শিক্ষার্থীরা NCTB সিলেবাস অনুযায়ী এইচএসসি HSC মডেল টেস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৫ সহ বেশকিছু নতুন Exclusive Suggestion বিষয় যুক্ত করা হয়েছে। জাগোরিকে আমাদের নতুন যুক্ত হওয়া উত্তরণ আলোকে Exclusive Suggestion With Answer Sheet প্রকাশ করেছি। এরই ধারাবাহিকতায় এই পোস্টে তোমরা এইচএসসি HSC- এইচ.এস সি মডেল টেস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৫. সম্পর্কে জানতে পারবে। এই প্যাসেজটি নেওয়া হয়েছে, সম্পূর্ণ Exclusive Suggestion (With Answer Sheet) টি তোমরা উত্তরসহ পাবে।
HSC – এইচ.এস সি মডেল টেস্ট
সেটঃ পাট বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৫
সময়ঃ ২.৩০ মিনিট পূর্ণমাণঃ ৫০
[ বি.দ্র.প্রদত্ত উদ্দীপকগুলো পড় এবং যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দাও]
HSC Srijonshil তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল প্রশ্ন ও উত্তর
এইচ.এস সি মডেল টেস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৫
১। কম্পিউটার সায়েন্সের ছাত্রী অনম্না সি ভাষায় কিছু উৎস কোডলিখল। ফাইলটি X নামে সংরক্ষন করলো এরপর সে ফাইলটিকে কম্পাইল করে উৎস কোডকে অবজেক্ট কোডে Y পরিণত করল এবং অবজেক্ট কোডকে নামে সংরক্ষন করলো। কাজটি শেষ হলে অনন্নার ছোট বোন তামান্না তাকে জিজ্ঞাসা করলো কেন তুমি উৎস কোডকে অবজেক্ট কোডে রুপান্তর করলে?
ক. অনুবাদক প্রোগ্রাম কী?
খ. কম্পাইলার ও ইন্টারপ্রিটারেজ মধ্যে দুটি পার্থক্য লেখ।
গ. তামান্নার প্রশ্নের উত্তর তুমি কীভাবে দিবে?ব্যাখ্যা কর।
ঘ. X ও Y ফাইল দুটির মধ্যে কোনটি অনন্নার জন্য অনুধাবন করা সহজ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
২। জনাব লতিফ উল্লাহ আশাশুনি হাই স্কুল এন্ড কলেজের কম্পিউটার শিক্ষক। তিনি যখন প্রোগ্রাম তৈরি করেন তখন তাধাপে ধাপে করেন। কিন্তু তারপরও একটি সমস্যায় পড়তে হয়েছে তাকে প্রত্যেক ছাত্র ছাত্রীর ওজন ও উচ্চতা তালিকা করার জন্য প্রোগ্রাম তৈরি করতে গিয়ে দেখেন এক্ই নাম বারবার এসেছে। অবশ্য সম্প্রতি তিনি এমন একটি প্রোগ্রাম ব্যবহার করছেন যা ব্যবহারের কম্পিউটারে বারবার অনুবাদ করতে হয় না।
ক. অনুবদাক প্রোগ্রাম কী?
খ. হাই লেবেল ল্যাঙ্গুয়েজের সুযোগ সুবিধাগুলো লেখ।
গ. লকিত্ উল্লাহ সাহেব যদি ১৮ কেজি ওজনের সব ছাত্রছাত্রীর ওজন বের করতে চান তাহলে তাকে কোন প্রোগ্রাম ব্যবহার করতে হবে।
ঘ. লকিত্ উল্লাহ সম্প্রতি ব্যবহার করা প্রোগ্রামটির জনিপ্রয়তার কারনগুলো বিশ্লেষন কর।
৩। সাতনীর ওয়েল কোম্পানির শ্রমিকদের সপ্তাহিক মজুরী হিসেব করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেব কর্মকর্তাকে নিদের্শ দিলেন। তিনি বলে দিলেন যারা সপ্তাহে ৪০ ঘন্টা পর্যন্ত কাজ করবে তারা মঞ্জুরী ১০ টাকা হারে পাবে অর যারা৪০ ঘন্টার অতিরিক্ত কাজ করবে তারা অতিরিক্ত কাজের জন্য ঘন্টা প্রতি ২০ টাকা হারে মঞ্জুরিপাবে। হিসেব কর্মকর্তা মজুরী হিসেবে করার জন্য একটি প্রোগ্রাম তৈরির অ্যালগরিদম লিখতে বললেন।
ক. অ্যালগরিদম কাকে বলে?
