ইউরোপ ও আমেরিকার ইতিহাস সাজেশন সম্পর্কে বলার আগে তোমাদেরকে জানাতে চাই, জাগোরিকে প্রকাশিত সকল বই সমূহের সাজেশনটি তোমরা ইতোমধ্যেই পেয়েছো।
আজ আমরা তোমাদের জন্য উত্তরসহ ইউরোপ ও আমেরিকার ইতিহাস বইয়ের শর্ট সাজেশন প্রকাশ করবো। এ সাজেশনটি তোমাদের আসন্ন পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।
এ সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে তোমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে। এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের পরীক্ষা এবং বিভিন্ন কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। তাই প্রশ্নগুলো তোমাদের জন্য অবশ্যই পাঠ্য।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইতিহাস
বিষয়: ইউরোপ ও আমেরিকার ইতিহাস (১৯১৯ সাল থেকে)
বিষয় কোড: ৩১১৫০৩
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. “চৌদ্দ দফা” কে ঘোষণা করেন?
উত্তর : “চৌদ্দ দফা” ঘোষণা করেন- আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন।
২. ইতিহাসে ‘Big Four’ নামে কারা পরিচিত?
উত্তর : ইতিহাসে ‘Big Four’ নামে পরিচিত- ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লিমেন্সেু, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েজ জর্জ, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং ইতালির প্রধানমন্ত্রী অরর্লান্ডো।
৩. ডয়েস পরিকল্পনা কত সালে হয়?
উত্তর : ডয়েস পরিকল্পনা সালে হয়- ১৯২৪ সালে।
৪. নিউ ডিল কর্মসূচি কে ঘোষণা করেন?
উত্তর : নিউ ডিল কর্মসূচি ঘোষণা করেন- আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
৫. র্যাপালো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : র্যাপালো চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯২২ সালে।
৬. ফ্যাসিবাদ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ফ্যাসিবাদ শব্দটি ল্যাটিন ঋধংপবং শব্দ থেকে এসেছে।
৭. ‘Mein Kampf’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Mein Kampf’ গ্রন্থটির রচয়িতা- এডলফ হিটলার।
৮. রোম-বার্লিন অক্ষ চুক্তি কত সালে হয়?
উত্তর : রোম-বার্লিন অক্ষ চুক্তি হয়- ১৯৩৬ সালে।
৯. জাতিসংঘের স্থায়ী সদস্যগুলোর নাম লিখ।
উত্তর : জাতিসংঘের স্থায়ী সদস্যগুলোর নাম- আমেরিকা, ইংল্যান্ড, চীন, ফ্রান্স ও রাশিয়া।
১০. Cold War শব্দটি প্রথম কে ব্যবহার করে?
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
উত্তর : ঈড়ষফ ডধৎ শব্দটি প্রথম ব্যবহার করে- Bernad Baruch.
১১. ভার্সাই কোথায় অবস্থিত?
উত্তর : ভার্সাই অবস্থিত- ফ্রান্সের রাজধানী প্যারিসে।
১২. লীগ অব নেশনস কখন গঠিত হয়েছিল?
উত্তর : ১৯১৯ সালের ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৩. মহামন্দা কখন সংঘটিত হয়?
উত্তর : মহামন্দা সংঘটিত হয়- ১৯২৯-৩০ সালে।
১৪. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
উত্তর : বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
ইউরোপ ও আমেরিকার ইতিহাস সাজেশন
১৫. ‘নিরাপত্তা অন্বেষণ’ বিষয়টি কোন দেশের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : ‘নিরাপত্তা অন্বেষণ’ বিষয়টি ফ্রান্সের সঙ্গে সম্পর্কিত।
১৬. নেভিল চেম্বারলেন কে ছিলেন?
উত্তর : নেভিল চেম্বারলেন ছিলেন- ব্রিটিশ প্রধানমন্ত্রী ।
১৭. জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন?
উত্তর : জেনারেল ফ্রাঙ্কো ছিলেন- মরক্কোয় স্পেনীয় সেনাবাহিনীর অধিনায়ক।
১৮. হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?
উত্তর : হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম- Mein Kampf.
১৯. ‘তোষণনীতির’ অর্থ কী?
উত্তর : ‘তোষণনীতির’ অর্থ- শান্ত করা বা প্রশমিত করা।
২০. জাপান কত সালে আমেরিকার ‘পার্ল হারবার’ নৈাঘাঁটি আক্রমণ করে?
