এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় MCQ
এইচএসসি ●গার্হস্থ্য বিজ্ঞান(১মপত্র)●অধ্যায়ভিত্তিক সাজেশন ওবহুনির্বাচনী প্রশ্নোত্তর
১ম অধ্যায় : গৃহ ব্যবস্থাপনা
১. ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মধ্যেই সম্ভব- এটি কার উক্তি?
ক. রাইগ●স্কেলেটারগ. গ্রেগঘ. নিকেল
২. নিকেল ও ডরসি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের কোন দিক বলে অভিহিত করেন?
ক. মানসিক ●প্রশাসনিক
গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক
৩. মানুষ যখন মূল্যবোধ সচেতন হয় তখন তা কিসের রূপ নেয়?
ক. প্রেষণায় ●লক্ষ্যে
গ. ব্যবস্থাপনায় ঘ. সিদ্ধান্তে
৪. গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহ্নিত করা হয় কোনটিকে?
ক. ব্যবস্থাপক ●নির্দেশক
গ. তত্ত্বাবধায়ক ঘ. সংগঠক
৫. ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কোনটি রয়েছে?
●নির্দেশক খ. ব্যবস্থাপক
গ. বত্ত্বাবধায়ক ঘ. সংগঠক
৬. প্রার্থনীয় বিষয় সম্বন্ধে ব্যক্তি বা দলের বহির্মুখ বা অন্তর্মুখ ধারণাকে কী বলে?
●মূল্যবোধখ. লক্ষ্যগ. প্রেষণাঘ. সংগঠক
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্ন ৬-১০ | PDF
৭. পরিবর্তিত মূল্যবোধ কোনটি?
●নতুন অভিজ্ঞতা খ. বৃত্তি লাভ
গ. ভালোবাসা ঘ. স্বাস্থ্য
৮. লক্ষ্য নির্ধারণের মানদ- কোনটি?
●মূল্যবোধখ. মানগ. প্রেষণাঘ. জ্ঞান
৯. মধ্যবর্তী লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে কোন লক্ষ্য?
●দীর্ঘমেয়াদি খ. জটিল
গ. তাৎক্ষণিক ঘ. স্বল্পমেয়াদি
১০. মানুষের সচেতন বা অবচেতন মনে অবস্থান করে কোনটি?
●লক্ষ্যখ. মূল্যবোধগ. মানঘ. প্রেষণা
১১. লক্ষ্য অর্জনের জন্য যা মূল্যবান বলে বিবেচিত হয় সেটিকে কী বলে?
ক. লক্ষ্য●মানগ. মূল্যবোধঘ. প্রেষণা
১২. যেকোনো কাজের কারণ বা ব্যক্তিগত আচরণে প্রভাব সৃষ্টি করাকে কী বলে?
ক. লক্ষ্যখ. মূল্যবোধগ. মান●প্রেষণা
১৩. মানুষকে স্বাধীনভাবে চলা ও পছন্দ করার সুযোগ দান করে কোন মান?
ক. প্রচলিত ●নমনীয়
গ. অভ্যন্তরীণ ঘ. জীবনযাত্রার
১৪. কোনটি ব্যক্তির নিজস্বতা ও সমাজের দাবি থেকে সৃষ্ট?
ক. লক্ষ্য●মানগ. মূল্যবোধঘ. প্রেষণা
১৫. কোন মানকে ব্যক্তিগত মান বলা হয়?
ক. পরিমাণগত ●গুণগত
গ. প্রচলিত ঘ. বাস্তবধর্মী
১৬. গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক পদ্ধতি যার মাধ্যমে পরিবার মানবীয় ও বৈষয়িক সম্পদ-
র. পরিকল্পনা করে
রর. নিয়ন্ত্রণ করে
ররর. মূল্যায়ন করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
১৭. গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো-
র. ভোক্তার দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া
রর. জীবনযাত্রার মান উন্নয়ন করা
ররর. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ২ | সৃজনশীল প্রশ্ন ১-৫ | PDF
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ●র,রর ও ররর
১৮. মূল্যবোধ জীবন পথে চলার নির্দেশ দেয়-
র. পরিস্থিতির গুরুত্ব বিচার করে
রর. বুদ্ধির গুরুত্ব বিচার করে
ররর. কর্মপদ্ধতি বিচার করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর ●র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৯. মূল্যবোধ সংশোধিত হয়-
র. সামাজিক পরিবর্তনে
রর. কালের পরিপ্রেক্ষিতে
ররর. জ্ঞান দ্বারা
নিচের কোনটি সঠিক?