খ. কোনো প্রোগ্রাম রচনায় অ্যালগরিদমকীভাবে তৈরি করা হয় বুঝিয়ে দাও্
গ. উদ্দীপকের নিয়ম অনুযায়ী অ্যালগরিদম লেখ।
ঘ. অ্যালগরিদমের নিয়ম বৈশিষ্ট্য ও যুক্তি বিশ্লেষন কর।
৪। ইসরাত আলী একদাশ শ্রেণিল বিজ্ঞান শাখার ছাত্র। শিক্ষক তথ্য ওযোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে পঞ্চম অধ্যায়ের ৩টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিযে আলোচনা করছেন। কিন্তু ইসারাত ক্লাসে পড়া ও ভালোভাবে বুঝতে পারছেনা। তাই সে শিক্ষককে বিস্তারিত উদাহরণের মাধ্যমে বলতে বললো। শিক্ষক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন্
ক. অ্যালগরিদম কী?
খ. অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর মধ্যে একটি পার্থক্য ব্যাখ্যা র্ক
গ. ইসরাত আলী কিভাবে উক্ত সংখ্যার অ্যালগরিদম রচনা করবে? ব্যাখ্যা কর।
ঘ. অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট অঙ্কন করে দেখাওয়।
৫। ক. অনুবাদক প্রোগ্রাম কাকে বলে?
খ. বলতে কী বুঝ?
গ. সমস্যা নং ১এর আলোকে অ্যালগরিদম ব্যাখ্যা কর।
ঘ. প্রোগ্রাম উন্নয়নে ফ্লোচাটটির কার্যকারিতা মূল্যায়ন কর।
HSC-English 1st paper Part I: Reading Test Model Test
৬। সজিব এবং বেলার সহপাঠী এবং তারা দুজনই একাদশ শ্রেণির ছাত্র। তারাদুজনস্কুল লাইব্রেরিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বেলাল সাজিবকে জিজ্ঞেস করল আচ্ছা কম্পিউটার কী? তুমি কী বিস্তারিতভাবে কম্পিউটার সম্বন্ধে বলবে? তখন সজিব হ্যা সুচক মাথা নেড়ে বলল যে কম্পিউটার হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত রুপ হার্ডওয়্যার হলো কম্পিউটারের সকল অংশ যেগুলো যন্ত্রপাতি সমন্বয়ে।
গঠিত হয়েথাকে। তার সফটওয়্যার হলো সেই যন্ত্রপাতি সমন্বয়ে গঠিত হয়েথাকে। আর সফটওয়্যার হলো সেই যন্ত্রপাতি দিয়ে কাজ আদায় করার প্রক্রিয়া। প্রোগ্রাম ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন নিজীব। ্প্রকৃতপক্ষে সফটওয়্যার হলোকতগুলো নিদের্শনার সমষ্টি যেগুলো যথাসময়ে পালন করে হার্ডওয়্যারের যথাযথ কাজটি করে থাকে।
ক. কম্পিউটার প্রোগ্রামিং কী?
খ. একটি ভালো প্রোগ্রামের গুণাবলি সম্পর্কে সজিবের কাছ থেকে বেলাল যা জেনেছে ব্যাখ্যা কর ।
গ. সজিবের মতে কম্পিউটারের প্রোগ্রামিং এ অ্যাসেম্বলি ভাষা কীভাবে কাজকরে?ব্যাখ্যা কর।
ঘ. উচ্চস্তরে ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধাজনক বিশ্লেষন কর।
৭।
ধাপ১ঃপ্রোগ্রাম শুরু।
ধাপ২ঃদুটি সংখ্যা পড়।
ধাপ৩ঃ দুিিট সংখ্যা যোগ করে প্রথম সংখ্যার সাথে গুণ কর।
ধাপ৪ঃফলাফল ছাপাও।
ধাপ৫ঃ প্রোগ্রাম শেষ।
ক. কম্পাইল কী?
খ. আউটপুট ফাংশন বলতে কী বুঝ?
গ. উদ্দীপকর সমস্যাটির প্রবাহচিত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি প্রোগ্রাম তৈরির ধাপের সাথে কীভাবে সম্পর্কিত বিশ্লেষন কর।
HSC English 1st paper Model Test With Answer
৮। তন্ময় পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে পাঠ্য বই থেকে সি সম্বন্ধেতার বন্ধু সাজ্জাদের সাথে আলোচনা করছে। সে তার বন্ধুর উদ্দেশ্যে বলল যে কম্পিউটারে সি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহারিক কর্মসূচি বা কাস্টমাইজড কর্মসূচির ন্যায় সিও একটি প্রোগ্রাম।
ক. চলক কী?
খ. অনুবাদক বলতে কী বুঝ?
গ. উদ্দীপে ক উল্লিখিত ভাষা কীভাবে কাজ করে?
ঘ. উদ্দীপকে উল্লেখিত ভাষার সাথে নি¤œস্তরের ভাষার তুলনামুলক বিশ্লেষণ কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।