ইতিহাসতত্ত্ব ও গবেষণা পদ্ধতি প্রশ্নোত্তর সম্পর্কে বলার আগে তোমাদেরকে জানাতে চাই, জাগোরিকে প্রকাশিত সকল বই সমূহের সাজেশনটি তোমরা ইতোমধ্যেই পেয়েছো। আজ আমরা তোমাদের জন্য উত্তরসহ ইতিহাসতত্ত্ব ও গবেষণা পদ্ধতি বইয়ের শর্ট সাজেশন প্রকাশ করবো। এ সাজেশনটি তোমাদের আসন্ন পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।
এ সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে। এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের পরীক্ষা এবং বিভিন্ন কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। তাই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই পাঠ্য।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইতিহাস
বিষয়: ইতিহাসতত্ত্ব ও গবেষণা পদ্ধতি
বিষয় কোড: ৩১১৫০১
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘Resgestea’ শব্দের অর্থ কী?.
উত্তর : ‘Resgestea’ শব্দের অর্থ- মানুষের অতীত কর্মকা-।
২. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক ইতিহাসের জনক- থুসিডিডিস।
৩. কোয়াসি ইতিহাস কত প্রকার ও কি কি?
উত্তর : কোয়াসি ইতিহাস দুই প্রকার। যথা : দিব্যতান্ত্রিক ও অতিকথন।
৪. কার্বন-১৪ কী?
উত্তর : প্রতœতাত্তিক বস্তর বয়স বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ণয় করার পদ্ধতি।
৫. ‘The History of Roman from The Foundation of The City’ গ্রন্থটি কার?
উত্তর : ‘The History of Roman from The Foundation of The City’ গ্রন্থটি- লিভি’র (খরাু)।
৬. ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা- সেন্ট অগাস্টিন।
৭. অধ্যাপক সালাহ্উদ্দীনকে কবে জাতীয় অধ্যাপকে ভূষিত করা হয়?
উত্তর : অধ্যাপক সালাহ্উদ্দীনকে ২০১১ সালে জাতীয় অধ্যাপকে ভূষিত করা হয় ।
৮. ‘নিম্নবর্গ’ এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ‘নিম্নবর্গ’ এর ইংরেজি প্রতিশব্দ Subaltern.
৯. ‘গবেষণা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘গবেষণা’ শব্দের অর্থ- সত্য ও জ্ঞানের অনুসন্ধান।
১০. ‘Foodnotes’ কী?
উত্তর : সূত্র ব্যবহারের প্রচলিত একটি ব্যাখ্যামূলক পদ্ধতি।
১১. বাংলাদেশ জাতীয় আর্কাইভস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : বাংলাদেশ জাতীয় আর্কাইভস ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় ।
১২. এপেনডিকস কী?
উত্তর : এপেনডিকস- পরিশিষ্ট।
১৩. What is History গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : What is History গ্রন্থটির রচয়িতা- E. H. CARR.
১৪. আধুনিক ইতিহাসতত্ত্বের জনক কে?
উত্তর : আধুনিক ইতিহাসতত্ত্বের জনক- লিওপোল্ড ভন র্যাংকে।
১৫. থুসিডিডিস কে ছিলেন?
উত্তর : থুসিডিডিস- বৈজ্ঞানিক ইতিহাসের জনক।
মাস্টার্স ইতিহাসতত্ত্ব ও গবেষণা পদ্ধতি প্রশ্নোত্তর এবং সাজেশন।
১৬. লিভি লিখিত গ্রন্থটির নাম কি?
উত্তর : লিভি লিখিত গ্রন্থটির নাম- The History Of Rome from the Foundation of the City.
১৭. Communist Manifesto কী?
উত্তর : Communist Manifesto – কার্ল মার্কস লিখিত গ্রন্থ।
১৮. বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার প্রথম ধাপ কোনটি?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার প্রথম ধাপ- প্রশ্ন উত্থাপন করা।
১৯. কলহনের লিখা গ্রন্থটির নাম কি?
উত্তর : কলহনের লিখা গ্রন্থটির নাম- রাজতরঙ্গিনী।
২০. আর, সি , মজুমদার কোথায় শিক্ষকতা করতেন?
উত্তর : আর, সি, মজুমদার ঢাকা বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ।
২১. আল-মুকাদ্দিমা কার লিখা?
উত্তর : আল-মুকাদ্দিমা- ইবনে খালদুনের লিখা।
২২. রেফারেন্স কি?
উত্তর : রেফারেন্স- প্রসঙ্গ।
২৩. হোমার কে ছিলেন?
উত্তর : হোমার- গ্রিক কবি ছিলেন।
২৪. Histor শব্দের অর্থ কি?
উত্তর : Histor শব্দের অর্থ- প্রতিনিধি।
২৫. ‘A History of the world civilization’ -গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘A History of the world civilization’ গ্রন্থটি- জে. ই. সোয়াইন।
২৬. সংশ্লেষণ ইতিহাস চর্চায় কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়?