●র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২০. লক্ষ্য গড়ে ওঠে
র. ব্যক্তিগত জ্ঞান নিয়ে
রর. ব্যবস্থাপনা নিয়ে
ররর. কর্ম আচরণকে নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর ●র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২১. লক্ষ্যের পরিবর্তন ঘটে-
র. লক্ষ্য কষ্টসাধ্য হলে
রর. লক্ষ্য অযৌক্তিক হলে
ররর. মূল্যবোধের পরিবর্তন হলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
২২. প্রচলিত মান গড়ে ওঠে-
র. সামাজিকভাবে
রর. অর্থনৈতিকভাবে
ররর. ধর্মীয় রীতির আলোকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর ●র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় | অধ্যায় ১ | সৃজনশীল প্রশ্ন ৩০-৩৩ | PDF
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
লতিফা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য পড়তে গিয়ে জানতে পারে, আয়ের সাথে ব্যয়ের সংগতি সম্পর্কে। এটি দ্বারা লতিফা তার পরিবার ও দেশের অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
২৩. লতিফা অনুচ্ছেদে উল্লিখিত বিষয় হতে কোন বিষয়টি জানতে পেরেছে?
ক. আয় ব্যবস্থাপনা ●অর্থ ব্যবস্থাপনা
গ. সম্পদ ব্যবস্থাপনা ঘ. শক্তি মূল্যায়ন
২৪. আয়-ব্যয় ব্যতীত উক্ত বিষয়টির কার্যক্রম হলো-
র. সঞ্জয়রর. বিনিয়োগররর. ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র,রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
মিজান সাহেব তার সন্তানদের বলেন, ব্যক্তিজীবনে মূল্যবোধের যথেষ্ট গুরুত্ব রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে এটি সহায়তা করে। এর মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় ।
২৫. মিজান সাহেবের আলোচিত বিষয়টির বিকাশ শুরু হয় কখন?
●শিশুকালে খ. যৌবনকালে
গ. প্রৌঢ়কালে ঘ. বৃদ্ধকালে
২৬. উক্ত বিষয়ের ভিত্তি হলো-
র. পরিবাররর. ধর্মররর. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
শ্রাবণী ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। সে বিজ্ঞান বিভাগে পড়ছে। সে নিয়মিত স্কুলে যায়। শ্রেণির কাজ ঠিকমতো করে। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করছে।
২৭. প্রকৌশলী হওয়া শ্রাবণীর কোন ধরনের লক্ষ্য?
ক. তাৎক্ষণিক খ. মধ্যবর্তীকালীন
●দীর্ঘমেয়াদি ঘ. স্বল্পমেয়াদি
২৮. শ্রাবণীর তাৎক্ষণিক লক্ষ্যগুলো হলো-
র. নিয়মিত স্কুলে যাওয়া
রর. মনোযোগ দিয়ে লেখাপড়া
ররর. শ্রণির কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ●র, রর ও ররর
২৯. গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম কোন বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. মূল্যবোধখ. উদ্দেশ্য●লক্ষ্যঘ. মান
৩০. অতিশৈশবে মূল্যবোধের বিকাশ ঘটে-
●পরিবার থেকে
খ. সমাজে মেলামেশার ফলে
গ. আত্মীয়স্বজনের মাধ্যমে
ঘ. বিদ্যালয় থেকে
৩১. ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে কোনটি?
ক. মানখ. লক্ষ্যগ. মূল্যবোধ●প্রেষণা
৩২. গৃহ ব্যবস্থাপনাকে একটি মানসিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন কে?
