কিয়ামত’ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন | Class 8 Islam Shikkha : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর প্রথম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
‘কিয়ামত’ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ ।
তারিখ : ০৮ জানুয়ারি, ২০২৪
কুমিল্লা
শিরোনাম : কিয়ামত
৩৭
[শিখনযোগ্যতা ৯১.৮.১]
আখিরাত বা পরকালীন জীবনের কয়েকটি স্তরের মধ্যে একটি স্তর হলো কিয়ামত। এমন একসময় ছিল যখন বিশ্বজগৎ ছিল না। সর্বশক্তিমান আল্লাহ নিজ কুদরতে সবকিছু সৃষ্টি করেছেন। আবার এমন একসময় আসবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে। তখন আল্লাহ বিশ্বজগৎ ধ্বংস করে দেবেন। বিশ্বজগতের এই ধ্বংসের নামই হলো কিয়ামত বা মহাপ্রলয়।
নির্ধারিত সময়ে হযরত দাঁড়াবে। এ দাঁড়ানোকে বলে কিয়ামত । ইসরাফীল (আ.) শিঙ্গায় ফুঁক দেবেন। এর ফলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে দ্বিতীয় ফুঁক দিলে মানুষ কবর থেকে ওঠে
মহাপ্রলয়ের দৃশ্য অত্যন্ত ভয়াবহ হবে। শিঙ্গায় ফুঁ দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটাছুটি করবে। তারা তাদের পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু তারা ফিরে যাবার অবকাশ পাবে না।
বন্য পশুরা ভয়ে একত্রিত হয়ে যাবে। সেদিন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে। আসমান ও জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই বেহুঁশ হয়ে পড়বে । পর্বতমালা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে এবং রঙিন পশমের মতো উড়তে থাকবে ।
সমুদ্রে আগুন জ্বলে উঠবে। আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হবে। সূর্য আলোহীন হয়ে যাবে। চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে। এভাবে কিয়ামতের প্রথম পর্ব সংঘটিত হবে। শিঙ্গায় দ্বিতীয় ফুৎকারের পর পুনরুত্থান ও হাশর বা মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আখিরাত বা পরকালের অনন্ত জীবনের সূচনা এদিন থেকেই হবে।
হাশর অর্থ একত্রিত হওয়া। হাশরের ময়দানে আল্লাহ তা’আলার সামনে দাঁড়িয়ে দুনিয়ার কাজের জবাবদিহি করতে হবে। পৃথিবীতে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারা আল্লাহ তা’আলার রহমত পাবে, আরামে থাকবে। যারা ইমান আনেনি, ভালো কাজ করেনি, তাদের ভীষণ কষ্ট হবে।
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
পুণ্যবান ব্যক্তিগণ সেদিন আল্লাহ তা’আলার রহমতের ছায়ায় আশ্রয় লাভ করবেন। তাদের কষ্ট হবে না। সেদিন মানুষ ও জিন দুনিয়ার কাজকর্মের হিসাব ও খতিয়ান সংবলিত আমলনামা দেখতে পাবে। শুরু হবে অতি সূক্ষ্ম বিচার, আল্লাহ তা’আলা হবেন সেই বিচার দিবসের বিচারক এবং নবি-রাসূল ও ফেরেশতাগণ হবেন সাক্ষী।
বিচার শেষে মুত্তাকিদের দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে এবং কাফিরদের দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কিয়ামত ইসলামি আকিদার-ই একটি অংশ। একজন মুমিনকে অবশ্যই কিয়ামতে বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা কিয়ামতে বিশ্বাস করা ইমানের অংশ । আমাদের উচিত এমনভাবে জীবন পরিচালনা করা যাতে আখিরাতে সাফল্য লাভ সম্ভব হয় ।
প্রতিবেদক :———————————–
শ্রেণি :———————————–
শাখা :———————————–
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।