উত্তর : সংশ্লেষণ ইতিহাস চর্চায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস- লিখন প্রক্রিয়ার শেষ পদক্ষেপ।
২৭. Myth- এর বাংলা অর্থ কি?
উত্তর : Myth- এর বাংলা অর্থ- অতিকথন।
২৮. জড়বাদী ইতিহাস-দর্শনের প্রবর্তন করেন কে?
উত্তর : জড়বাদী ইতিহাস-দর্শনের প্রবর্তন করেন- কার্ল মার্কস।
২৯. ইবনে খালদুন এর পুরো নাম কি?
উত্তর : ইবনে খালদুন এর পুরো নাম- আবু জাইদ আব্দুর রহমান ইবনে খালদুন।
৩০. ইলামিত্র’ নামটি কোন আন্দোলনের সাথে জড়িত?
উত্তর : ইলামিত্র’ নামটি- তেভাগা আন্দোলনের সাথে জড়িত।
৩১. অধ্যায়ের শিরোনামগুলো কিভাবে লিখতে হয়?
উত্তর : অধ্যায়ের শিরোনামগুলো- বড় হাতের অক্ষরে লিখতে হয়।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন- ইতিহাসতত্ত্ব ও গবেষণা পদ্ধতি প্রশ্নোত্তর
১. ইতিহাসের বিষয়বস্তু ব্যাখ্যা কর।
২. অতিকথন কী? ব্যাখ্যা কর।
৩. “ইতিবৃত্ত” গ্রন্থের ব্যাখ্যা কর।
৪. নিম্ন বর্গের ইতিহাস বলতে কি বুঝ?
৫. কার্ল মার্কসের বস্তবাদতত্ত্ব বিশ্লেষণ কর।
৬. হেগেলের ইতিহাস দর্শন সংক্ষেপে লিখ।
৭. ঐতিহাসিক গবেষণা পদ্দতির বিভিন্ন পর্যায় সংক্ষেপে লিখ।
৮. অভিসন্দর্ভ লিখার ৫টি নিয়ম লিখ।
৯. ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা কর।
১০. হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন?
১১. কার্ল মার্কসের সমাজতন্ত্র ব্যাখ্যা কর।
১২. পাদটীকা ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত?
১৩. ইতিহাস তত্ত্বের সংজ্ঞা দেও।
১৪. কীভাবে সাধারণ তথ্য ঐতিহাসিক তথ্যে পরিণত হয়? ব্যাখ্যা কর।
১৫. লিভি কে ছিলেন?
১৬.থুসিডিডিসের ইতিহাসের দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
১৭. রাজতরঙ্গিনী বিষয়বস্তু কী ছিল?
১৮. ইবনে খালদুনের ইতিহাসতত্ত্ব ব্যাখ্যা কর।
১৯. নোট নেওয়ার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি গ্রহণ করা যেতে পারে?
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন – ইতিহাসতত্ত্ব ও গবেষণা পদ্ধতি প্রশ্নোত্তর
১. ইতিহাসতত্ত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
২. ঐতিহাসিক হিসেবে থুসিডিডিসের মূল্যায়ন কর।
৩. লিভির রচিত ‘রোমের ইতিহাস’ গ্রন্থটির ঐতিহাসিক মূল্য বিচার কর।
৪. ইবনে খালদুনের ইতিহাস সম্পর্কিত দৃষ্টিভঙ্গির বর্ণনা দাও।
৫. মধ্যযুগে বাংলার ইতিহাস আব্দুল করিমের কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. ইতিহাস গবেষণায় লাইব্রেরি ও আর্কাইভসের গুরুত্ব নিরূপণ কর।
৭. গবেষণা বলতে কী বুঝ? টার্মপেপার লিখনে কোন কোন বিষয়ে সতর্কতা সমূহ লিখ।
৮. পাদটীকা ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
৯. রেনেসাঁ ইতিহাস চর্চার বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।
১০. এডওয়ার্ড গিবনের ইতিহাস চর্চার বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।
১১. একটি টার্মপেপার তৈরির রূপরেখা বর্ণনা কর।
১২. ইতিহাস গবেষণার ক্ষেত্রে নোট কীভাবে করতে হয়?
১৩. ইতিহাস তত্ত্বের সংজ্ঞা কেন জানা জরুরী আলোচনা কর।
১৪. “কোয়াসি হিস্ট্রি” বলতে কি বুঝ ও কত প্রকার বিস্তারিত আলোচনা কর।
১৫. সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন সম্পর্কে লিখ।
১৬. রেনেসাঁ সময়ের ইতিহাসতত্ত্বের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৭. চূড়ান্ত খসড়ার সম্পাদনা বলতে কি বুঝ? চূড়ান্ত টাইপ করা কপির মুদ্রণ সংশোধন সম্পর্কে আলোচনা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।