ক. নিকেল●গ্রসগ. রাইসঘ. ক্র্যান্ডাল
৩৩. মানুষের আত্মিক সম্পদ কোনটি?
ক. প্রেষণাখ. লক্ষ্য●মূল্যবোধঘ. মান
৩৪. বিশুদ্ধ পানি পান করা কোন ধরনের মূল্যবোধ?
●তথ্যভিত্তিক মূল্যবোধ
খ. রীতিভিত্তিক মূল্যবোধ
গ. লক্ষ্যভিত্তিক মূল্যবোধ
ঘ. শখভিত্তিক মূল্যবোধ
৩৫. শাড়ি পরিধান করা কোন ধরনের মূল্যবোধ?
●রীতিভিত্তিক খ. তথ্যভিত্তিক
গ. ধর্মভিত্তিক ঘ. লক্ষ্যভিত্তিক
৩৬. গৃহ ব্যবস্থাপনা হচ্ছে-
●কর্মপদ্ধতির সমষ্টি
খ. সন্তান পালন পদ্ধতি
গ. পরিবার গঠনের উপায়
ঘ. পথ চলার দলিল
৩৭. গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে প্রযোজ্য-
র. সম্পদের সুষ্ঠু ব্যবহার
রর. গৃহনির্মাণে সচেতনতা
ররর. আসবাবপত্র সম্পর্কে ধারণা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
৩৮. লক্ষ্য অর্জনের জন্য অধিক গুরুত্বপূর্ণ কোনটি?
ক. রুচিখ. শক্তি●সময়ঘ. দক্ষতা
৩৯. প্রচলিত মান যেটির ভিত্তিতে গঠিত হয়-
র. সামাজিক বিধিনিষেধ
রর. নিয়মকানুন
ররর. বর্তমান পরিস্থিতি
নিচের কোনটি সঠিক?
●র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪০. মূল্যবোধকে বলা হয় মানুষের-
ক. চূড়ান্ত লক্ষ্য ●ইচ্ছার মানদ-
গ. গতিশীল প্রক্রিয়া ঘ. প্রেরণা
৪১. লক্ষ্যের ভিত্তি কী?
ক. মানখ. প্রেষণাগ. কর্মপদ্ধতি●মূল্যবোধ
৪২. ব্যক্তিগত মান কোনটি?
ক. পরিকল্পনা খ. অভ্যাস
●গুণ ঘ. সিদ্ধান্ত
৪৩. মানুষকে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে কোনটি?
ক. মূল্যবোধ●প্রেষণাগ. মানঘ. অভ্যাস
৪৪. কোন লক্ষ্যটি সহজেই অর্জিত হয়?
ক. চূড়ান্ত ●নিকটবর্তী
গ. মধ্যবর্তী ঘ. প্রচলিত
৪৫. মান থেকে কোনটি নির্ধারণ করা যায়?
ক. পরিকল্পনা ●লক্ষ্য
গ. সিদ্ধান্ত ঘ. বাস্তবায়ন
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
মিতুর মা শিক্ষক। মা মিতুর মানসিক বিকাশের দিকে বেশ লক্ষ রাখেন। মিতু মায়ের কথার গুরুত্ব দেয়। মা চেষ্টা করেন মিতু ভালো মানুষ হয়ে গড়ে উঠুক। মা বলেন, ভালো মানুষই হচ্ছে সব অর্জনের ভিত্তি।
৪৬. মা মিতুর কোন বিষয়টি গুরুত্ব দিচ্ছেন?
●মূল্যবোধ গঠন খ. লক্ষ্য নির্ধারণ
গ. প্রেষণা সৃষ্টি ঘ. উদ্দেশ্য সাধন
৪৭. ভালো মানুষ হলে মিতুর কী অর্জন করা সহজ হবে?
●লক্ষ্যখ. স্বাস্থ্য গ. চাহিদাঘ. অভিজ্ঞতা
৪৮. কোন মান সহজে পরিবর্তিত হয় না?
