আন্তর্জাতিক আইন বই এর সকল সাজেশন এই আর্টিকেলের মাধ্যমে আমরা উপস্থাপন করতেছি। এবং আমাদের ওয়েবসাইটের থেকে মাস্টার্স সকল পর্বের সকল বিভাগের সাজেশন নিয়ে সুন্দর পরীক্ষার প্রস্তুতি নিন।
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: ইতিহাস
বিষয়: আন্তর্জাতিক আইন
বিষয় কোড: ৩১১৫১৩
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. আন্তর্জাাতিক আইনের প্রধান উৎস কী?
উত্তর : প্রথা ও চুক্তি।
২. আন্তর্জাতিক আইনের জনক কাকে বলা হয়?
উত্তর : হুগো গ্রসিয়াসকে।
৩. স্বীকৃতি কোন ধরনের অধিকার?
উত্তর : রাজনৈতিক অধিকার।
৪. ফারাক্কা বাঁধ কোন নদীর উপর স্থাপিত?
উত্তর : গঙ্গা নদীর উপর।
৫. ‘Continental Shelt’ এর অর্থ কী?
উত্তর : মহীসোপন।
৬. চুক্তি কত প্রকার?
উত্তর : দুই প্রকার।
৭. বাংলাদেশকে ভারত কত সালে স্বীকৃতি দেয়?
উত্তর : ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।
৮. Extradition শব্দের অর্থ কি?
উত্তর : বহিঃসমর্পণ।
৯. যুক্তরাজ্য কয়টি রাষ্ট্র নিয়ে গঠিত?
উত্তর : তিনটি।
১০. রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর : ৪টি।
১১. ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত?
উত্তর : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা বাঁধ অবস্থিত।
১২. যুদ্ধ সংক্রান্ত দেনাকে কী বলে?
উত্তর : Odious debts.
আন্তর্জাতিক আইন বই এর সকল সাজেশন –
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১৩. উত্তরাধিকার আইন হতে “রাষ্ট্রীয় উত্তরাধিকার” ধরণাটি কে আন্তর্জাতিক আইনে চালু করেন?
উত্তর : অধ্যাপক ওপেনহেইম।
১৪. বিভক্তনীতির মাধ্যমে কোন কোন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে?
উত্তর : ভারত ও পাকিস্তান।
১৫. ভূখ- হারানোর প্রাচীন পন্থা কোনটি?
উত্তর : সামরিক বিজয়ের মাধ্যমে।
১৬. সমুদ্রের বিশাল এলাকাকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৬টি ভাগে ভাগ করা যায়।
১৭. Diploma- কি?
উত্তর : বহিঃসম্পর্ক বিষয়ক অফিসিয়াল কার্যাদি।
১৮. অর্থশাস্ত্র কে লিখেছেন?
উত্তর : কৌটিল্য।
১৯. বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?
উত্তর : ভ্যাটিকান সিটি।
২০. ‘Du jure’ অর্থ কি?
উত্তর : আইনগত স্বীকৃতি।
২১. এজলফ হিটলার কোন বিশ^য্ুেদ্ধর সাথে জড়িত?
উত্তর : দ্বিতীয় বিশ^যুদ্ধের সাথে।
২২. নুরেমবার্গ কোথায় অবস্থিত?
উত্তর : জার্মানিতে
২৩. দুটি আন্তর্জাতিক নদীর নাম লিখ।
উত্তর : কঙ্গো নদী ও নাইজার নদী।
২৪. অর্থনৈতিক সমুদ্র সীমার দূরত্ব কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।
খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামন্তরাজ্য ও আশ্রিত রাজ্য বলতে কি বুঝ?
২. রাষ্ট্রের উত্তরাধিকার বলতে কি বুঝ?
৩. আন্তর্জাতিক নদী সম্পর্কে আইনগত বিধান ব্যাখ্যা কর ।
৪. আন্তর্জাতিক আইনের গুরুত্ব লিখ।
৫. হস্তক্ষেপ কখন সমর্থনযোগ্য?
৬. কূটনৈতিক দূত কখন অবাঞ্ছিত ব্যক্তি বলে গণ্য হয়ে থাকে?
