এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | HSC | MCQ : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫১. চট্টগ্রাম বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. বর্তমানে আমাদের দেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে?
ক. ১৯০৯ খ. ১৯১১
গ. ১৯১৭ ঘ. ১৯২১
২. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
ক. অর্থ খ. শিল্প
গ. সংস্থাপন ঘ. আইন
৩. সাধারণ অংশীদারি বঞ্ঝবসাএয়র সএবট্টাœচ সদসঞ্ঝ সংখঞ্ঝা কত?
ক. ৭ জন খ. ১০ জন
গ. ২০ জন ঘ. ৫০ জন
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
ফয়সাল, সামিন ও তারেক অংশীদারি ব্যবসায়ের সাথে
জড়িত। ফয়সাল ও সামিন ব্যবসায় পরিচালনায় সক্রিয়।
৪. তারেক কোন ধরনের অংশীদার?
ক. সীমিত দায় অংশীদার খ. নামমাত্র অংশীদার
গ. সক্রিয় অংশীদার ঘ. প্রতিবদ্ধ অংশীদার
৫. তারেকের দায় কোন প্রকৃতির?
ক. অসীম খ. সীমিত
গ. দায়হীন ঘ. মুনাফার সমান
৬. বাংলাদেশ গার্মন্টেস শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ হলো
I. সস্তা জনশক্তি II. ব্যবসায়ীদের দক্ষতা
III. মূলধনের প্রাচুর্য
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III
গ. I ও III ঘ. I, II ও III
৭. ব্যবসায়ের মাধ্যমে যা করা হয় তা হলো
I. জীবনযাত্রার মান উন্নত করা
II. কুসংস্কার দূর হয়
III. আর্থিক সচ্ছলতা নিশ্চিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III
গ. I ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
যমুনা তীরের ৮০ জন তাঁতি উপযুক্ত মূল্যের আশায়
একত্রিত হয়ে কাপড় উৎপাদন করেন এবং ঢাকায়
ইসলামপুরে বিক্রয় করেন। চলতি বছর তাদের
২,০০,০০০ টাকা মুনাফা হয়।
৮. উদ্দীপকে উলিখিত ব্যবসায়ের নাম কী?
ক. অংশীদারি ব্যবসায় খ. সমবায় সমিতি
গ. যৌথ মূলধনী ব্যবসায় ঘ. ব্যবসায় জোট
৯. উদ্দীপকে এরূপ সমিতি গঠনের ফলে তাঁতিরা যে সুবিধা পাবে তা হলো
I. ন্যায্যমূল্যে পণ্য ভোগ
II. পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি
III. সমবায়ের সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
ক. I খ. II গ. I ও II ঘ. II ও III
১০. চেকের আধুনিক বিকল্প কোনটি?
ক. ই-ব্যাংকিং খ. ই-মেইল
গ. এটিএম কার্ড ঘ. ই-গভর্নেন্স
১১. সর্বাপেক্ষা ব্যবসায় সংগঠন কোনটি?
ক. একমালিকানা ব্যবসায় খ. অংশীদারি সংগঠন
গ. সমবায় সংগঠন ঘ. কোম্পানি সংগঠন
১২. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক গ্যাস খ. উন্নত প্রযুক্তি
গ. রাজনৈতিক স্থিতিশীলতা
ঘ. সঞ্চয় ও বিনিয়োগ
১৩. সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. প্রজনন খ. কৃষি
গ. নিষ্কাশন ঘ. প্রক্রিয়াজাত
১৪. ঝগঊ ফাউন্ডেশন যেভাবে আর্থ-সামাজিক ক্ষেত্রে অবদান রাখে তা হলো
I. বেকার সমস্যার সমাধান
II. উন্নত প্রযুক্তির ব্যবহারের সহায়তা
III. প্রতিনিধিত্বমূলক কাজ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III
গ. I ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
মি. রাহিলের ঢাকায় নিজ জমি থাকার পরও কুমিলায়
এসে সবজি চাষের জন্য উপযুক্ত জমি লিজ নিয়ে টমেটো
চাষ শুরু করেন এবং পর্যায়িতকরণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে টমেটো সরবরাহ করেন।
১৫. উষ্টীপএক বণিট্টত মি. রাহিএলর বঞ্ঝবসায়টি কৈান পণ্ঠকিেতর?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. শিল্প ও বাণিজ্য ঘ. বাণিজ্য ও সেবা
১৬. মি. রাহিলের কুমিলায় টমেটো চাষে কোন পরিবেশ উদ্বুদ্ধ করেছে?