ক. গুণগত খ. নমনীয়
গ. পরিমাণগত ●প্রচলিত
৪৯. শিফা দশম শ্রেণির ছাত্রী। সে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়। এক্ষেত্রে শিফার করণীয় হলো-
র. নিয়মিত পড়াশুনা করা
রর. নিয়মিত স্কুলে যাওয়া
ররর. পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করা
নিচের কোনটি সঠিক?
ক.র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
৫০. শিফার লক্ষ্যকে কী বলা হয়?
ক. তাৎক্ষণিক খ. মধ্যবর্তী
●দীর্ঘমেয়াদি ঘ. স্বল্পমেয়াদি
৫১. ব্যক্তির স্বকীয়তা প্রকাশের মাধ্যম কোনটি?
ক. মান খ. রীতিনীতি
●মূল্যবোধ ঘ. শিক্ষা
৫২. মান কোনটি থেকে নির্ধারণ করা যায়?
ক. পরিকল্পনা ●লক্ষ্য
গ. সিদ্ধান্ত ঘ. বাস্তবায়ন
৫৩. মানুষের চাহিদা ও অভিজ্ঞতার সাথে সাথে কিসের পরিবর্তন হয়?
ক. আচরণের খ. পরিকল্পনার
গ. সিদ্ধান্তের ●মূল্যবোধের
৫৪. কোনটি মানুষকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে?
ক. সিদ্ধান্ত ●মূল্যবোধ
গ. আচরণ ঘ. পর্যবেক্ষণ
৫৫. গৃহ ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া?
ক. সামাজিক খ. পারিবারিক
গ. রাজনৈতিক ●মানসিক
৫৬. পরিবার, সমাজ, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি থেকে কিসের উৎপত্তি হয়?
●মূল্যবোধের খ. মানের
গ. লক্ষ্যের ঘ. প্রেষণার
৫৭. গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয় কীভাবে?
ক. উদ্দেশ্যকে কেন্দ্র করে
খ. পরিকল্পনাকে কেন্দ্র করে
গ. মূল্যবোধকে কেন্দ্র করে
●লক্ষ্যকে কেন্দ্র করে
৫৮. কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য?
ক. অপরিবর্তনীয় খ. সার্বজনীন
গ. সীমাবদ্ধ ●আপেক্ষিক
৫৯. মূল্যবোধের ভিত্তিতে মানকে কত ভাগে ভাগ করা যায়?
●দুইখ. তিনগ. চারঘ. পাঁচ
৬০. ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে কোনটি?
ক. মূল্যবোধ খ. লক্ষ্য
গ. মান ●প্রেষণা
৬১. মূল্যবোধ প্রভাবিত করে কোনটিকে?
ক. প্রথাখ. বিষয়গ. ঘটনা●আচরণ
৬২. মানুষের ন্যূনতম চাহিদা পূরণ হয় কোনটিকে কেন্দ্র করে?
ক. খাদ্যখ. বস্ত্র●গৃহঘ. শিক্ষা
৬৩. চাহিদার পরিতৃপ্তি কোনটি?
ক. মানখ. মূল্যবোধ●লক্ষ্যঘ. পরিকল্পনা
৬৪. লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান তাকে কী বলে?
ক. মূল্যবোধ●মানগ. প্রেরণা ঘ. ব্যবস্থাপনা
৬৫. পারিবারিক লক্ষ্য অর্জনের ধারাবাহিক কর্মপদ্ধতি কোনটি?
●পরিকল্পনা খ. সময় ব্যবস্থাপনা
গ. গৃহব্যবস্থাপনা ঘ. শক্তি ব্যবস্থাপনা
৬৬. কোনটি প্রেষণা উদ্রেককারী ধারণা?
ক. মূল্যায়ন ●মূল্যবোধ
গ. সংগঠন ঘ. নিয়ন্ত্রণ
৬৭. কে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছেন?
ক. ডরসী●রাইসগ. নিকেলঘ. গ্রস
৬৮. কাজের প্রেরণা সৃষ্টি করে কোনটি?