উত্তর : ১৯৪১ সালের ৭ ডিমেম্বর জাপান আমেরিকার ‘পার্ল হারবার’ নৈাঘাঁটি আক্রমণ করে ।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
২১. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
উত্তর : জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে হ্যাভডেন লি।
২২. স্নায়ুযুদ্ধ কত সালে শুরু হয়েছিল?
উত্তর : স্নায়ুযুদ্ধ শুরু হয়েছিল দ্বিতীয় বিশ^যুদ্ধ পরবর্তী সময়ে।
২৩. হিটলার কখন জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন?
উত্তর : ১৯৩৩ সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন ।
২৪. আমেরিকার পারমাণবিক বোমা তৈরির প্রজেক্টের নাম কি?
উত্তর : আমেরিকার পারমাণবিক বোমা তৈরির প্রজেক্টের নাম- দি ম্যানহাটন প্রজেক্ট।
২৫. মুসোলিনী কে ছিলেন?
উত্তর : মুসোলিনী- ইতালির স্বৈরশাসক।
২৬. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. তুমি কি মনে করো ভার্সাই চুক্তির মধ্যে ২য় বিশ^যুদ্ধের বীজ নিহিত ছিল?
২. ফ্রান্সের নিরাপত্তা অন্বেষণের কারণ কি?
৩. জার্মানিতে কিভাবে নাৎসীবাদের উদ্ভব হয়?
৪. ফ্যাসিবাদ কি?
৫. হিটলারের পরিচয় দাও।
৬. NATO কেন গঠিত হয়?
৭. ইয়াল্টা সম্মেলনের কয়েকটি সিদ্ধান্ত লিখ।
৮. স্নায়ুযুদ্ধ বলতে কি বুঝ?
৯. ইয়ং পরিকল্পনা বলতে কি বুঝায়?
১০. NEP কি? ব্যাখ্যা দাও।
১১. ১৯২৯ সালের মহামন্দার কারণ কি ছিল?
১২. স্পেনের গৃহযুদ্ধকে কেন দ্বিতীয় বিশ^যুদ্ধের মহড়া বলা হয়?
১৩. পঞ্চম বাহিনী বা ফিফথ ডিভিশন কী?
১৪. মুসোলিনী কে ছিলেন?
১৫. উইমার প্রজাতন্ত্র কী?
১৬. বিগ ফোর এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৭. পটসড্যাম সম্মেলন এর সিদ্ধান্তসমূহ আলোচনা কর।
১৮. ভেটো কী?
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. প্রেসিডেন্ট উইলসনের চৌদ্দ দফার শর্তগুলো ব্যাখ্যা কর।
২. লীগ অব নেশন্সÑএর ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর।
৩. ক্ষতিপূরণ সমস্যা কী? এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল?
৪. র্যাপাালো চুক্তির পটভূমি ও তাৎপর্য আলোচনা কর।
৫. ১৯২৯-৩০ সালের মহামন্দার কারণ ও ফলাফল আলোচনা কর।
৬. যে পরিস্থিতিতে ১৯৩২ সালে নিরস্ত্রীকরণ সম্মেলন আহুত হয়েছিল তার প্রেক্ষাপট আলোচনা কর।
৭. বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ভূমিকা পর্যালোচনা কর।
৮. স্নায়ুযুদ্ধের উদ্ভবের কারণসমূহ আলোচনা কর। সমকালীন রাজনীতিতে এর প্রভাব কী ছিল?
৯. প্রেসিডেন্ট উইলসনের চৌদ্দ দফা ব্যাখ্যা কর। চৌদ্দ দফা ভার্সাই চুক্তির সাথে কতটুকু সংগতিপূর্ণ ছিল?
১০. হিটলারের বৈদেশিক নীতি পর্যালোচনা কর।
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১১. রোম-বার্লিন অক্ষ চুক্তির পটভূমি কি ছিল? এর তাৎপর্য আলোচনা কর।
১২. যে সকল পরিস্থিতিতে ১৯৩২ সালে নিরস্ত্রীকরণ সম্মেলন আহুত হয়েছিল তা বিশ্লেষণ কর। এই সম্মেলন ব্যর্থ হয়েছিল কেন?
১৩. ট্রুমান মতবাদ কী? মার্শাল পরিকল্পনার মাধ্যমে এ মতবাদ কীভাবে বাস্তবায়িত হয়েছিল?
১৪. নিউ ডিল সংস্কার কী? নিউ ডিল সংস্কার সম্পর্কে বিস্তারিত লিখ।
১৫. ২য় বিশ্ব যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে লিখ।
১৬. ইয়াল্টা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ আলোচনা কর।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।