কোডিং কি! কোডিং শেখার সহজ পদ্ধতি ।। কোডিং কাকে বলে,বর্তমান দিনে মানুষ বেশিরভাগ সময় মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটার ও মোবাইলের মধ্যে অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট চালিয়ে থাকে। কিন্তু কিভাবে এই অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট গুলি তৈরি হয় এই সম্পর্কে অনেকেই জানেনা।
তাই আপনাদের জানিয়ে রাখি এগুলি সমস্ত কিছু কোডিং এর সাহায্যে তৈরি করা হয়ে থাকে। কিন্তু কোডিং সম্পর্কে অনেক ব্যক্তিরই ধারণা নেই।
এই জন্য আজকের এই আর্টিকেলের আমরা কোডিং সম্পর্কে আলোচনা করব। যেখান থেকে আপনারা কোডিং কি, কোডিং শেখার উপায়, কোডিং করে আয়, কোডিং শেখার সুবিধা এবং উদ্দেশ্য কি – এই সমস্ত কিছু সম্পর্কে ইনফরমেশন পাবেন।
যদি আপনিও কোডিং সম্পর্কে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কোডিং কি?
কম্পিউটার কোডিং হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কম্পিউটারের প্রোগ্রামগুলি ডিজাইন করা হয়।
কম্পিউটারে যে সকল অপারেশন গুলি করা হয়, সেগুলি কম্পিউটার কোডিং এর মাধ্যমে বুঝতে পারে। এর কারণ কম্পিউটার শুধুমাত্র Coding ভাষা বোঝে।
আমরা যদি কম্পিউটারকে দিয়ে কোন কাজ করতে চাই তাহলে, কোডিং এর মাধ্যমে কম্পিউটারকে সেটি জানাতে হবে।
আজকের দিনে আধুনিক কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, সফটওয়্যার, গেমস, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মেশিন লার্নিং, আইওটি, ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদি। সব কিছুর মধ্যেই কোডিং ব্যবহার করা হয়।
কোডিং এর সাহায্যে নির্দিষ্ট একটি প্রোগ্রাম তৈরি করা হয়। এবং এই প্রোগ্রামিং গুলির সাহায্যে কম্পিউটার নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করে।
বিশ্বে 700 টিরও বেশি প্রোগ্রামিং ভাষা রয়েছে, যেগুলি বিভিন্ন প্রযুক্তির জন্য তৈরি করা হয়েছে।
এর মধ্যে জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ভাষা হল –
C-Language
C++
JAVA
PYTHON
Java Script
HTML
CSS
PHP
MYSQL
.NET
ইত্যাদি
কোডিং কাকে বলে?
কম্পিউটারের নিজস্ব ভাষা আছে যার নাম হলো মেশিন কোড। মেশিন কোড বলে দেয় কী করতে হবে এবং কীভাবে করতে হবে। অর্থাৎ কম্পিউটার যে ভাষা বোঝে তাকে কোডিং বলে।
মেশিন কোড হলো একটি কম্পিউটার প্রোগ্রাম। এই কোডগুলি বাইনারি নম্বরে (0,1) এ লেখা হয়।
কোডিং এর মূল উদ্দেশ্য কি?
কোডিং এর সাহায্য ডিজিটাল জগতের প্রায় সব সমস্যার সমাধান করা সম্ভব হয়।
কোডিংয়ের এর মাধ্যমে সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপস, গেমস, অপারেটিং সিস্টেমের মতো ডিজিটাল জিনিস গুলি তৈরি করা সম্ভব হয়েছে।
অর্থাৎ ডিজিটাল জগতকে সাহায্য করাই হল কোডিং এর মূল উদ্দেশ্য।
কোডিং শেখার সুবিধা
আজকের দিনে কোডিং এবং প্রোগ্রামিং শিখে প্রচুর অর্থ উপার্জন করা যায়।
অন্যান্য ক্যারিয়ারের তুলনায় প্রোগ্রামিংয়ে বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।এছাড়াও কোডিং এর চাহিদা দিন দিন বাড়ার কারণে উচ্চ বেতনের চাকরিও সহজে পাওয়া যায়।
কোডিং শিখে খুব সহজেই নিজের সফটওয়্যার তৈরি করা সম্ভব। এবং সেগুলি মানুষের মধ্যে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা যাবে।
এছাড়াও কোডিং দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা যায়
কোডিং করে মোবাইল অ্যাপ তৈরি করা যায়
কোডিং করে কম্পিউটার গেম তৈরি করা যায়
কোডিং করে কম্পিউটার সফটওয়্যার তৈরি করা যায়।
কোডিং শেখার উপায়
যদি আপনি কোডিং শিখতে চান তাহলে দুটি উপায়ে আপনি কোডিং শিখতে পারেন। একটি হলো অনলাইনের মাধ্যমে এবং অপরটি হল অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে। এই দুটি বিষয়ই নিচে আলোচনা করা হলো।
অফলাইনে কোডিং শেখার উপায়
অফলাইনে কোডিং শেখার জন্য, আপনি প্রোগ্রামিং বই কিনতে এবং পড়তে পারেন। তবে নিজে থেকে বই গুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে।