ক. উদ্দেশ্য●লক্ষ্যগ. সিদ্ধান্তঘ. পরিকল্পনা
৬৯. গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম কোন বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. মূল্যবোধখ. উদ্দেশ্য●লক্ষ্যঘ. মান
৭০. গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী বিষয়গুলো হচ্ছে-
র. মূল্যবোধরর. লক্ষ্যররর. মান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
৭১. মানের তারতম্য ঘটে-
র. নিম্ন মধ্যবিত্ত পরিবারে
রর. মধ্যবিত্ত পরিবারে
ররর. ধনী পরিবারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
৭২. গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো-
র. ভোক্তার অধিকারের প্রতি সচেতন হওয়া
রর. জীবনযাত্রার মান উন্নয়ন করা
ররর. পেশাগত ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
৭৩. মূল্যবোধ বিকশিত হয়-
র. অভিজ্ঞতার মাধ্যমে
রর. গণমাধ্যমের মাধ্যমে
ররর. সংস্কৃতির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
৭৪. মূল্যবোধ বিকাশের ভিত্তি হলো-
র. পরিবাররর. দলররর. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাও :
সিতারা ও রূপালি দুই বোন পাশাপাশি ফ্ল্যাটে থাকে। সিতারা তার মেয়েকে প্রকৌশলী বানাতে চান। তাই লেখাপড়াকে গুরুত্ব দেন। রূপালি মনে করেন, মেয়েদের বেশি পড়িয়ে লাভ নেই। উপযুক্ত পাত্র পেলে বিয়ে দেওয়াই ভালো।
৭৫. উদ্দীপকে কোন ধরনের মানের উল্লেখ আছে?
ক. গুণগত খ. প্রচলিত
●নমনীয় ঘ. পরিমাণগত
৭৬. উদ্দীপকে দুই বোনের পার্থক্য-
র. লক্ষ্য নির্ধারণে
রর. মান নির্ণয়ে
ররর. মূল্যবোধে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ●র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও :
রাজিব ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এজন্য রাজিব বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করে। ডাক্তার হবার বাসনা নিয়ে রাজিব দৈনিক আট ঘণ্টা পড়ালেখা ছাড়াও সাধারণ জ্ঞানের বই পড়ে।
৭৭. রাজিবের ডাক্তার হবার আকাঙ্ক্ষাকে কী বলে?
ক. মান খ. মূল্যবোধ
গ. মনোভাব ●লক্ষ্য
৭৮. রাজিবের আট ঘণ্টা পড়ালেখা এবং সাধারণ জ্ঞানের বই পড়া কোন ধরনের লক্ষ্য?
ক. দীর্ঘমেয়াদি খ. মধ্যবর্তীকালীন
●দীর্ঘমেয়াদি ঘ. চূড়ান্ত
৭৯. আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?
●গৃহখ. বাজারগ. স্কুলঘ. কৃষিকাজ
৮০. পরিবারে আমরা কীভাবে বসবাস করি?
ক. একাকী ●দলগতভাবে
গ. সহপাঠীদের সাথে ঘ. শিক্ষকদের সাথে
৮১. কীভাবে গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম সংঘটিত হয়?
●গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে
খ. অর্থনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে
গ. সামাজিকভাবে
ঘ. রাজনৈতিকভাবে
৮২. “পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুগত সম্পদসমূহ ব্যবহারের পরিকল্পনা, নির্দেশনা, পর্যালোচনা, সমন্বয় সাধন ও মূল্যায়নকে গৃহ ব্যবস্থাপনা বলে।”- কে বলেছেন?
ক. স্কেলেটার ●নিকেল
গ. জ্যা মুইর ঘ. রাইস
৮৩. সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে প্রথমেই কী প্রয়োজন?
