব রাখে?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
৭৩। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে কোনটি?
ক) ক্লোরোপ্লাস্ট খ) ক্রোমোজোম
গ) লাইসোজোম ঘ) নিউক্লিয়াস
৭৪। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষের-
i. কোষপ্রাচীরের মধ্যভাগ ভেতরে প্রবেশ করে
ii.সাইটোপ্লাজম কখনও বিভক্ত হয় না
iii.বিভাজনে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৫। নিচের কোন উদ্ভিদের জাইগোটে মায়োসিস বিভাজন হয়?
ক) ধান খ) পেয়ারা
গ, ফার্ন ঘ) গোলাপ
৭৬। কোন পদ্ধতিতে মাতৃকোষের বিভাজন হয়?
ক) মাইটোসিস খ) মায়োসিস
গ) অ্যামাইটোসিস ঘ) ফিশন
৭৭। মাতৃ ও পিতৃ জনন কোন মিলিত হয়ে যে কোষ গঠন করে তার নাম কি?
ক) আদিকোষ খ) জনন কোষ
গ) জাইগোট ঘ) জনন মাতৃকোষ
৭৮। জননকোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনে?
ক) ক্যারিওকাইনেসিস খ) সাইটোকাইনেসিস
গ) মাইটোসিস ঘ) মায়োসিস
৭৯। মায়োসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে?
ক) জীবজগতের গুণগত বৈশিষ্ট্যর স্থিতিশীলতা
খ) জিনের আদান প্রদান
গ) অঙ্গজ প্রজনন
ঘ) এককোষী জীবের বংশবৃদ্ধি
৮০। কোনটি জননকোষ
ক) শুক্রাণু খ) জাইগোট
গ) আদিকোষ ঘ) মরুলা
৬১ | ক | ৬২ | ক | ৬৩ | ঘ | ৬৪ | খ | ৬৫ | ক |
৬৬ | ঘ | ৬৭ | ঘ | ৬৮ | ক | ৬৯ | ঘ | ৭০ | গ |
৭১ | গ | ৭২ | গ | ৭৩ | খ | ৭৪ | ক | ৭৫ | গ |
৭৬ | খ | ৭৭ | গ | ৭৮ | ঘ | ৭৯ | ক | ৮০ | ক |
৮১। জনন কোষের কাজ
ক) প্রজনন খ) দেহবৃদ্ধি
গ) দেহের আকৃতি ঘ) পরিস্ফুটন
৮২। মায়োসিস প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষ সংখ্যা কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাচটি
৮৩। নিউক্লিয়াস দুইবার এব ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মায়োসিস ঘ) ্উপরের কোনটি নয়
৮৪। ক্যান্সার কেন হয়?
ক) স্বাভাবিক কোষ বিভাজনের ফলে
খ) কোষ বিভাজন না হলে
গ) অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে
ঘ) অ্যামাইটোসিস কোষ বিভাজনের ফলে
৮৬। কোষ বিভাজনের নিয়ন্ত্রন নষ্ট হয়ে কীসের সৃষ্টি হয়?
ক) যক্ষা খ) ক্যান্সার
গ) অবুর্দ ঘ) এ্যাজমা
৮৫। প্যাপিলামো ভাইরাসের ই৬ ও ই৭ জিনদ্বয় বিভাজনরত কোষের কোন অংশটির কাজ বন্ধ করে দেয়
ক) বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুর
খ) স্পিন্ডল যন্ত্রের
গ) ট্রাকশন তন্তুুর
ঘ) ক্রোমাটিডের
৮৬। কোন ভাইরাসের কারণে ক্যান্সার রোগের সৃষ্টি হয়?
ক.,টোবোকো ভাইরাস খ) প্যাপিলোমা ভাইরাস
গ.)২ ভাইরাস ঘ) ঐওঠ ভাইরাস
৮৭। অ্যানাফেজ পর্যায়ের শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে?
ক) দৈর্ঘ্য বৃদ্ধি পায় খ) দৈর্ঘ্য হ্রাস পায়
গ) দৈর্ঘ্য অত্যধিক বৃদ্ধি পায় ঘ) কোনটিই নয়
৮৮। মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি হয়?
ক স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি
খ) ক্রোমোজোম পানি শোষণ করে
গ) অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়
ঘ) ক্রোমোজোমে পানির পরিমান কমে
৮৯। মাতৃকোষটি দুভাগে বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য কোষে পরিণত হয় কোনধাপে?
ক) প্রোফেজ খ) টেলোফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
৯০। নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?
ক) প্রোফেজ খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ
৯১। কোন ধাপে ক্রোমোজোমের চারদিক ঘিরে নিউক্লিয়ার মে মব্রেন সৃষ্টি হয় এবং স্যাটক্লোমোজোমের যৌন কুঞ্চনে নিউক্লিওলাসের আর্বিভাব ঘটে?
ক) প্রোফেজ খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ
৯২। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে কোন অঙ্গণুর ক্ষুদ্র ক্ষুদ্র
অংশ জমা হয়?
ক) প্রোমেটাফেজ খ) মেটাফেজ
গ) অ্যানোফেজ ঘ) টেলোফেজ
৯৩। নিচের কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?
ক, মেটাফেজ খ) টেলোফেজ
গ) অ্যানাফেজ ঘ) প্যাকাইটিস
৯৪। কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে?
ক) মেটাফেজ খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ ঘ) ডায়াকাইনোসিস
৯৫। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকার কেমন?
ক, সরু ও লম্বা খ) মোটা ও লম্বা
গ) মোটা ও পাতলা ঘ) লম্বা ও পাতলা
৮১ | ক | ৮২ | গ | ৮৩ | গ | ৮৪ | গ | ৮৫ | ক |
৮৬ | খ | ৮৭ | ক | ৮৮ | খ | ৮৯ | খ | ৯০ | ঘ |
৯১ | ঘ | ৯২ | ঘ | ৯৩ | খ | ৯৪ | গ | ৯৫ | ক |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।