এইজন্য আপনি যেখানে প্রোগ্রামিং শেখানো হয়, সেই সকল কোডিং ক্লাসে যোগ দিতে পারেন।
তবে আপনি C এবং C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা Java দিয়েও কোডিং শেখা শুরু করতে পারেন।
গুগলি আপনি কোডিং বই লিখে সার্চ করলে আপনার সামনে অসংখ্য Coding বই চলে আসবে। আপনি রেটিং এবং দাম অনুসারে যে কোন একটি বই কিনে নিয়ে কোডিং শিখতে পারেন।
অনলাইনে কোডিং শেখার উপায়
অফলাইনের মতো, আপনি অনলাইনেও কোডিং শিখতে পারেন।
অনলাইনে কোডিং শেখার জন্য আপনি কোন কোচিং ক্লাসে যোগদান করতে পারেন। অথবা অনলাইনের বিভিন্ন কোডিং সম্পর্কিত ওয়েবসাইট গুলি ভিজিট করে কোডিং শিখতে পারবেন।
Www.W3schools.Com হলো নতুনদের জন্য এটি একটি খুব ভাল ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে কোডিং শিখতে পারেন।
এছাড়া গুগল প্লে স্টোরে অনেক ধরনের কোডিং শেখার এপ্লিকেশন আছে। আপনি রেটিং অনুযায়ী যে কোন একটি এপ্লিকেশন বেছে নিয়ে খুব সহজেই কোডিং শিখতে পারবেন।
এখানে আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে নিচে দেওয়া ওয়েবসাইটগুলোতে গেলে, কোডিং শেখা সম্পর্কে আমার ধারণা চলে আসবে।
Www.Tutorialspoint.Com
Www.Programiz.Com
Www.Javatpoint.Com
Www.Geeksforgeeks.Org
Beginnersbook.Com
*কোডিং শেখার আগে যেগুলি করবেন
কেন আপনি কোডিং শিখতে চাইছেন সেটি আগে নির্ণয় করুন।
এরপর সিদ্ধান্ত নিন কোন কাজ করার জন্য আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে।
আপনি যে প্রযুক্তির জন্য প্রোগ্রামিং শিখছেন তার প্রাথমিক ভাষা দিয়ে শুরু করুন।
এই জন্য সি, সি++, জাভা থেকে প্রোগ্রামিং শেখা শুরু করুন।
তারপর আপনার কাজের ধরন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিন এবং শিখতে থাকুন।
*কোডিং করে আয় করার উপায়
কোডিং শিখে আপনি ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে পারেন।
ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন।
নিজের অ্যাপস বানাতে পারেন।
অন্যদের অ্যাপস বানিয়ে টাকা নিতে পারেন।
সফটওয়্যার বানিয়ে আয় করতে পারেন।
ওয়েব ডেভলপমেন্ট করে আয় করতে পারেন।
ইত্যাদি।
কোডিং এবং প্রোগ্রামিং মধ্যে পার্থক্য
১. সংজ্ঞা
কোডিং হল একটি কাজ সম্পাদন করার জন্য একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে নির্দেশনা লেখার প্রক্রিয়া।
প্রোগ্রামিং হল একটি নির্দিষ্ট কম্পিউটিং কাজ সম্পন্ন করার জন্য, একটি কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন এবং তৈরি করার প্রক্রিয়া।
২. মূল কার্যকারিতা
কোডিং এর সাহায্যে একটি উপযুক্ত প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে নির্দেশাবলী গুলি অন্তর্ভুক্ত করা হয়।
প্রোগ্রামিং এর সাহায্যে কম্পিউটারের সমস্যা চিহ্নিত করে, একটি অ্যালগরিদম ডিজাইন করা, অ্যালগরিদমের নির্ভুলতা বিশ্লেষণ করা এবং একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে একটি অ্যালগরিদম বাস্তবায়ন করা এবং পরীক্ষা করা হয় থাকে।
৩. দক্ষতা
উপরন্তু, কোডিং এর জন্য প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স, গঠন এবং ভাষার মান সম্পর্কে চমৎকার জ্ঞান প্রয়োজন।
প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন যৌক্তিক চিন্তা, সমস্যা সমাধান, বিশ্লেষণাত্মক দক্ষতা ইত্যাদি।
কোডিং কি! কোডিং শেখার সহজ পদ্ধতি
- কোডিং শেখার গুরুত্ব ও সম্ভাবনা of learning coding
- কোডিং সম্পর্কে প্রাথমিক কিছু ধারনা ও এর প্রয়োজনীয়তা
- কোডিং কি? কীভাবে কোডিং শেখা যায়, জেনে নিন বিস্তারিত Codeing সম্পর্কে
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে কম্পিউটার কোডিং কি, কোডিং শেখার উপায় এবং কিভাবে আয় করা যায় এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এখনও আপনার মনে Coding সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আর্থিক অনুদানের জন্য আবেদন (নমুনা)