ক. টাকা-পয়সা খ. ইচ্ছা
গ. আকাঙ্ক্ষা ●পরিকল্পনা
৮৪. পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হচ্ছে-
●ব্যবস্থাপনা খ. পরিকল্পনা
গ. নির্দেশনা ঘ. নিয়ন্ত্রণ
৮৫. পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে আসে-
ক. নির্দেশনা খ. ব্যবস্থাপনা
●সিদ্ধান্ত ঘ. সমন্বয়
৮৬. কে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক রীতিবদ্ধতার আঙ্গিকে বিশ্লেষণ করেছেন?
ক. নিকেল ●রাইস
গ. জ্যা মুইর ডরসি ঘ. ক্রান্ডেল
৮৭. কোনো পরিবার যেকোনো চাহিদা মেটাতে সম্পদকে কী হিসেবে ব্যবহার করে?
●উপকরণ হিসেবে খ. পরিকল্পনা হিসেবে
গ. নিয়ন্ত্রণ হিসেবে ঘ. মূল্যায়ন হিসেবে
৮৮. কে গৃহ ব্যবস্থাপনাকে একটি মানসিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন?
ক. নিকেলখ. ডরসি●গ্রসঘ. ক্যান্ডেল
৮৯. গৃহ ব্যবস্থাপনার সাথে ব্যবস্থাপনার কয়টি বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়?
ক. দুটি●তিনটিগ. চারটিঘ. পাঁচটি
৯০. “গৃহ ব্যবস্থাপনার আচরণধর্মী ও মানব প্রকৃতির ভিত্তি।”- কে বলেছেন?
●স্কেলেটার খ. পলেনা নিকেল
গ. রাইস ঘ. জ্যা মুইর ডরসি
৯১. কে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক রীতিবদ্ধতার আঙ্গিকে বিশ্লেষণ করেছেন?
●রাইস খ. পলেনা নিকেল
গ. ক্যান্ডেল ঘ. মুইর ডরসি
৯২. কোনটির বাস্তবায়ন মানসিক ক্রিয়াকলাপ দ্বারা সম্ভব নয়?
ক. সমন্বয়●সিদ্ধান্তগ. পরিকল্পনাঘ. সংগঠন
৯৩. গৃহের বাইরের সমাজে ও পরিবেশে গৃহ ব্যবস্থাপনার কর্মক্ষেত্র-
ক. সুসংহত●বিস্তৃতগ. নিয়ন্ত্রিতঘ. স্থির
৯৪. কীভাবে গৃহ ও গৃহের বাইরে একটি সুষ্ঠু বাস উপযোগী পরিবেশ গড়ে তোলা যায়?
●পরিবেশের ভারসাম্য রক্ষা করে
খ. সিদ্ধান্ত গ্রহণ করে
গ. সমস্যার সমাধান করে
ঘ. পারদর্শিতা অর্জন করে
৯৫. পরিবার কীভাবে তার নিজস্ব চাহিদা পূরণ করে?
ক. সংগঠন প্রতিষ্ঠা করে
খ. পরিকল্পনা প্রণয়ন করে
●সম্পদ ব্যবহার করে
ঘ. কর্মপদ্ধতি নির্ধারণ করে
৯৬. একটি জীবনব্যাপী কর্মকেন্দ্রিক বিষয় হচ্ছে-
ক. কর্মপদ্ধতি ●গৃহ ব্যবস্থাপনা
গ. পরিকল্পনা প্রণয়ন ঘ. সংগঠন
৯৭. বর্তমান যুগে পরিবার কী হিসেবে বিবেচিত হয়?
●অর্থনৈতিক একক খ. সামাজিক একক
গ. বস্তুগত একক ঘ. শক্তির একক
৯৮. ব্যক্তিকে লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে কোনটি?
●প্রেষণাখ. সমন্বয়গ. নির্দেশনাঘ. সংগঠন
৯৯. জীবনের আদর্শ নীতির সংগঠক হলো-
ক. আচরণ ●মূল্যবোধ
গ. সিদ্ধান্ত ঘ.পর্যবেক্ষণ
১০০. মূল্যবোধ কোনটিকে প্রভাবিত করে?
ক. সিদ্ধান্তকে খ. পরিকল্পনাকে
●আচরণকে ঘ. মূল্যায়নকে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।