৭. মহীসোপান কী?
৮. চুক্তি কেন গুরুত্বপূর্ণ?
৯. রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য লিখ।
১০. হুগো গ্রোসিয়াসকে আন্তর্জাতিক আইনের পিতা বলা হয় কেন?
১১. সামন্তরাজ্য ও আশ্রিত রাজ্য বলতে কি বুঝ?
আন্তর্জাতিক আইন বই এর সকল সাজেশন –
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১২. সরকারি ঋণসমূহ উত্তরাধীকারী রাষ্ট্রের উপর বর্তায় কিনা ব্যাখ্যা কর।
১৩. আন্তর্জাতিক নদী সম্পর্কে আইনগত বিধান ব্যাখ্যা কর।
১৪. উন্মুক্ত সমুদ্রে রাষ্ট্রসমূহ কী কী অধিকারের স্বাধীনতা ভোগ করে তা সংক্ষেপে লিখ।
১৫. দ্রুত পশ্চাদ্ধাবন এর নিয়ম কী?
১৬. আন্তর্জাতিক আইন কাকে বলে?
১৭. সন্ধি ও চুক্তির মধ্যে পার্থক্য লিখ।
১৮. নিরস্ত্রীকরণ বলতে কি বুঝ?
১৯. আন্তর্জাতিক নদীর সংজ্ঞা দাও।
২০. দ্বৈতবাদ কী?
২১. ১৯৯৬ সালের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের বিষয়বস্তু কি?
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও। আন্তার্জাতিক আইনের বিভিন্ন উৎসসমূহ আলোচনা কর।
২. আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে পার্থক্য নিরূপণ কর। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় আইনের মধ্যে কোনটি প্রাধান্য পাবে?
৩. স্বীকৃতি বলতে কী বুঝ? স্বীকৃতি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৪. আঞ্চলিক সমুদের সংজ্ঞা দাও। এই এলাকার উপর উপকূলবর্তী রাষ্ট্রের অধিকার ও দায়িত্ব আলোচনা কর।
৫. কূটনৈতিকদের শ্রেণীবিভাগ কী কী? স্বাগতিক দেশে একজন কূটনীতিক কী কী সুবিধা ভোগ করেন?
৬. আন্তজাতিক নদী কী? দানিউব কনভেনশন উল্লেখপূর্বক আন্তর্জাতিক নদী যে সকল রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত তাদের অধিকার ও দায়- দায়িত্বসমূহ আলোচনা কর।
৭. জেনেভা কনভেনশন ১৯৫৮ এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন ১৯৮২ মোতাবেক সমুদ্রের স্বাধীনতা বর্ণনা দাও।
৮. আন্তর্জাতিক আদালতের এখতিয়ারসমূহ ব্যাখ্যা কর।
৯. আন্তর্জাতিক আইনের বিবর্তনের ক্ষেত্রে একত্ববাদী ও দ্বৈতবাদী মতবাদের অবদান আলোচনা কর।
১০. আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে প্রথার গুরুত্ব আলোচনা কর।
আন্তর্জাতিক আইন বই এর সকল সাজেশন –
- আরও পড়ুনঃ মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর
- আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার সামাজিক প্রশাসন সাজেশন ও বই (ফ্রি)
১১. হস্তক্ষেপের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে লিখ। হস্তক্ষেপ কখন সমর্থনযোগ্য বলে প্রতীয়মান হয়? বর্ণনা কর।
১২. রাষ্ট্রীয় ভূখ- বলতে কী বুঝ? রাষ্ট্র কর্তৃক কোনো অঞ্চল হারানোর পন্থা কী কী?
১৩. আন্তর্জাতিক আইনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
১৪. চুক্তি কত প্রকার ও কী কী? বৈধ চুক্তির কার্যাবলি লিখ।
১৫. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির মতবাদটি আলোচনা কর।
১৬. রাষ্ট্রীয় উত্তরাধিকার কী? রাষ্ট্রীয় উত্তরাধিকার কীভাবে অর্জিত হয়?
১৭. সমুদ্র বিষয়ক জেনেভা কনভেনশন ও মন্টিগো কনভেনশন সম্পর্কে লিখ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।