ক. প্রাকৃতিক. খ. সামাজিক
গ. অর্থিৈনতিক. ঘ. প্রযুক্তিগত
১৭. ওঝঙ-এর মান নিয়ন্ত্রণের ক্ষেত্র হলো
I. ভোগ্য পণ্যের পুষ্টিমান
II. কাঁচামাল মিশ্রণের অনুপাত
III. সরবরাহকারীদের সাথে সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. I ও II খ. II ও III
গ. I ও III ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও।
বনলতা ব্যাংকিং গ্রাহকদের নতুন নতুন ব্যাংকিং সেবা পরিবেশনে যতœশীল। ফলে গ্রাহকগণ ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দান এবং টাকা উত্তোলন করতে পারেন।
১৮. উদ্দীপকে বর্ণিত ব্যাংক কর্তৃক প্রদত্ত সেবাকে কী বলে?
ক. হোম ব্যংকিং খ. মোবাইল ব্যাংকিং
গ. ই-ব্যাংকিং ঘ. স্যাটেলাইট ব্যাংকিং
১৯. কে অংশীদার হওয়ার যোগ্য?
ক. সরকারি কর্মকর্তা খ. রাষ্ট্রপতি
গ. গৃহিণী ঘ. বিদেশি নাগরিক
উদ্দীপকটি পড়ো এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও।
সুমন, সোহাগ, সৈকতসহ আরও ১৭ জন শুধু চুক্তিবদ্ধ হয়ে একতা পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন।
২০. উদ্দীপকে বর্ণিত একতা পোল্ট্রি ফার্মটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
ক. অংশীদারি খ. সমবায়
গ. প্রাইভেট লিমিটেড ঘ. পাবলিক লিমিটেড
২১. জনসংখ্যা কোন পরিবেশের উপাদান?
ক. সামাজিক.
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক.
ঘ. প্রাকৃতিক
২২. কত সালের আইন দ্বারা সমবায় সমিতি গঠিত হয়?
ক. ১৯১৩
খ. ১৯৩২
গ. ১৯৪৪
ঘ. ২০০১
২৩. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল্য উদ্দেশ্য কী?
ক. জনকল্যাণ সাধন
খ. অর্থবাজার নিয়ন্ত্রণ
গ. ভারী শিল্প প্রতিষ্ঠা
ঘ. মুনাফা অর্জন
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আলম গ্রাম থেকে শাকসবজি কিনে শহরে বিক্রি করেন। তিনি শাকসবজিতে কখনো রাসায়নিক উপকরণ ব্যবহার করেন না এবং ব্যবহৃত শাকসবজি কিনেন না।
২৪. উদ্দীপকে বর্ণিত জনাব আলমের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. কালগত
খ. স্থানগত
গ. রূপগত
ঘ. অর্থগত
২৫. উষ্টীপএক বণিট্টত জনাব আলএমর শাকসবজিএত রাসায়নিক উপকরণ ব্যবহার হতে বিরত থাকার কারণ কী?
ক. ব্যয় হ্রাস
খ. ব্যবসায় মূল্যবোধ
গ. অধিক মুনাফা
ঘ. মূল্যের আধিক্য
২৬. কোম্পানির নিরীক্ষিত হিসাব বিবরণী কার নিকট দাখিল করা বাধ্যতামূলক?
ক. পরিচালকগণ
খ. অর্থ মন্ত্রণালয়
গ. নিবন্ধক.
ঘ. ব্যাংক
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
সুরমা নদীর পাড়ের জেলেরা ব্যক্তিগতভাবে নদীতে মাছ ধরে এবং স্থানীয় আড়তদারদের নিকট বিক্রি করে। কিন্তু এতে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়।
২৭. জেলেরা কোন ধরনের সমবায় গঠন করে ন্যায্যমূল্য পেতে পারে?
ক. ক্রয় খ. বিক্রয় গ. ভোক্তা ঘ. বহুমুখী
২৮. উদ্দীপকে বর্ণিত জেলেরা তাদের সমিতি থেকে যে সুবিধা পেতে পারেন তা হলো
I. জীবনযাত্রার মানোন্নয়ন
II. সঞ্চয় বৃদ্ধি
III. ভোগ ব্যয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
২৯. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
ক. ক্ষুদ্র শিল্প
খ. তৈরি পোশাক শিল্প
গ. জনস্বার্থ সম্পৃক্ত প্রতিষ্ঠান
ঘ. লাভজনক বিনিয়োগ ক্ষেত্র
৩০. অঝঊঅঘ-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ৭ খ. ১০ গ. ২৩ ঘ. ২৭
৩১. কোনটি না পেলে প্রাইভেট লি. কোম্পানি ব্যবসায় কার্যক্রম শুরু করতে পারে না?
ক. নিবন্ধনপত্র
খ. কার্যারম্ভের অনুমতিপত্র
গ. প্রত্যয়নপত্র
ঘ. বিবরণপত্র
৩২. কোম্পানি সংগঠনের মূল দলিল কোনটি?
ক. বিবরণপত্র খ. স্মারকলিপি
গ. নিবন্ধনপত্র ঘ. পরিমেল নিয়মাবলি
৩৩. সমবায় সমিতির সুবিধা হলো
I. স্বল্পমূল্যে পণ্যসামগ্রী উৎপাদন ও বণ্টন
II. আর্থিক বৈষম্য হ্রাস
III. ব্যয় সংকোচন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ.I, II ও III
৩৪. প্রাইভেট লিমিটেড কোম্পনিতে ন্যূনতম কতজন পরিচালক থাকতে হয়?
ক. ২ খ. ৩ গ. ৬ ঘ. ৭
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
সম্প্রতি এমবিএ পাস করে নাহিদ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সহায়তাকারী প্রতিষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রী প্রস্তুতের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামে প্লাস্টিক সামগ্রী প্রস্তুতের কারখানা গড়ে তোলেন।
৩৫. উদ্দীপকে নাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সহায়তা গ্রহণ করেছেন?
ক. বিডিবিএল
খ. বিসিক
গ. ইপসিক.
ঘ. বাণিজ্যিক ব্যাংক
৩৬. উদ্দীপকে প্রতিষ্ঠানটি নাহিদকে কোন ধরনের সহায়তা প্রদান করেছে?
ক. উদ্দীপনামূলক.
খ. সংরক্ষণমূলক
গ. সমর্থনমূলক.
ঘ. অর্থসংস্থানমূলক
৩৭. অংশীদারি চুক্তি লিখিত হওয়া বাঞ্ছনীয় কারণ
I. একটি স্থায়ী দলিল হিসেবে ব্যবহৃত হয়
II. এর আইনগত মর্যাদা রয়েছে
III. পরিচালনায় সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মাহি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। বাজারে সুনাম থাকায় তিনি শেয়ার বিক্রির মাধ্যমে অধিক মূলধনী ব্যবসায় করার উদ্যোগ গ্রহণ করেন এবং শেয়ার বিক্রয় করেন।
৩৮. উদ্দীপকে জনাব মাহির ব্যবসায়টি প্রথমে কী ছিল?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী কোম্পানি
ঘ. সমবায় সমিতি
৩৯. পরবর্তীতে অধিক মূলধনী ব্যবসায়টি কী ছিল?
ক. অংশীদারি ব্যবসায়
খ. সমবায় ব্যবসায়
গ. যৌথ মূলধনী ব্যবসায়
ঘ. কারবারি জোট
৪০. দায়িত্বের দিক থেকে কোন ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
ক. পাবলিক লি.
খ. একমালিকানা
গ. সমবায়
ঘ. প্রাইভেট লি.
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।